Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word চশম ২ Bengali definition [চশোম্‌] (বিশেষ্য) রেশমি মোটা সুতাবিশেষ-এই সুতায় ঘুনসি ইত্যাদি হয়। {(ফারসি) চশ্‌ম (?)}
  • Bengali Word চশমা ১ Bengali definition [চশ্‌মা] (বিশেষ্য) ১ উপনেত্র। ২ দৃষ্টিশক্তির সাহায্যকারী কাচ। {(ফারসি) চশ্‌মাহ}
  • Bengali Word চশমা ২ , চশ্‌মা Bengali definition [চশ্‌মা] (বিশেষ্য) উৎস; ঝরনা; প্রস্রবণ (মেখ ফরীদের চশমা)। {(ফারসি) চশ্‌মাহ্‌}
  • Bengali Word চষক Bengali definition [চশোক্‌] (বিশেষ্য) ১ মদ খাওয়ার পাত্র; পানপাত্র; সুরাপানপাত্র (এ কোন আসব? আঁখির চষকে এক চুমুকেই ভোর-মোহিতলাল মজুমদার)। ২ মধু। ৩ সুরা। □(বিশেষণ) চাষকারী। {(তৎসম বা সংস্কৃত) √চষ্‌+অক(ক্বুন্‌)}
  • Bengali Word চষা Bengali definition [চশা] (বিশেষ্য) ১ চাষ করা; কর্ষণ করা; লাঙল দেওয়া। ২ তন্ন তন্ন করে খোঁজা; পাতি পাতি করে অনুসন্ধান করা (ফতোয়া খুঁজেছি ফেকা ও হাদিস চষে-কাজী নজরুল ইসলাম)। □(বিশেষ্য) কর্ষণ। □(বিশেষণ) কর্ষিত। চষানো (ক্রিয়া) অপরের দ্বারা চাষ করানো। □(বিশেষ্য), (বিশেষণ) উক্ত অর্থে। চষে বেড়ানো, চষে বেড়ান (ক্রিয়া) ১ তন্ন তন্ন করে খুঁজে বেড়ানো। ২ নানা স্থানে ঘুরে বেড়ানো; প্রচুর ভ্রমণ করা; টো টো করে ফেরা। {(তৎসম বা সংস্কৃত) √কৃষ্‌>(বাংলা) চষ্‌+আ}
  • Bengali Word চহট Bengali definition [চহোট্‌] (বিশেষ্য) দাপট; প্রতাপ; চোটপাট (তার চহট দেখলে তাকে লেগে যাবে-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। {(তৎসম বা সংস্কৃত) √চুট্‌>(বাংলা) চোট>চহট}
  • Bengali Word চা ১ Bengali definition [চা] (বিশেষ্য) ১ এক প্রকার গাছ ও তার পাতা। ২ উক্ত গাছের পাতা থেকে প্রস্তুত পানীয়। চা-করা (বিশেষ্য), (বিশেষণ) ১ চা উৎপাদক। ২ চা বাগানের মালিক। চা-খানা (বিশেষ্য) চায়ের দোকান (কিন্তু চা-খানা জমে উঠেছিল-শওকত ওসমান)। চা-দান, চা-দানি, চা-দানী (বিশেষ্য) ১ চা প্রস্তুত করার পাত্র। ২ চায়ের পেয়ালা; tea-pot (চা-দানী… পরিষ্কার পরিচ্ছন্ন করাইয়া যথাস্থানে সাজান হইয়াছে-মীর মশাররফ হোসেন)। {চী. চা}
  • Bengali Word চা ২ Bengali definition [চা] ক্ষুদ্রার্থক প্রত্যয়বিশেষ (বাগবাগিচা)। {(ফারসি) চা}
  • Bengali Word চা-খোর Bengali definition [চাখোর] (বিশেষণ) অতিরিক্ত ঘন ঘন চা পান করে এমন; চায়ে আসক্ত (এককালে প্রায় তোমার মত চা-খোর ছিলাম-কাজী নজরুল ইসলাম)। {চীনা চা+(ফারসি) খোর}
  • Bengali Word চা-খড়ি Bengali definition [চাখোড়ি] (বিশেষ্য) শ্বেতবর্ণ মৃত্তিকাবিশেষ; খড়িমাটি; লেখার মাটি; ফুল খড়ি; chalk । {(ইংরেজি) Chalk>চা+খড়ি}
  • Bengali Word চাঁই ১ Bengali definition [চাঁই] (বিশেষ্য), (বিশেষণ) প্রধান নেতা; সর্দার; মণ্ডল (ধর্মঘটের মস্ত চাঁই-সত্যেন্দ্রনাথ দত্ত)। □(বিশেষণ) ঝানু (বিচক্ষণ চাঁই মহোদয়েরা তাঁহাকে খৃষ্টান পর্যন্ত বলিয়া থাকেন-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। চাইচোর (বিশেষ্য) চৌর্যবৃত্তিতে যে অত্যন্ত ঝানু বা পাকা; প্রধান তস্কর। {(তৎসম বা সংস্কৃত) চঙ্গ>}
  • Bengali Word চাঁই ২ Bengali definition [চাঁই] (বিশেষ্য) ১ চাঙড়; চাপ; ঢেলা। ২ বাঁশের শলার তৈরি মাছ ধরার ফাঁদবিশেষ। {(ফারসি) চাঙ্গ}
  • Bengali Word চাঁক ১ Bengali definition [চাক্‌] (বিশেষ্য) ১ চক্র; চাকা। ২ চক্রাকার বস্তু। ৩ চাকার ন্যায় চ্যাপটা ও গোল খণ্ড। ৪ যে চক্রে মাটির পাত্র গড়া হয় (কুমারেরা চাক ঘুরাইয়া কলসী গড়িতেছে-বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় )। ৫ মৌচাক; মধুচক্র (এক একখানি চাকে অপর্যাপ্ত মধু ও মোম হয়-শেখ হবিবর রহমান সাহিত্যরত্ন)। চাঁক চাঁক (বিশেষ্য) চ্যাপটা ও গোল ফালি ফালি বা খণ্ড খণ্ড (শশা চাক চাক করিয়া কাটা)। {(তৎসম বা সংস্কৃত) চক্র>(প্রাকৃত) চক্‌ক>}
  • Bengali Word চাঁক ২ Bengali definition [চাক্‌] (বিশেষ্য) কর্তন; ছিদ্র; ফাটল; ছেঁড়া (হযরতের সীনা চাক)। {(ফারসি) চাক}
  • Bengali Word চাঁচ ১ Bengali definition [চাঁচ্‌] পাত গালা; পাতের মতো পাতলা গালা। {(তৎসম বা সংস্কৃত) চাঁদ>(চাঁদের আকার অর্থে)>}
  • Bengali Word চাঁচ ২ Bengali definition [চাঁচ্‌] (বিশেষ্য) চাটাই; দরমা। [(তৎসম বা সংস্কৃত) চঞ্চা>}
  • Bengali Word চাঁচ-দা Bengali definition [চাঁচ্‌দা] (বিশেষ্য) যে দা বা কাটারি দযৈ খেজুর ইত্যাদি গাছ চেঁছে রস বের করা হয়। {(তৎসম বা সংস্কৃত) √তক্ষ্‌>(পালি)√তচ্ছ্‌>(প্রাকৃত) √চচ্ছ্‌>}
  • Bengali Word চাঁচনি, চাঁচনী, চাঁছনি Bengali definition [চাঁচ্‌নি, চাঁচ্‌নি, চাছনি] (বিশেষ্য) ১ চেঁছে তোলা অংশ বা খাদ্যবস্তু (ব্রহ্মার খড়ম জোড়া থেকে নখে আঁচড়ে চাঁচনি নিতে নিতে প্রায় ক্ষইয়ে ফেল্লে তারা-অবনীন্দ্রনাথ ঠাকুর)। ২ যা দিয়ে চাঁছা হয়; চাঁছবার যন্ত্র। ৩ চেঁছে ফেলা পাতলা অবশেষ বা চেঁছে তোলা অংশের ন্যায় সূক্ষ্ম চেহারা (চাঁদ একটুখানি চাঁচনী থেকে আরম্ভ করে পূর্ণ সুন্দর হয়ে ওঠবার দিকে গেলেও-অবনীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) √তক্ষ্‌>(পালি)√তছ্‌>(প্রাকৃত) √চচ্ছ্‌> (বাংলা) চাঁচ, চাঁছ+নি}
  • Bengali Word চাঁচর ১ Bengali definition [চাঁচোর্‌] (বিশেষণ) কোঁকড়া; কুঞ্চিত; কোঁচকানো (চাঁচর কেশে পরিয়ে দেব ঝুমকো জবার ফুল-কাজী নজরুল ইসলাম)। {(তৎসম বা সংস্কৃত) চর্চরী>(বাংলা) চাঁচর}
  • Bengali Word চাঁচর ২ Bengali definition [চাঁচোর্‌] (বিশেষ্য) হিন্দুদের উৎসব বিশেষ; দোলের পূর্বদিনে অনুষ্ঠেয় উৎসব। {(তৎসম বা সংস্কৃত) চর্চরী>}
  • Bengali Word চাঁচা, চাঁছা Bengali definition [চাঁচা, চাঁছা] (ক্রিয়া) ১ অস্ত্রের সাহায্যে উপরের আবরণ অথবা স্তর বা ছাল উঠিয়ে ফেলা। ২ কামানো (তুই করেছিস শুরু তলোয়ার দিয়ে দাড়ি চাঁছা-কাজী নজরুল ইসলাম)। চাঁচাছোলা (বিশেষণ) ১ উপরের আবরণ উঠিয়ে ফেলা হয়েছে এমন; সুপরিষ্কৃত; মার্জিত বা মসৃণ। ২ শ্মশ্রুগুম্ফহীন; পরিষ্কার করে কামানো (চাঁচা-ছোলা মুখুট ছিল ঘড়ির ডায়ালের মত-প্রথম চৌধুরী)। ৩ রূঢ়; স্পষ্ট; খোলাখুলি; পরিষ্কার (চাঁছাছোলা কথা)। {(তৎসম বা সংস্কৃত) √তক্ষ্‌>(পালি)√তচ্ছ্‌> (প্রাকৃত) √চচ্ছ্‌>(বাংলা) চাঁচ/চাঁছ+আ}
  • Bengali Word চাঁচি, চাঁছি Bengali definition [চাঁচি, চাঁছি] (বিশেষ্য) দুধ ইত্যাদির যে শুষ্ক অংশ পাত্র হতে চেঁছে তুলতে হয় (দুধের চাঁছি শুষছে মাছি-সত্যেন্দ্রনাথ দত্ত)। ২ যা কিছু চেঁছে তোলা হয়। {(তৎসম বা সংস্কৃত) √তক্ষ্‌>(প্রাকৃত) চচ্ছিঅ>(বাংলা) চাঁচি/চাঁছি}
  • Bengali Word চাঁটি, চাঁটা, চাটি Bengali definition [চাঁটি, চাঁটা, চাটি] (বিশেষ্য) ১ করাঘাত; চপেটাঘাত; চড় (তবলায় চাঁটি মারা)। ২ লঘু চপেটাঘাত; অবজ্ঞা বা পরিহাসের ছলে করতল দিয়ে মৃতু আঘাত (চাঁটি মেরে বলো চম্পট কোথা দেবে-বিষ্ণু দে)। {(তৎসম বা সংস্কৃত) চপেট>}
  • Bengali Word চাঁদ Bengali definition [চাঁদ] (বিশেষ্য) ১ ⇒ চন্দ্র। ২ আদরের বা প্রীতি উৎপাদনের বস্তু (দেখে যা আমিনা মায়ের কোলে/মধু পূর্ণিমার চাঁদ দোলে-কাজী নজরুল ইসলাম)। ৩ বয়স্যের প্রতি সম্বোধন (বলি, চাঁদের দেখা পাওয়া গেল তবে)। ৪ ((ব্রজবুলি)) অসুন্দর বা অবাঞ্ছিত ব্যক্তি। চাঁদকপালি, চাঁদকপালে (বিশেষ্য), (বিশেষণ) কপাল যার অর্ধচন্দ্রের মতো বা কপালে অর্ধচন্দ্রের মতো চিহ্ন যার (চাঁদকপালে বাছুর); ভাগ্যবান। চাঁদপাল্লা (বিশেষ্য) চাঁদের ফালির আকৃতিবিশিষ্ট পাঁচকল্লি টুপিবিশেষ (মাথায় চিকনিয়া চাঁদ পাল্লা টুপি-কাজী ইমদাদুল হক)। চাঁদবদন (বিশেষ্য), (বিশেষণ) চাঁদের তুল্য সুন্দর বা প্রীতিপ্রদ মুখ বা মুখবিশিষ্ট। চাঁদবদনী (স্ত্রীলিঙ্গ)। চাঁদমুখ (বিশেষ্য) চন্দ্রের ন্যায় সুন্দর বা প্রীতিপ্রদ মুখ (চাঁদমুখেতে রোদ লেগে রক্ত ফুটে পড়ে-ছড়া)। চাঁদহাতে পাওয়া (ক্রিয়া) আশাতীত বন্তু লাভ করা বা দুর্লভ জিনিস পাওয়া। চাঁদে কলঙ্ক (বিশেষ্য) সর্বাঙ্গসুন্দর বস্তুর মধ্যে সামান্য কিছু দোষ। চাঁদের কণা (বিশেষ্য) ১ চাঁদের টুকরা বা খণ্ড। ২ শিশু চাঁদ। ৩ অতি সুন্দর বা মনোহর ব্যক্তি। চাঁদের হাট (বিশেষ্য) ১ শিশুদের বা সুন্দরীদের একত্র সমাবেশ। ২ সুখসম্পদপূর্ণ সংসার। {(তৎসম বা সংস্কৃত) চন্দ্র>(পালি)চন্দ; (প্রাকৃত) চংদ>}
  • Bengali Word চাঁদকুড়া, চাঁদাকুড়া, চাঁদকুড়ো Bengali definition [চাঁদ্‌কুড়া, চাঁদাকুড়া, চাঁদ্‌কুড়ো] (বিশেষ্য) ক্ষুদ্র মৎসবিশেষ; চাঁদা মাছ। {চাঁদ+কুড়া}
  • Bengali Word চাঁদনি ১ Bengali definition [চাঁদনি] (বিশেষ্য) শামিয়ানা; চাঁদোয়া; চন্দ্রাতপ। ২ মণ্ডপ; ছাদযুক্ত চত্বর। {(তৎসম বা সংস্কৃত) চন্দ্রাতপ}
  • Bengali Word চাঁদনি ২, চাঁদ্‌নী Bengali definition চাঁদিনী
  • Bengali Word চাঁদমারি Bengali definition [চাঁদ্‌মারি] (বিশেষ্য) ১ বন্দুকের গুলি ইত্যাদি ছোড়া অভ্যাসের জন্য স্থাপিত চন্দ্রাকৃতি লক্ষ্যস্থল; নিশানার নিদর্শন; target । ২ বিদ্রূপ বা আক্রমণের লক্ষ্য বা পাত্র। {চাঁদ (চন্দ্রাকৃতি অর্থে)+মারী}
  • Bengali Word চাঁদা ১ Bengali definition [চাঁদা] (বিশেষ্য) ১ চাঁদ; চন্দ্র (গগনেতে উঠিলেন চাঁদা-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ অর্ধচন্দ্রাকার পরিমাপক যন্ত্রবিশেষ। ৩ শামিয়ানা। {চাঁদ+আ}
  • Bengali Word চাঁদা ২ Bengali definition [চাঁদা] (বিশেষ্য) ক্ষুদ্রকায় রুপালি মৎস্যবিশেষ। {(তৎসম বা সংস্কৃত) চন্দ্র>}