Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word ঠেলা, ঠ্যালা Bengali definition [ঠ্যালা] (বিশেষ্য) ১ ধাক্কা; জোরে আঘাত করে অগ্রসর করা। ২ সংকট; বিপদ; দায়; বিপদ (আচ্ছা ঠ্যালায় পড়া গেছে-আবু রুশ্‌দ্‌)। ৩ যা ঠেলে চালাতে হয় (ঠেলা-গাড়ি)। □ (ক্রিয়া) ১ ধাক্কা দেওয়া; জোরে আঘাত করে সম্মুখে চালানো। ২ অগ্রাহ্য বা লঙ্ঘন করা বা অমান্য করা; অবাধ্য হওয়া (হুকুম ঠেলা)। ৩ বর্জন করা (না ঠেলহ ছলে-চণ্ডীদাস)। ৪ পতিত করা (জাতে বা সামাজে ঠেলা)। ৫ অবজ্ঞা করা (পায়ে ঠেলা)। ঠেলা খাওয়া (ক্রিয়া) চোট পাওয়া। ঠেলা-গাড়ি (বিশেষ্য) যে মালবাহী গাড়ি মানুষে ঠেলে নিয়ে যায়। ঠেলাঠেলি (বিশেষ্য) পরস্পরকে ধাক্কা দেওয়া; ধাক্কাধাক্কি। ঠেলা দেওয়া (ক্রিয়া) ধাক্কা দেওয়া। ঠেলা-মারা কথা (বিশেষ্য) বক্রোক্তি; অবিবেচকের মতো খামখেয়ালি কথা। ঠেলার নাম বাবাজি-বিদ্যাপতিদে পড়ে অবজ্ঞাত লোককেও সমাদর করা; যে বিপদে ফেলে তাকে বাধ্য হয়ে মান্য করতে হয়। উল্টাঠেলা (বিশেষ্য) পাল্টা আক্রমণ। জাতে ঠেলা ১ সমাজ থেকে বহিষ্কৃত করা। ২ একঘরে করা। দায়ঠেলা (ক্রিয়া) একান্ত ঠেকে বা বাধ্য হয়ে করা। বেগার ঠেলা (ক্রিয়া) অনিচ্ছায় কোনো কাজ করা; বিনা পারিশ্রমিকে বাধ্য হয়ে কাজ করা (বেগার ঠেলা আর কাঁহাতক সয়)। সমাজে ঠেলা (বিশেষ্য) অপরাধের জন্য সমাজ কর্তৃক পতিত করা। {√ঠেল্‌+আ}
  • Bengali Word ঠেস, ঠেশ Bengali definition [ঠেশ্‌] (বিশেষ্য) ১ চেয়ারে, বালিশে বা দেয়ালে পিঠরেখে বসা; হেলে অবস্থান; হেলানো (দেয়ালে ঠেস দেওয়া)। ২ ঠেকনা। ৩ নিন্দা; খোঁটা; কটাক্ষ; বক্রোক্তি দ্বারা নিন্দা (ঠেস দিয়া কথা বলা)। ঠেস দিয়ে কথা বলা (ক্রিয়া) আঘাত দিয়ে কথা বলা; কটাক্ষ করে বলা। ঠেস দেওয়া (ক্রিয়া) ১ হেলান দেওয়া। ২ কটাক্ষ বা ব্যঙ্গ করে কথা বলা। ঠেস মারা (ক্রিয়া) ঠেলা দেওয়া; কটাক্ষ করা। {(তৎসম বা সংস্কৃত) ঘৃষ্‌>√ঘেঁষ্‌}
  • Bengali Word ঠেসা, ঠেশা Bengali definition [ঠেশা] (ক্রিয়া) ১ ঠেস বা হেলান দেওয়া; ঘোঁষা। ২ ডলা; মর্দন করা। ৩ ঠাসা; খুব বেশি ভর্তি করা। ঠেসাঠেসি, ঠেসাঠেশি (বিশেষ্য) ঠাসাঠাসি; গাদাগাদি; বেশি ভিড় (গ্রামটিতে লোকের বাস একটু বেশি; একটু যেন বেশী ঠেসাঠেসি-বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় )। ঠেসান১ (বিশেষ্য) ঠেস; হেলান (গাছের গুঁড়ি ঠেসান দিয়া তামাকু টানিতেছে-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। ঠেসানো, ঠেসান২ (ক্রিয়া) ১ হেলানো (ঠেসিয়ে রাখা)। ২ ভেজালো; বন্ধ করা (দরজা ঠেসানো)। ৩ বক্রোক্তি বা কটাক্ষ (ঠেসিয়ে বলা)।□ (বিশেষ্য), (বিশেষণ) উক্ত সকল অর্থে। {ঠেস্‌+আ; (তুলনীয়) (হিন্দি)√ঠেস}
  • Bengali Word ঠেসারা Bengali definition [ঠেশারা] (বিশেষ্য) ঠাট্টাছলে ইঙ্গিত (ঠেসাবার কথা যখন রাজচন্দ্র শুনিল-পূর্ববঙ্গ গীতিকা); ঠাট্টা; উপহাস; বিদ্রূপ। {√ঠেস্‌+ইয়ারা>}
  • Bengali Word ঠোঁট Bengali definition [ঠোঁট্‌] (বিশেষ্য) ১ ওষ্ঠ। ২ অধর। ৩ চঞ্চু। ঠোঁট উলটানো (ক্রিয়া) তাচ্ছিল্য বা অবজ্ঞা প্রকাশ করা; উপেক্ষা করা। ঠোঁট কাটা (বিশেষণ) কাউকে কোনো কিছু বলতে বাধে না এমন; স্পষ্টবক্তা; নির্লজ্জ; অপ্রিয় কথা বলতে দ্বিধাবোধ করে না এমন। ঠোঁট ফুলানো (ক্রিয়া) অভিমান আবদার বা কান্নার উপক্রম করা। ঠোঁটে-ঠোঁটে (অব্যয়) মুখে-মুখে। {(তৎসম বা সংস্কৃত) ওষ্ঠ>(প্রাকৃত) ওট্‌ঠ>}
  • Bengali Word ঠোঁটা Bengali definition [ঠোঁটা] (বিশেষ্য) নদীর মধ্যে প্রবেশ করেছে এমন সংকীর্ণ স্থলভাগ; অন্তরীপ ধরনের ভূভাগ (কখন তারা মহেশপুরের বাঁকের মাথায় ঠাঁটা ছাড়িয়ে গেল-খগেন্দ্রনাথ মিত্র)। {ঠোঁট+আ}
  • Bengali Word ঠোংগা Bengali definition ঠোঙ্গা
  • Bengali Word ঠোক Bengali definition [ঠোক্‌] (বিশেষ্য) আঘাত। {ধ্বন্যাত্মক, ঠক্‌>}
  • Bengali Word ঠোকন, ঠুকুনি Bengali definition [ঠোকোন্‌, ঠুকুনি] (বিশেষ্য) ১ আঘাত; প্রহার। ২ ধমক। ৩ ঠোকা (আচ্ছা ঠোকন ঠুকেছে)। ঠুকানো, ঠুকনো (ক্রিয়া) আঘাত করা; প্রহার করা। {ঠোক+অন}
  • Bengali Word ঠোকনা Bengali definition ঠোনা
  • Bengali Word ঠোকর, ঠোক্কর, ঠক্কর Bengali definition [ঠোকর্‌, ঠোক্‌কর্‌, ঠক্‌কর্‌] (বিশেষ্য) ১ আঘাত; পাখির ঠোঁটের বা অস্ত্র প্রভৃতির আঘাত। ২ কোনো বস্তুর অগ্রভাগের আঘাত (জুতার ঠোক্কর)। ৩ প্রচণ্ড ধমক (মনিবের কাছে ঠোকর খাওয়া)। ৪ অপ্রার্থিত মন্তব্যের দ্বারা কথায় বাধা সৃষ্টি (কেতাবি বাবু সব বাতেতেই ঠোকর মারেন-কালীপ্রসন্ন সিংহ)। ৫ হোঁচট (ঠোক্কর খাওয়া)। ৬ সাপের ছোবল। ঠোকর কাড়া (ক্রিয়া) ১ অশোভনভাবে জবাব দেওয়া; অপ্রীতিকরভাবে অন্যের হৃদয়ে আঘাত করা বা অন্যের সমালোচনা করা। ২ অযাচিতভাবে অন্যের সম্বন্ধে মন্তব্য করা। ঠোকর খাওয়া (ক্রিয়া) ১ আঘাত প্রাপ্ত হওয়া। ২ নীরসভাবে তিরস্কৃত হওয়া। ঠোকর দেওয়া, ঠোকর মারা (ক্রিয়া) কথার সাহায্যে আঘাত করা; বিদ্রূপ করা; টীকা-টীপ্পনী কাটা (খালি ঠোক্কর দেওয়াই তার কাজ)। □ (বিশেষ্য) সামান্য চর্চা; অল্প অনুশীলন (নানা বিদ্যায় ঠোকর মারা)। {ধ্বন্যাত্মক}
  • Bengali Word ঠোকরানো, ঠুকরানো Bengali definition [ঠোক্‌রানো, ঠুক্‌রানো] (ক্রিয়া) ১ ঠোকর দেওয়া। ২ পাখির চঞ্চু বা মুখ দ্বারা খোঁটা। ৩ অস্ত্রাদির দ্বারা আঘাত করা (কুড়াল দিয়ে ঠোকরানো)। □ (বিশেষ্য), (বিশেষণ) উক্ত অর্থসমূহে। {√ঠোকরা+আনো}
  • Bengali Word ঠোকা, ঠুকা Bengali definition [ঠোকা, ঠুকা] (ক্রিয়া) ১ সশব্দে মারা (লাঠি বা হাতুড়ি ঠোকা)। ২ আঘাত দিয়ে বসানো (পেরেক ঠোকা)। ৩ কোটা (মাথা ঠোকা)। ৪ সশব্দে চাপড়ানো (বুক ঠোকা, তাল ঠোকা)। ৫ প্রহার দেওয়া বা করা (লোকটাকে খুব ঠুকেছে)। □ (বিশেষ্য) ঠোকর; প্রহার; আঘাত; ধাক্কা (ঠোকা লাগা)। □ (বিশেষণ) প্রহৃত; ধাক্কা (ঠোকা লাগা)। ২ আঘাত করে বসানো হয়েছে এমন। ঠোকাঠুকি (বিশেষ্য) ১ ঝগড়া; কলহ; মারামারি। ২ হাতুড়ির ঠুকঠাক শব্দ। {√ঠুক্‌+আ}
  • Bengali Word ঠোক্কর Bengali definition ঠোকর
  • Bengali Word ঠোঙা Bengali definition ঠোঙ্গা
  • Bengali Word ঠোঙ্গা, ঠোঙা Bengali definition [ঠোঙ্‌গা, ঠোঙা] (বিশেষ্য) গাছের পাতা বা কাগজ দিয়ে তৈরি আধারবিশেষ। {(তৎসম বা সংস্কৃত) তুঙ্গ>}
  • Bengali Word ঠোটা Bengali definition [ঠোটা] (বিশেষ্য) পাখি মারার বিশেষ ধরনের তীর। {ওরাওঁ. ঠোটা}
  • Bengali Word ঠোটে Bengali definition ঠটিয়া
  • Bengali Word ঠোনা, ঠোনকা, ঠোকনা Bengali definition [ঠোনা, ঠোন্‌কা, ঠোক্‌না] (বিশেষ্য) আঙুল দিয়ে গালে বা চিবুকে মৃদু আঘাত; তর্জনী বাঁকা করে তার অগ্রভাগ বা মধ্যস্থল দ্বারা গালে ও থুতনিতে সামান্য আঘাত (মেয়ের মুখে ঠোনা দিয়ে তিনি বললেন)। {ঠোকা>}
  • Bengali Word ঠোস ১ Bengali definition [ঠোশ্‌] (বিশেষ্য) ফোলা; স্ফীতি; ভর্তি; পূর্তি (সকাল থেকে পেট ঠোস মেরে আছে)। {(তৎসম বা সংস্কৃত) স্থাপক>ঠোস}
  • Bengali Word ঠোস ২ Bengali definition [ঠোশ্‌] (বিশেষ্য) অঙ্গুলিত্রাণ; সুচের ফোঁড় থেকে আঙুল রক্ষার জন্য ব্যবহৃত আবরণবিশেষ (দর্জি আঙ্গুলে ঠোস পরে কাজ করে)। {(তৎসম বা সংস্কৃত) স্থাপক>ঠোস}
  • Bengali Word ঠোসা Bengali definition ঠুসা
  • Bengali Word ঠ্যাং, ঠ্যাঙ, ঠেঙ, ঠেং Bengali definition [ঠ্যাঙ্‌] (বিশেষ্য) পা; চরণ। ঠ্যাং খোঁড়া হওয়া (ক্রিয়া) পা ভেঙে যাওয়ার ফলে চলাফেরা রহিত হওয়া। ঠ্যাং ভাঙা (ক্রিয়া) পা ভাঙা; খোঁড়া হওয়া। {(তৎসম বা সংস্কৃত) টঙ্গ>}
  • Bengali Word ঠ্যাংগা, ঠেঙ্গা, ঠ্যাঙ্গা, ঠেঙা, ঠ্যাঙা, Bengali definition [ঠ্যাঙ্‌গা, ঠেঙ্গা, ঠ্যাঙ্গা, ঠেঙা, ঠ্যাঙা] (বিশেষ্য) লাঠি; লগুড় (তোমরা কোন শাস্ত্রানুসারে ঠেঙ্গা লাঠি লইয়া মারিতে আইস-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। ঠ্যাংগা ঠ্যাংগি (বিশেষ্য) লাঠি দ্বারা পরস্পর মারামারি; মারামারি। ঠ্যাংগাড়িয়া, ঠ্যাংগাড়ে (বিশেষ্য) ১ ইংরেজ আমালে গুপ্ত ভারতীয় দস্যু সম্প্রদায়; যারা পথিকের মাথায় লাঠি মেরে হত্যা করে তার সর্বস্ব লুণ্ঠন করে নিত। ২ ডাকাত; দস্যু। ঠ্যাংগানো, ঠেঙ্গানো (ক্রিয়া) প্রহার করা (ছেলে ঠ্যাংগানো)। □ (বিশেষ্য) লাঠি দ্বারা প্রহার করা (খুব ঠ্যাংগানটা ঠ্যাংগাল)। □ (বিশেষণ) লাঠি দ্বারা প্রহৃত; যথেষ্ট পরিমাণে প্রহৃত। ঠ্যাংগানি, ঠেঙ্গানি (বিশেষ্য) লাঠি দ্বারা প্রহার। {(তৎসম বা সংস্কৃত) দণ্ড>ডাঙ্গ>ঠ্যাঙ্গ}
  • Bengali Word ঠ্যাঙ Bengali definition ঠ্যাং
  • Bengali Word ঠ্যাঙা, ঠ্যাঙ্গা Bengali definition ঠ্যাংগা
  • Bengali Word ঠ্যালা Bengali definition ঠেলা
  • Bengali Word ঠ্যেকো Bengali definition [ঠেকো] (বিশেষ্য) দুষ্ট গরু যাতে উৎপাত বা ছুটাছুটি করতে না পারে তজ্জন্য তার গলায় লাগানো কাষ্ঠখণ্ড। {ঠেকা+উয়া>}