Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word উখা ৩, উখো ৩ Bengali definition [উখা, উখো] (বিশেষ্য) বেতের তৈরি মাছ ধরার যন্ত্রবিশেষ। {(তৎসম বা সংস্কৃত) অক্ষি>?}
  • Bengali Word উখড়নো, উখড়ানো, ওখড়ানো Bengali definition [উখ্‌ড়নো, উখ্‌ড়ানো, ওখ্‌ড়ানো] (ক্রিয়া) সমূলে উৎপাটন করা; উপড়ানো (তরু উপাড়িয়া গিরি উখাড়িয়া....-ভারতচন্দ্র রায়গুণাকর)। □ (বিশেষ্য) উৎপাটন; উম্মূলন। □ (বিশেষণ) উৎপাটিত; উম্মূলিত। {(তৎসম বা সংস্কৃত) উৎ+√স্খল্‌+অন(ল্যুট্)>; উৎ+খন্>উৎখোড়ন> উখোড়ন; (তুলনীয়) (হিন্দি) উখাড়না}
  • Bengali Word উগলানো, ওগরানো, ওগলানো Bengali definition [উগ্‌লানো, ওগ্‌রানো, ওগ্‌লানো] (ক্রিয়া) বমন করা; উদ্‌গিরণ করা। {(তৎসম বা সংস্কৃত) উদ্‌গিরণ> উগ্‌গিলন>উগলন, উগলানো, ওগলনো, ওগরানো}
  • Bengali Word উগ্র Bengali definition [উগ্‌গ্রো] (বিশেষণ) ১ কোপন; অসহিষ্ণু (কেউ বা উগ্র কেউ বা মিঠে-সত্যেন্দ্রনাথ দত্ত)। ২ তীব্র; উৎকট; ভয়ানক (উগ্র বিষ)। ৩ প্রখর; প্রচণ্ড (উগ্র তাপ)। ৪ রূঢ়; কর্কশ; তীক্ষ্ণ (উগ্রকণ্ঠ)। ৫ ক্রূর; নিষ্ঠুর (আমার কর্মের গতি উগ্র হইল মোর পতি-কবি কঙ্কনণ মুকুন্দরাম চক্রবর্তী)। □ (বিশেষ্য) ১ ক্ষত্রিয় জাতিবিশেষ। ২ শিব; মহাদেব; শঙ্কর (উগ্রতপ করে উগ্র করিতে অপার-ভারতচন্দ্র রায়গুণাকর)। উগ্রতা, উগ্রত্ব (বিশেষ্য)। উগ্রকণ্ঠ, উগ্রস্বর (বিশেষণ) কর্কশ ও ক্রুদ্ধ কণ্ঠস্ববিশিষ্ট। উগ্রকর্মা (বিশেষণ) অনায়াসে ভয়ানক কাজ করতে পারে এমন। উগ্রক্ষত্রিয় (বিশেষ্য) আগুরী জাতি; হিন্দু সম্প্রদায় বিশেষ। উগ্রচণ্ডা, উগ্রচণ্ডী (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) ১ অতিশয় কোপনস্বভাবা ও কলহপরায়ণা (ঠাকুরানী আজকাল অতিশয় উগ্রচণ্ডা হইয়াছেন-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। ২ ভয়ঙ্করী (সাজে রক্ষ অনীকিনী উগ্রচণ্ডা রণে....-মাইকেল মধুসূদন দত্ত)। □ (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) চণ্ডিকা দেবী। উগ্রতপা (বিশেষণ) কঠোর তপস্যাকারী (উগ্রতপা মহর্ষিগণ-রাজশেখর বসু (পরশু))। উগ্রবীর্য (বিশেষণ) তীব্র তেজবিশিষ্ট; অতিশয় তেজস্বী; অত্যন্ত ঝাঁঝালো (সে আনন্দ উগ্রবীর্য সুরার মত নেশার ঘোর আনে-বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়)। উগ্রমূর্তি (বিশেষণ) ক্রুদ্ধ ও ভয়ানক চেহারাবিশিষ্ট। উগ্রা (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) ১ অতিশয় কোপনস্বভাবা; কলহপরায়ণা। □ (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) যোগিনীবিশেষ। {(তৎসম বা সংস্কৃত) √উচ্+র(রন্)}
  • Bengali Word উঘরানো, উঘড়ানো Bengali definition [উঘ্‌রানো, উঘ্‌ড়ানো] (ক্রিয়া) ১ উন্মুক্ত করা (সিক্ত চরণ তব মোছব যতনে কুন্তলভার উঘারি-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ (ক্রিয়া) নগ্ন করা; উদ্ঘাটন করা। {(তৎসম বা সংস্কৃত) উৎঘাটন> উগ্‌ঘাড়ন> ঊঘারণ> উঘরান+আনো> উঘরানো> উঘড়ানো}
  • Bengali Word উঘা Bengali definition উঘা১
  • Bengali Word উঘাড়, উঘার Bengali definition [উঘাড়্, উগার্] (বিশেষণ) ব্যক্ত; প্রকাশিত (আবেগে আপন ভাব কহেন উঘড়ি-কৃষ্ণদাস কবিরাজ)। {(তৎসম বা সংস্কৃত) উদ্‌ঘাটিত>উগ্‌ঘাড়িঅ>উঘাড়ি>উঘার}
  • Bengali Word উচক্কা, উচাক্কা Bengali definition [উচক্‌কা, উচাক্‌কা] (ক্রিয়াবিশেষণ) হঠাৎ; আচমকা। □ (বিশেষণ) ১ উঠতি; নব্য; অপরিপক্ব (উচক্ক বয়স এত মনে নাহি আসে-ভারতচন্দ্র রায়গুণাকর)। ২ অবাধ্য; হঠকারী। ৩ উড়ু-উড়ু। {(তৎসম বা সংস্কৃত) উৎচক্ষু>উচক্‌খু>উচক্ক+আ=উচক্কা (পথ চলাকালে যে নীচের দিকে তাকিয়ে চলে না-এই মূল অর্থের বিস্তৃতিতে)}
  • Bengali Word উচট Bengali definition উঁচোট
  • Bengali Word উচল (পদ্যেব্যবহৃত), উচ্চল (পদ্যেব্যবহৃত) Bengali definition [উচল্, উচ্‌চল্] (বিশেষণ) উঁচু; উচ্চ (উচল পথের পথিক ওগো; অচল পথের যাত্রী-সত্যেন্দ্রনাথ দত্ত; উচল জমিনে চিকচিকে পানি-বআমি; ভাগীরথী তীরে আছে পর্বত উচ্চল-হেয়াত মাহমুদ; উচল বলিয়া অচলে চড়িনু-চণ্ডীদাস)। {(তৎসম বা সংস্কৃত) উচ্চ+ল=উচ্চল>উচল}
  • Bengali Word উচা Bengali definition উঁচা
  • Bengali Word উচাটন Bengali definition [উচাটন্] (বিশেষণ) ব্যাকুল; অস্বস্তিপূর্ণ; উৎকণ্ঠিত (শরাব বিনে হের গুল্‌বন উচাটন-কাজী নজরুল ইসলাম)। □ (বিশেষ্য) ব্যাকুলতা; উৎকণ্ঠা। {(তৎসম বা সংস্কৃত) উচ্চাটন>}
  • Bengali Word উচিত Bengali definition [উচিত্‌] (বিশেষণ) ১ কর্তব্য। ২ যোগ্য; উপযুক্ত। ৩ যথার্থ; ন্যায্য। ঔচিত্য (বিশেষ্য)। উচিতবক্তা (বিশেষণ) উচিত কথা বলে এমন। {(তৎসম বা সংস্কৃত) √উচ্+ত(ক্ত)}
  • Bengali Word উচুর (মধ্যযুগীয় বাংলা) Bengali definition [উচুর্‌] (বিশেষণ) অধিক; অতিরিক্ত (বেলা হইল উচুর প্রচুর ভয় মনে-ভারতচন্দ্র রায়গুণাকর)। {(তৎসম বা সংস্কৃত) উচ্চৈঃ>}
  • Bengali Word উচোট Bengali definition উঁচোট
  • Bengali Word উচ্চ Bengali definition [উচ্‌চো] (বিশেষণ) ১ উঁচু; তুঙ্গ (উচ্চ পর্বত)। ২ উন্নত; মহৎ (উচ্চ হৃদয়)। ৩ সম্ভ্রান্ত (উচ্চ বংশ)। ৪ চড়া (উচ্চ মূল্য)। ৫ ঊর্ধ্বতন (উচ্চ কর্মচারী)। ৬ বড়ো বা সম্মানজনক (উচ্চ পদ)। উচ্চতা (বিশেষ্য)। উচ্চগ্রাম (বিশেষ্য) উন্নত শ্রেণি; উন্নত পর্যায় (উচ্চগ্রামের প্রতিভা)। উচ্চবাচ্য (বিশেষ্য) ১ সাড়াশব্দ। ২ প্রতিবাদ। ৩ কোনো কথা উত্থাপন। উচ্চ বিদ্যালয় (বিশেষ্য) যে প্রতিষ্ঠানে প্রবেশিকা বা মাধ্যমিক স্তর পর্যন্ত পাঠ দেওয়া হয়; high school উচ্চ রোল (বিশেষ্য) উচ্চ শব্দ বা চিৎকার। উচ্চ হাসি, উচ্চ হাস্য (বিশেষ্য) অট্টহাস্য; কলরবময় হাস্য। {(তৎসম বা সংস্কৃত) উৎ + √চি + অ(ড)}
  • Bengali Word উচ্চকিত Bengali definition [উচ্‌চোকিতো] (বিশেষণ) ১ উৎকণ্ঠিত; উদ্বেগকম্পিত; ত্রস্ত (ঘনায় ছাপা মোহন মায়া উচ্চকিত রবে-সত্যেন্দ্রনাথ দত্ত)। ২ চঞ্চল। {(তৎসম বা সংস্কৃত) উৎ+চকিত=উচ্চকিত}
  • Bengali Word উচ্চণ্ড Bengali definition [উচ্‌চন্‌ডো] (বিশেষণ) ১ প্রচণ্ড (যেখানে মানুষ তৈরি নেই, মত তৈরি হয়েছে, সেকানকার উচ্চণ্ড দণ্ডনায়কদের আমি বিশ্বাস করিনে-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ অতি কোপন। ৩ ভীষণ। ৪ দুর্দান্ত। {(তৎসম বা সংস্কৃত) উৎ+√চণ্ড্+অ(অচ্)}
  • Bengali Word উচ্চরণ Bengali definition [উচ্‌চরন্] (বিশেষ্য) ১ উচ্চারণ; ব্যক্তকরণ। ২ ঊর্ধ্বে বিচরণ। উচ্চরিত (বিশেষণ) উক্ত; কথিত; ব্যক্ত; উল্লিখিত; উচ্চারণ করা গেছে এমন। {(তৎসম বা সংস্কৃত) উৎ + √চর্+অন(ল্যুট্)}
  • Bengali Word উচ্চল Bengali definition উচল
  • Bengali Word উচ্চাকাঙ্ক্ষ Bengali definition [উচ্‌চাকাঙ্‌খো] (বিশেষণ) উচ্চাভিলাষী; উচ্চাকাঙ্ক্ষী। {(তৎসম বা সংস্কৃত) উচ্চ + আকাঙ্ক্ষা; (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word উচ্চাটন Bengali definition [উচ্‌চাটন্] (বিশেষ্য) ১ চঞ্চলকরণ। ২ তন্ত্রমতে অভিচার দ্বারা মনের ব্যাকুলতা সৃষ্টির অনুষ্ঠানবিশেষ (তিনি শিখেছিলেন শুধু উচ্চাটনের মন্ত্র-প্রথম চৌধুরী)। ৩ উৎকণ্ঠা; ব্যাকুলতা; চঞ্চলতা। ৪ উৎপীড়ন। □ (বিশেষণ) চঞ্চল; অশান্ত; উচাটন; ব্যাকুল। {(তৎসম বা সংস্কৃত) উচ্চ+√অট্+অন}
  • Bengali Word উচ্চাবচ Bengali definition [উচ্‌চাবচো] (বিশেষণ) উঁচুনিচু; বন্ধুর; অসমান (উচ্চাবচ বক্রপথে সারা বিশ্ব পরিক্রমা ক’রে-সুধূন্দ্রনাথ দত্ত)। উচ্চাবচতা (বিশেষ্য) অমসৃণতা; বন্ধুরতা (ঐশ্বর্য তার শম্পাররণে নয়, উগ্র রুক্ষ রিক্ততায়। উচ্চাবচতায়-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। {(তৎসম বা সংস্কৃত) উদক্‌+অবাক্ (নিপাতনে)}
  • Bengali Word উচ্চার Bengali definition [উচ্‌চার্] (বিশেষ্য) ১ মল; বিষ্ঠা। ২ মলত্যাগ। {(তৎসম বা সংস্কৃত) উৎ+ √চর্+ অ(ঘঞ্)=উচ্চার-যা অপান বায়ুর বেগে ত্যাগ করা হয়}
  • Bengali Word উচ্চার Bengali definition [উচ্‌চার্] (বিশেষ্য) ১ মল; বিষ্ঠা। ২ মলত্যাগ। {(তৎসম বা সংস্কৃত) উৎ+ Öচর্+ অ(ঘঞ্)=উচ্চার-যা অপান বায়ুর বেগে ত্যাগ করা হয়}
  • Bengali Word উচ্চারণ Bengali definition [উচ্‌চারোন্] (বিশেষ্য) ১ মুখ দ্বারা ধ্বনি সৃষ্টি। ২ বাচন; কথন। ৩ ব্যক্তকরণ; প্রকাশকরণ। ৪ বাচনভঙ্গি। উচ্চারণতত্ত্ব (বিশেষ্য) ধ্বনিবিজ্ঞান; phonetics । উচ্চারণ বিভ্রাট (বিশেষ্য) ১ বিকৃত বা ভুল উচ্চারণ। ২ বিকৃত উচ্চারণের ফলে উদ্ভুত বিশৃঙ্খলায় বানান অর্থ ইত্যাদির বিকৃতি। উচ্চারণীয়, উচ্চার্য (বিশেষণ) ১ উচ্চারণ করতে হবে এমন; উচ্চারণযোগ্য। ২ উচ্চারণ করা উচিত এমন। উচ্চারিত (বিশেষণ) উচ্চারণ করা হয়েছে এমন। উচ্চার্যমাণ (বিশেষণ) উচ্চারিত হচ্চে এমন। {(তৎসম বা সংস্কৃত) উৎ+√চারি+অন(ল্যুট্)}
  • Bengali Word উচ্চাশয় Bengali definition [উচ্‌চাশয়্] (বিশেষ্য) উদারতা; সহৃদয়তা। □ (বিশেষণ) উন্নতচেতা; উদার প্রকৃতি বিশিষ্ট। {(তৎসম বা সংস্কৃত) উচ্চ+আশয়; (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word উচ্চায় Bengali definition উচ্চয়
  • Bengali Word উচ্চিংড়া, উচ্চিংড়ে, উইচিংড়ি Bengali definition [উচ্‌চিঙ্‌ড়া, উচ্‌চিঙ্‌ড়ে, উইচিঙ্‌ড়ি] (বিশেষ্য) পতঙ্গবিশেষ (ঝিঁঝিঁ-পোকা ও উইচিংড়িরা প্রানপণে ডাকচে-প্যারীচাঁদ মিত্র (টেকচাঁদ ঠাকুর))। {(তৎসম বা সংস্কৃত) উচ্চিঙ্গট}
  • Bengali Word উচ্চিঙ্গট, উচ্চুঙ্গ, উৎরিঙ্গে (বিরল) Bengali definition [উচ্‌চিঙ্‌গট্, উচ্‌চুঙ্‌গ, উত্‌রিঙ্‌গে] (বিশেষ্য) উচ্চিংড়ে (হ্যাঁ ভাই উৎরিঙ্গে। তুমি কি তিড়িং তিড়িং করে লাফিয়ে আকাশ ফড়িং ধরছ-কাজী নজরুল ইসলাম)। {(তৎসম বা সংস্কৃত) উৎ+চিঙ্গট}