Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word উদাত্ত Bengali definition [উদাত্‌তো] (বিশেষ্য) ১ সঙ্গীতের স্বরভেদ। ২ অর্থালঙ্কার বিশেষ। □ (বিশেষণ) ১ গম্ভীর এবং উচ্চ (উদাত্ত কণ্ঠে)। ২ মহান (ধীরোদাত্ত); দরাজ (উদাত্ত কণ্ঠ)। {(তৎসম বা সংস্কৃত) উৎ+আ+দা+ত(ক্ত)}
  • Bengali Word উদান Bengali definition [উদান্] (বিশেষ্য) মানবদেহে অবস্থিত পঞ্চবায়ুর অন্যতম কণ্ঠস্থিত বায়ু। {(তৎসম বা সংস্কৃত) উৎ+আ+ √অন্+অ(ঘঞ্)}
  • Bengali Word উদাম, উদোম. উদম Bengali definition [উদাম্, উদোম্‌, উদম] (বিশেষণ) ১ উলঙ্গ; নগ্ন (পিঠ ঢাকিতে গিয়া মুখ উদাম করিতে করিতে ছুট দেয়-আবুল মনসুর আহমদ; তাঁদের অসাক্ষাতে বাড়ীর অনেক ভাগ উদোম বন্ধনহীন এলো হয়ে পড়ে-প্যারীচাঁদ মিত্র (টেকচাঁদ ঠাকুর))। ২ উদ্দাম। ৩ মুক্ত। ৪ দুরন্ত। {(তৎসম বা সংস্কৃত) উদ্দাম>উদাম}
  • Bengali Word উদার Bengali definition [উদার্] (বিশেষণ) ১ বদান্য; দানশীল। ২ মহৎ; উচ্চ; প্রশস্ত। ৩ করুণাপূর্ণ। ৪ সরলতাবিশিষ্ট; অসংকীর্ণ। উদারচরিত, উদারচিত্ত, উদারচেতা (বিশেষণ) মহাপ্রাণ; উদারহৃদয়। উদারতা (বিশেষ্য) ঔদার্য। ২ বদান্যতা; দানশীলতা। ৩ অকপটতা; ঋজুতা; সরলতা। ৪ শ্রেষ্ঠত্ব; মহত্ত্ব। উদারনীতি (বিশেষ্য) অসংকীর্ণ মত বা রীতি। উদারনীতিক, উদারনৈতিক (বিশেষণ) উদার নীতিতে বিশ্বাসী; উদারতন্ত্রী। উদারমতি, উদারস্বভাব, উদারহৃদয় (বিশেষণ) মহদাশয়; উচ্চ প্রকৃতিবিশিষ্ট; প্রশস্তমনা। {(তৎসম বা সংস্কৃত) উদ্+আ+রা+অ(ক)}
  • Bengali Word উদারা Bengali definition [উদারা] (বিশেষ্য) (সন্) নিম্ন সপ্তকের সুর (এ সুধা সঙ্গীত স্বরতরঙ্গে তরঙ্গে উদারা মুদারা তারা ঘুরিয়া ফিরিয়া-কায়কোবাদ)। {(তৎসম বা সংস্কৃত) উদার+আ}
  • Bengali Word উদাস Bengali definition [উদাশ্] (বিশেষণ) ১ উদাসীন; বিষয়ে বিতৃষ্ণ। ২ আকুল ব্যাকুল (আমার গানে তোমায় ধরব বলে উদাস হয়ে যাই যে চলে-রবীন্দ্রনাথ ঠাকুর)। ৩ বিষণ্ন; উন্মনা (মম অন্তর উদাসে পল্লব মর্মরে কোন্ চঞ্চল বাতাসে-রবীন্দ্রনাথ ঠাকুর)। □ (বিশেষ্য) ঔদাস্য; বিষয়-বৈরাগ্য। {(তৎসম বা সংস্কৃত) উৎ+ √আস্+অ(অচ্)}
  • Bengali Word উদাসল Bengali definition উদসল
  • Bengali Word উদাসিনী Bengali definition উদাসী ও উদাসীন
  • Bengali Word উদাসী (-সিন্) Bengali definition [উদাশি] (বিশেষণ) ১ উদাস হয়েছে এমন। ২ বিষয়বিরক্ত। □ (বিশেষ্য) সন্ন্যাসী; সম্প্রদায়বিশেষ। উদাসিতা (বিশেষ্য)। উদাসিনী (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) উদাস+ইন্}
  • Bengali Word উদাসীন Bengali definition [উদাশিন্] (বিশেষণ) ১ নিরপেক্ষ; নিঃসম্পর্ক। ২ অনাসক্ত; নির্লিপ্ত। ৩ সংসারে বীতস্পৃহ; বৈরাগী। উদাসীনতা (বিশেষ্য)। উদাসীন (পুলিঙ্গ) । উদাসীনা (স্ত্রীলিঙ্গ)। উদাসী (-সিন্) (পুলিঙ্গ)। উদাসিনী (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) উদ্+আসীন; (তৎসম বা সংস্কৃত) উদাস+ইন্}
  • Bengali Word উদাহরণ Bengali definition [উদাহরোন্] (বিশেষ্য) ১ দৃষ্টান্ত; নিদর্শন। ২ বক্তব্য বিষয় প্রাঞ্জল করবার উদ্দেশ্যে অনুরূপ প্রসঙ্গের উল্লেখ। উদাহৃত (বিশেষণ) ১ দৃষ্টান্তস্বরূপ ব্যবহৃত। ২ উল্লিখিত। {(তৎসম বা সংস্কৃত) উৎ+আহরণ, আহৃত}
  • Bengali Word উদিত ১ Bengali definition [উদিতো] (বিশেষণ) ১ উত্থিত; উদ্‌গত। ২ প্রকাশিত; আবির্ভূত। ৩ কথিত; উক্ত। □ (বিশেষ্য) উৎপন্ন। {(তৎসম বা সংস্কৃত) উৎ+ই+ত(ক্ত)}
  • Bengali Word উদীচী Bengali definition [উদিচি] (বিশেষ্য) দিক। উদীচী উষা (বিশেষ্য) সুমেরু প্রভা; Aurora Borealis। উদীচী জ্যোতি (বিশেষ্য) ১ উত্তরদিকের জ্যোতি বা আলো; সূর্য (মাগো যুগে যুগে চির ভাস্বর তুমি উদীচী জ্যোতি-কাজী নজরুল ইসলাম)। উদীচীন, উদীচ্য (বিশেষণ) উত্তরদিকস্থ। {(তৎসম বা সংস্কৃত) উদচ্+ঈ(ঙীপ্)}
  • Bengali Word উদীরণ Bengali definition [উদিরন্] (বিশেষ্য) ১ উচ্চারণ। ২ কথন; কীর্তন। ৩ উদ্দীপন। ৪ প্রেরণ। উদীরিত (বিশেষণ) ১ উচ্চারিত। ২ কথিত; কীর্তিত। ৩ উদ্দীপিত। ৪ প্রেরিত। উদীর্যমাণ (বিশেষণ) উচ্চার্যমাণ। {(তৎসম বা সংস্কৃত) উদ্+ √ঈর্+অন(ল্যুট্)}
  • Bengali Word উদীর্ণ Bengali definition [উদির্‌নো] (বিশেষণ) ১ উদ্‌গত। ২ মহান; উদার (তোমার উদীর্ণ আবির্ভাবে মোর শূন্য পরিপূর্ণ হয় নাই কভু-সুধূন্দ্রনাথ দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) উৎ+ √ঋ…+ ত(ক্ত)}
  • Bengali Word উদীয়মান Bengali definition [উদিয়োমান্] (বিশেষণ) ১ উদয় হচ্ছে এমন; উঠছে (উদীয়মান সূর্য)। ২ প্রতিষ্ঠা লাভ করছে এমন (উদীয়মান কবি)। উদীয়মানা (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) উৎ+ √ঈ+মান(শানচ্)}
  • Bengali Word উদুমধুম, উদুমধুমা Bengali definition [উদুম্‌ধুম্, উদুম্‌ধুমা] (বিশেষণ) গোঁয়ার; উপদ্রবকারী। {(তৎসম বা সংস্কৃত) উদ্ধত>}
  • Bengali Word উদুম্বর, উড়ুম্বর Bengali definition [উদুম্‌বর্, উড়ুম্‌বর্‌] (বিশেষ্য) যজ্ঞডুমুর বা তার গাছ। {(তৎসম বা সংস্কৃত) উড়ুম্বর>}
  • Bengali Word উদূখল Bengali definition [উদুখল্] (বিশেষ্য) ১ উখলি; শস্যাদি রেখে মুষলের সাহায্যে পরিষ্কার বা চূর্ণ করার পাত্রবিশেষ। {(তৎসম বা সংস্কৃত) উৎ+উখ্+ল}
  • Bengali Word উদেশ (ব্রজবুলি) Bengali definition [উদেশ] (বিশেষ্য) ১ ....... (নাহি করন উদেশ-জ্ঞানদাস)। ২ কারণ (সে কানু উদেশ-বিদ্যাপতি)। {(তৎসম বা সংস্কৃত) উদ্দেশ}
  • Bengali Word উদো, উধো Bengali definition [উদো, উধো] (বিশেষণ) ১ নির্বোধ; মূর্খ। ২ অধঃপতিত; কলঙ্কিত। উদোমারা (বিশেষণ) ১ হাবাগোবা বোকা; নির্বোধ। ২ অলস; অকর্মা। উদোর/উধোর পিণ্ডি বুধোর ঘাড়ে-একের কৃতকর্মের ফল অন্য একজন নিরীহ নির্দোষ ব্যক্তির ঘাড়ে চাপানো। {উৎসাহ (উদো) মুখোপাধ্যায়কে নিয়ে প্রচলিত গল্প থেকে}
  • Bengali Word উদোম Bengali definition উদাম
  • Bengali Word উদ্ যাপন Bengali definition [উদ্‌জাপোন্] (বিশেষ্য) ১ পালন; সমাপন; নির্বাহ। ২ আরব্ধ ব্রত সম্পাদন। উদ্‌যাপিত (বিশেষণ) উদ্‌যাপন করা হয়েছে এমন। {(তৎসম বা সংস্কৃত) উৎ+যাপন}
  • Bengali Word উদ্ ‌ যুক্ত , উদ্যুক্ত Bengali definition [উদ্‌জুক্‌তো, উদ্‌দুক্‌তো] (বিশেষণ) যত্নশীল; চেষ্টাবান; উদ্যোগবিশিষ্ট (শিশুদ্বয়ের উদ্ধারার্থে উদ্যুক্ত হইলেন- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। {(তৎসম বা সংস্কৃত) উৎ+ √যুজ্‌+ত(ক্ত)}
  • Bengali Word উদ্ ‌ভ্রম Bengali definition [উদ্‌ভ্রম্/ উদ্‌ভ্রোম] (বিশেষ্য) ১ বুদ্ধিনাশ; বুদ্ধিভ্রংশ। ২ উদ্বেগ; আকুলতা। {(তৎসম বা সংস্কৃত) উদ্‌+ √ভ্রম্‌+অ(ঘঞ্)}
  • Bengali Word উদ্দণ্ড Bengali definition [উদ্‌দন্‌ডো] (বিশেষণ) ১ লাঠি বা দণ্ড উত্তোলন করেছে এমন; খড়গহস্ত; মারমুখী। ২ প্রবল প্রতাপান্বিত (স্বাগত তোমারে আজি হে নূতন উদ্দণ্ড বৈশাখ-শাহাদাত হোসেন)। □ (বিশেষ্য) উদ্যত দণ্ড। {(তৎসম বা সংস্কৃত) উৎ+দণ্ড}
  • Bengali Word উদ্দাম Bengali definition [উদ্‌দাম্] (বিশেষণ) ১ অত্যন্ত প্রবল; দুর্দমনীয় (উদ্বেল উদ্দাম মুক্ত উদার প্রবাহে-রবীন্দ্রনাথ ঠাকুর; ভবিষ্যৎ জানবার জন্য এক উদ্দাম আগ্রহও প্রত্যেকের মনে জাগরূক-আবুল হোসেন)। ২ অসংযত; উচ্ছৃঙ্খল; বন্ধনহীন। ৩ স্বেচ্ছাচারী। উদ্দামতা (বিশেষ্য)। {(তৎসম বা সংস্কৃত) উদ্‌+দাম, +তা}
  • Bengali Word উদ্দিষ্ট Bengali definition [উদ্‌দিশ্‌টো] (বিশেষণ) ১ অনিষ্ট। ২ লক্ষ্যীকৃত; অভীষ্ট (উদ্দিষ্ট ব্যক্তি বা বস্তু)। {(তৎসম বা সংস্কৃত) উৎ+ √দিশ্+ত(ক্ত)}
  • Bengali Word উদ্দীপক Bengali definition [উদ্‌দিপক্] (বিশেষণ) ১ প্রেরণাদায়ক; উত্তেজক। ২ প্রোজ্জ্বলক; দীপ্তিকারক। ৩ বিবর্ধক; প্রকাশক। {(তৎসম বা সংস্কৃত) উৎ+দীপক}
  • Bengali Word উদ্দীপন Bengali definition [উদ্‌দিপন্] (বিশেষ্য) ১ উত্তেজন; বিবর্ধন। ২ প্রোজ্জ্বলন। ৩ প্রকাশন। উদ্দীপনা (বিশেষ্য) ১ উত্তেজনা; উৎসাহ; প্রেরণা। ২ আগ্রহাতিশয্য। উদ্দীপনীয় (বিশেষণ) উদ্দীপনের যোগ্য। উদ্দীপিত (বিশেষণ) ১ উত্তেজিত। ২ প্রোজ্জ্বলিত। ৩ উদ্ভাসিত। {(তৎসম বা সংস্কৃত) উৎ+দীপন, +আ; উৎ+√দীপ্+ই(ণিচ্)+ অন(ল্যুট্)}