Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word কন্দর্প Bengali definition [কন্‌দর্‌পো] (বিশেষ্য) হিন্দু শাস্ত্রমতে মদন; কামদেব। □ (বিশেষণ) কন্দর্প বা মদনের মতো রূপবান; কামদেব তুল্য সুপুরুষ। কন্দর্পকান্তি (বিশেষণ) কন্দর্পের ন্যায় চেহারাবিশিষ্ট; কন্দর্পের ন্যায় সুদেহী। { (তৎসম বা সংস্কৃত শব্দ) কম্‌+দর্প}
  • Bengali Word কন্দল Bengali definition [কন্‌দল্‌] (বিশেষ্য) ১ বচসা; কলহ। ২ অঙ্কুর; পত্রোদ্‌গম।৩ কলাগাছ। ৪ লড়াই; হাতাহাতি; মারামারি। কন্দলিত (বিশেষণ) অঙ্কুরিত; উদ্‌গত। কন্দালিয়া (বিশেষণ) কুঁদুলে; ঝগড়াটে; কলহপটু। {( তৎসম বা সংস্কৃত শব্দ) √কন্দি+অল(অলচ্‌)}
  • Bengali Word কন্দলী ১ Bengali definition [কন্‌দোলি] (বিশেষ্য) কলহপটু নারী; কলহপ্রিয়া স্ত্রীলোক। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কন্দল+ঈ}
  • Bengali Word কন্দলী ২ Bengali definition [কন্‌দোলি] (বিশেষ্য) ১ পুষ্পবিশেষ (সুবর্ণ কন্দলী ফুলকুল-বধূ সতী সদা লজ্জাবতী-মাইকেল মধুসূদন দত্ত)। ২ পতাকা। ৩ কলার মোচা। ৪ মৃগীবিশেষ। ৫ ব্যাঙের ছাতা। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √কন্দ্‌+অল(অলচ্‌)+ঈ(ঙীপ্‌)}
  • Bengali Word কন্দাল Bengali definition [কন্‌দাল্‌] (বিশেষ্য) মিষ্ট আলু; খাম আলু; চুমড়ি আলু। {(আরবি) কন্দ +(ফারসি ) আলু }
  • Bengali Word কন্দিল Bengali definition [কোন্‌দিল্‌] (বিশেষ্য) দোদুল্যমান আলোকাধার; ঝাড়লন্ঠন (বহুল কন্দিল অলেখা-সৈয়দ আলাওল)। { (আরবি) কিন্দীল }
  • Bengali Word কন্দু Bengali definition [কোন্‌দু] (বিশেষ্য) কড়াই; তাওয়া; তন্দুর; কড়া আঁচে সেঁকা বা ভাজার কাজে ব্যবহার্য পাত্র। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √স্কন্দ্‌+উ; কম্‌+ √দা+ উ}
  • Bengali Word কন্দুক, কন্দক Bengali definition [কন্‌দুক্‌, কন্‌দক্‌] (বিশেষ্য) বল; গেণ্ডুয়া; গেড়ুয়া; ভাঁটা; খেলার গোলক (শশী সূর্য তোমার কন্দুক?-মোহিতলাল মজুমদার)। কন্দকভূমি (বিশেষ্য) বল খেলার মাঠ (মাঝে মাঝে সবুজ কন্দুক ভূমি-রাহুল সাংকৃত্যায়ন)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √স্কন্দ্‌+উ+ক; কম্‌+ √দা+ উ+ ক(কন্‌)}
  • Bengali Word কন্ধ Bengali definition [কন্‌ধো] (বিশেষ্য) স্কন্ধ; কাঁধ। কন্ধকাটা (বিশেষ্য) স্কন্ধ থেকে কাটা; মস্তকবিহীন। □ (বিশেষ্য) ১ মস্তকবিহীন ধড়; কবন্ধ। ২ হিন্দুমতে মুণ্ডবিহীন ভূতবিশেষ(যেন তেল চিক্‌ চিক্‌ কন্ধকাটা দৈত্য-অবনীন্দ্রনাথ ঠাকুর)। ⇒ কন্দ। {(তৎসম বা সংস্কৃত শব্দ) স্কন্ধ>কন্ধ}
  • Bengali Word কন্ধর Bengali definition [কন্‌ধর্‌] (বিশেষ্য) স্কন্ধদেশ; কাঁধ; গ্রীবা। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কম্‌+ধর}
  • Bengali Word কন্না, কর্না, করনা Bengali definition [কন্‌না, কর্‌না, কর্‌না] (বিশেষ্য) করণীয়; ক্রিয়া; কর্তব্য। ঘরকন্না (বিশেষ্য) ঘরের কাজ; গৃহকর্ম; গৃহস্থালী। {বাংলা √কর্‌+অনা= করনা>কর্না, কন্না}
  • Bengali Word কন্নার (মধ্যযুগীয় বাংলা) Bengali definition [কন্‌নার্‌] (বিশেষ্য) জলজ পুষ্পবিশেষ; শাপলা; শ্বেতপদ্ম (কমল কন্নার ইন্দীবর-(কবি কঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী))। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কহলার>}
  • Bengali Word কন্নাল Bengali definition [কন্‌নাল্‌] (বিশেষ্য) বাদ্যযন্ত্র বিশেষ (শানাই বিগুল বাজে বিউর কন্নাল। অনেক মধুর বাদ্য বাজএ বিশাল-দৌলত উজির বাহরাম খান।) {(ফারসি) করনায় }
  • Bengali Word কন্নি , কর্নি , কুর্নি Bengali definition [কোন্‌নি, কোর্‌নি, কুর্‌নি] (বিশেষ্য) চুনবালির প্রলেপ দেওয়ার জন্য রাজমিস্ত্রি কর্তৃক ব্যবহৃত লৌহযন্ত্র বিশেষ । {( তৎসম বা সংস্কৃত শব্দ) কর্ণিকা>কন্নিআ>কন্নি; কর্ণিকা>কর্নি}
  • Bengali Word কন্নিক, কর্ণিক Bengali definition [কোন্‌নিক্‌, কোর্‌নিক] (বিশেষ্য) দালানে পলস্তারা করার ও তার সমান করার লৌহনির্মিত কাঠের হাতল বিশিষ্ট যন্ত্র বিশেষ (সে যখন ‘ফুট-গজ’, ‘কন্নিক’ আর ‘সুত’ নিয়ে ছিক্‌রেট টানতে টানতে কাজে যায়-নিই); trowel । {(তৎসম বা সংস্কৃত শব্দ) কর্ণিক>কন্নিক}
  • Bengali Word কন্যকা Bengali definition [কোন্‌নোকা] (বিশেষ্য) কন্যা; দশমবর্ষীয়া কন্যা; অল্পবয়স্কা মেয়ে। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কন্যা+ক(কন্‌)+আ(টাপ্‌)}
  • Bengali Word কন্যা Bengali definition [কোন্‌না] (বিশেষ্য) ১ দুহিতা; আত্মজা; তনয়া; সুতা; নন্দিনী; মেয়ে। ২ কুমারী মেয়ে; অবিবাহিত নারী; বিবাহযোগ্য নারী। ৩ পাত্রী; ভাবী বধূ; বিবাহ অনুষ্ঠানের নায়িকা(কন্যাপক্ষ)। ৪ রাশি বিশেষের নাম। কন্যাকর্তা (বিশেষ্য) ভাবী বধূর অভিভাবক(কন্যাকর্তা কন্যা সম্প্রদান করিলেন-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। কন্যাকাল নারীর অবিবাহিতা অবস্থা; বিবাহ পূর্বের কুমারী অবস্থা। কন্যাদান (বিশেষ্য) ১ দুহিতা বা রক্ষণাধীন বিবাহ দান। ২ বিবাহ আসরে আনুষ্ঠানিক সম্প্রদান; বরের হস্তে কন্যা সমর্পন অনুষ্ঠান। কন্যাদায় (বিশেষ্য) কন্যার পাত্রস্থ করার দায়িত্ব; কন্যার বিবাহদানের কর্তব্য ভার। কন্যাদায়গ্রস্ত, কন্যাদায়িক (বিশেষণ) কন্যা পাত্রস্থ করণের দায়িত্বে পীড়িত; বিবাহযোগ্য কন্যার জন্য চিন্তাগ্রস্ত। □ (বিশেষ্য) বিবাহযোগ্য কন্যার জন্য চিন্তাগ্রস্ত পিতা কিংবা অভিভাবক (ডেপুটির এম.এ.পাশ করা ছেলে কন্যাদায়িকের পক্ষে খুব প্রাংশুলভ্য ফল-রবীন্দ্রনাথ ঠাকুর)। কন্যাপক্ষ (বিশেষ্য) কনে পক্ষ; পাত্রী পক্ষ; বধূর আত্মীয় স্বজনাদি। কন্যাযাত্রা, কন্যাযাত্রী (বিশেষ্য) কন্যা পক্ষীয় নিমন্ত্রিত অতিথি; কন্যাপক্ষীয় অভ্যাগত। কন্যারত্ন (বিশেষ্য) ১ রত্নসম প্রিয় কন্যা; আদরিণী কন্যা। ২ শ্রেষ্ঠ নারী; গুণময়ী নারীশ্রেষ্ঠ। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √কন্‌+য(যৎ)+আ(টাপ্‌)}
  • Bengali Word কন্সার্ট , কন্সাট Bengali definition কনসাট
  • Bengali Word কনয়া (ব্রজবুলি) Bengali definition [কনয়া] (বিশেষ্য) সোনা (কনয়া শম্ভুপরিচারত-(বিদ্যাপতি))। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কনক}
  • Bengali Word কপ Bengali definition [কপ্] (অব্যয়) চক্ষের নিমেষে মুখে পোরার কল্পিত শব্দ; একবারে মুখে পুরে ফেলার শব্দ। কপকপ (অব্যয় ) একাধিকবার বা বারংবার দ্রুত মুখে পোরার শব্দ (কপকপ করে খাওয়া)। কপাকপ (অব্যয়) দ্রুত মুখে পুরে খাওয়ার শব্দ (কপাকপ গিলে ফেলা)। {ধ্বন্যাত্মক}
  • Bengali Word কপচানো Bengali definition [কপ্‌চানো] (ক্রিয়া) ১ অর্থ না বুঝে আওড়ানো বা শেখা কথা বলে যাওয়া; মুখস্থ বা বাঁধা বুলি বলে যাওয়া। ২ বলে যাওয়া; বকবক করা; অনর্থক আওড়ানো (আবহাওয়া থেকে আরম্ভ করে আপনাকে রিলেটিভিটি পর্যন্ত কপচাতে হবে-সৈয়দ মুজতবা আলী)। ৩ মুখস্থ করা; মুখস্থ করার জন্য আওড়াতে থাকা। কপচানি বি। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √কৃম্ব> √কপ্‌প> √কপ&চা+ আনো, আনি}
  • Bengali Word কপট Bengali definition [কপোট্‌] (বিশেষ্য) ১ প্রতারক; শঠ, প্রবঞ্চক; মিথ্যাচারী; ভণ্ড (কপট সাধু) ২ ছদ্ম; পরিচয় গোপনকারী; কৃত্রিম (কপট বেশ)। □ (বিশেষ্য) ছল; প্রতারণা; চতুরী; শাঠ্য (শবরূপা হইলা কপটে-ভারতচন্দ্র রায় গুণাকর)। কপটতা, কাপট্য (বিশেষ্য) ছল; প্রবঞ্চনা; শঠতা। কপট প্রণয় (বিশেষ্য) ভালবাসার অভিনয়; কৃত্রিম প্রণয়। কপট প্রবন্ধ ( বিশেষ্য) ছলনা; কৌশল; শাঠ্যজাল। কপটাচরণ, কপটাচার (বিশেষণ) ধূর্ত; মিথ্যাচারী; চতুর; শঠ; ঠক; ছদ্মবেশী। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √কপ্‌+অট(অটন্‌)}
  • Bengali Word কপনি , কপ্নি Bengali definition [কোপ্‌নি] (বিশেষ্য) কৌপীন; নেংটি। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কৌপীন এবং (আরবি) কফনী ; উভয় শব্দ প্রায় সমার্থক; এদের অর্থ-সন্ন্যাসী বা ফকিরের পরিচ্ছদ। (তুলনীয়) মারাঠি-কফণী; (হিন্দী) কফনী; কিন্তু মৈ. কপ্‌পা; (তৎসম বা সংস্কৃত শব্দ) কূপ+ ঈন> কৌপীন> কোপনি> কপ্‌নি}
  • Bengali Word কপর্দ Bengali definition [কপোর্‌দো] (বিশেষ্য) শিবের জটা; কড়ি। {(তৎসম বা সংস্কৃত শব্দ) ক+√প্‌+দ}
  • Bengali Word কপর্দক Bengali definition [কপোর্‌দক্‌] (বিশেষ্য) ১ ঐ নামে প্রাচীন মুদ্রার ন্যূনতম ভাগ; কড়ি; সামুদ্রিক প্রাণী বিশেষের খোল। ২ অর্থরূপে ব্যবহৃত কড়ি; দ্রব্য ক্রয়কালে যা মূল্য হিসাবে প্রদান করা হয়। ৩ কড়া; সামান্য পরিমাণ ধন (তোমায় এক কপর্দকও দিব না-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। ৪ অর্থের সর্বাপেক্ষা তুচ্ছ পরিমাণ; কড়া পরিমাণ ধন (আমার এক কপর্দকও নাই-রাজশেখর বসু (পরশু))। { (তৎসম বা সংস্কৃত শব্দ) কপর্দ+ক(কন্)}
  • Bengali Word কপর্দী Bengali definition [কপোর্‌দি] (বিশেষ্য) হিন্দুদের দেবতা শিব; মহাদেব (দেখিলা সম্মুখে দেবী কপর্দী তাপসী-মাইকেল মধুসূদন দত্ত)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কপর্দ+ইন্‌}
  • Bengali Word কপাকপ Bengali definition কপ
  • Bengali Word কপাট , কবাট Bengali definition [কপাট্‌, কবাট্‌] (বিশেষ্য) দরজার পাল্লা; দরজার দুই পাট (ফাতেমাএ দ্বারেতে গেলা, কপাট মেলিয়া দিলা-সৈয়দ সুলতান; কুরের-পুরীর সোনার কবাট হাসির হাওয়ায় যাই খুলে-সত্যেন্দ্রনাথ দত্ত)। ২ আবরণ (মনের কপাট)। {( তৎসম বা সংস্কৃত শব্দ) ক+√পাটি+ অ(অণ্‌) = কপাটি>কবাট(প>ব)}
  • Bengali Word কপাটক Bengali definition [কপাটক্‌] (বিশেষ্য) হৃৎপিণ্ড মধ্যবর্তী রক্ত চলাচল নিয়ন্ত্রক-দুয়ার; valve । {(তৎসম বা সংস্কৃত শব্দ) ক+√পট্‌+ণিচ্‌+অ(অণ্‌)+ক}
  • Bengali Word কপাটি , কবাডি , কবাটি Bengali definition [কপাটি, কবাড়ি, কবাটি] (বিশেষ্য) ১ হা-ডু-ডু খেলা। ২ বন্ধ কপাটির ন্যায় আবদ্ধ অবস্থা (দাঁত কপাটি)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কপাট>; (তুলনীয়) (হিন্দী ) কবড্‌ডী}