Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word ভ্রান্ত Bengali definition [ভ্রান্‌তো] (বিশেষণ) ভুল করেছে এমন; ভ্রমযুক্ত; ভুলযুক্ত; দিকভ্রান্ত; পথভ্রান্ত। {(তৎসম বা সংস্কৃত) √ভ্রম্‌+ত(ক্ত)}
  • Bengali Word ভ্রান্তি Bengali definition [ভ্রান্‌তি] (বিশেষ্য) ১ মিথ্যা বা ভুল ধারণা। ২ ভ্রম; ভুল; error; delusion। ৩ বিস্মৃতি; বিস্মরণ। ভ্রান্তিজনক, ভ্রান্তিপদ (বিশেষণ) ভ্রমোৎপাদক; ভ্রম উৎপাদন করে এমন। ভ্রান্তিবশত (ক্রিয়াবিশেষণ) ভ্রমহেতু; ভ্রান্তির কারণে। ভ্রান্তিমান (বিশেষণ) ভ্রান্তিযুক্ত। □(বিশেষ্য) কাব্যের অর্থালঙ্কারবিশেষ। ভ্রান্তিমূলক (বিশেষণ) ভ্রমাত্মক। {(তৎসম বা সংস্কৃত) √ভ্রম্‌+ তি(ক্তি)}
  • Bengali Word ভ্রামক Bengali definition [ভ্রামোক্‌] (বিশেষণ) চালক। ২ ভ্রমজনক; ভ্রান্তিযুক্ত। ‍১ ঘূর্ণয়িতা। {(তৎসম বা সংস্কৃত) √ভ্রম্‌+অ(ঘঞ্‌)+অক(ণ্বুল্‌)}
  • Bengali Word ভ্রামর Bengali definition [ভ্রামোর্‌] (বিশেষ্য) ১ মধু। ২ চুম্বক পাথর; আয়স্কান্তমণি। □(বিশেষণ) ভ্রমরজাত; ভ্রমর থেকে উৎপন্ন। ২ ভ্রমরসংক্রান্ত। ভ্রমরী (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ)। ২ হিন্দুদের দেবী দুর্গা। ভ্রমর সম্পর্কীয়। ভ্রামরী মিত্রতা (বিশেষ্য) সম্পৎকালের বন্ধুত্ব; মধুযুক্ত পুষ্পের সঙ্গে ভ্রমরের মিত্রতাবৎ সম্পর্ক। {(তৎসম বা সংস্কৃত) ভ্রমর+অ(অণ্‌)}
  • Bengali Word ভ্রাম্যমাণ Bengali definition [ভ্রাম্‌মোমান্‌] (বিশেষণ) ১ ঘুরানো হচ্ছে এমন; ভ্রমণ করানো; ঘূর্ণ্যমান। ২ ভ্রমণশীল; ঘুরে বেড়ায় এমন; পথিক (ভ্রাম্যমাণ গ্রন্থাগার)। {(তৎসম বা সংস্কৃত) √ভ্রম্‌+ণিচ্‌(=√ভ্রামি)+মান(শানচ্‌)}
  • Bengali Word ভ্রু, ভ্রূ, ভুরু Bengali definition [ভ্রু, ভ্রু, ভুরু] (বিশেষ্য) চক্ষুর উপরিস্থ ও কপালের নিম্নস্থ লোমসমূহ। ভ্রুকুঞ্চন, ভ্রূকুঞ্চন, ভ্রুকুটি, ভ্রূকুটি, ভ্রুভঙ্গ, ভ্রূভঙ্গ, ভ্রুভঙ্গি, ভ্রূভঙ্গি (বিশেষ্য) ক্রোধ; বিরক্তি ইত্যাদি প্রকাশের জন্য ভ্রুক্ষেপ, ভ্রূক্ষেপ (বিশেষ্য) ১ দৃষ্টিনিক্ষেপ; দৃষ্টিপাত। ২ গ্রাহ্যকরণ। ভ্রুবিলাস, ভ্রূবিলাস, ভ্রুবিভ্রম, ভ্রূবিভ্রম (বিশেষ্য) মনোহর বা সুন্দর ভ্রুভঙ্গি (ভ্রূবিলাস শেখে নাই কারা সেই নারী-রবীন্দ্রনাথ ঠাকুর)। ভ্রুমধ্য, ভ্রূমধ্য (বিশেষ্য) দুই ভ্রুর মধ্যস্থল। ভ্রুলতা, ভ্রূলতা (বিশেষ্য) লতার মতো বক্র ও সুন্দর ভ্রু। ভ্রুলতা, ভ্রূলতা (বিশেষ্য) লতার মতো বক্র ও সুন্দর ভ্রু। ভ্রুসংকেত, ভ্রূসংকেত (বিশেষ্য) ভ্রুকুঞ্চন দ্বারা ইঙ্গিত; ভ্রুসংকোচন দ্বারা ইশারা। {তৎসম বা সংস্কৃত ভ্রম্‌+উ, ঊ(ডু); (তৎসম বা সংস্কৃত) ভ্রু>(বাংলা) ভুরু}
  • Bengali Word ভ্রুকুণ্ডা, ভ্রূকুণ্ডা Bengali definition [ভ্রুকুন্‌ডা] (বিশেষ্য) এক প্রকার তৃণ যার ছোট ছোট বীজ বস্ত্রাদিতে লেগে থাকে। {তৎসম বা সংস্কৃত ভ্রূ+কুণ্ডা}
  • Bengali Word ভ্রূণ Bengali definition [ভ্রুনো] (বিশেষ্য) গর্ভস্থ সন্তান। ভ্রূণঘ্ন, ভ্রূণহা (বিশেষণ) ভ্রূণ হত্যাকারী; সন্তানের ঘাতক বা বধকারী। ভ্রূণজীব (বিশেষ্য) গর্ভস্থ সন্তান (ভ্রূণজীব হত্যার সন্তাপ-সত্যেন্দ্রনাথ দত্ত)। ভ্রূণহত্যা (বিশেষ্য) গর্ভপাত; গর্ভস্থ সন্তানকে ‍বধ; গর্ভ নষ্টকরণ। ভ্রূণায়মানতা (বিশেষ্য) সন্তান উৎপাদনের ক্ষমতা (বিদিশার মাঝে আছে সেই প্রতিশ্রুতি। সেই ভ্রূণায়মানতা- অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। {(তৎসম বা সংস্কৃত) √ভ্রূণি+অ(অচ্‌)}
  • Bengali Word ভড় ১ Bengali definition [ভড়্‌] (বিশেষ্য) মালবাহী বড় নৌকাবিশেষ (জগন্নাথের ঘাটে মহাজনের গাধাবোট ভড় ডিঙ্গি-অবনীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) বহিত্র>বহর্‌>}
  • Bengali Word ভড় ২ Bengali definition [ভড়্‌] (বিশেষ্য) ১ বর্ণসঙ্কর জাতিবিশেষ। ২ হিন্দুর উপাধিবিশেষ। {(তৎসম বা সংস্কৃত) ভট>}
  • Bengali Word ভড়ং Bengali definition [ভড়ঙ্‌] (বিশেষ্য) বাহ্য আড়ম্বর; অন্তঃসারশূন্য ঘটা; চাল; বুজরুকি (ধর্মের ভড়ং ছাড় কপট তপের এ ভান-কাজী নজরুল ইসলাম)। {(তৎসম বা সংস্কৃত) ডম্বর>}
  • Bengali Word ভড়ক Bengali definition [ভড়ক্‌] (বিশেষ্য) বাইরের জাঁকজমক; ভড়ং। ভড়কালো (বিশেষণ) জমকালো; জাঁকজমকপূর্ণ। {(তৎসম বা সংস্কৃত) ডম্বর>}
  • Bengali Word ভড়কানো Bengali definition [ভড়্‌কানো] (ক্রিয়া) চমকানো; হঠৎ ভয় পেয়ে পশ্চাৎপদ হওয়া; থেমে যাওয়া। ভড়কি (বিশেষ্য) সহজেই ঘাবড়ে দেয় এমন কিছু। {(তৎসম বা সংস্কৃত) ভ্রষ্ট বা ভীত>ভড়, +(বাংলা) কানো; ক্রিয়ারূপ-ভড়কাই, ভড়কাও, ভড়কায়, ভড়কাস, ভড়কান; (অসমাপিকা ক্রিয়া)-ভড়কিয়ে, ভড়কালে, ভড়কাতে ইত্যাদি}
  • Bengali Word ভড়ভড় Bengali definition [ভড়্‌ভড়্‌] (অব্যয়) অনুকার শব্দ; পচা কাদায় পা দিলে বা পানি ভরা হুঁকা টানলে যে শব্দ হয়। ভড়ভড়ানো (ক্রিয়া)। ভড়ভড়ানি (বিশেষ্য)। {ধ্বন্যাত্মক}
  • Bengali Word ভয় Bengali definition [ভয়্‌] (বিশেষ্য) ভীতি; শঙ্কা; ত্রাস; ডর; আতঙ্ক। ভয়ঙ্কর, ভয়ংকর, (বিশেষণ) ভীতিপ্রদ; ভয়জনক; ভীষণ। ভয়ঙ্করী, ভয়ংকরী (স্ত্রীলিঙ্গ)। ভয় করা, ভয় খাওয়া, ভয় পাওয়া (ক্রিয়া) ভীত হওয়া; ভয় বোধ করা। ভয়াকুল, ভয়কাতর, ভয়কাতুরে (বিশেষণ) ভীত-বিহ্বল; সহজে ভীত। ভয়ক্লিষ্ট (বিশেষণ) ভয়ার্ত। ভয়ক্লিষ্টা (স্ত্রীলিঙ্গ)। ভয়চকিত (বিশেষণ) সন্ত্রস্ত; ভয়ে চমকিত। ভয়জন্মানো (ক্রিয়া) ভীত হওয়া বা শঙ্কিত করা। ভয়জারি (বিশেষ্য) ভীতি প্রদর্শন; ভয় দেখানো (ভয় দিয়ে কভু হয় নাকো জয় সময় গিয়াছে ভয়জারির-গোলাম মোস্তফা)। ভয়ডর (বিশেষ্য) ভয়-ভাবনা। ভয়ত্রাসে, ভয়-তরাসে (বিশেষণ) স্বভাবত ভীরু; সহজেই ভয় পায় এমন (ভয়-তরাসে ব্যক্তি; ভয়-তরাসে ছিল যে সব চেয়ে-সত্যেন্দ্রনাথ দত্ত)। ভয়নাশন (বিশেষণ) ১ ভয়নাশকারী। ২ ভয়নিবারক। ভয়নাশিনী (বিশেষ্য), (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) শঙ্কানিবারিণী; ভয় দূরকারিণী। ভয় ভাঙা, ভয় ভাঙ্গা (ক্রিয়া) ভীতি দূর করা বা হওয়া। ভয়শূন্য (বিশেষণ) নির্ভীক; ভয়রহিত। ভয়ে কেঁচো (বিশেষণ) সম্পূর্ণ পৌরুষহারা; ভয়ে জড়সড়। ভয়ে ভয়ে (ক্রিয়াবিশেষণ) তস্তভাবে; ভীত হয়ে (ভয়ে ভয়ে কথাটা পাড়লাম)। {(তৎসম বা সংস্কৃত) √ভী+অ(অচ্‌)}
  • Bengali Word ভয়দ Bengali definition [ভয়োদ্‌] (বিশেষণ) ভীতিপ্রদ; ভীষণ; ভীতিজনক। {(তৎসম বা সংস্কৃত) ভয়+√দা+অ(ক)}
  • Bengali Word ভয়রোঁ Bengali definition [ভয়্‌রোঁ] (বিশেষ্য) ভৈরবী রাগিণী (সানাইয়া ভয়রোঁ বাজায় নিঁদমহলায় জাগল শাহজাদী-কাজী নজরুল ইসলাম)। {(তৎসম বা সংস্কৃত) ভৈরবী>}
  • Bengali Word ভয়ষা, ভয়সা Bengali definition ⇒ ভইষ
  • Bengali Word ভয়াকুল Bengali definition [ভয়াকুল্‌] (বিশেষণ) ভয়ে আকুল (চিন্তিত ভয়াকুল-রবীন্দ্রনাথ ঠাকুর))। {(তৎসম বা সংস্কৃত) ভয়+আকুল; ৩ তৎপুরুষ সমাস}
  • Bengali Word ভয়াতুর, ভয়ার্ত Bengali definition [ভয়াতুর্‌, ভয়ার্‌তো] (বিশেষণ) ভয়-কাতর; ভয়ে কাতর; ত্রস্ত; আতঙ্কিত। {(তৎসম বা সংস্কৃত) ভয়+আতুর, আর্ত; ৩ তৎপুরুষ সমাস}
  • Bengali Word ভয়ানক Bengali definition [ভয়ানক্‌] (বিশেষণ) ১ ভয়ঙ্কর; ভয়াবহ। ২ খুব; অত্যন্ত (ভয়ানক টাকার খাঁই)। □(বিশেষ্য) (আলঙ্কারিক) কাব্যের একটি রস; ভয় যার স্থায়ী ভাব। {(তৎসম বা সংস্কৃত) √ভী+আনক}
  • Bengali Word ভয়াবহ Bengali definition [ভয়াবহো] (বিশেষণ) ভয়ঙ্কর; ভয়ানক; ভীষণ (ভয়াবহ ব্যাপার)। {(তৎসম বা সংস্কৃত) ভয়+আবহ; ৬ তৎপুরুষ সমাস}
  • Bengali Word ভয়ার্ত Bengali definition ⇒ ভয়াতুর
  • Bengali Word ভয়াল Bengali definition [ভয়াল্‌] (বিশেষণ) ১ ভীষণ (কি ভয়াল অরণ্যাদি ভাবিলে শিহরে প্রাণী-রঙ্গলাল সেন)। ২ ভয়ঙ্কর; ভীতিকর (মৃত্যু চলেছে এলায়িত কেশে ভয়াল বন্দন ঢাকি-জসীমউদ্‌দীন)। {(তৎসম বা সংস্কৃত) ভয়+(বাংলা) আল}