Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word ইহসান Bengali definition এহসান
  • Bengali Word ইহা Bengali definition [ইহা] সর্ব এই বস্তু; এই বিষয়; এই {(তৎসম বা সংস্কৃত) ইদম্>}
  • Bengali Word ইহানত, এহানত Bengali definition [ইহানত্, এহানত্‌] (বিশেষ্য) ঘৃণা; তাচ্ছিল্য। {(আরবি)}
  • Bengali Word ইহুদি, ইহুদী Bengali definition [ইহুদি] (বিশেষ্য) ১ হিব্রু; প্রাচীন জুডিয়া দেশের লোক। ২ প্রাচীন ধর্ম সম্প্রদায়বিশেষ; Jew। ইহুদিনী (স্ত্রীলিঙ্গ)। {(আরবি) য়হূদী }
  • Bengali Word ইড়কি, ইড়িক (মধ্যযুগীয় বাংলা) Bengali definition [ইড়্‌কি, ইড়িক্] (বিশেষ্য) দ্রুত চলার জন্য অশ্বের পেটে পা অথবা জুতার কাঁটার গুঁতা বা মৃদু আঘাত দান। (ইড়কি দিতে চলে ইসারাতে-ঘনরাম চক্রবর্তী)। {(তৎসম বা সংস্কৃত) Öঈর্ (প্রেরণ)>?}
  • Bengali Word ইড়া Bengali definition [ইড়া] (বিশেষ্য) শরীরের বামদিকস্থ রক্তবাহিকা নাড়ি বিশেষ (ইড়া, সুষুম্না, পিঙ্গলা, নাভিপদ্ম, হৃৎপদ্ম, ব্রহ্মারন্ধ সমস্ত আনিয়া ফেলিলেন- রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) Öইল্+অ(ক)+আ(ল=ড়)}
  • Bengali Word ইয়ত্তা Bengali definition [ইয়ত্‌তা] (বিশেষ্য) পরিমাণ; সংখ্যা। ২ সীমা। ইয়ত্তারহিত (বিশেষণ) ১ অসংখ্য। ২ অনন্ত। {(তৎসম বা সংস্কৃত) ইয়ৎ+তা}
  • Bengali Word ইয়া Bengali definition [ইয়া] (বিশেষণ)-(বিশেষণ) এতো; এই আকারের (ইয়া বড়ো বড়ো আম)। {(তৎসম বা সংস্কৃত) ইয়ৎ}
  • Bengali Word ইয়া আল্লা, ইয়া আল্লাহ Bengali definition [ইয়াআল্‌লা, ইয়াআল্‌লাহ্] (অব্যয়) ১ হায় খোদা; ভয় বিস্ময় বা খেদসূচক শব্দ (ইয়াআল্লা বলে লাফিয়ে উঠলেন-রাজশেখর বসু (পরশু); ইয়াল্লা বলে আকাশ–ছোঁয়া লম্ফ মেরেছিল-সৈয়দ মুজতবা আলী)। ২ আল্লাহকে সম্বোধন (ইয়া আল্লাহ=হে খোদা!)। {(আরবি) ইয়া আল্লাহ }
  • Bengali Word ইয়াংকি, ইয়াঙ্কি Bengali definition [ইয়াঙ্‌কি] (বিশেষ্য) আমেরিকা মহাদেশের লোক (ইয়াঙ্কির লেনদেন ডলারে প্রত্যয়-জীবনানন্দ দাশ)। □ (বিশেষণ) আমেরিকা সম্বন্ধীয় বা আমেরিকায় জাত; আমেরিকান। {(ইংরেজি) Yankee}
  • Bengali Word ইয়াকুত, এয়াকুত Bengali definition [ইয়াকুত্, এয়াকুত্‌] (বিশেষ্য) লালমণি; পদ্মরাগমণি; চুনি; ruby (জড়ো করি লাল, পোখরাজ আর ইয়াকুত ভরা দিন-ফররুখ আহমদ; এয়াকুত, জমররুদ হীরা মুক্তা মণি-সৈয়দ আলাওল)। {(আরবি) ইয়াকুত }
  • Bengali Word ইয়াজুজ মাজুজ, এয়াজুজ (বিরল) Bengali definition [ইয়াজুজ্ মাজুজ্, এয়াজুজ্‌] (বিশেষ্য) কোরানে উল্লিখিত জাতিবিশেষ-কেয়ামতের পূর্বে যাদের আবির্ভাব ঘটবে (সীসা হস্তে এয়াজুজ বাহির হইল-সৈয়দ আলাওল)। {(আরবি) ইয়াজুজ মাজুজ }
  • Bengali Word ইয়াদ Bengali definition [ইয়াদ্] (বিশেষ্য) স্মরণ; খেয়াল (ইয়াদ হইল আর নাহি সহে দের-সৈয়দ হামজা)। {(ফারসি) ইয়াদ }
  • Bengali Word ইয়াদগার Bengali definition [ইয়াদ্‌গার্] (বিশেষ্য) স্মারকলিপি; স্মরণচিহ্ন; memorandum। {(ফারসি) ইয়াদগার }
  • Bengali Word ইয়াদদস্ত, ইয়াদদাস্ত Bengali definition [ইয়াদ্‌দস্‌ত্, ইয়াদ্‌দাস্‌ত্] (বিশেষ্য) ১ স্মারকলিপি। ২ নোটবই; ডায়েরি। {(ফারসি) য়াদ্‌দাশত্ }
  • Bengali Word ইয়ানত Bengali definition [ইয়ানত্] (বিশেষ্য) সাহায্য। {(আরবি) ই’আনত্ }
  • Bengali Word ইয়ানাফসি Bengali definition [ইয়ানফ্‌সি] (অব্যয়) হায় আমার নিজের কী হবে (ইয়ানাফ্‌সির সত্য হ’ল দুনিয়ার সেরা সত্য–-আসকার ইবনে শাইখ)। {(আরবি) ইয়ানাফ্‌সী }
  • Bengali Word ইয়ানে Bengali definition [ইয়ানে] (অব্যয়) অর্থাৎ; এর অর্থ। {(আরবি) ইয়ানি }
  • Bengali Word ইয়ার, এয়ার Bengali definition [ইয়ার্, এয়ার্‌] (বিশেষ্য) ১ সখা; বয়স্য; বন্ধু; boon companion (গেলাস-সাথী মস্ত্ ইয়ার-কাজী নজরুল ইসলাম; এ ভব মাঝে সবই ফক্কা-জেনেছি আমরা পাঁচটি এযার-দ্বিজেন্দ্রলাল রায়)। ২ রসিক; ফাজিল। ইয়ারকি (বিশেষ্য) রসিকতা; ফাজলামি; তুচ্ছ বা বৃথা আমোদে তৎপরতা (যা যাঃ ইয়ারকি করিস নি-রাজশেখর বসু (পরশু); আবার এয়ার্কি হচ্ছে?-সুকুমার রায়)। ইয়ারকি ঠোকা (ক্রিয়া) রসিকতা বা ফাজলামি করা; ইয়ারকি করা। ইয়ারঘেঁষা (বিশেষণ) ১ বন্ধুপ্রিয়। ২ হালকা; খেলো (ডিয়ারটাও একটু ইয়ার-ঘেঁষা-সত্যেন্দ্রনাথ দত্ত)। ইয়ারবকশি, ইয়ারবক্সি, ইয়ারবন্ধু (বিশেষ্য) ১ সমপর্যায়ের বন্ধু-বান্ধব; তুচ্ছ ও হালকা আনন্দে বা কাজে সাহায্যকারী বন্ধুর দল (সভাস্থ ইয়ারবক্সির দল-প্রথম চৌধুরী; ঘাসের উপর ইয়ারবক্সী..... বসবে-সৈয়দ মুজতবা আলী; ইংরাজি-নবিশ ইয়ারবক্‌শিকে মদ খাওয়ান-বঙ্কিচন্দ্র চট্টোপাধ্যায়)। ২ কুকর্মের সঙ্গী। {(ফারসি) ইয়ার}
  • Bengali Word ইয়ারা Bengali definition [ইয়ারা] (বিশেষ্য) হে বন্ধু (ইয়ারা! তোমার পিয়ালা শপথ সেইদিনই-মোহিতলাল মজুমদার)। {(ফারসি) ইয়ার + (বাংলা) আ}
  • Bengali Word ইয়ারিং Bengali definition [ইয়ারিঙ্] (বিশেষ্য) কানের অলঙ্কারবিশেষ; মাকড়ি; দুল; কুণ্ডল। {(ইংরেজি) earring}
  • Bengali Word ইয়ার্কি Bengali definition ইয়ারকি
  • Bengali Word ইয়াল্লা, ইয়াল্লাহ Bengali definition ইয়া আল্লা
  • Bengali Word ইয়ে Bengali definition [ইয়ে] (অব্যয়) মনে পড়ছে না এমন কিছু; যে শব্দ মনে বা মুখে আসছে না সেই শব্দের পরিবর্তে ব্যবহৃত শব্দ। {(তৎসম বা সংস্কৃত) ইদম্>}
  • Bengali Word ইয়োরেশিয়ান Bengali definition ইউরেশিয়ান