Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word গবর্নর Bengali definition গভর্নর
  • Bengali Word গবর্মেন্ট Bengali definition গভর্নমেন্ট
  • Bengali Word গবা, গবেট Bengali definition [গবা, গবেট্‌] (বিশেষণ) ১ নির্বোধ; বোকা; হাঁদা; স্থূলবুদ্ধি। (আমাকে বুঝি একেবারে একটা গবেট মনে করেছে- আবুল ফজল)। ২ ‍নিরেট মূর্খ। ৩ হাবা; অল্পবুদ্ধি। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গো+(বাংলা) আ, +ট; আবেস্তা. গর (অর্থ ষাঁড়)}
  • Bengali Word গবাক্ষ Bengali definition [গবাক্‌খো] (বিশেষ্য) ১ ঘুলঘুলি; বায়ু চলাচলের ক্ষুদ্র পথ। ২ জানালা (কোনও মুদ্রা যন্ত্রালয়ের গবাক্ষের নিকট দিয়া .... -ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গো+ অক্ষি; ৬ (তৎপুরুষ সমাস)}
  • Bengali Word গবাদি Bengali definition [গবাদি] (বিশেষণ) গরু এবং গরুর মতো গৃহপালিত পশু। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গো+আদি; (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word গবী Bengali definition [গোবি] (বিশেষ্য) গরু; গাভী (গবীদের হাম্বারব-মোহিতলাল মজুমদার)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গো+ঈ}
  • Bengali Word গবুচন্দ্র, গোবুচন্দ্র, গবচন্দ্র Bengali definition [গোবুচন্‌দ্রো, গোবুচন্দ্র, গবচন্দ্র] (বিশেষ্য) ১ গল্পবর্ণিত হবুচন্দ্র রাজার মূর্খ মন্ত্রী (হবুচন্দ্র রাজার গবুচন্দ্র মন্ত্রী)। □বিণ ১ আকাট মূর্খ। ২ গরুর ন্যায় বুদ্ধিহীন বা বোধশক্তিতে ক্ষীণ; ষাঁড়ের মতো বিচারবুদ্ধিহীন। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গো+চন্দ্র>; আবেস্ত ভাষায় ‘গব’ শব্দের অর্থ ষাঁড়}
  • Bengali Word গবেট Bengali definition গবা
  • Bengali Word গবেষণ Bengali definition গবেষণা
  • Bengali Word গবেষণা, গবেষণ Bengali definition [গবেশোনা, গবেশন্‌] (বিশেষ্য) তত্ত্বাদির বিশেষ অনুসন্ধান; তত্বান্বেষণ; research (বিজ্ঞানীরা যে উপায়ে তাঁহাদের অনুসন্ধান পরিচালনা করেন তাহাকে গবেষণা বলা হয়-আবদুল্লাহ আলমুতী শরফুদ্দীন)। গবেষিত ( বিশেষণ) তত্ত্বানুসন্ধান বা গবেষণা করা হয়েছে এমন। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গো+এষণা; √গবেষ্‌+অন (ল্যুট/যুচ্‌)}
  • Bengali Word গব্য Bengali definition [গোব্‌বো] (বিশেষণ) ১ গরু সংক্রান্ত। ২ গাভী থেকে উৎপন্ন (গব্য ঘৃত)। □ (বিশেষ্য) গাভী থেকে উৎপন্ন বস্তু (পঞ্চগব্য)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গো+য(যৎ)}
  • Bengali Word গবয় Bengali definition [গবয়্‌] (বিশেষ্য) ১ নীল গাই; গলকম্বলহীন গো-সদৃশ পশুবিশেষ; গয়াল নামক জন্তু (কখনো আমরা গবয় শিকার করতাম কখনো হরিণ- রাহুল সাংকৃত্যায়ন)। ২ এক জাতীয় বানর। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গো+ √ই+অ}
  • Bengali Word গভর্নমেন্ট, গবর্নমেন্ট Bengali definition [গভর্‌ন্‌মেন্‌ট, গবর্নমেন্ট] (বিশেষ্য) ১ রাষ্ট্রচালক গোষ্ঠী; সরকার (গবর্নমেন্ট পরে...বিরাট বিপুল -রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ রাষ্ট্র শাসন ব্যবস্থা। {(ইংরেজি) government}
  • Bengali Word গভর্নর, গবর্ণর Bengali definition [গভর্‌নর্‌, গবর্নর] (বিশেষ্য) ১ প্রদেশের শাসনকর্তা। ২ রাজ্যপাল; লাটসাহেব। গভর্নর জেনারেল ( বিশেষ্য) ১ দেশের সর্বপ্রধান শাসনকর্তা। ২ বড়লাট। {(ইংরেজি) governor}
  • Bengali Word গভীর Bengali definition [গোভির্‌] (বিশেষণ) ১ যার তলায় বহুদূর বিস্তৃত গর্ত আছে (গভীর সমুদ্র)। ২ অত্যন্ত নিচু (গভীর খাদ)। ৩ অত্যন্ত নিচু তলবিশিষ্ট (গভীর পাত্র)। ৪ দুর্গম; জটিল; দুর্বোধ্য; দুর্জ্ঞে (গভীর তত্ত্ব)। ৫ গম্ভীর; ভারী (গভীর শব্দ বা কণ্ঠ)। ৬ নিবিড় (গভীর অরণ্য)। ৭ প্রগাঢ়; সুপ্রচুর; অত্যন্ত (গভীর প্রণয়)। ৮ অনেক; বিস্তর; অধিক (গভীর রাত্রি)। ৯ জমাট (গভীর আঁধার)। □ (বিশেষ্য) দুর্গম গোপন স্থান (কবির গভীর প্রাণে -রবীন্দ্রনাথ ঠাকুর)। গভীর পানির মাছ (বিশেষ্য) ((আলঙ্কারিক)) অগাধ পানিতে বাসকারী মৎস্যের ন্যায় বুদ্ধিমান ও চাপা; যার ক্রিয়াকলাপের উদ্দেশ্য বোঝা দুষ্কর। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √গম্‌+ঈর(ঈরন্‌)}
  • Bengali Word গম ১ Bengali definition [গম্‌] (বিশেষ্য) একপ্রকার শস্য; গোধূম। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গোধূম/গোধূম> (প্রাকৃত) গোহূম>}
  • Bengali Word গম ২ Bengali definition [গম্‌] (বিশেষ্য) ১ দুঃখ; শোক। ২ ক্ষোভ (হেথায় হয়রান বিবি ইউছফের গমে-ফকির গরীবুল্লাহ; কোন বাতে না করিবে গম-সৈয়দ হামজা; মোদের কোন চিন্তা-গম আর নাই-রওশন ইজদানী)। {(আরবি) গম}
  • Bengali Word গমক Bengali definition [গমক্‌] (বিশেষ্য) সংগীতের স্বর; কম্পন (মেঘনা নদীর হাসির গমকে-রখা)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √গমি+অক(ম্বুল্‌)}
  • Bengali Word গমখার Bengali definition [গম্‌খার্‌] (বিশেষণ) ১ দুঃখিত; শোকসন্তপ্ত। ২ সহানুভূতিশীল ব্যক্তি। {(আরবি) গম্‌খার (ফারসি) }
  • Bengali Word গমগম Bengali definition [গম্‌গম্‌] (অব্যয়) ১ ধ্বনিতে পূর্ণ হওয়ার ভাব। ২ সরগরম (মজলিশ একেবারে গম্‌ গম্‌ -শেখ ফজলল করিম)। {ধ্বন্যাত্মক}
  • Bengali Word গমগিন, গমগীণ Bengali definition [গম্‌গিন্‌] (বিশেষণ) ১ চিন্তান্বিত; চিন্তিত (হুজুরকে আজ বড়ো গমগীণ দেখা যাচ্ছে-মুই)। ২ শোককাতর; দুঃখপীড়িত (সকলেই নিতান্ত গমগীন হইয়া পড়িল-আবুল মনসুর আহমদ; সবার দুঃখেই সমান যে গমগীন-আমো)। {(আরবি) গম + (ফারসি) গীণ }
  • Bengali Word গমজাদা, গমযাদাহ Bengali definition [গম্‌জাদা, গমযাদাহ্‌] (বিশেষ্য), (বিশেষণ) দুঃখিত; বিষণ্ন। গমজাদি, গমযাদী হয়ে থাকে জেলেখা আওরাত -ফকির গরীবুল্লাহ)। {(আরবি) গম +(ফারসি) জাদা/(আরবি) জাদাহ্‌ }
  • Bengali Word গমজারি Bengali definition [গম্‌জারি] (বিশেষ্য) শোক-প্রকাশ; দুঃখ প্রকাশ (গমজারি ছেড়ে থাকো কিছু দিন-ফররুখ আহমদ)। {(আরবি) গম +(ফারসি) জারী }
  • Bengali Word গমন Bengali definition [গমোন্‌] (বিশেষ্য) ১ প্রস্থান; যাত্রা; যাওয়া। ২ চলন; পাদক্ষেপণ (হংস-গমনে চলিল-(কাজী নজরুল ইসলাম))। ৩ গতি। ৪ সম্ভোগ; সঙ্গম (পরদারগমন)। গমনাগমন (বিশেষ্য) যাতায়াত; যাওয়া-আসা। গমনার্হ, গমনীয় (বিশেষণ) গমনের উপযুক্ত; যাওয়া উচিত; গন্তব্য। গমনোদ্যত, গমনোন্মুখ (বিশেষণ) প্রস্থানের উপক্রম; যেতে প্রস্তুত। গমিত (বিশেষণ) ১ প্রাপিত। ২ জানানো; জ্ঞাপিত হয়েছে এমন। ৩ অতিবাহিত; যাপিত। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √গম্‌+অন(ল্যুট্‌)}
  • Bengali Word গমমাতম Bengali definition [গম্‌মাতম্‌] (বিশেষ্য) শোক প্রকাশ; বিলাপ (বরষে বরষে গেয়ে যাও শুধু বিফল গমমাতম-তালিম হোসেন)। {(ফারসি) গমমাতম }
  • Bengali Word গমরাহ Bengali definition গুমরাহ
  • Bengali Word গমস্তা Bengali definition গোমস্তা
  • Bengali Word গমি, গমী Bengali definition [গোমি] (বিশেষ্য) ১ দুঃখ; নিরানন্দ বা বিষণ্ন অবস্থা (নিতান্ত গমিতে থেকেও গুরুদাসকে স্নানযাত্রায় যাবার আয়োজন করতে হয়-কালীপসন্ন সিংহ)। ২ শোক; ক্ষোভ (মোর বড় গমি হচ্ছে-প্যারীচাঁদ মিত্র ( টেকচাঁদ ঠাকুর))। {(আরবি) গম + (বাংলা) ই, ঈ}
  • Bengali Word গমিষ্ট Bengali definition [গোমিশ্‌টো] (বিশেষ্য) ঘৃণিত; নোংরা (গমিস্ট খারিজি তাকে পুরিল সন্ধান-হেয়াত মাহমুদ)। {(আরবি) গম+(তৎসম বা সংস্কৃত শব্দ) ইষ্ঠ}
  • Bengali Word গমী Bengali definition গমি