Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word -ই ১ Bengali definition অব্যয় ১ নিশ্চয়ার্থে (সে বলবেই, কাজটা করবোই করবো)। ২ বক্তব্যে জোর (emphasis) দেবার জন্য (তাকে বলতে হবেই; যেখানে ছিলে সেখানেই থাকো)। ৩ কেবল; একমাত্র; অনন্য অর্থে (পুস্তকটি তোমাকেই দেবো; তাকেই সেখানে যেতে হবে)। ৪ অগ্রাহ্য বা অবজ্ঞা অর্থে (যে যা-ই বলুক না কেন, আমি কিছুই শুনবো না)। ৫ আধিক্য অর্থে (তুমি যতোই বলো, সে আর কতো খাবে?)। ৬ বাক্যকে দৃঢ় করার অর্থে (না বলো; না-ই বললে; যদিই বা হয়, খুশি হবো)। ৭ হেতুবাচক (তার কথাতেই তো আগুন জ্বলেছে, না হলে কি এত কাণ্ড হয়? কাজেই বলতে হয় যতো দোষ তারই)। অনিশ্চায়ার্থ পদে (দেখলেই বা কি আসে যায়)। {(তৎসম বা সংস্কৃত) হি>}
  • Bengali Word -ইনু Bengali definition [-ইনু] ক্রিয়াবিভক্তি উত্তম পুরুষের সাধারণ অতীতকালের রূপ (তোমারে ডাকিনু যবে-রবীন্দ্রনাথ ঠাকুর; দেখিনু, চাহিনু, বলিনু)। {-ইন+উ>ইন্+উ>}
  • Bengali Word -ইন্দ্র Bengali definition [ইন্‌দ্রো] (বিশেষ্য) প্রধান বা শ্রেষ্ঠ ব্যক্তি রাজা ইত্যাদি অর্থে শব্দের পরে যুক্ত হয় (নরেন্দ্র, বীরেন্দ্র)। {Öইন্দ্+র}
  • Bengali Word -ইয়া, -এ- Bengali definition [ইয়া, এ] (বিশেষ্য) বাংলা প্রত্যয় বিশেষ (ডাকাতিয়া, খোসামুদে)। {(তৎসম বা সংস্কৃত) ক্ত্বা> (প্রাকৃত) ইঅ, ইয়> (বাংলা) ইআ, ইয়া}
  • Bengali Word ই ১ Bengali definition বাংলা স্বরবর্ণমালার তৃতীয় বর্ণ। সংস্কৃতে এটি হ্রস্বস্বর; এর উচ্চারণ-স্থান তালু। এটি ব্যঞ্জনবর্ণের সাথে যুক্ত হলে ‘w ’রূপ প্রাপ্ত হয়; যথা ক+ই=কি; ছ+ই=ছি ইত্যাদি। ‘w ’ ইকার নামে পরিচিত।
  • Bengali Word ই ২ Bengali definition সর্ব এ; ইহা (ধরিআ ধর্মের পাএ, রামাঞি পণ্ডিত গাএ, ই বড় বিষম গণ্ডগোল(রামাই মণ্ডিত [শূন্য পুরাণ]))। □ (বিশেষণ) এই; ‘ইধন যার ঘরে নাই তার মিছাই জীবন’-ছড়া)। {(তৎসম বা সংস্কৃত) ইদম্>ইদ>ইঅ>ই}
  • Bengali Word ইঁচা, ইচা Bengali definition [ইঁচা, ইচা] (বিশেষ্য) কুচো চিংড়ি; খুব ছোট চিংড়ি মাছ (ইঁচা মাছ)। {(তৎসম বা সংস্কৃত) ইঞ্চাক>ইন্‌চাঅ>ইন্‌চা>ইঁচা}
  • Bengali Word ইঁচড় , ইচড় , এঁচড় Bengali definition [ইচোড়্, ইচোড়্‌, এঁচোড়্] (বিশেষ্য) অপক্ব কাঁঠাল; কাঁচা কাঁঠাল। ইঁচড়ে পাকা (বিশেষণ) ১ অকালপক্ব। ২ (আলঙ্কারিক) ফাজিল; জেঠা; বাচাল; বখাটে। {(তৎসম বা সংস্কৃত) ইঞ্চাক (চিংড়ি)>}
  • Bengali Word ইঁট Bengali definition ইট
  • Bengali Word ইঁটাল Bengali definition ইটাল
  • Bengali Word ইঁদারা, ইদারা, ইন্দারা Bengali definition [ইঁদারা, ইদারা, ইন্‌দারা] (বিশেষ্য) বড়ো পাকা কুয়া; পাতকুয়া। {(তৎসম বা সংস্কৃত) ইন্দাগার>}
  • Bengali Word ইঁদুর, ইন্দুর, ইন্দূর Bengali definition [ইঁদুর্, ইন্‌দুর, ইন্‌দুর্‌] (বিশেষ্য) মূষিক্ {(তৎসম বা সংস্কৃত) উন্দূর>(প্রাকৃত) ইংদুর>}
  • Bengali Word ইঁদুরকানি Bengali definition [ইঁদুর্‌কানি] (বিশেষ্য) দেখতে ইঁদুরের কানের মতো জলজপানা বিশেষ। {(তৎসম বা সংস্কৃত) উন্দূরকর্ণী>}
  • Bengali Word ইংরাজ Bengali definition ইংরেজ
  • Bengali Word ইংরাজি , ইংরাজি নবিস Bengali definition ইংরেজি
  • Bengali Word ইংরেজ , ইংরাজ Bengali definition [ইঙ্‌রেজ্, ইঙ্‌রাজ্] (বিশেষ্য) ইংল্যান্ডের অধিবাসী। {(পর্তুগিজ) Ingles, Engrez; (তুলনীয়) Anglaise}
  • Bengali Word ইংরেজি , ইংরাজি Bengali definition [ইঙ্‌রেজি, ইঙ্‌রাজি] (বিশেষ্য) ইংরেজদের ভাষা; English (আগে বাঙলা পরে ইংরজি-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। ইংরেজি নবিস (বিশেষ্য), (বিশেষণ) যাঁরা ইংরেজি ভাষায় লিখতে ও পড়তে পারেন, ইংরেজি ভাষায় শিক্ষিত (ইংরাজিনবিস ইয়ার বক্‌শিকে মদ খাওয়ান-বঙ্কিচন্দ্র চট্টোপাধ্যায়)। ইংরেজিয়ানা (বিশেষ্য) সাহেবিয়ানা; ইংরেজ সাহেবদের উৎকট অনুকরণ। □ (বিশেষণ) ইংরেজ সম্বন্ধীয়। ২ ইংল্যান্ডের তৈরি (পায়..... ইংরাজী জুতা-প্যারীচাঁদ মিত্র (টেকচাঁদ ঠাকুর))। ৩ খ্রিষ্টীয় বর্ষ গণনানুসারে (ইংরেজি নববর্ষ)। ইংরেজিকেতা (বিশেষ্য) ইংরেজদের পদ্ধতি; সাহেবি কায়দা। {(পর্তুগিজ) Engrez; (ইংরেজি) English}
  • Bengali Word ইংলিশ Bengali definition [ইঙ্‌লিশ্] (বিশেষ্য) ইংরেজি ভাষা। □ (বিশেষণ) ১ ইংল্যান্ডজাত; বিলাতি। ২ ইংরেজ সম্বন্ধীয়। ইংলিশম্যান (বিশেষ্য) ইংরেজ; ইংল্যান্ডের অধিবাসী।। {(ইংরেজি) English}
  • Bengali Word ইঃ Bengali definition [ইঃ] অব্যয় বিস্ময় দুঃখ বা কোপসূচক শব্দ। {ইস্>}
  • Bengali Word ইউনানি Bengali definition [ইউনানি] (বিশেষণ) ১ গ্রিসদেশীয়; গ্রিক। ২ (চিকিৎসাবিদ্যা) হেকিমি ইউনানি দাওযাখানা। {(আরবি) য়ুনানী; (গ্রিক) আইওনিয়ন}
  • Bengali Word ইউনিফর্ম Bengali definition [ইউনিফর্‌ম্] (বিশেষ্য) কোনো সঙ্ঘ দল বা সমকর্মী ব্যক্তিগণ যে বিশিষ্ট পোশাক পরিধান করে-যেমন সৈন্য, পুলিশ, নাবিক (ক্যাডেটের ইউনিফর্ম পরা একটা ফটো আছে-আলাউদ্দীন আল আজাদ)। {(ইংরেজি) uniform}
  • Bengali Word ইউনিভার্সিটি Bengali definition [ইউনিভার্‌সিটি] (বিশেষ্য) বিশ্ববিদ্যালয় (ইউনিভার্সিটিতে পড়ে)। {(ইংরেজি) university}
  • Bengali Word ইউনিয়ন , ইউনিয়ান Bengali definition [ইউনিয়ন্, ইউনিয়ান্] (বিশেষ্য) ১ কোনো বিশেষ কার্য সম্পাদনের উদ্দেশ্যে মনোনীত বা নির্বাচিত সদস্য সমন্বয়ে গঠিত প্রতিষ্ঠান (ট্রেড ইউনিয়ন, কলেজ ইউনিয়ন)। ২ পাশাপাশি কয়েকটি গ্রাম নিয়ে নির্দিষ্ট এলাকা; থানার একটি অংশ (তারাব ইউনিয়ন)। ইউনিয়ন বোর্ড, ইউনিয়ন কাউন্সিল (বিশেষ্য) গ্রামের স্বাস্থ্য শিক্ষা যাতায়াত ব্যবস্থা প্রভৃতির উন্নতির তত্ত্বাবধানার্থে গ্রামবাসীদের নির্বাচিত প্রতিনিধি নিয়ে গঠিত স্বায়ত্তশাসনমূলক প্রতিষ্ঠান বিশেষ। {(ইংরেজি) union}
  • Bengali Word ইউরেশীয় , ইউরেশিয়ান Bengali definition [ইউরেশিয়ো, ইউরেশিয়ান্] (বিশেষ্য) যার মাতাপিতার একজন ইউরোপবাসী ও অন্যজন এশিয়াবাসী (সে যে ইয়োরেশিয়ান নয়-সৈয়দ মুজতবা আলী)। □ (বিশেষণ) ইউরোপ ও এশিয়া সম্বন্ধীয়। {(ইংরেজি) Eurasia}
  • Bengali Word ইউরোপীয় , য়ুরোপিয়ান Bengali definition [ইউরোপিয়ো, ইউরোপিয়ান্] (বিশেষ্য) ইউরোপের অধিবাসী (কিন্তু ইউরোপিয়ানরা এদের সঙ্গে জুটল কেন?-সৈয়দ মুজতবা আলী)। □ (বিশেষণ) ১ ইউরোপ মহাদেশ সম্বন্ধীয়। ২ ইউরোপে জাত; ইউরোপে তৈরি। {(ইংরেজি) Europe}
  • Bengali Word ইকমিক, ইকমিক কুকার Bengali definition [ইক্‌মিক্‌, ইক্‌মিক্‌কুকার্] (বিশেষ্য) রান্না করার জন্য ধাতু-নির্মিত চুলাবিশেষ; stove (কোনমতে ইকমিক কুকারে আলুসিদ্ধ, ডালসিদ্ধ ও ভাত-বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়)। {(ইংরেজি) icmic+cooker}
  • Bengali Word ইকরা Bengali definition [ইক্‌রা] (ক্রিয়া) “পড়ো”-হজরত মুহম্মদের (সা.) নিকট সর্বপ্রথম যে ওহি নাজিল হয় তার প্রথম শব্দ (তার প্রথম কথাই হলো ইক্‌রা-ছদরুদ্দীন)। {(আরবি) ইকরা’}
  • Bengali Word ইকরা নামা Bengali definition একরার
  • Bengali Word ইকরাম Bengali definition একরাম
  • Bengali Word ইকরার Bengali definition একরার