Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word -ক ১ Bengali definition [অধিকাংশ ক্ষেত্রে-ক্, তবে কোথাও কোথাও-ক] বাংলা বিভক্তি, প্রত্যয় প্রভৃতি রূপে ব্যবহৃত ‘ক’। ব্যবহার- ১. তদ্ধিত প্রত্যয় ঢোল+ক=ঢোলক (ক্ষুদ্রার্থে); মড়+ক=মড়ক (বিশিষ্টার্থে); বৈঠ+ক=বৈঠক (বিশিষ্টার্থে); টন+ক=টনক (বিশিষ্টার্থে)। ২. ঊনবিংশ শতাব্দীতে ব্যবহৃত ক্রিয়ান্তিক ‘ক’-পাঁচজন বসিবেক; খাইবেক; লইবেক (ক্রিয়াপদের এই রূপগুলি সম্ভ্রমাত্মক অনুজ্ঞার রূপ)। ৩. কর্ম বা সম্প্রাদন কারকের বিভক্তির চিহ্নরূপে মধ্যযুগীয় বাংলায় ব্যবহৃত-‘ক’:-তোহ্মক, আহ্মাক, ‘ময়নাক বিবা করিল’।
  • Bengali Word -কৃৎ Bengali definition [কৃত্‌] যে করে বা করেছে; কর্তা; সম্পাদক প্রভৃতি অর্থসূচক (পথিকৃৎ, গ্রন্থকৃৎ)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কৃ+ক্বিপ্‌}
  • Bengali Word ক - বর্গ Bengali definition [কবর্‌গো] (বিশেষ্য) ১ গ্রাস। ২ জবরদখল; বলে বা কৌশলে অধিকার। ৩ মুষ্টি; মুঠা (জোর করে ওর কবল হতে নিজেকে ছাড়িয়ে নিয়ে ছুট পালালে-আবদুর রশীদ ওয়াসেকপুরী)। ৪ কুলকুচা। কবলিত, কবলীকৃত (বিশেষণ) জোরপূর্বক অধিকৃত; বলপ্রয়োগে হস্তগত; ভক্ষিত। {(তৎসম বা সংস্কৃত শব্দ) ক+√বল্‌+অ(অচ্‌)}
  • Bengali Word ক ১ Bengali definition [ক] বাংলা ব্যঞ্জন-বর্ণের ‘ক’-বর্গের প্রথম বর্ণ। এর উচ্চারণস্থান কন্ঠ। এজন্য “ক” ক বর্ণকে কন্ঠ্যবর্ণ বলে। এটি অঘোষ বর্ণ।
  • Bengali Word ক ২ Bengali definition [ক] (ক্রিয়া) (সকর্মক) বলা, কহা। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √কথ্>(প্রাকৃত) √কহ্>বাংলা √কহ্>কঅ>ক}
  • Bengali Word ক ৩ Bengali definition [ক] বিশেষরূপে ব্যবহৃত সর্বনাম-কয়েক, কতিপয়, কয় (যে ক-দিন বেঁচে আছি, কাজ করে যাবো। গরুর ক-পাটি দাঁত, বলো তো?)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কতি>প্রা, কই>বাংলা ক}
  • Bengali Word ক ৪ Bengali definition [ক] (বিশেষ্য) ১ বর্ণমালা (ছেলেটার ‘ক’, ‘খ’ শিখতেই ছ-মাস চলে গেল)। ২ বর্ণ-জ্ঞান; জ্ঞানশূণ্য (‘ক’ অক্ষর গোমাংস=বর্ণজ্ঞানহীন; জ্ঞানশূন্য)। ৩ প্রারম্ভিক জ্ঞানগর্ভ পুস্তক (মার্শাল প্রণীত অর্থনীতির ক, খ)।
  • Bengali Word কংগ্রেস Bengali definition [কঙ্‌গ্রেস্] (বিশেষ্য) ১ রাজনৈতিক মহাসভা; যুক্তরাষ্ট্রের ব্যবস্থাপক পরিষদ; ভারতীয় রাজনৈতিক দল বিশেষ। ২ সভা; সমিতি (তার প্রমাণ আমাদের কসফারেন্স কংগ্রেসে নিত্যই পাওয়া যায়-প্রথম চৌধুরী)। কংগ্রেসি, কংগ্রেসওয়ালা (বিশেষ্য) কংগ্রেস দলীয় কর্মী; কংগ্রেসের মতানুসারী। {(ইংরেজি) congress}
  • Bengali Word কংস ১ , কংশ ১ Bengali definition [কঙ্‌শো] (বিশেষ্য) কৃষ্ণের মাতুল ও পরশ শত্রু মথুরাপতি। কংসজিৎ (বিশেষ্য) কংসজয়ী; কৃষ্ণ। কংসহা (বিশেষ্য) কংসকে যিনি বধ করেছেন; কৃষ্ণ। কংসারি (বিশেষ্য ) কংসের অরি; কৃষ্ণ। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √কন্‌স্/√কন্‌শ্ +অ(অচ্)}
  • Bengali Word কংস ২ , কংশ ২ Bengali definition [কঙ্‌শো] (বিশেষ্য) ১ কাঁসা; ধাতু বিশেষ। ২ কাঁসার তৈরি পাত্র। কংসকার (বিশেষ্য) কাঁসার পাত্রাদি নির্মাতা; কাসারি। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √কংস্ +অ}
  • Bengali Word কংসক Bengali definition [কঙ্‌শোক্] (বিশেষ্য) হীরাকস। {(তৎসম বা সংস্কৃত শব্দ ) কংস+ক}
  • Bengali Word কংসবণিক Bengali definition [কঙ্‌শোবোণিক্] (বিশেষ্য) ১ কাঁসা ব্যবসায়ী; কাঁসারি। ২ হিন্দুদের পদবি বিশেষ। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কংস+বণিক}
  • Bengali Word কআ Bengali definition [কয়া] (ক্রিয়া) অল্প ভাজা; রস মারা (তরকারিটা তেলে কআও)।{(তৎসম বা সংস্কৃত শব্দ) √কষ্>বাংলা√ক; ক+আন, আনো= কআনো <কষানো}
  • Bengali Word কই ১ , কৈ ১ Bengali definition [কোই্] (বিশেষ্য) স্বনামখ্যাত মৎস্য বিশেষ (কই ভাজা খেতে মজা)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কবয়ী>প্রাকৃত কঅঈ>কঈ>কই>কৈ}
  • Bengali Word কই ২ , কৈ ২ Bengali definition [কোই্] (অব্যয়) ১ কোথায় (কই, বইটা তো দেখতে পাচ্ছি না)। ২ প্রশ্নবাচক ‘কোথায়’ (কই গো কই মেঘ উদয় হও-সত্যেন্দ্রনাথ দত্ত)। ৩ হতাশাব্যঞ্জক ‘কোথায়’ (বাঁশরী বাজাতে চাহি বাঁশরী বাজিল কই-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কস্মিন্> প্রা, কহিং>কহিঁ>কহি>কই}
  • Bengali Word কইতর , কউতর Bengali definition [কোইতর্, কোউতর্‌] (বিশেষ্য) কবুতর; কপোত; পায়রা (আমরা কইতর পঙ্খী আইজকা কি কতা হুনাইব-জসীমউদ্‌ দীন)। {(ফারসি) কবূতর }
  • Bengali Word কইলা , কইলে , কৈলে Bengali definition [কোইলা, কোইলে, কোইলে] (বিশেষ্য) কপিলা; কোমলা; নবজাত স্ত্রী-বাছুর (গৈলে বাঁধা কৈল বাছুর-গিরিশচন্দ্র ঘোষ)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কপিল>কইলা>কৈলে}
  • Bengali Word কইসন , কৈছন ( প্রাচীন বাংলা ) Bengali definition [কোইসন্, কোইছন্‌] (বিশেষণ) কিরূপ; কেমন। কইসনে, কৈছনে (ক্রিয়াবিশেষণ) কেমনে (কৈছনে যায়ব যমুনা তীর -বিদ্যাপতি)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কীদৃশ(ন)> কইসন>কৈছ(ন)}
  • Bengali Word কইসে , কইসেঁ ((ব্রজবুলি), (মধ্যযুগীয় বাংলা)) Bengali definition [কইসে, কইসেঁ] (ক্রিয়াবিশেষণ ) কিসে। {হিন্দী}
  • Bengali Word কইয়ে Bengali definition [কোইয়ে] (বিশেষণ) যে কিছু কহে বা বলে। {বাংলা কহইয়া>কইয়ে}
  • Bengali Word কউতর Bengali definition কইতর
  • Bengali Word কওম , কৌম Bengali definition [কওম্, কোউম্] (বিশেষ্য) জাতি; সম্প্রদায় (গাইত কবিতা দিয়া কওমের গান-রওশন ইজদানী)। কওমি (বিশেষণ) জাতীয় (কওমি ঝাণ্ডা; কওমি নিশান)। {(আরবি) কাউম }
  • Bengali Word কওলা Bengali definition কবালা
  • Bengali Word কওসর Bengali definition [কওসর্] (বিশেষ্য) ১ অমৃত; সুধা (প্রেম-নহরের কওসর বলে আমারে জহর দিলি?-কাজী নজরুল ইসলাম)। ২ উৎস; বেহেশতের প্রধান নহরের নাম-যার পানি অফুরন্ত, অতি সুস্বাদু ও সুগন্ধময় এবং যা একবার পান করলে কখনও পিপাসা হয় না (প্রলুব্দ মন খুঁজে ফেরে প্রের‌ণার নতুন কওসর-সৈয়দ আলী আশরাফ)। {(আরবি) কারছার }
  • Bengali Word ককখটী Bengali definition [কক্‌খোটি] (বিশেষ্য) খাটাশ; বনবিড়াল বিশেষ (বানরী রব দেই কক&খটী নাদ-গোবিন্দদাস)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কক্‌খট}
  • Bengali Word ককানো Bengali definition [ককানো] (ক্রিয়া) ১ কাতর রব করা। ২ দমবন্ধ হয়ে এলেও কাঁদতে থাকা; কাঁদতে কষ্ট হচ্ছে এ অবস্থায় কাতর ধ্বনি করা (এ মাসটা থাক দিদি কেঁদে ককিয়ে। ও মাসেতে নিয়ে যাবো পালকি সাজিয়ে-লোক সাহিত্য)। কাকানি (বিশেষ্য) কাতর ক্রন্দন ধ্বনি। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √কক্ক্‌>√ককা+আন, আনো, আনি = ককানো, ককান, ককানি; ধ্বন্যাত্মক}
  • Bengali Word ককুঞ্জল Bengali definition [ককুন্‌জল্] (বিশেষ্য) চাতক পাখি। লোক বিশ্বাস অনুসারে এই পাখি মেঘের জল ভিন্ন অন্য জল পান করে না এবং ‘পিউ’ শব্দ করে মেঘের কাছে জল ভিক্ষা করে। {ককুন্ (ধ্বন্যাত্মক) + (তৎসম বা সংস্কৃত শব্দ) জল}
  • Bengali Word ককুদ , ককুৎ Bengali definition [কোকুদ,কোকুত্] (বিশেষ্য) ১ ষাঁড়ের কাঁধের ঝুঁটি; অংসকূট। ২ পর্বত শিখর। ৩ রাজচিহ্ন। □ (বিশেষণ ) শ্রেষ্ঠ; প্রধান। {(তৎসম বা সংস্কৃত শব্দ) ককুদ্}
  • Bengali Word ককুন্দর Bengali definition [কোকুন্‌দর্] (বিশেষ্য) ১ নিতন্বের ডান ও বাম ভাগের গোলাকার গর্তদ্বয়। ২ কটু-তিক্ত রসাত্মক বৃক্ষ বিশেষ। {(তৎসম বা সংস্কৃত শব্দ) ক+কু+√দূ+অ}
  • Bengali Word কক্ষ Bengali definition [কক্‌খো] (বিশেষ্য) ১ কাঁকাল; কোমর (ঝরিল কামিনী কক্ষ কলসী অমনি-নবীনচন্দ্র সেন)। ২ বগল; কাঁখ; বাহুমূল (রাজাও তৎক্ষণাৎ বৃক্ষে আরোহণ ও রজ্জুচ্ছেদন পুরঃসর শবকে কক্ষে নিক্ষিপ্ত করিয়া অবতীর্ণ হইলেন-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। ৩ প্রকোষ্ঠ; কামরা; ঘর (শ্রেণিকক্ষ)। ৪ গ্রহের পরিভ্রমণ পথ। কক্ষচ্যুত (বিশেষণ) নির্দিষ্ট ভ্রমণ পথ থেকে ভ্রষ্ঠ (কক্ষচ্যুত উপগ্রহ-কাজী নজরুল ইসলাম)। কক্ষভ্রষ্ঠ (বিশেষণ) পরিক্রমণ পথ থেকে বিচ্যুত। কক্ষস্থ (বিশেষণ) নিকটবর্তী; ক্রোড়ের সন্নিকটস্থ; ক্রোড়স্থ।কক্ষান্তর (বিশেষ্য) ভিন্ন প্রকোষ্ঠ; অন্য কামরা। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √কষ্+স}