Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word টা, টে, টো Bengali definition টা, টে, টো [টা, টে, টো] (অব্যয়) ১ বাংলা প্রত্যয় বিশেষ ১ সংখ্যা বা পরিমাণ অর্থে (পাঁচ পাঁচটা বছর)। ২ টুকরা; খণ্ড; খান; তা (দুটো বই, একটা কাগজ)। ২ বস্তু; ব্যক্তি বা বিষয় নির্দেশে (এটা খাও, ওটা দাও)। ৩ সংখ্যা নির্দেশে (তিনটে ছেলে)। ৪ বিস্ময় প্রকাশে (একটা মানুষের চারটে হাত। ৫ স্পর্ধা প্রকাশে (তার দৌড়টা দেখি)। ৬ আদরে বা অনাদরে (মেয়েটার কপাল পুড়ল, ছেলেটা ভালো না)। ৭ মাত্র বোঝাতে (আছে ছোট্ট একটা ভাই); অনির্দিষ্ট সংখ্যা বোঝাতে (তিন-চারটে লোক)। ⇒ টি১। {(বাংলা) প্রত্যয়}
  • Bengali Word টাঁক ১, টাক Bengali definition [টাঁক্‌, টাক্‌] (বিশেষ্য) বন্ধনী; সেলাই। {(ইংরেজি) tuck}
  • Bengali Word টাঁক ২ Bengali definition [টাক্‌] (বিশেষ্য) ১ বন্ধ দৃষ্টি; বিশেষ লক্ষ্য; তাক। ২ অনুমান। ৩ আশা-আকাঙ্খা। ৪ লোভ। {(তৎসম বা সংস্কৃত) তর্ক>(প্রাকৃত) তক্ক>}
  • Bengali Word টাঁকন, টাঁকনি, টাঁকুনি Bengali definition [টাঁকোন্‌, টাঁক্‌নি, টাঁকুনি] (বিশেষ্য) ১ আকাঙ্খা। ২ প্রতীক্ষা। ৩ ভবিষ্যৎ কথন। ৪ সেলাই। টাঁকনিয়া (বিশেষণ) যে টাঁকে বা সেলাই করে। {(তৎসম বা সংস্কৃত) টঙ্ক>}
  • Bengali Word টাঁকশাল, টাকশাল Bengali definition [টাঁক্‌শাল্‌, টাকশাল] (বিশেষ্য) টাকা-পয়সা প্রভৃতি মুদ্রা নির্মানের স্থান; টাকা পয়সা তৈরির কারখানা; mint (সেই বৎসরেই এক টাকশাল নির্মিত এবং আগষ্ট মাসের উনবিংশ দিবসে ইংরেজ দিগের টাকা প্রথম মুদ্রিত হয়-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর; তখন এখানে টাকশাল ছিল-সৈয়দ মুজতবা আলী)। {(তৎসম বা সংস্কৃত) টঙ্কশাল>}
  • Bengali Word টাঁকা ১, টাকা Bengali definition [টাঁকা, টাকা] (ক্রিয়া) সেলাই করা; সেলাই করে গাঁথা (বোতাম টাকা)। □(বিশেষ্য), (বিশেষণ) উক্ত অর্থে। {(ইংরেজি) Tuck; (তৎসম বা সংস্কৃত) তঙ্ক}
  • Bengali Word টাঁকা ২ Bengali definition [টাঁকা] (ক্রিয়া) ১ বিশেষরূপে দুষ্টি রাখা; টাক করা। ২ কোনো অমঙ্গলের জন্য অপেক্ষা করা; কোনো ব্যাপারে পূর্ব থেকে আশা করা বা আঁচ করা (মরণ টাকিলি বেটা অনাথা দেখিয়া-ভারতচন্দ্র রায়গুণাকর)। □(বিশেষ্য), (বিশেষণ) উক্ত সকল অর্থে। {(তৎসম বা সংস্কৃত) তর্ক>(প্রাকৃত) তক্ক>
  • Bengali Word টাঁসা Bengali definition [টাঁশা] (ক্রিয়া) ১ রক্তাল্পতা বা রক্ত চলাচল বন্ধ হেতু খিল ধরা (হাত পা টেঁসে যাওয়া)। ২ মরা (টেঁসে যাওয়া)। টাঁস ধরা (ক্রিয়া) খিল ধরা বা আড়ষ্ট হয়ে যাওয়া। টেঁসে যাওয়া (ক্রিয়া) মরা; মৃত্যু হওয়া। {(তুলনীয়) (হিন্দি) টাঁসনা}
  • Bengali Word টাংকর, টাঙ্কর Bengali definition [টাঙ্‌কর্‌] (বিশেষণ) ধূর্ত; খল; দূর্বৃত্ত। {(তৎসম বা সংস্কৃত) ডিঙ্গর>}
  • Bengali Word টাংগ, টাঙ্গ Bengali definition [টাঙ্‌গো] (বিশেষ্য) ১ কুঠার; খনিত্র; কোদাল। ২ চরণ। ৩ সোহাগা। ৪ দোকান। {(তৎসম বা সংস্কৃত) টঙ্ক>}
  • Bengali Word টাংগা ১ Bengali definition টাঙ্গা
  • Bengali Word টাংগা ২, টাঙ্গা ২ Bengali definition [টাঙ্‌গা] (বিশেষণ) উর্ধ্বে বন্ধ; উপরে বাঁধা বা ঝুলানো। টাংগা প্রদীপ (বিশেষণ) আকাশ প্রদীপ; উপরে টাঙিয়ে রাখা দীপ; ঝুলানো প্রদীপ। {(তৎসম বা সংস্কৃত) টঙ্ক>}
  • Bengali Word টাংগানো, টাঙ্গানো Bengali definitionটাঙানো
  • Bengali Word টাংগি, টাঙ্গি Bengali definition [টাঙ্‌গি] (বিশেষ্য) পরশু; কুঠারজাতীয় লৌহনির্মিত অস্ত্রবিশেষ (টঙ্কিনী টমক টাঙ্গী টানিয়া টঙ্কার-ভারতচন্দ্র রায়গুণাকর)। {ধ্বন্যাত্মক টন জাতীয় শব্দের জন্য}
  • Bengali Word টাই Bengali definition [টাই] (বিশেষ্য) বিলাতি পোশাকের অঙ্গরূপে গলায় বাঁধার চওড়া ফিতাবিশেষ। টাইপিন (বিশেষ্য) গলায় বাঁধার ফিতা বা টাই যথাস্থানে রাখার জন্য ব্যবহৃত কাঁটাবিশেষ (তুমি একদিন একটি মুক্তোর টাইপিন নিয়ে এস-প্রথম চৌধুরী)। {(ইংরেজি) Tie-pin
  • Bengali Word টাইট Bengali definition [টাইট্‌] (বিশেষণ) ১ দৃঢ়; মজবুত; শক্ত (ইস্ক্রুপগুলো জোর টাইট করে বসানো-সৈয়দ মুজতবা আলী)। ২ আঁটাসাঁটা; টানটান। {(ইংরেজি) tight}
  • Bengali Word টাইটানিক Bengali definition [টাইটানিক্‌] (বিশেষ্য) বিখ্যাত বিশাল জাহাজ, যা সাগরের জলমগ্ন শিলাখণ্ডের সাথে ধাক্কা খেয়ে ডুবে গিয়েছিল। {(ইংরেজি) Titanic}
  • Bengali Word টাইটেল, টাইটল Bengali definition [টাইটেল্‌, টাইটল্‌] (বিশেষ্য) ১ উপাধি; খেতাব (হে মানদ আমায় টাইটেল দাও, খেতাব দাও-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। ২ নমলিপি; আখ্যা। ৩ স্বত্ব; অধিকার। টাইটেল-পেজ (বিশেষ্য) গ্রন্থের নামপৃষ্ঠা; আখ্যাপত্র (পুস্তকের টাইটেল পেজের প্রতি দৃষ্টি নিক্ষেপ করিয়া রহিলেন-মীর মশাররফ হোসেন)। {(ইংরেজি) title}
  • Bengali Word টাইপ Bengali definition [টাইপ্‌] (বিশেষ্য) ১ ছাপানোর জন্য ব্যবহৃত সিসা বা রবারের হরফ। ২ ধরন; প্রকার (ওই টাইপের ছেলেরা সুবিধার হয়না)। ৩ বিশেষ এক ধরন; বিশিষ্ট প্রকার (টাইপ চরিত্রের অভিনয়ে তিনি অদ্বিতীয়)। টাইপ করা (ক্রিয়া) টাইপরাইটার যন্ত্রের সাহায্যে লেখা বা ছাপা। টাইপ রাইটার (বিশেষ্য) চাবি টিপে লেখার বা ছাপার যন্ত্রবিশেষ। {(ইংরেজি) type}
  • Bengali Word টাইফুন, টাইফুন Bengali definition [টাইফুন্‌] (বিশেষ্য) ১ প্রশান্ত মহাসাগরীয় ঘূর্ণিবাত্যাবিশেষ। ২ প্রবল ঝটিকা; প্রচণ্ড ঝড় (জমা হয় কালো টাইফুন মেঘ পাটাতনের লাগে দোলা-ফররুখ আহমদ)। {(ইংরেজি) Typhoon; (তুলনীয়) (হিন্দি) তুফান}
  • Bengali Word টাইম Bengali definition [টাইম্‌] (বিশেষ্য) ১ সময়; কাল (আকবরের টাইমে আগ্রাতে-রাজশেখর বসু (পরশু))। ২ সুযোগ; অবসর। টাইম টেবিল, টাইম-টেবল (বিশেষ্য) নির্দিষ্ট সময়ের তালিকা বা নির্ঘন্ট (রেলের টাইম-টেবিল)। টাইম দেওয়া (ক্রিয়া) ঠিকমতো সময় জ্ঞাপন করা (ঘড়িটা ভাল টাইম দিচ্ছে)। টাইম ধরা, টাইম বাঁধা (বিশেষণ) নির্দিষ্ট সময়ে করণীয়। টাইম পিস (বিশেষ্য) টেবিলে রাখার ছোট ঘড়ি (টেবিলের উপরস্থ টাইমপিসটার দিকে চাহিলেন-আবুল মনসুর আহমদ)। টাইম রাখা (ক্রিয়া) যথাসময়ে বা নির্ধারিত সময়ে কোনো কাজ করা। {(ইংরেজি) time}
  • Bengali Word টাইল Bengali definition টালি
  • Bengali Word টাউট Bengali definition [টাউট্‌] (বিশেষ্য) ভদ্রবেশী প্রতারক। ২ দালাল; মোকদ্দমার তদ্বিরকারী (পুলিশ টাউট নেশায় আউট গঙ্গাজলী সাক্ষ্য দড়-সত্যেন্দ্রনাথ দত্ত)। টাউটার (বিশেষ্য) প্রতারণা। {(ইংরেজি) tout}
  • Bengali Word টাক ১ Bengali definition টাঁক১
  • Bengali Word টাক ২ Bengali definition [টাক্‌] (বিশেষ্য) ১ মস্তকের কেশের স্বল্পতা বা শূন্যতা; ইন্দ্রলুপ্ত। ২ কেশহীন মস্তক। □(বিশেষণ) টাকযুক্ত; টেকো (টাক মাথা)। {(তৎসম বা সংস্কৃত) ত্বক্‌>; (তৎসম বা সংস্কৃত) তালুকীট>}
  • Bengali Word টাক, টকানো Bengali definition [টকা, টকানো] (ক্রিয়া) ১ টক হওয়া (তেঁতুলের ঝোলটা টকে গেছে)। ২ নিরানন্দজনক বা মাধূর্যহীন হওয়া (নূতনেই প্রেম মিঠে থাকে বাসি হলেই টকে-দ্বিজেন্দ্রলাল রায়)। □(বিশেষণ) টক স্বাদযুক্ত (টক বা টকো দই)। {টক+আ,আনো}
  • Bengali Word টাকরা Bengali definition [টাক্‌রা] (বিশেষ্য) তালু; জিহ্বার ঊর্ধ্বদেশ; মুখ-গহ্বর; palate। {ধ্বন্যাত্মক}
  • Bengali Word টাকশাল Bengali definitionটাঁকশাল
  • Bengali Word টাকশাল Bengali definitionটাঁকশাল
  • Bengali Word টাকা ১ Bengali definitionটাঁকা১