Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word ঘুরে পড়া Bengali definition ঘুরা
  • Bengali Word ঘুর্ঘুর Bengali definition [ঘুর্‌ঘুর্‌] (বিশেষ্য) ঘুগরা পোকা; ঘুরঘুরে পোকা। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √ঘুর্ণ>; (তৎসম বা সংস্কৃত শব্দ) ঘুর্ঘুরিকা>}
  • Bengali Word ঘুলঘুলি Bengali definition [ঘুল্‌ঘুলি] (বিশেষ্য) ১ ছিদ্র (টুলটুলে তাজা ফলের নিটোলে টাটকা ফুটিয়ে ঘুলঘুলি-সত্যেন্দ্রনাথ দত্ত)। ২ ক্ষুদ্র গবাক্ষ; বায়ু চলাচলের জন্য দেয়ালের গায়ের ছিদ্র (ঘুলঘুলি দিযে সেটা হৃদয় স্পষ্ট দেখলে-অবনীন্দ্রনাথ ঠাকুর)। {মারাঠি. ঘোল (ছিদ্র)>; (তৎসম বা সংস্কৃত শব্দ) √ঘূর্ণ>(প্রাকৃত) √ঘুল>(বাংলা) ঘুল}
  • Bengali Word ঘুলানো , ঘুলনো , ঘোলানো Bengali definition [ঘুলানো, ঘুলনো, ঘোলানো] (ক্রিয়া) ১ আলোড়ন করে পঙ্কিল বা ঘোলা করা। ২ মিশ্রিত করা; গুলানো। ৩ গুলিয়ে ফেলা; বিভ্রান্ত করা; তালগোল পাকানো (গোল বাধিয়ে দিলি তাই তো সব গুলিয়ে গেল-সুকুমার রায়)। □ (বিশেষ্য), ( বিশেষণ) উক্ত সকল অর্থে। {(তৎসম বা সংস্কৃত শব্দ) ঘোল+আনো}
  • Bengali Word ঘুষ , ঘুস Bengali definition [ঘুশ্‌] (বিশেষ্য) উৎকোচ; অবৈধ সহায়তার জন্য প্রদত্ত গোপন পারিতোষিক; bribe। ঘুষখোর (বিশেষ্য), ( বিশেষণ) উৎকোচ গ্রহণকারী। {(তৎসম বা সংস্কৃত শব্দ) ঘুষ্‌>; (হিন্দী) ঘুস, ঘুংস+(ফারসি) খোর্‌ }
  • Bengali Word ঘুষঘুষে , ঘুসঘুসে Bengali definition [ঘুশ্‌ঘুশে] (বিশেষণ) ১ প্রচ্ছন্ন; চাপা; গোপন। ২ মৃদু; সামান্য; ধিকিধিকি। ৩ ভিতরে ভিতরে চলছে এরূপ (ঘুষঘুষে জ্বর)। {( তৎসম বা সংস্কৃত শব্দ) √ঘুষ্‌ (অর্ত-শব্দ করা, কিন্তু এখানে অর্থবিপর্যয় ঘটেছে}
  • Bengali Word ঘুষা ১ , ঘুষি , ঘুষো Bengali definition [ঘুশা, ঘুশি, ঘুশো] (বিশেষ্য) মুষ্টি প্রহার; মুষ্ট্যাঘাত। ঘুষাঘুষি, ঘুষোঘুষি (বিশেষ্য) ১ পারস্পরিক মুষ্টিযুদ্ধ। ২ মারামারি; মুষ্টি প্রহরাদি যোগে হাতাহাতি লড়াই। ঘুষোঘুষি খেলা (বিশেষ্য) মুষ্টিযুদ্ধ; boxing। ঘুষাঘুষি লড়া (ক্রিয়া) মুষ্টিযুদ্ধ করা। {(তৎসম বা সংস্কৃত শব্দ ) √ঘূষ্‌>(হিন্দী) ঘূসা, ঘূংসা}
  • Bengali Word ঘুষা ৩ Bengali definition ঘোষা
  • Bengali Word ঘুষি Bengali definition ঘুষা১
  • Bengali Word ঘুষো , ঘুষোঘুষি Bengali definition ঘুষা১
  • Bengali Word ঘুস Bengali definition ঘুষ
  • Bengali Word ঘুসা , ঘুসো , ঘুষা Bengali definition [ঘুশা, ঘুশো, ঘুশা] (বিশেষ্য) কুচা চিংড়িবিশেষ। ঘুসা চিংড়ি (বিশেষ্য) কুচা চিংড়িবিশেষ (বেগুন ও ঘুষা চিংড়ির ঘন্ট-কাজী ইমদাদুল হক; ঘুসো চিংড়ি দিয়ে কাঁচা আমড়ার টক-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। {(তুলনীয়) মারাঠি. ঘূস}
  • Bengali Word ঘুসানো , ঘুষানো Bengali definition [ঘুশানো] (ক্রিয়া) ১ প্রবেশ করানো। ২ ঢুকিয়ে দেওয়া বা মিশিয়ে দেওয়া; ঘুসিয়ে দেওয়া, ঘুষিয়ে দেওয়া (ক্রিয়া ) নানা প্রকার দ্রব্যের মধ্যে ঢুকিয়ে মিশিয়ে দেওয়া। {(হিন্দী) ঘুস্‌সা, ঘুসানা}
  • Bengali Word ঘুৎকার Bengali definition ( বিশেষ্য ) ১ পেচকের বর। ২ কর্কশ স্বর বা আওয়াজ। ৩ ঘোঁৎ ধ্বনি। {ধ্বন্যাত্মক ঘুৎ (পেঁচার ডাক)+(তৎসম বা সংস্কৃত শব্দ) কার}
  • Bengali Word ঘুড়ি ১ , ঘুড্ডি Bengali definition [ঘুড়ি, ঘুড্‌ডি] (বিশেষ্য) সুতার সাহায্যে আকাশে উড়াবার কাগজের খেলনাবিশেষ। {(তৎসম বা সংস্কৃত শব্দ) ঘুর্ণ; (হিন্দী) গুড্ডী}
  • Bengali Word ঘুড়ি ২ , ঘুড়ী Bengali definition [ঘুড়ি] স্ত্রী ঘোটকী। ঘোড়া পুং। {(তৎসম বা সংস্কৃত শব্দ) ঘোটী>( প্রাকৃত) ঘোডী>}
  • Bengali Word ঘূঁঘর (মধ্যযুগীয় বাংলা) Bengali definition ঘুংগুর
  • Bengali Word ঘূর্ণ Bengali definition [ঘুর্‌নো] (বিশেষ্য) ঘূর্ণি; ভ্রমি; আবর্তন; অনবরত ঘুরন। ঘূর্ণিত বিণ। ঘূর্ণাবাত, ঘুর্ণিত বায়ু (বিশেষ্য ) ঘূর্ণিঝড়; cyclone। ঘূর্ণিতমান, ঘূর্ণায়মান, ঘূর্ণ্যমান (বিশেষণ) ১ ঘুরছে এমন; ঘূর্ণনরত; যা আবর্তিত হচ্ছে (কুমারের ঘূর্ণায়মান চাক-শাহ ফজলুর রহমান)। ২ ভ্রমণশীল; ভ্রমণরত; ভ্রাম্যমাণ। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √ঘূর্ণ্‌+অ(অচ্‌)}
  • Bengali Word ঘূর্ণা Bengali definition [ঘুর্‌না] (বিশেষ্য) ঘূর্ণি; পাক; আবর্ত। {(তৎসম বা সংস্কৃত শব্দ) ঘূর্ষ>}
  • Bengali Word ঘূর্ণাবর্ত Bengali definition [ঘুরনাবর্‌তো] (বিশেষ্য) ১ ঘূর্ণি; প্রচণ্ড পাক। ২ ঘূর্ণ্যমান পানি; whirlpool; ঘূর্ণ্যমান বায়ু। {(তৎসম বা সংস্কৃত শব্দ) ঘূর্ণ+আবর্ত; (কর্মধারয় সমাস) }
  • Bengali Word ঘূর্ণায়মান Bengali definition ঘূর্ণ
  • Bengali Word ঘূর্ণি Bengali definition [ঘুর্‌নি] (বিশেষ্য) ১ আবর্ত; পাক; ভ্রমি। ২ ঘূর্ণন। ৩ বায়ু বা জলের প্রচণ্ড আবর্ত। ঘূর্ণিজল (বিশেষ্য) নদী প্রভৃতিতে জলের পাক; ভ্রমি; whirlpool; ঘূর্ণিত (বিশেষণ) আবর্তিত; পাক খাচ্ছে এরূপ। ঘূর্ণিত নয়ন, ঘূর্ণিত-নেত্র (বিশেষ্য) ১ যে চোখের তারা ঘুরছে। ২ প্রচণ্ড ক্রোধের লক্ষণস্বরূপ চক্ষু-তারকা বিস্ফোরিত ও চঞ্চল হয়ে পাক খাচ্ছে এরূপ। ঘূর্ণিপাক ( বিশেষ্য) বায়ু বা পানির প্রচণ্ড আবর্ত। ঘূর্ণিবাত, ঘূর্ণিবায়ু (বিশেষ্য) প্রচণ্ড ঝড়বিশেষ; প্রচণ্ড বেগে ঘুরপাক খেতে খেতে ধাবিত বায়ু প্রবাহ; ঘূর্নিঝড়; cyclone। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √ঘূর্ণ্‌+ই(ইন্‌)}
  • Bengali Word ঘূর্ণ্যমান Bengali definition ঘূর্ণ
  • Bengali Word ঘূৎকার , ঘুৎকার Bengali definition [ঘুত্‌কার্‌] (বিশেষ্য) ১ পেচকের বর (ঘুৎকার করে উলুক অমনি-মাইকেল মধুসূদন দত্ত)। ২ কর্কশ স্বর বা আওয়াজ (অগ্নিগিবির বুক ফেটে উঠে ঘুৎকার-নিই)। ৩ ঘোঁৎ ঘোঁৎ ধ্বনি। {(তৎসম বা সংস্কৃত শব্দ) ঘুৎ+ √কৃ+অ(ঘঞ্‌); (কর্মধারয় সমাস) }
  • Bengali Word ঘৃণা Bengali definition [ঘৃণা] (বিশেষ্য) ১ কদর্যতার কারণে উপজিত প্রবল বিরাগের অনুভূতি; তীব্র বিতৃষ্ণা; repulsion। ২ অবজ্ঞা, অশ্রদ্ধা। ৩ লজ্জা বা অপমান বোধ। ৪ কৃপা; অনুকম্পা; করুণা; দয়া। ঘৃণিত, ঘৃণ্য বিণ। ঘৃণাকর (বিশেষণ) দেখলে ঘৃণার ভাব জাগে এমন। ঘৃণার্হ (বিশেষণ ) ঘৃণার যোগ্য বা ঘৃণার পাত্র; ঘৃণ্য। ঘৃণাস্পদ (বিশেষণ) ঘৃণার পাত্র; ঘৃণাভাজন (যাবজ্জীবন ঘৃণাস্পদ হওয়া অপেক্ষা প্রাণত্যাগ করা ভাল-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। ঘৃণী (-ণিন্‌) (বিশেষণ) ১ ঘৃণাকারী। ২ কৃপালু; দয়ালু। ঘৃণ্য (বিশেষণ) ঘৃণার যোগ্য বা ঘৃণাকর; ঘৃণার্হ। ঘৃণিনী (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √ঘৃ+ন(নক্‌)+আ}
  • Bengali Word ঘৃত Bengali definition [ঘৃতো] (বিশেষ্য) স্নেহ পদার্থবিশেষ; ঘি; হবিঃ। ঘৃতপক্ব (বিশেষণ) ঘিয়ে ভাজা; ঘিসহযোগে রান্না করা হয়েছে এমন। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √ঘৃ+ত}
  • Bengali Word ঘৃতকুমারী Bengali definition [ঘৃতোকুমারি] (বিশেষ্য) ঔষধরূপে ব্যবহৃত ছোট গাছবিশেষ। {ঘৃত+কুমারী}
  • Bengali Word ঘৃতাক্ত Bengali definition [ঘৃতাক্‌তো] (বিশেষণ) ঘি-মাখা; ঘৃতসিক্ত; ঘিয়ে ভিজা। {(তৎসম বা সংস্কৃত শব্দ) ঘৃত+অক্ত; ৩(তৎপুরুষ সমাস)}
  • Bengali Word ঘৃতাচী Bengali definition [ঘৃতাচি] (বিশেষ্য) একজন অপ্সরা। {(তৎসম বা সংস্কৃত শব্দ ) ঘৃতাচী}
  • Bengali Word ঘৃতান্ন Bengali definition [ঘৃতান্‌নো] (বিশেষ্য) ১ ঘি-ভাত বা ঘি-সহযোগে রাঁধা অন্ন; পোলাও। ২ অগ্নি। {(তৎসম বা সংস্কৃত শব্দ) ঘৃত+অন্ন; (মধ্যপদলোপী কর্মধারয় সমাস)}