Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word ঘোষা , ঘুষা Bengali definition [ঘোশা, ঘুশা] (ক্রিয়া) ১ ঘোষণা করা। ২ চিৎকার করে আবৃত্তি কর। □ (বিশেষ্য) উক্ত সকল অর্থে। ঘোষানো (ক্রিয়া) ১ ঘোষণা করানো। ২ আবৃত্তি করানো; পুনঃপুন উচ্চারণ করানো (নামতা ঘোষণা)। ঘোষাল (বিশেষ্য) বাঙালি ব্রাহ্মণের পদবিবিশিষ। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √ঘুষ্‌+অ(ঘঞ্‌)+ (বাংলা) আ}
  • Bengali Word ঘোষিত Bengali definition [ঘোশিতো] (বিশেষণ) ১ ঘোষণা বা প্রচার করা হয়েছে এমন; প্রচারিত। ২ নিনাদিত; শাব্দিত; ধ্বনিত। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √ঘুষ্‌+ণিচ্‌+ত(ক্ত)}
  • Bengali Word ঘোড়গাড়ি Bengali definition [ঘোড়্‌গাড়ি] (বিশেষ্য) অশ্বাবাহিত গাড়ি; ঘোড়ায় টানা গাড়ি; ঘোড়ার গাড়ি। {ঘোড়া+গাড়ি; (মধ্যপদলোপী কর্মধারয় সমাস)}
  • Bengali Word ঘোড়তোলা Bengali definition গোড়
  • Bengali Word ঘোড়দৌড় Bengali definition [ঘোড়্‌দৌউড়্‌] (বিশেষ্য) ঘোড়ার বাজিবিশেষ; ঘোড়ার দৌড় প্রতিযোগিতা; horse-race। ঘোড়দৌড় করানো (ক্রিয়া) বেদম দৌড়াদৌড়ি করিয়ে নাজেহাল করা। {ঘোড়া+দৌড়; (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word ঘোড়সওয়ার Bengali definition [ঘোড়্‌শওয়ার্‌] (বিশেষ্য), (বিশেষণ) অশ্বারোহী। {ঘোড়া+ (ফারসি) সরার; ৬ ( তৎপুরুষ সমাস)}
  • Bengali Word ঘোড়া Bengali definition [ঘোড়া] (বিশেষ্য) ১ অশ্ব; তুরগ; তুরঙ্গ; বাজী। ২ সতরঞ্জ বা দাবা খেলার গুটিবিশেষ। ৩ বন্দুকের চাবি বা trigger। ঘোড়া ঘোড়া খেলা (বিশেষ্য) একজনের ঘোড়ার ন্যায় উবু হওয়া ও অপরের সেই ঘোড়ার পিঠে চড়ার খেলা। ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়া (ক্রিয়া ) উপরওয়ালা বা মুরুব্বিকে অতিক্রম বা অগ্রাহ্য করে কার্যোদ্ধারের চেষ্টা। ঘোড়া দেখে খোঁড়া হওয়া (ক্রিয়া) কাজ করার লোক দেখলে সেই সুযোগ গ্রহণ করে আলস্য করা; কাজের লোক দেখে বসে থাকা। ঘোড়া-মুখো (বিশেষণ) ঘোড়ার ন্যায় লম্বা মুখযুক্ত। ঘোড়া মুখী ( স্ত্রীলিঙ্গ)। ঘোড়া মুগ (বিশেষ্য) অপকৃষ্ট জাতের মুগডাল। ঘোড়ায় জিন দিয়ে আসা (ক্রিয়া) অত্যন্ত ব্যতিব্যস্ত ভাব; তিলেক বিলম্বে অস্থিরতার ভাব। ঘোড়ার কামড় (বিশেষ্য) ১ কঠিন আক্রমণ। ২ খুব জেদ। ঘোড়ার ঘাস কাটা ( ক্রিয়া) কিছু না করা; কোনো কাজ না করা; অলসভাবে সময় কাটানো। ঘোড়ার ডিম (বিশেষ্য) ১ কিছুই না। ২ অসম্ভব বস্তু। ঘোড়া রোগ (বিশেষ্য) প্রবলাকাঙ্ক্ষা; সাধ্যাতিরিক্ত শৌখিনতা; সাধ্যাতীত বড়মানুষি করার ইচ্ছা (গরিবের ঘোড়ারোগ; কাঙালের ঘোড়া রোগ হলে এমনি হয় -অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। ২ উৎকট বাতিক।ঘোড়াশাল (বিশেষ্য) আস্তাবল। {(তৎসম বা সংস্কৃত শব্দ ) ঘোটক>}
  • Bengali Word ঘোড়ারু Bengali definition [ঘোড়ারু] (বিশেষ্য) ঘোড়ার আকৃতিবিশিষ্ট হরিণবিশেষ। {(বাংলা) ঘোড়া+রু}
  • Bengali Word ঘোড়েল Bengali definition [ঘোড়েল্‌] (বিশেষ্য) ১ জন্তুবিশেষ; অমঙ্গল সংকেতকারী জন্তু (সম্মুখ দিয়া শুয়োর পালাল; ঘোড়েল ছুটিল দূরে-(জসীমউদ্‌দীন))। ২ কুম্ভীরাকৃতি ছোট উভচর প্রাণীবিশেষ। {ঘড়িয়াল>, (তুলনীয়) (হিন্দী ) গড়িরাল}
  • Bengali Word ঘ্যাঁচড়া Bengali definition ঘেঁচড়া
  • Bengali Word ঘ্যাঁট Bengali definition [ঘ্যাঁট্‌] (বিশেষ্য) ১ ঘন্ট; ঘাঁটি; বিভিন্ন আনাজের মিশ্র ব্যঞ্জন; পাঁচমিশালি তরকারি। ২ ((আলঙ্কারিক)) বিচিত্র বস্তুর একত্র সমাবেশ। Þ ঘাঁট। {(তৎসম বা সংস্কৃত শব্দ) ঘন্ট>}
  • Bengali Word ঘ্যাঁস Bengali definition ঘেঁষ
  • Bengali Word ঘ্যাগ Bengali definition [ঘ্যাগ্‌] (বিশেষ্য) গুলগণ্ড। {(তুলনীয়) (ইংরেজি) goitre}
  • Bengali Word ঘ্যান ঘ্যান , ঘেন ঘেন Bengali definition ঘ্যান্‌ ঘ্যান্‌] (অব্যয়) ১ বিরক্তিজনক নাকি কান্না বা একঘেয়ে অনুযোগের শব্দ। ২ একঘেয়ে কাতর প্রার্থনা। ৩ টানা সুরে বক বক (বার বার ঘ্যান ঘ্যান করে বোকার মত কথা বলছিল-সুকুমার রায়)। ঘ্যানঘেনে, ঘেনঘেনে বিণ। ঘ্যান ঘ্যান প্যান প্যান ( বিশেষ্য) অনবরত নাকি কান্না ও অনুযোগ; দীর্ঘকালব্যাপী সরোদন অনুযোগ-অভিযোগ। ঘ্যান-ঘ্যানানি (বিশেষ্য) একঘেয়ে বিরক্তিকর উক্তি বা অভিযোগ অথবা কাতর প্রার্থনা (কোন বাঙ্গালির ঘ্যানঘ্যানানি ছাড়া অন্য ব্যবসা আছে-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। ঘ্যানর ঘ্যানর (বিশেষ্য) ১ ক্রমাগত ঘ্যান ঘ্যান; অবিরাম অনুযোগ বা অনুনয়ের নাকি কান্না। ২ একটানা বিরক্তিকর শব্দ। {ধ্বন্যাত্মক}
  • Bengali Word ঘ্রাণ Bengali definition [ঘ্রান্‌] (বিশেষ্য) ১ গন্ধ (রজনীগন্ধার ঘ্রাণ ভেসে আসে-রখা)। ২ গন্ধ বা বাস গ্রহণ (ঘ্রাণ ক্ষমতা)। ৩ নাক; নাসিক; ঘ্রণেন্দ্রিয়। ঘ্রাণজ (বিশেষণ) ঘ্রাণেন্দ্রিয় থেকে উৎপন্ন। ঘ্রাণ শক্তি (বিশেষ্য) গ্রহণ ক্ষমতা। ঘ্রাণেন্দ্রিয় (বিশেষ্য) নাসিকা; নাক। ঘ্রাত (বিশেষণ) শোঁকা হয়েছে বা আঘ্রাণ নেওয়া হয়েছে এমন। ঘ্রাতব্য, ঘ্রেয় (বিশেষণ) আঘ্রাণ নেওয়ার বা শোঁকার যোগ্য। ঘ্রাতা (তৃ) (বিশেষণ) ঘ্রাণ গ্রহণকারী। {( তৎসম বা সংস্কৃত শব্দ) √ঘ্রা+অন(ল্যুট্‌)}
  • Bengali Word ঘ্রাত , ঘ্রাতব্য , ঘ্রাতা , ঘ্রেয় Bengali definition ঘ্রাণ