Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word উত্তান Bengali definition [উত্‌তান্] (বিশেষণ) চিত হয়ে শায়িত; ঊর্ধ্বমুখে শায়িত (অমনি সে বাণবিদ্ধ কেশরীর মত ...... ছুটে গেল বনান্তরে ঊর্ধ্বশ্বাসে উত্তান আননে-মোহিতলাল মজুমদার)। {(তৎসম বা সংস্কৃত) উৎ+ √তন্+অ(ঘঞ্)}
  • Bengali Word উত্তাপ Bengali definition [উত্‌তাপ্] (বিশেষ্য) ১ তাপ; উষ্ণতা। ২ সন্তাপ। উত্তাপিত (বিশেষণ) ১ তপ্তকৃত; তপ্ত করা হয়েছে এমন। ২ সন্তাপিত। {(তৎসম বা সংস্কৃত) উৎ+তাপ}
  • Bengali Word উত্তাল Bengali definition [উত্‌তাল্] (বিশেষণ) ১ অত্যন্ত উচ্চ; উত্তুঙ্গ (মুহূর্তে ঢেউ হয়ে ওঠে উত্তাল-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। ২ উৎকট; ভয়ঙ্কর; তরঙ্গময়। ৩ উচ্চ শব্দকারী। ৪ অত্যন্ত আলোড়িত। উত্তালতা (বিশেষ্য) ১ প্রচণ্ড আলোড়ন। ২ ভাবাবেগজনিত আলোড়ন বা আন্দোলন (মাকে ফিরে পেয়ে ছেলে-মেয়েগুলির উত্তালতা তখনো থামেনি-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। {(তৎসম বা সংস্কৃত) উৎ+তাল}
  • Bengali Word উত্তীর্ণ Bengali definition [উত্‌তির্‌নো] (বিশেষণ) ১ পার হয়েছে এমন। ২ অতিক্রান্ত। ৩ উল্লঙ্ঘিত। ৪ উপস্থিত (প্রাসাদে গিয়া উত্তীর্ণ হইলাম-রবীন্দ্রনাথ ঠাকুর)। ৫ কৃতকার্য; সফল। ৬ মুক্ত; নিষ্কৃতিপ্রাপ্ত। {(তৎসম বা সংস্কৃত) উৎ+√তৃ+ত(ক্ত)}
  • Bengali Word উত্তুঙ্গ Bengali definition [উত্‌তুঙ্‌গো] (বিশেষণ) অতিশয় উচ্চতাসম্পন্ন; খুব উঁচু (পাহাড়ের উত্তুঙ্গ চূড়ায়-মনোজ বসু)। উত্তুঙ্গতা (বিশেষ্য) উচ্চতা (মানুষের কল্পনার উত্তুঙ্গতা অতি দুরারোহ-আহসান হাবীব)। {(তৎসম বা সংস্কৃত) উৎ+তুঙ্গ}
  • Bengali Word উত্তুরে Bengali definition [উত্‌তুরে] (বিশেষণ) উত্তর দিকের; উত্তর দিক থেকে আগত (উত্তুরে হাওয়া)। {(তৎসম বা সংস্কৃত) উত্তর + (বাংলা) ইয়া = উত্তরিয়া>উত্তইর‌্যা>উত্তুরে}
  • Bengali Word উত্তেজক Bengali definition [উত্‌তেজক্] (বিশেষণ) উত্তেজনা সৃষ্টিকারী; উদ্দীপক। □ (বিশেষ্য) তেজালো দ্রব্য; শরীরযন্ত্রের উত্তেজনাবৃদ্ধিকারী ঔষধ; stimulant। উত্তেজন (বিশেষ্য) ১ উৎসাহদান; উদ্দীপন। ২ বিবর্ধন। ৩ অস্ত্র ইত্যাদি তীক্ষ্ণকরণ। ৪ কর্মপ্রবৃত্তি সঞ্চারণ। ৫ কামক্রোধাদি রিপুর উদ্দীপন। উত্তেজনা (বিশেষ্য) ১ উদ্দীপনা; প্রবল প্রেরণা। ২ অস্থিরতা; চিত্তচাঞ্চল্য। ৩ কামক্রোধাদি রিপুর প্রাবল্য। ৪ ভারসাম্যলুপ্ত মানসিক অবস্থা। উত্তেজিত বিশেষন ১ উত্তেজনা সৃষ্টি করা হয়েছে এমন; উত্তেজনাপ্রাপ্ত। ২ উদ্দীপিত। ৩ প্রবর্তিত। {(তৎসম বা সংস্কৃত) উৎ+ √তিজ্+অক(ণ্বুল্)}
  • Bengali Word উত্তোলন Bengali definition [উত্‌তোলোন্] (বিশেষ্য) ১ তোলা; উঁচুতে উঠানো; উঁচু করা। ২ উঁচুতে ধারণ; বহন বা স্থাপন। ৩ উত্থাপন। উত্তোলিত (বিশেষণ) ১ উত্তোলন করা হয়েছে এমন। ২ ঊর্ধ্বে স্থাপন করা হয়েছে এমন। ৩ উত্থাপিত। {(তৎসম বা সংস্কৃত) উৎ+ √তুল্ +ণিচ্+অন(ল্যুট্)}
  • Bengali Word উত্ত্যক্ত Bengali definition [উত্‌তক্‌তো] (বিশেষণ) ব্যতিব্যস্ত; বিরক্ত; অস্থির। {(তৎসম বা সংস্কৃত) উৎ+ত্যক্ত}
  • Bengali Word উত্থ Bengali definition [উত্‌থো] (বিশেষণ) ১ উত্থিত (সমুদ্রোত্থ)। ২ উৎপন্ন; সঞ্জাত। {(তৎসম বা সংস্কৃত) উৎ+ √স্থা+অ(ক)}
  • Bengali Word উত্থান Bengali definition [উত্‌ত্থান্] (বিশেষ্য) ১ ওটা; খাড়া হওয়া। ২ উন্নতি; অভ্যুদয়। ৩ গাত্রোত্থান। ৪ বিদ্রোহ। ৫ আবির্ভাব। উত্থান-পতন (বিশেষ্য) ১ উন্নতি-অবনতি। ২ ওঠানামা। ৩ হ্রাসবৃদ্ধি। {(তৎসম বা সংস্কৃত) উৎ+ √স্থা+অন(ল্যুট্)}
  • Bengali Word উত্থাপন Bengali definition [উত্‌থাপোন্] (বিশেষ্য) ১ প্রসঙ্গের অবতারণা। ২ প্রস্তাবনা। ৩ উত্তোলন। ৪ উল্লেখ। উত্থাপক (বিশেষণ) (বিশেষ্য) ১ প্রস্তাবকারী; প্রস্তাবক। ২ উত্থাপনকারী। ৩ উত্তোলনকারী। উত্থাপনীয় (বিশেষণ) ১ উত্থাপন করা চলে এমন; উত্থাপনযোগ্য। ২ উত্থাপন করতে হবে এমন। উত্থাপিত (বিশেষণ) উত্থাপন করা হয়েছে এমন। {(তৎসম বা সংস্কৃত) উৎ+ √স্থা+ণিচ্+অন(ল্যুট্)}
  • Bengali Word উত্থিত Bengali definition [উত্‌থিতো] (বিশেষণ) ১ ঊর্ধ্বে উঠেছে এমন; ঊর্ধ্বগত। ২ উদ্‌গত; নির্গত। ৩ উন্নত; বর্ধিত। ৪ বিরুদ্ধে দণ্ডায়মান। উত্থান (বিশেষ্য)। {(তৎসম বা সংস্কৃত) উৎ+ √স্থা+ত(ক্ত)}
  • Bengali Word উথল, উথাল Bengali definition [উথল্, উথাল্] (বিশেষণ) ১ উথলিত; উচ্ছলিত; উদ্বেলিত। ২ উত্তাল; উত্তুঙ্গ। উথলন (ব্রজবুলি) (ক্রিয়া) উথলে ওঠা (উথলন মদন পয়োধি তরঙ্গ-বিদ্যাপতি)। উথল-পাথল, উথাল-পাথাল (বিশেষণ) ১ তরঙ্গক্ষুব্ধ; বিক্ষুব্ধ (নিম্নে নদী উথল-পাথল, ঢেউ ভেঙ্গে যায় ফেনার ভরে-জসীমউদ্‌দীন)। ২ উত্তাল; উত্তুঙ্গ (সমুদ্রের উথাল-পাতাল ঢেউয়ের জলে-দক্ষিণারঞ্জন মিত্রমজুমদার)। {(তৎসম বা সংস্কৃত) উত্তাল> উত্থল্ল> উথাল>}
  • Bengali Word উথলানো, উথলনো Bengali definition [উথ্‌লানো, উথ্‌লনো] (ক্রিয়া) ১ উথলে ওঠা। ২ উপচানো। ৩ ফেঁপে বা স্ফীত হয়ে ওঠা। □ (বিশেষ্য), (বিশেষণ) উক্ত সকল অর্থে (সকল-পরান-উথলানো এ যে সনাতন পরিচয়-সত্যেন্দ্রনাথ দত্ত)। উথলিত (বিশেষণ) ১ স্ফীত; উদ্বেলিত। ২ পরিপ্লাবিত। {(তৎসম বা সংস্কৃত) উত্তাল> উত্থাল; (বাংলা) √উথ্‌লা+আন, আনো = উথ্‌লানো}
  • Bengali Word উদ ১, উদ্বিড়াল Bengali definition [উদ্‌, উদ্‌বিড়াল্] (বিশেষ্য) জলচর প্রাণীবিশেষ; ভোঁদড়। {(তৎসম বা সংস্কৃত) উদ্র>(প্রাকৃত) উদ্দ>; (তৎসম বা সংস্কৃত) উদক>}
  • Bengali Word উদক ২, উদ ২ Bengali definition (বিশেষ্য) [উদক্, উদ্] (বিশেষ্য) পানি; জল; বারি (গঙ্গোদক, কূপোদক)। উদক কার্য (বিশেষ্য) প্রাতঃকৃত্য (শৌচ আচমনাদি উদক কার্য আরম্ভ করিলেন-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। উদজ (বিশেষণ) জলজাত। {(তৎসম বা সংস্কৃত) √উন্দ্+অক}
  • Bengali Word উদক্ ১, উদচ্ Bengali definition [উদক্, উদচ্] (বিশেষ্য) ১ উত্তর দিক দেশ বা কাল। ২ উত্তরাভিমুখী; উত্তরবর্তী। {(তৎসম বা সংস্কৃত) উদ্+ √অঞ্চ্‌+ক্বিন্}
  • Bengali Word উদগ্র Bengali definition [উদগ্‌গ্রো] (বিশেষ্য) ১ ঊর্ধ্বাভিমুখ (দলিত ফণিনীর ন্যায় মুহূর্তের মধ্যেই উদগ্র হইয়া-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ উৎকট; ভয়ঙ্কর; প্রচণ্ড (আমি চাই উদগ্র সংগ্রাম-রবীন্দ্রনাথ ঠাকুর)। ৩ সুউচ্চ। ৪ উদ্ধত। ৫ তীব্র। ৬ উৎকৃষ্ট {(তৎসম বা সংস্কৃত) উৎ+অগ্র}
  • Bengali Word উদচ্ Bengali definition উদক্
  • Bengali Word উদজ Bengali definition [উদজ্] (বিশেষণ) জলজাত; পানিতে উৎপন্ন (উদজ উদ্ভিদ্)। {(তৎসম বা সংস্কৃত) উদ+ জন্‌+অ(ড)}
  • Bengali Word উদজান Bengali definition [উদ্‌জান্] (বিশেষ্য) একপ্রকার জলীয় গ্যাস; হাইড্রোজেন গ্যাস; hydrogen। {(তৎসম বা সংস্কৃত) উদ+ √জন্+অ(ড)+অন(ল্যুট্)}
  • Bengali Word উদধি Bengali definition [উদোধি] (বিশেষ্য) সমুদ্র (উদধি মেখলা মেদিনী-কেদারনাথ মজুমদার)। {(তৎসম বা সংস্কৃত) উদ+ √ধা+ই(কি)}
  • Bengali Word উদম Bengali definition উদাম
  • Bengali Word উদমাদা Bengali definition [উদ্‌মাদা] (বিশেষণ) হাবলা; আধপাগলা (কোন আমোদপ্রিয় লোক যমকে উদমাদা রকম দেখিয়া যমের সহিত কৌতুক করিয়াছে-দীনবন্ধু মিত্র)। {(তৎসম বা সংস্কৃত) উন্মাদ = উদ্‌+মাদ>উদমাদ + আ = উদমাদা}
  • Bengali Word উদমো Bengali definition [উদ্‌মো] (বিশেষণ) ১ বন্ধনমুক্ত; স্বচ্ছন্দবিহারী (উদমো ...... ষাঁড়-কাজী নজরুল ইসলাম)। ২ অপরিণতবয়স্ক (উদমো রাঁড়ি)। {(তৎসম বা সংস্কৃত) উদ্দাম}
  • Bengali Word উদর Bengali definition [উদর্] (বিশেষ্য) ১ পেট; জঠর। ২ গর্ভ। ৩ অভ্যন্তর। ৪ কবল; গ্রাস। উদরপরতা (বিশেষ্য) ১ উদরপরায়ণতা; ঔদরিকতা। ২ যে রোগ হলে বার বার খেতে ইচ্ছা হয় (বিশাল উদর বসে উদরপরতা-মাইকেল মধুসূদন দত্ত)। উদরপরায়ণ, উদরসর্বস্ব (বিশেষণ) পেটুক; ঔদরিক। উদরপরায়ণা (স্ত্রীলিঙ্গ)। উদরপিশাচ (বিশেষণ) খাদ্যাখাদ্য সম্পর্কে বাছবিচার করে না এমন; খাদ্যাখাদ্য সম্পর্কে যথেচ্ছাচারী বা নির্বিকার। উদরসাৎ (বিশেষণ) ১ উদরস্থ; উদরে গৃহীত; ভক্ষিত। ২ কবলিত; গ্রস্ত। উদরাধ্মান (বিশেষ্য) পেটফাঁপা (হজম করিতে পারেন নাই, সুতরাং অপচার ও উদরাধ্মান হইয়া রহিয়াছে-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। উদরাময় (বিশেষ্য) পেটের পীড়া; diarrhoea। উদরী(-রিন্) (বিশেষ্য) একপ্রকার রোগ-এতে পেট ফুলে যায় ও পেটে জল জমে; dropsy (বাঙ্গলার নবার আলীবর্দী খাঁ পীড়িত-উদরী রোগে আক্রান্ত-ইসমাইল হোসেন শিরাজী)। □ (বিশেষণ) স্থুলোদর; পেটমোটা; ভুঁড়িওয়ালা। {(তৎসম বা সংস্কৃত) উৎ+ √ঋ+অ}
  • Bengali Word উদলা, উদ্‌লা Bengali definition [উদ্‌লা] (বিশেষণ) ১ আঢাকা; খোলা; উন্মুক্ত (একটা উদলা নৌকার ওপর জয়গুনের দৃষ্টি পড়ে-আবু ইসহাক)। ২ নগ্ন; অনাবৃত। ৩ অবাধ; অবারিত (বাদলা দিনের ‘উদলা ঝামট ভাসিয়ে দেবে সৃষ্টি-সত্যেন্দ্রনাথ দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) উৎ+ স্থল>(প্রাকৃত) উত্থল>উদল+আ}
  • Bengali Word উদসল (ব্রজবুলি), উদাসল (ব্রজবুলি) Bengali definition [উদসল, উদাসল] (ক্রিয়া) উন্মুক্ত বা অনাবৃত করণ (তেঞি উদাসল কুচজোরা-বিদ্যাপতি)। {(তুলনীয়) উদলা}
  • Bengali Word উদা Bengali definition [উদা] (বিশেষণ) ১ ভিজা; সিক্ত। ২ মিয়ানো; নরম হয়ে যাওয়া। {(তুলনীয়) আঞ্চলিক ওদাওদা = ভিজা-ভিজা; (তৎসম বা সংস্কৃত) আর্দ্র>ওদ্দ>ওদ+আ; (তৎসম বা সংস্কৃত) উদ(জল অর্থে) + আ=উদা}