Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word Bengali definition [ইয়োঁ] বাংলা ব্যঞ্জন বর্ণমালার দশম স্পর্শ বর্ণ এবং ‘চ’ বর্গের পঞ্চম বর্ণ। এটি প্রশস্ত দুন্তমূলীয়, নাসিক্য, ঘোষ, অল্পপ্রাণ (dorso-alveolar বা palato-alveolar, nasal, voiced, unaspirated) ধ্বনি। সাধারণত শব্দের প্রথমে এটি বসে না। চ-বর্গের বর্ণসমূহের সঙ্গে নাসিক্য উচ্চারণে ‘ঞ’ ব্যবহৃত হয়; মেযন মঞ্চ; রঞ্জন প্রভৃতি।