Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word শখ, সখ (প্রাচীন প্রয়োগ) Bengali definition [শখ্‌] (বিশেষ্য) ১ আগ্রহ; মনের ঝোঁক (টিকিট জমানোর শখ)। ২ পছন্দ; সাধ (শখের কলম)। ৩ চিত্তবিনোদনের বাসনা (শখ করে করা)। {(আরবি) শৱক}
  • Bengali Word শখিন, শখীন, শওকীন, শৌকীন Bengali definition ⇒ শৌখিন
  • Bengali Word শঙ্কনীয় Bengali definition [শঙ্‌কোনিয়ো] (বিশেষণ) ১ শঙ্কার বা ভয়ের যোগ্য; আশঙ্কার বিষয়। ২ সন্দেহের বিষয়ীভূত; সন্দেহস্থল। {(তৎসম বা সংস্কৃত) √শঙ্ক্‌+অনীয়(অনীয়র্‌)}
  • Bengali Word শঙ্কর Bengali definition [শঙ্‌কর্‌] (বিশেষ্য) ১ হিন্দুদেবতা শিব। ২ বেদান্তাদির ভাষ্যকার শঙ্করাচার্য। ৩ সামুদ্রিক মৎস্যবিশেষ। □ (বিশেষণ) কল্যাণকারী; মঙ্গলময়। শঙ্করী (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) ১ মঙ্গলকারিণী (আমার দে মা তবিলদারী আমি নিমকহারাম নই শঙ্করী-রামরাম বসু)। ২ হিন্দুদেবতা শিবের পত্নী; দুর্গদেবী। {(তৎসম বা সংস্কৃত) শম্‌+√কৃ+অ(ট)}
  • Bengali Word শঙ্করস্বেদ Bengali definition [শঙ্‌কর্‌শেদ্‌] (বিশেষ্য) আমবাত নাশক বাষ্প বা ভাপ। {(তৎসম বা সংস্কৃত) শঙ্কর+স্বেদ}
  • Bengali Word শঙ্কা Bengali definition [শঙ্‌কা] (বিশেষ্য) ভয়; আশঙ্কা; ভীতি; ত্রাস (মুছে আসে কালো রাত শঙ্কার-আশরাফ সিদ্দিকী)। ২ সংশয়; সন্দেহ। শঙ্কিতা বিণ। শঙ্কাকুল (বিশেষণ) ভয়যুক্ত; ভয়ার্ত (যাইতে যাইতে বার বার পিছনে শঙ্কাকুলদৃষ্টি-শামসুদ্দীন আবুল কালাম)। শঙ্কাহর, শঙ্কাহরণ (বিশেষণ) শঙ্কা দূরকারী; ভয়হারী। শঙ্কাহরা, শঙ্কাহরণী (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। শঙ্কিত (বিশেষণ) শঙ্কাযুক্ত; ভীত। শঙ্কিতা (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। শঙ্কিল (বিশেষণ) শঙ্কাযুক্ত; আশঙ্কিত; বিপজ্জনক (কভু সংকট দ্বারা শঙ্কিল-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) √শঙ্ক্‌+অ+আ(টাপ্‌)}
  • Bengali Word শঙ্কু Bengali definition [শোঙ্‌কু] (বিশেষ্য) ১ পৌরাণিক অস্ত্রবিশেষ। ২ শেল; শলাকা; শলা। ৩ কীলক; গোঁজ। ৪ (জ্যোতিষ শাস্ত্র) পরিমাণ-কাঠি, যা দ্বারা ছায়া মাপা হতো। ৫ প্রাচীন ভারতের সম্রাট বিক্রমাদিত্যের নবরত্ন সভার এক রত্ন। শঙ্কুপট্ট, শঙ্কুপট (বিশেষ্য) সূর্যঘড়ি; sun-dial। {(তৎসম বা সংস্কৃত) √শঙ্ক্‌+উ(কু)}
  • Bengali Word শঙ্খ Bengali definition [শঙ্‌খো] (বিশেষ্য) শামুকজাতীয় সামুদ্রিক প্রাণী। শঙ্খকার শাঁখারি। শঙ্খচিল (বিশেষ্য) সাদা বুকের একরূপ চিল। শঙ্খচূড় (বিশেষ্য) একজাতীয় বিষাক্ত সাপ। শঙ্খচূর্ণী (বিশেষ্য) হিন্দুবিশ্বাসে সধবা নারীর প্রেত; শাঁখচুন্নি (শঙ্খচূর্ণীর কথ্যরূপ শাকচুন্নি)। শঙ্খধ্বনি, শঙ্খনাদ (বিশেষ্য) শাঁখ বাজানোর শব্দ। শঙ্খবণিক (বিশেষ্য) শাঁখারি। শঙ্খবলয় (বিশেষ্য) শঙ্খ দ্বারা প্রস্তুত বালা; শাঁখা। শঙ্খবিষ (বিশেষ্য) শেঁকো বিষ। শঙ্খমুখ (বিশেষ্য) কুমির। শঙ্খলতা (বিশেষ্য) হিন্দু মন্দিরের নকশাবিশেষ। {(তৎসম বা সংস্কৃত) √শম্‌+খ}
  • Bengali Word শঙ্খিনী Bengali definition [শোঙ্‌খিনি] (বিশেষ্য) ১ নায়িকার একটি বিশিষ্ট শ্রেণি। ২ শাঁখচুন্নি। ৩ হিন্দু বিশ্বাসে সধবা নারীর বিশেষ গুণলক্ষণ। ৪ তারিফ। {(তৎসম বা সংস্কৃত) শঙ্খ+ইন্‌(ইনি)+ঈ(ঙীপ্‌)}
  • Bengali Word শচী, শচি Bengali definition [শোচি] (বিশেষ্য) ১ হিন্দুপুরাণোক্ত দেবরাজ ইন্দ্রের পত্নী (ঐরাবতে দেবকুলপতি সঙ্গে বারাঙ্গনা শচী অনন্তযৌবনা-মাইকেল মধূসূদন দত্ত)। ২ বৈষ্ণব ধর্ম প্রচারক শ্রীচৈতন্যের জননী। শচীনন্দন (বিশেষ্য) শ্রীচৈতন্য। শচীন্দ্র, শচীপতি, শচীবিলাস, শচীশ (বিশেষ্য) হিন্দুপুরাণোক্ত দেবরাজ ইন্দ্র। শচীমাতা (বিশেষ্য) শ্রীচৈতন্যের মাতা। {(তৎসম বা সংস্কৃত) √শচ্‌+অ(অচ্‌)+ঈ(ঙীষ্‌), ই}
  • Bengali Word শজারু ১, সজারু Bengali definition (বিশেষ্য) একজাতীয় জন্তু যার সর্বাঙ্গ বড় বড় কাঁটায় আবৃত থাকে; শল্লকী। {(তৎসম বা সংস্কৃত) শল্লকী>}
  • Bengali Word শজিনা, শজনে, শজনা Bengali definition [শোজিনা, শোজ্‌নে, শোজ্‌না] (বিশেষ্য) গাছবিশেষ; যার ফুল ও ডাঁটা তরকারিরূপে খাওয়া হয়। শজিনাখাড়া (বিশেষ্য) তরকারিরূপে ব্যবহৃত শজিনা গাছের ফল; শজিনা ডাঁটা। {(তৎসম বা সংস্কৃত) শোভাঞ্জন>}
  • Bengali Word শটকা, সটকা Bengali definition [শট্‌কা] (বিশেষ্য) ১ গড়গড়া হুঁকার দীর্ঘ নল (শটকার নল কাহারো হাতে-সত্যেন্দ্রনাথ দত্ত)। ২ মাছ ধরার জাল বা ফাঁদযুক্ত বড় কঞ্চি যা জমির ধারে পুঁতে রাখা হয়। □ (ক্রিয়া) সরে পড়া; কেটে পড়া। {(হিন্দি) সটক>}
  • Bengali Word শটকাট Bengali definition [শট্‌কাট্] (বিশেষ্য) সোজা পথ; সাধারণ পথ থেকে অপেক্ষাকৃত সংক্ষিপ্ত পথ (দীর্ঘ রাস্তা মলেও খোঁড়াকে যখন হাঁটতে হয়, যে যতটা পারে শটকাট খোঁজে-শওকত ওসমান)। {(ইংরেজি) short-cut}
  • Bengali Word শটকে Bengali definition [শোট্‌কে] (বিশেষ্য) শতকিয়া-র কথ্য রূপ (প্রভো যুবরাজ শটকেতে কিঞ্চিত কম মজবুত-দীনবন্ধু মিত্র)। {শতকিয়া>}
  • Bengali Word শটন Bengali definition [শটোন্‌] (বিশেষ্য) পচে যাওয়া; পচনক্রিয়া। শটিত (বিশেষণ) পচা (শটিত কুঞ্জের মধ্যে যেন তীক্ষ্ণ কদর্য শলকা হানে চক্ষু অবিরাম-বুদ্ধদেব বসু)। {(তৎসম বা সংস্কৃত) √শট্‌+অন(ল্যুট্‌)}
  • Bengali Word শটি, শটী Bengali definition [শোটি] (বিশেষ্য) যে গাছের কন্দ থেকে পালো প্রস্তুত হয়। শটি ফুড (বিশেষ্য) শটি থেকে প্রস্তুত পালো বা চূর্ণ শ্বেতসার যা সাধারণ শিশুখাদ্য হিসেবে ব্যবহৃত হয়। {(তৎসম বা সংস্কৃত) √শট্‌+ই}
  • Bengali Word শঠ Bengali definition [শঠ্‌] (বিশেষণ) ১ খল; প্রতারক; ধূর্ত। ২ ক্রুর। শঠতা বি। শঠামি (বিশেষ্য) প্রতারণা। ধূর্তামি; চাতুরী (শঠের সাথে শঠামি-মোজাম্মেল হক)। শঠে শাঠাং সমাচরেৎ-শঠ লোকের সঙ্গে শঠতা করাই বিধেয়; যে যেমন তার সঙ্গে সেরূপই ব্যবহার বিধেয়। {(তৎসম বা সংস্কৃত) √শট্‌+অ(অচ্‌)}
  • Bengali Word শণ Bengali definition [শন্‌] (বিশেষ্য) একজাতীয় ক্ষুদ্র গাছ; উক্ত গাছের আঁশ; ছন; san hemp। শণসূত্র (বিশেষ্য) শণ গাছের আঁশ দ্বারা প্রস্তুত সুতা। শণের দড়ি (বিশেষ্য) শণের আঁশ দ্বারা তৈরি দড়ি। শণের নুড়ি, শণের লুড়ি (বিশেষ্য) ১ সাদা রঙের শণের আঁশের গোছা। ২ (আলঙ্কারিক) পাকা চুল। {(তৎসম বা সংস্কৃত) √শণ্‌+অ(অচ্‌)}
  • Bengali Word শত Bengali definition [শতো] (বিশেষ্য), (বিশেষণ) ১ ১০০ সংখ্যা বা সংখ্যক। ২ নানা; বিভিন্ন; বহু; বিবিধ (শতপ্রকার বাধা)। □ (বিশেষ্য) অসংখ্য; সংখ্যাশূন্য; বহু (তোমারেই যেন বাসিয়াছি ভাল শতরূপে শতবার-রবীন্দ্রনাথ ঠাকুর)। শতক (বিশেষণ) শত সংখ্যাবিশিষ্ট। □ (বিশেষ্য) ১ একশত; শতসংখ্যা। ২ শতাব্দী (বিশ শতক)। ৩ একশতটি বস্তুর যোগফল বা একত্র সমাবেশ। ৪ একশত শ্লোক বা কবিতাবিশিষ্ট কাব্য (সদ্ভাবশতক)। শতকরা (অব্যয়) প্রতি একশতে; একশতের হারে। শতকিয়া (বিশেষ্য) এক থেকে একশত পর্যন্ত সংখ্যা গণনা। শতকুটি (বিশেষণ) শতচ্ছিন্ন (সে নিজের চারিদিকে অনেকখানি অন্ধকার, অনেক দুঃখ শোক অনেক জ্বালা যন্ত্রণা শতকুটি কাঁথার মতো জড়িয়ে নিয়ে চলে যাচ্ছে-অবনীন্দ্রনাথ ঠাকুর)। শতকোটি (বিশেষণ) (আলঙ্কারিক) অসংখ্য। শতক্রতু (বিশেষ্য) হিন্দুপুরাণোক্ত একশত যজ্ঞকারী দেবতা ইন্দ্র। শতগ্রন্থি (বিশেষণ) একশত গিঁট আছে যাতে; অসংখ্য গ্রন্থিবিশিষ্ট। শতঘ্নী (বিশেষ্য) যে অস্ত্র একই সময়ে একশত যোদ্ধা হত্যা করতে সমর্থ (দীপ্ত কৃপাণ বিজলী সম উঠুক হুঙ্কারে ধ্বনিয়া-ইসমাইল হোসেন শিরাজী)। শতচ্ছদ (বিশেষ্য) ১ পদ্ম (শ্বেতরক্ত নীল পীত শতচ্ছদ-ভারতচন্দ্র রায়গুণাকর)। শতচ্ছিন্ন (বিশেষ্য) বহু স্থানে ছেঁড়া; ছিন্ন; বিচ্ছিন্ন; একেবারে ছেঁড়া। শতজীবী (বিশেষণ) শতায়ু। শততম (বিশেষণ) নিরানব্বেইয়ের পরের সংখ্যা; শত সংখ্যার পূরক। শতদল (বিশেষ্য) পদ্মফল; কমল। শতদলবাসিনী (বিশেষ্য) হিন্দুদেবতা লক্ষ্মী। শতদ্রু (বিশেষ্য) পাঞ্জাবের একটি নদী। শতধা অব্য, (ক্রিয়াবিশেষণ) ১ শতরকমে; বহু সংখ্যায় (শতধারিভক্ত)। ২ শতবার; বহুবার। শতধার (বিশেষণ) শতধার বা প্রান্তবিশিষ্ট; বহুস্রোতে বা ধারায় যুক্ত। □ (বিশেষ্য) বজ্র। শতধারে (ক্রিয়াবিশেষণ) অজস্র ধারায়; বহুধারায়। শতপথ ব্রাহ্মণ (বিশেষ্য) যজুর্বেদের অন্তর্গত একটি গ্রন্থ। শতপদী (বিশেষ্য) ১ অনেকগুলি পা আছে এমন জীব; বৃশ্চিক; বিছা; centipede। ২ কেন্নো। শতপাদিকা (বিশেষ্য) বহুপদযুক্ত; বৃশ্চিক। শতভিষক, শতভিষা (বিশেষ্য) একটি নক্ষত্রের নাম। শতমারী(-রিন্‌) (বিশেষ্য) ১ শতবার পারদ-জারণকারী। ২ উত্তম চিকিৎসক। ৩ (ব্যঙ্গার্থ) শত রোগীকে ভুল ওষুধ প্রয়োগে মেরে যে ডাক্তার হয়েছে; হাতুড়ে চিকিৎসক; খারাপ চিকিৎসক। শতমুখ (বিশেষণ) মুখর; অনর্গল কথা বলে এমন (প্রশংসায় শতমুখ হওয়া)। শতমুখী (বিশেষ্য) ঝাঁটা। শতমুখে বলা (ক্রিয়া) পুনঃপুন বলা; বাচারের মতো বলা। শতমূলী (বিশেষ্য) ওষুধরূপে ব্যবহৃত এক প্রকার লতা বা তার শিকড়। শতরূপা (বিশেষ্য) সরস্বতী দেবী; ব্রাহ্মণ কন্যা সাবিত্রী। □ (বিশেষ্য) শত বা বহু বর্ণে অথবা রূপে পরিশোভিতা। শতশ অব্য, (ক্রিয়াবিশেষণ) শতশত করে; বহুবার করে। শতসহস্র (বিশেষণ) বহু; প্রচুর সংখ্যা। {(তৎসম বা সংস্কৃত) দশ+দশৎ+ত}
  • Bengali Word শতরঞ্জ, শতরঞ্চ Bengali definition [শতোরন্‌জো, শতোরন্‌চো] (বিশেষ্য) দাবা খেলা। {(আরবি) শতরঞ্জ; (তৎসম বা সংস্কৃত) চতুরঙ্গ>}
  • Bengali Word শতরঞ্জি, শতরঞ্চি Bengali definition [শতোরোন্‌জি, শতোরোন্‌চি] (বিশেষ্য) মোটা সুতায় একাধিক রঙে প্রস্তুত অনেক লোকের উপবেশনের বৃহৎ চাদর (চৌকিতে একটি শতরঞ্জি পাতা-আবুল মনসুর আহমদ)। {(আরবি) শতরঞ্জী}
  • Bengali Word শতাংশ Bengali definition [শতাঙ্‌শো] (বিশেষ্য) ১ একশত খণ্ড বা ভাগ। ২ একশত ভাগের ১ ভাগ। {(তৎসম বা সংস্কৃত) শত+অংশ}
  • Bengali Word শতাবধি Bengali definition [শতাবোধি] (বিশেষণ) প্রায় একশত। {(তৎসম বা সংস্কৃত) শত+অবধি}
  • Bengali Word শতাব্দ, শতাব্দী Bengali definition [শতাব্‌দো, শতাব্‌দি] (বিশেষ্য) একশত বর্ষব্যাপী সময়; শতক; century। {(তৎসম বা সংস্কৃত) শত+অব্দ, +ঈ}
  • Bengali Word শতায়ু, শতায়ুঃ Bengali definition [শতায়ু, শতায়ুহ্‌] (বিশেষণ) ১ শতজীবী; একশত বর্ষ বাঁচে এমন। ২ দীর্ঘজীবী; সুদীর্ঘকালজীবী। {(তৎসম বা সংস্কৃত) শত+আয়ুস্‌, আয়ুঃ; (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word শতেক Bengali definition [শতেক্‌] (বিশেষণ) ১ একশত। ২ বহুশত; শতশত; বহু; অসংখ্য (শতেক যুগের কবিদল মিলি আকাশে-রবীন্দ্রনাথ ঠাকুর)। শতেকখাকি, শতেকখোয়ারি (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) গালিবিশেষ; সর্বনাশী; নিতান্ত দুর্দশাগ্রস্ত ও অপমানিতা; যে নারীর অদৃষ্ট বহু দুর্গতি আছে; বহু স্বজন খোয়া গেছে অর্থাৎ মরেছে যে নারীর (তোদের কি লা শতেকখোয়রি?-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। {(তৎসম বা সংস্কৃত) শত+এক}
  • Bengali Word শত্তুর Bengali definition ⇒ শত্রু
  • Bengali Word শত্রু, শত্তুর Bengali definition [শোত্‌ত্রু, শোত্‌তুর্‌] (বিশেষ্য) ১ অরি; অরাতি; বৈরী; দুশমন; রিপু। ২ বিপক্ষ; প্রতিপক্ষ; বিরুদ্ধ পক্ষ (দাদা এ লড়াইতে কিন্তু শত্তুরকে খুব জোরে তাড়িয়ে নিয়ে যেতে হবে-কাজী নজরুল ইসলাম)। শত্রুঘ্ন (বিশেষণ) শত্রু ধ্বংসকারী ব্যক্তি। □ (বিশেষ্য) রামায়ণোক্ত সুমিত্রার গর্ভজাত দশরথের চতুর্থ পুত্র। শত্রুজয়ী, শত্রুজিৎ, শত্রুজয় (বিশেষণ) শত্রু-দমনকারী; শত্রু পরাজয়কারী; শত্রুবিজয়ী। শত্রুতা (বিশেষ্য) শত্রুর ন্যায় আচরণ; বৈরিতা; প্রতিকূলতা (শত্রুতা করে আমার বদনাম রটিয়েছে)। শত্রুমিত্রভেদ (বিশেষ্য) বন্ধু ও শত্রুকে পৃথকভাবে নির্ধারণ, আত্মপর; স্বপক্ষ-পরপক্ষ বিচার (ও তোর শত্রুমিত্রভেদ নাহিরে-গান)। শত্রুর মুখে ছাই (বিশেষ্য) শত্রুর ইচ্ছা ব্যর্থ হওয়ার কামনা (শত্রুর মুখে ছাই ‍দিয়ে এবারও সে পরীক্ষায় প্রথম হলো)। শত্রুসংকুল, শত্রুসঙ্কুল (বিশেষণ) শত্রুপূর্ণ; বহুবিপক্ষের দ্বারা পরিপূর্ণ (শত্রুসংকুল গৃহে আমাকে বাস করতে হচ্ছে)। {(তৎসম বা সংস্কৃত) √শদ্‌+ই(ণিচ্‌)+রু(ক্রুন্‌)}
  • Bengali Word শনশন Bengali definition [শন্‌শন্‌] (অব্যয়) বাতাস বা বায়বীয় পদার্থের অতি শীঘ্রগতিসূচক ধ্বন্যাত্মক শব্দ (শনশন বইছে পবন মন বসে না কাজে)। {ধ্বন্যাত্মক}