Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word কবন্ধ Bengali definition [কবন্‌ধো] (বিশেষ্য) ১ মুণ্ডহীন ধড়; মস্তকহীন দেহ; খণ্ডিত-মস্তক দেহ (মুণ্ডহীন কবন্ধের সারি-বেনজীর আহমদ)। ২ প্রেতবিশেষ; স্কন্ধকাটা(আইল কবন্ধ, ভূত, পিশাচ, দানব-মাইকেল মধুসূদন দত্ত)। ৩ রাহু। ৪ ধূমকেতু। □ (বিশেষণ) ১ আকৃতিবিহীন; নিরবয়ব (পঙ্গু মুখ কবন্ধ বধির আঁধা-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) ক+√বন্ধ্‌+অ}
  • Bengali Word কবর Bengali definition [কবোর্‌] (বিশেষ্য) সমাধি; গোর (মোর কবরে ফুটবে যে ফুল-কে জানে হায় কার তরে-কাজী নজরুল ইসলাম; বৎসরের হ্রস্বতম দিনের কবরে জন্মে আবার দ্বিতীয় দিব-বুদ্ধদেব বসু)। কবরখানা (বিশেষ্য) সমাধিভূমি; কবরস্থান। কবরগাহ ( বিশেষ্য) কবরস্থান; সমাধিস্থান (সারা বাংলা যেন এক বিরাট কবরগাহ&-আসকার ইবনে শাইখ )। কবর দেওয়া (ক্রিয়া) ১ দাফন করা; মাটি দেওয়া; গোর দেওয়া; কবরস্থ করা। ২ বিসর্জন করা; সম্পূর্ণ পরিত্যাগ করা। কবর পোষ (বিশেষ্য) সমাধির আচ্ছাদন; কবরের গেলাফ; কবরের আবরণ বা ঢাকনা (আজিকে দুয়ারে নাই চাঁদির কবাট মোতির কবরপোষ-সত্যেন্দ্রনাথ দত্ত)। কবর বিছাতি (বিশেষ্য) কবরের উপরের বিছুটি গাছ। কবরস্থান (বিশেষ্য) গোরস্থান; সমাধিক্ষেত্র। {( আরবি) কব র }
  • Bengali Word কবরী Bengali definition [কবোরি] (বিশেষ্য) খোঁপা; কেশবিন্যাস বিশেষ (রেশমী রুমালে কবরী বাঁধি নাচিছে আরবী নটিনী বাঁদী-কাজী নজরুল ইসলাম)। ২ বেণী।কবরীবন্ধ (বিশেষ্য) বেণীবন্ধ বা খোঁপার সুবিন্যাস; খোঁপার সুপারিপাট্য (কবরীবন্ধ খসে-সত্যেন্দ্রনাথ দত্ত)। কবরী বন্ধন (বিশেষ্য) বেণীবন্ধ; খোঁপার সযত্ন বিন্যাস; খোঁপার পরিপাট্য (আলুথালু, হায় এবে কবরীবন্ধন-মাইকেল মধুসূদন দত্ত)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) ক+√বৃ+অ+ঈ; √কু+অর(অরন্‌)+ঈ(ঙীষ্‌)}
  • Bengali Word কবলানো ১ , কবুলানো ১ Bengali definition [কব্‌লানো, কবুলানো] (ক্রিয়া) বলানো; কহানো; বিশেষ পরিচয় দানের জন্য বলানোর চেষ্টা (ওঃ মিস্তিরী! অমন সবাই নিজেকে মিস্তিরী কবলায় মশাই-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়)। {(আরবি) কবল }
  • Bengali Word কবলানো ২ , কবুলানো ২ Bengali definition [কব্‌লানো, কবুলানো] (ক্রিয়া) ১ স্বীকার করা; প্রতিশ্রুত হওয়া। ২ গোপনে মুঠায় ভরে দেওয়া; ঘুষরূপে দেওয়া (বহু টাকা কবলে তবে সে যাত্রা পুলিশের হাত থেকে রক্ষা পাওয়া গেল)। □ (বিশেষণ) অঙ্গীকৃত; স্বীকৃত। {(আরবি) কবুল }
  • Bengali Word কবলিত , কবলীকৃত Bengali definition কবল
  • Bengali Word কবহুঁ , কবহু (মধ্যযুগীয় বাংলা, ব্রজবুলি) Bengali definition [কবহুঁ, কবহু] (অব্যয়) কভু; কখনো (ভানু বিনে কমল কবহুঁ না জিয়ে-বৈষ্ণব পদ)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কদা>(প্রাকৃত ) কব+হু=কবহু>কবহুঁ}
  • Bengali Word কবাট Bengali definition কপাট
  • Bengali Word কবাটি , কবাডি Bengali definition কপাটি
  • Bengali Word কবাব Bengali definition কাবাব
  • Bengali Word কবাবচিনি Bengali definition [কবাব্‌চিনি] (বিশেষ্য) গোল মরিচ সদৃশ ফল বিশেষ; cubeb । {(ফারসি) কবাবচিনী }
  • Bengali Word কবালা , কবলা , কওলা Bengali definition [কবালা, কব্‌লা, কওলা] (বিশেষ্য) বিক্রির চুক্তি-দলিল (একটা বিলাতী টিনের ছোট বাক্‌সতে উইল, কবালা, খত ইত্যাদি রাখিয়া থাকে-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়; আগেই ও পাড়ার হরেন বোসের নামে ভিটা সে কওলা ক’রে দিয়ে টাকা নিয়ে রেখেছিল-নরেন্দ্রনাথ মিত্র; যতদিন…… কাবালা করে আমার দখল কাবেজে না দেও, ততদিন এই অবস্থায় কয়েদ থাকতে হবে-মীর মশাররফ হোসেন)। কট-কবলা (বিশেষ্য) শর্তবিশিষ্ট বিক্রির দলিল; যে চুক্তিতে নির্দিষ্ট মেয়াদের মধ্যে অর্থ পরিশোধে ব্যর্থ হলে চুক্তিপত্র বিক্রয় দলিলে রূপান্তরিত হয়। {(আরবি) কাবালাহ }
  • Bengali Word কবি Bengali definition [কোবি] (বিশেষ্য) ১ কাব্যরচয়িতা; কবিতা-লেখক; কাব্য শক্তির অধিকারী। ২ তত্ত্ববিদ; পণ্ডিত (ভারতবর্ষে পূর্বে জ্ঞানী মাত্রকেই কবি বলিত, শাস্ত্রবেত্তারা সকলেই কবি-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। ৩ কবিগান; অষ্টাদশ শতাব্দীর শেষভাগে কলকাতায় উদ্ভুত উত্তর-প্রত্যুত্তর মূলক এক ধরনের গান, যা বাংলাদেশের গ্রামঞ্চলে বিশেষ জনপ্রিয় (দুইদল গায়ক জুটিয়া ছন্দোবন্ধে পরস্পরের কথার উত্তর-প্রত্যুত্তর দিতেন। সেই রচনার নাম ‘কবি’-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। কবিওয়ালা, কবিয়াল (বিশেষ্য) কবিগান গায়ক (বিশেষ্য) রচয়িতা; কবিগানের দলনেতা। কবিকঙ্কণ (বিশেষ্য) উপাধি বিশেষ; কাব্য রচনা শক্তির স্বীকৃতি সূচক উপাধি (কবি কঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী)। কবিকল্পনা (বিশেষ্য) ১ অবাস্তব কল্পনা; মনগড়া কথা। ২ কবিসুলভ কল্পনা; কাব্য রচনার যোগ্য কল্পনা। ৩ কবির মানসলোক; করিব মনোজগৎ। কবি গান (বিশেষ্য) আঠারো শতকে কলকাতায় উদ্ভুত এবং তৎকালে বিশেষ জনপ্রিয় এক ধরনের উত্তর-প্রত্যুত্তরমূলক গান, যা উনিশ-বিশ শতকের গ্রাম বাংলায় প্রভূত জনপ্রিয়তা অর্জন করে। কবি গুরু (বিশেষ্য) ১ রবীন্দ্রনাথ ঠাকুরকে (১৮৬১-১৯৪১) প্রদত্ত উপাধি বিশেষ, বাংলা ভাষায় শ্রেষ্ঠ কবি হিসেবে সমকালে তিনি এই উপাধিতে বিশেষভাবে ভূষিত হন। ২ সংস্কৃত ভাষার আদি কবি; বাল্মীকি। ৩ গুরুস্থানীয় কবি। কবিপনা (বিশেষ্য) কবিরূপে নিজেকে জাহির করা ভড়ৎ; কবি সুলভ হাবভাব। কবি প্রসিদ্ধি (বিশেষ্য) যুগে যুগে কবিগণ কর্তৃক গৃহীত সুপ্রচলিত কল্পনাদি। কবি বর, কবি শ্রেষ্ঠ (বিশেষণ) প্রধান কবি; কবি গোষ্ঠীর মধ্যে উৎকৃষ্ট বা উত্তম। কবি ভাষা (বিশেষ্য) কবিগণ কর্তৃক ব্যবহৃত বিশেষ ভাষা; কবিতা রচনার বিশেষ ভাষা।কবিরত্ন (বিশেষ্য) ১ কবি শ্রেষ্ঠ; কাব্য রচনায় কুশলতাব্যঞ্জক উপাধি বিশেষ। ২ সংস্কৃত কাব্যে পাণ্ডিত্যমূলক উপাধি। কবির লড়াই (বিশেষ্য) কবিয়ালদের দুই পক্ষের বাদানুবাদ; কবিগান; পরস্পর দোষারোপ এবং অপবাদ খণ্ডনমূলক উত্তর-প্রত্যুত্তরপূর্ণ গান বিশেষ। করিরাজ (বিশেষ্য) ১ কবি শ্রেষ্ঠ; কাব্য রচনার ক্ষমতা স্বীকারোক্তিমূলক উপাধি। ২ আয়ুর্বেদশাস্ত্রে পণ্ডিত; চিকিৎসক; বৈদ্য। আদিকবি (বিশেষ্য) সংস্কৃত ভাষার প্রথম কবি বলে কথিত বাল্মীকি। গীতিকবি (বিশেষ্য) গীতিকবিতা রচয়িতা। দাঁড়াকবি (বিশেষ্য ) দণ্ডায়মান অবস্থায় গীত অথবা তাৎক্ষণিকভাবে রচিত নয় এমন কবিগান। মহাকবি (বিশেষ্য) ১ মহাকাব্য লেখক। ২ মহৎ কবিতা রচয়িতা; উচ্চশ্রেণীর কবিত্বশক্তির অধিকারী। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √কব্‌+ই(ইন্‌) অথবা, √কু+ই}
  • Bengali Word কবিতা Bengali definition [কোবিতা] (বিশেষ্য) কাব্য; পদ্য; শ্লোক; কল্পনামিশ্রিত ছন্দোময় রচনা। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কবি+তা(তল্‌)}
  • Bengali Word কবিতিকা Bengali definition [কোবিতিকা] (বিশেষ্য) ক্ষুদ্রাকার কবিতা (আমার অন্যান্য কবিতিকার সঙ্গে এ কয়টিও আমার লেখননামধারী গ্রন্থে প্রকাশিত হয়ে গেল- রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কবিতা+ইক+আ}
  • Bengali Word কবিত্ব Bengali definition [কোবিত্‌তো] (বিশেষ্য) ১ কবিতা রচনার শক্তি; কবিতা রচনার অনুকূল ভাব বা কল্পনা। ২ কাব্যময়তা; কল্পনার সৌন্দর্য (কবিত্বময় বা কবিত্বপূর্ণভাব)। ৩ কল্পনাবিলাস; অসার কল্পনা (কেবল কবিত্ব করেই কি দিন চলবে?)। কবিত্বপূর্ণ, কবিত্বময় (বিশেষণ) কাব্যভাব বিশিষ্ট; কাব্যগুণযু্ক্ত। কবিত্ব শক্তি (বিশেষ্য) কবি প্রতিভা; কবিতা রচনার ক্ষমতা। {(তৎসম বা সংস্কৃত শব্দ ) কবি+ত্ব}
  • Bengali Word কবিন্দু Bengali definition [কুবিন্‌দু] (ভূগোল) পাদ নিম্নস্থ নভোমণ্ডলের কাল্পনিক সর্বনিম্ন বিন্দু; সর্বোচ্চ বিন্দুর সম্পূর্ণ বিপরীত বিন্দু; nadir । {(তৎসম বা সংস্কৃত শব্দ) কু+বিন্দু}
  • Bengali Word কবিপনা , কবিপ্রসিদ্ধ , কবিবর , কবিভাষা Bengali definition কবি
  • Bengali Word কবির Bengali definition [কোবির্‌] (বিশেষ্য) ষোড়শ শতাব্দীর ভারতবিখ্যাত সাধক; তিনি খ্যাতনামা কবিও ছিলেন। কবির পন্থি/পন্থী (বিশেষ্য) কবির প্রবর্তিত ভক্তিমার্গের অনুসারী গোষ্ঠী বিশেষ। { (আরবি) কবীর }
  • Bengali Word কবিরত্ন Bengali definition কবি
  • Bengali Word কবিরা Bengali definition [কোবিরা] (বিশেষণ) ১ মারাত্মক। (বিশেষ্য) ২ অতিশয় গর্হিত পাপ (কবিরা গুনাহ্‌)। {(আরবি ) কবীরা }
  • Bengali Word কবিরাজ ১ Bengali definition কবি
  • Bengali Word কবিরাজ ২ Bengali definition [কোবিরাজ] (বিশেষ্য) কবিশ্রেষ্ঠ; আয়ূবেদীরয় চিকিৎসক; বৈদ্য। কবিরাজি (বিশেষ্য) আয়ুর্বেদ শাস্ত্র মতে চিকিৎসা; কবিরাজের জীবিকা। □ (বিশেষণ) আয়ুবেদীয় (কবিরাজি চিকিৎসা)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কবি+রাজা+সমাসান্ত, অচ্‌(টচ্‌), +(বাংলা) ই; কবি রাজতুল্য, উপমিত সমাস}
  • Bengali Word কবিলা Bengali definition [কোবিলা] (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ); পত্নী; ঘরণী (তোমার এক কবিলা; মোর চেট্টে-প্যারীচাঁদ মিত্র (টেকচাঁদ ঠাকুর))। □ (বিশেষ্য) গোত্র। {(আরবি) কবীলাহ }
  • Bengali Word কবিশ্রেষ্ঠ Bengali definition কবি
  • Bengali Word কবুতর Bengali definition [কোবুতর্‌] (বিশেষ্য) পায়রা; কপোত; পারাবত। {(ফারসি) কবুতর }
  • Bengali Word কবুল Bengali definition [কোবুল] (বিশেষ্য) বিয়ের সম্মতি; বিয়ের চুক্তিতে স্বীকৃতি; বিয়ের অঙ্গীকার (শীঘ্র শীঘ্র ‘কবুল’ লইয়া গেলে মেয়ের নামে লজ্জাহীনতার বদনাম রচিয়া যায়-কাজী আবদুল ওদুদ)। ২ সম্মতি; স্বীকৃতি (নব দ্বীপের প্রধান স্মার্ত আপন মুখে কবুল দিলেন-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। ৩ স্বীকার; অনুমোদন; পালন(আইবানি ভাই যাইবানি দাওয়াত কবুল করবানি নাতিন খাওয়াইব সাধের মেজবানি-গান)। ৪ দায় স্বীকার (গোলাম কবুলে পায়-ভারতচন্দ্র রায় গুণাকর)। □ (বিশেষণ) অনুমোদিত; স্বীকৃত (কবুল প্রার্থনা)। কবুল করা ( ক্রিয়া) ১ পাত্ররূপে গ্রহণ করা; বরণযোগ্য বলে স্বীকার করা (আমার নাম শুনিলে জয়নাব কখনই হাসানকে ‘কবুল’ করিত না-মীর মশাররফ হোসেন)। ২ স্বীকার করা; মেনে নেওয়া (খুড় ভুল কবুল করিলে সকল গোল মিটিয়া যাইত- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। কবুল জবাব (বিশেষ্য) ১ সম্মতি; স্বীকৃতি; সম্মতিমূলক বাক্য (চীনের কবুল জবাব সবই তো মেটামুটি আছে আমাদের-আমরা কিনব না-মনোজ বসু)। ২ স্পষ্ট স্বীকৃতি; দোষ স্বীকারমূলক উত্তর (এ অভিযোগে আমি কবুল জবাব দিতে বাধ্য-প্রথম চৌধুরী)। ((আরবি) করুল }
  • Bengali Word কবুলতি , কবুলিয়ত Bengali definition [কোবুলোতি, কোবুলিয়ত্‌] (বিশেষ্য) অঙ্গীকারপত্র; খাজনা দেওয়ার চুক্তিপত্র; একরারনামা। {(আরবি) কবুলীয়ত }
  • Bengali Word কবুলান Bengali definition কবলান১ ও কবলান২
  • Bengali Word কবুলিয়ত Bengali definition কবুলতি