Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word -স্থ Bengali definition [স্‌থ] (বিশেষণ) ১ অন্তর্গত। ২ বর্তমান; বিদ্যমান (নগরস্থ)। ৩ অবস্থিত; স্থিত (বৃক্ষস্থ)। {(তৎসম বা সংস্কৃত) √স্থা+অ(ক)}
  • Bengali Word Bengali definition বাংলা বর্ণমালায় পাঁচটি উষ্ম বর্ণের অন্যতম বর্ণ। ‘ত’ ও ‘’থ’ বর্ণের পূর্বে ‘স’-এর ধ্বনি দন্ত্য (dental)। অন্যত্র যুক্তবর্ণে ‘স’-এর ধ্বনি অগ্রদন্তমূলীয় (prealveolar)।
  • Bengali Word স ১ Bengali definition [শ] (বিশেষ্য) (বিশেষণ) ১ সহ (সমাসে বিশেষ্যসূচক শব্দের পূর্বে সহ ও সমান শব্দের রূপ); সহিত (সপুত্র)। ২ সমান; অভিন্ন (সতীর্থ; সজাতি)। ৩ সত্তা; সম্ভাবনা; বিদ্যমানতা (সজীব)। ৪ অত্যন্ত; বারবার (সঘন ঘনঘটা)। ৫ স্বার্থে (সঠিক, সক্ষম)। {(তৎসম বা সংস্কৃত) সহ/সমান>}
  • Bengali Word স ২ Bengali definition [শ] (অব্যয়) ৩ প্রত্যয় বা পরসর্গবিশেষ (মুখোস)। {(বাংলা) প্রত্যয়বিশেষ}
  • Bengali Word স ৩ Bengali definition [শ] (ক্রিয়া) সহা; সহ্য করা (কত সইবি স দেখি)। {(তৎসম বা সংস্কৃত) √সহ্‌}
  • Bengali Word স ৪ Bengali definition [শ] (সর্বনাম) সে (এক স-চর্যা)। হেন স (অব্যয়) তেমন (হেন স যৌবন রাধা-বড়ু চণ্ডীদাস)। {সে>}
  • Bengali Word সঁপা, সপা Bengali definition [শঁপা, শপা] (ক্রিয়া) ১ সমর্পণ করা (নমস্কার করি কবি শুধাইলা সঁপিয়া আসন-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ বিসর্জন করা (সতীত্ব রতন করিতে রক্ষণ রাজপুত সতী আজিকে কেমন সঁপিছে পরান অনলশিকে-জ্যোতিরিন্দ্র)। ৩ আত্মদান করা (কুমুদিনী কায় মন সঁপে শশধরে-মাইকেল মধুসূদন দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) সম্‌+√অর্পি>(প্রাকৃত) সমপ্‌প>}
  • Bengali Word সং, সঙ Bengali definition [শঙ্‌] (বিশেষ্য) ১ নটের মতো অন্যের কর্ম-আচরণে অসঙ্গতি প্রদর্শনের জন্যে ব্যঙ্গ-বিদ্রূপকারী অভিনেতাকে সং বলা হয়। ২ কৌতুককর বেশধারী। ৩ কৌতুককারী; বিদূষক; ভাঁড়; অদ্ভুত পোশাকধারী; হাস্য কৌতুককারী অভিনেতা (যাত্রার সং)। সং করা (ক্রিয়া) উপহাসাস্পদ করা; সং সাজানো। সং সাজা (ক্রিয়া) অদ্ভুত পোশাক পরা। {(বাংলা) স্ব+অঙ্গ>সঙ}
  • Bengali Word সংকট ১, সঙ্কট ১ Bengali definition [শঙ্‌কট্‌] (বিশেষ্য) ১ কঠিন বিপদ; সমস্যা। ২ অত্যন্ত সংকীর্ণ পথ; দুই পর্বতের মধ্যবর্তী সরু পথ (গিরি-সংকট)। □ (বিশেষণ) ১ বিপজ্জনক; দুরারোগ্য; অভেদ্য। ২ আসন্ন; উপস্থিত। সংকটসংকুল, সংকটসঙ্কুল (বিশেষণ) বিপজ্জনক; দুর্গম (কোন এক সঙ্কটসঙ্কুল অভিসারে যাত্রা করিযাছি-রবীন্দ্রনাথ ঠাকুর)। সংকটস্থল (বিশেষ্য) ১ বিপজ্জনক পরিস্থিতি। ২ যোজক। সংকটাপন্ন; সঙ্কটাপন্ন (বিশেষণ) ১ ভীষণ বিপদগ্রস্ত; বিপন্ন। ২ মুমূর্ষু অবস্থা (রোগী সঙ্কটাপন্ন অবস্থায়)। উভয়সংকট (বিশেষ্য) উভয়দিকে বিপদ। {(তৎসম বা সংস্কৃত) সম্‌+কট(কটচ্‌)+অ(অচ্‌)}
  • Bengali Word সংকট ১, সঙ্কট ২ (বিরল), শঙ্কট Bengali definition [শঙ্‌কট্‌] (বিশেষ্য) পক্ষিবিশেষ (শঙ্কট শালিক আর ডাহুক জলকাক করণ্ডক বক শ্বেত শুক ঝাঁকে ঝাঁকে-সৈয়দ আলাওল)। {(তৎসম বা সংস্কৃত) সম্‌+কট(কটচ্‌)+অ(অচ্‌)}
  • Bengali Word সংকর, সঙ্কর Bengali definition [শঙ্‌কর্‌] (বিশেষ্য) ১ মিশ্রণ; পরস্পর বিরুদ্ধ পদার্থের একত্র অবস্থান। ২ এক জাতীয় পুরুষ ও অন্য জাতীয় নারীর মিলনে জাত জীব বা ব্যক্তি (বাঙালি একটি সংকর জাতি)। ৩ বিরুদ্ধ পদার্থের মিশ্রণ; hybrid। ৪ একাধিক অলঙ্কারের একত্র সমাবেশ। সংকর ধাতু (বিশেষ্য) যৌগিক ধাতু। সংকরীকরণ (বিশেষ্য) ১ একত্রীকরণ; যুক্তকরণ; মিশ্রণ (দুই পদার্থের সংকরীকরণে সংকর ধাতুর সৃষ্টি)। ২ জাতিভ্রষ্ট করা। {(তৎসম বা সংস্কৃত) সম্‌+√কৃ+অ(অপ্‌)}
  • Bengali Word সংকর্ষণ, সঙ্কর্ষণ Bengali definition [শঙ্‌কর্‌শোন্‌] (বিশেষ্য) ১ তীব্রভাবে আকর্ষণ (অণু পরমাণুর সংকর্ষ গুণ)। ২ কৃষিকর্ম; জমি কর্ষণ। ৩ শ্রীকৃষ্ণের ভ্রাতা বলরাম। {(তৎসম বা সংস্কৃত) সম্‌+√কৃষ্‌+অন(ল্যুট্‌)}
  • Bengali Word সংকলক Bengali definition ⇒ সংকলন
  • Bengali Word সংকলন, সঙ্কলন Bengali definition [শঙ্‌কলন্‌] (বিশেষ্য) ১ সংগ্রহণ; একত্রীকরণ (মনোমত উপকরণ সামগ্রীসকল সঙ্কলন করিয়া-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর )। ২ সংযোগ; মিলন। ৩ অঙ্ক যোগ দেওয়া। সংকলক, সংকলয়িতা (বিশেষ্য) ১ সংগ্রহকারী; সংকলনকারী (প্রবন্ধ সংকলক)। ২ সংযোগকারী। সংকলয়িত্রী (স্ত্রীলিঙ্গ)। সংকলিত, সঙ্কলিত (বিশেষণ) সংযোগকৃত; সংকলন করা হয়েছে এমন (রত্ন সঙ্কলিত আভা-মাইকেল মধুসূদন দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) সম্‌+√কল্‌+অন(ল্যুট্‌)}
  • Bengali Word সংকল্প, সঙ্কল্প Bengali definition [শঙ্‌কল্‌পো] (বিশেষ্য) ১ প্রতিজ্ঞা; স্থিরীকৃত কাজ; মানসকর্ম (সংকল্প করেছ যাহা সাধন করহ তাহা-হেম)। ২ উদ্দেশ্য; অভিলাষ; নিয়ত (জীবনের সংকল্প)। ৩ সভাদিতে গৃহীত প্রস্তাব; resolution। সংকল্প-বিকল্প, সংকল্প-বিকল্প (বিশেষ্য) অভিলাষ ও সংশয়; অস্থির চিত্তের ভাব। সংকল্পসিদ্ধ (বিশেষ্য) অভীষ্ট লাভ; উদ্দেশ্য হাসিল। সংকল্পারূঢ় (বিশেষণ) সংকল্পে দৃঢ়প্রতিষ্ঠ (হিন্দুস্থানের দিকে ক্রমশঃ অগ্রসর হিইবার জন্যই বেগম ও মুরলা সংকল্পারূঢ় হইলেন-ইসমাইল হোসেন শিরাজী)। সংকল্পিত (বিশেষণ) স্থিরীকৃত; বাঞ্ছিত (সংকল্পিত উদ্দেশ্য সাধন)। {(তৎসম বা সংস্কৃত) সম্‌+√ক্‌প্‌+অ(ঘঞ্‌)}
  • Bengali Word সংকাশ, সঙ্কাশ Bengali definition [শঙ্‌কাশো] (বিশেষণ) ১ সদৃশ; সমপ্রভ; তুল্য (অনল-সংকাশ উগ্রতেজা মহর্ষিগণকে-রাজশেকর বসু (পরশু))। ২ নিকটস্থ। {(তৎসম বা সংস্কৃত) সম্‌+√কাশ্‌+অ(অচ্‌)}
  • Bengali Word সংকীর্ণ, সঙ্কীর্ণ Bengali definition [শোঙ্‌কির্‌নো] (বিশেষণ) ১ অপ্রশস্ত; সংকুচিত (সংকীর্ণ গিরিপথ)। ২ অনুদার (সংকীর্ণহৃদয়)। ৩ জনবহুল (জনসংকীর্ণ জায়গা)। ৪ মদমত্ত (সংকীর্ণ হস্তী)। □ (বিশেষ্য) ১ সঙ্কট। ২ মিশ্ররাগ। সংকীর্ণ-চিত্ত, সংকীর্ণ-চেতা, সংকীর্ণ-মনা (বিশেষণ) অনুদার; নীচমনা। সংকীর্ণতা (বিশেষ্য) ১ অপ্রশস্ততা। ২ অনুদারতা। সংকীর্ণাত্মা (বিশেষ্য) অনুদার হৃদয়। সংকীর্ণাবস্থা (বিশেষণ) ১ কার্পণ্য। ২ অসচ্ছলতা; দরিদ্রতা। {(তৎসম বা সংস্কৃত) সম্‌+√কৃ+ত(ক্ত)}
  • Bengali Word সংকীর্তন Bengali definition [শোঙ্‌কির্‌তোন্‌] (বিশেষ্য) ১ মহিমা; বর্ণন; মাহাত্ম্য কথন; গুণকীর্তন। ২ ঈশ্বরের মহিমা বর্ণনাত্মক গান। ৩ উচ্চারণ। সংকীর্তিত (বিশেষণ) বর্ণিত হয়েছে এমন; সংস্তুত। {(তৎসম বা সংস্কৃত) সম্‌+কীর্তন}
  • Bengali Word সংকুচিত, সঙ্কুচিত Bengali definition [শোঙ্‌কুচিতো] (বিশেষণ) ১ কোঁকড়ানো; হ্রস্বীকৃত। ২ জড়সড়; কুণ্ঠিত (ভয়ে সংকুচিত)। ৩ অপ্রসারিত। ৪ মুদিত; নিমীলিত (সংকুচিত চক্ষু)। {(তৎসম বা সংস্কৃত) সম্‌+√কুচ্‌+ত(ক্ত)}
  • Bengali Word সংকুল, সঙ্কুল Bengali definition [শোঙ্‌কুল] (বিশেষণ) ১ সমাকীর্ণ; পূর্ণ (বিপদসংকুল)। মিশ্রিত; একত্র (প্রবেশি নন্দন বনে কুমার হরিষ মনে হয় ছয় ঋতু দেখিল সংকুল-কবিকঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী)। {(তৎসম বা সংস্কৃত) সম্‌+√কুল্‌+অ(ক)}
  • Bengali Word সংকুলান, সঙ্কুলান Bengali definition [শোঙ্‌কুলান্‌] (বিশেষ্য) পর্যাপ্ত হওয়ার অবস্থা; যাতে কার্যসিদ্ধি হয় এমন অবস্থা; পর্যাপ্তি; প্রয়োজনানুরূপ; চাহিদানুগ অর্থের বা সামগ্রীর ব্যবস্থা থাকা। {(তৎসম বা সংস্কৃত) সম্‌+(বাংলা) √কুলা+আন}
  • Bengali Word সংকেত, সঙ্কেত Bengali definition [শঙ্‌কেত্] (বিশেষ্য) ১ ইঙ্গিত; ইশারা; অভিপ্রায় (আমাদেরই বংশের কেহ এই লিখনের সংকেত বুঝিতে পারিবে-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ সূত্র; সন্ধান; খোঁজ। ৩ গুপ্তস্থান; মিলনস্থান। ৪ শব্দার্থ জ্ঞাপক শক্তি। ৫ চিহ্ন; লক্ষণ। {(তৎসম বা সংস্কৃত) সম্‌+√কিৎ+অ(ঘঞ্‌)}
  • Bengali Word সংকোচ, সঙ্কোচ Bengali definition [শঙ্‌কোচ্‌] (বিশেষ্য) ১ কুণ্ঠা; জড়সড় ভাব (বালিকাসুলভ সংকোচ)। ২ সংক্ষেপ (পদার্থের সংকোচ সাধন)। ৩ বন্ধন। সংকোচন, সঙ্কোচন (বিশেষ্য) হ্রস্বীকরণ; সংক্ষেপকরণ (রৌদ্রে অনেক পদার্থেরই সঙ্কোচন হয়)। সংকোচনীয়, সংকোচ্য (বিশেষণ) সংকোচের উপযুক্ত। সংকোচশূন্য, সংকোচহীন (বিশেষণ) লজ্জাহীন; অকুণ্ঠ (অর্বাচীনের ন্যায় সংকোচহীন)। {(তৎসম বা সংস্কৃত) সম্‌+√কুচ্‌+অ(ঘঞ্‌)}
  • Bengali Word সংক্রম, সংক্রমণ, সংক্রাম Bengali definition [শঙ্‌ক্রম্‌, শঙ্‌ক্রোমোন্‌, শঙ্‌ক্রাম্‌] (বিশেষ্য) ১ সঞ্চার; সঞ্চরণ; গমন; সংক্রান্তি। ২ রোগাদির বিস্তার। ৩ গ্রহগণের এক রাশি থেকে অন্য রাশিতে গমন বা সঞ্চার। ৪ সেতু; সোপান। ৫ গিরিপথ। {(তৎসম বা সংস্কৃত) সম্‌+√ক্রম্‌+অ(ঘঞ্‌), √ক্রমি+অন(ল্যুট্‌), √ক্রম+অ(ঘঞ্‌)}
  • Bengali Word সংক্রমিত, সংক্রামিত Bengali definition [শঙ্‌ক্রোমিতো, শঙ্‌ক্রামিতো] (বিশেষণ) ১ এক দেহ থেকে অন্য দেহে সঞ্চারিত; প্রবেশিত; নিবেশিত; অন্যত্র প্রবেশিত (কলেরা-সংক্রামিত স্থান)। ২ প্রতিফলিত। {(তৎসম বা সংস্কৃত) সম্‌+√ক্রম্‌+ত(ক্ত), সম্‌+√ক্রম্‌+ই(ণিচ্‌)+ত(ক্ত)}
  • Bengali Word সংক্রান্ত Bengali definition [শঙ্‌ক্রান্‌তো] (বিশেষণ) ১ সম্পর্কিত (অর্থসংক্রান্ত ব্যাপার)। ২ সঞ্চারিত (কলেরা সংক্রান্ত জায়গা)। ৩ প্রাপ্ত (কর্মসংক্রান্ত অর্থ)। ৪ প্রবিষ্ট। ৫ সম্পৃক্ত (পানিসংক্রান্ত জমি)। {(তৎসম বা সংস্কৃত) সম্‌+√ক্রম্‌+ত(ক্ত)}
  • Bengali Word সংক্রান্তি Bengali definition [শঙ্‌ক্রান্‌তি] (বিশেষ্য) ১ সূর্য ও গ্রহাদির এক রাশি থেকে অন্য রাশিতে গমন; সঞ্চার; ব্যাপ্তি। ২ মাসের শেষ দিন (চৈত্রসংক্রান্তি)। ৩ অসময় (এই সংক্রান্তির মাথায় কোথাও যাওয়া যাইবে না)। {(তৎসম বা সংস্কৃত) সম্‌+√ক্রম+তি(ক্তি)}
  • Bengali Word সংক্রাম Bengali definition ⇒ সংক্রম
  • Bengali Word সংক্রামক, সংক্রামী Bengali definition [শঙ্‌ক্রামোক্‌, শঙ্‌ক্রামি] (বিশেষণ) ১ সঞ্চারিত হয় এমন; ছোঁয়াচে (সংক্রামক রোগ)। ২ সংস্পর্শে উৎপন্ন (কুসংস্কার সমাজ দেহের সংক্রামক রোগ)। সংক্রামক বিষ (বিশেষ্য) ১ রোগ সৃষ্টিকারী জীবাণু। ২ ধ্বংসাত্মক বিষ। সংক্রুদ্ধ (বিশেষণ) বিশেষভাবে ক্রুদ্ধ (সংক্রুদ্ধ শার্দূল সম প্রচণ্ড প্রতাপে বাহিরিলা দ্বার খুলি-ইসমাইল হোসেন শিরাজী)। {(তৎসম বা সংস্কৃত) সম্‌+√ক্রম্‌+অক(ণ্বুল্‌), ইন্‌(ণিনি)}
  • Bengali Word সংক্ষিপ্ত Bengali definition [শোঙ্‌খিপ্‌তো] (বিশেষণ) ১ হ্রস্ব; ছোট। ২ একত্র করা হয়েছে এমন; রাশীকৃত। {(তৎসম বা সংস্কৃত) সম্‌+√ক্ষিপ্‌+ত(ক্ত)}