Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word ভগীরথ Bengali definition [ভোগিরথ্‌] (বিশেষ্য) সূর্যবংশীয় নৃপতি, যিনি লঙ্কাকে এনে সগর বংশ উদ্ধার করেন বলে মহাভারতে বলা হয়েছে। ভগীরথী (বিশেষ্য) গঙ্গা নদীর অপর নাম। {(তৎসম বা সংস্কৃত) ভগীরথ}
  • Bengali Word ভগোল Bengali definition [ভগোল্‌] (বিশেষ্য) রাশিচক্র। {(তৎসম বা সংস্কৃত) ভ+গোল}
  • Bengali Word ভগ্ন Bengali definition [ভগ্‌নো] (বিশেষণ) ১ ভাঙা। ২ ছিন্ন; খণ্ডিত; চূর্ণীকৃত। ৩ বিজিত; বিফলীকৃত। ৪ ক্ষান্ত; নিবৃত্ত। ৫ স্বাস্থ্যহীন। ৬ হতাশ। ভগ্নকন্ঠ (বিশেষণ) গলাভাঙা; বিকৃতস্বর। ভগ্নচিত্ত (বিশেষণ) ভগ্নহৃদয়; নিরাশ; দুঃখে অবসন্ন। ভগ্নদর্প (বিশেষণ) হতগর্ব; দর্প চূর্ণ হয়েছে এমন। ভগ্নদূত (বিশেষ্য) যে দূত যুদ্ধে পরাজয়ের সংবাদ আনে; ভগ্নপাইক (ভগ্নদূত কহে গিয়া রাজা লঙ্কেশ্বরে-কৃত্তি)। ভগ্নদেহ (বিশেষণ) স্বাস্থ্যহীন। ভগ্নপাইক ভগ্নদূত (ভগ্নপাইক করে গিয়া নৃপে নিবেদন-কবিকঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী)। ভগ্নপ্রায় (বিশেষণ) প্রায় ভেঙে গেছে এমন। ভগ্নশ্রী (বিশেষণ) হতশ্রী; নষ্টশ্রী। ভগ্নস্তূপ (বিশেষ্য) স্তুপাকার ধ্বংসাবশেষ। ভগ্নহৃদয় (বিশেষণ) হতাশ; মনমরা; নিরুদ্যম। ভগ্নাংশ (বিশেষ্য) ১ ভাঙা জিনিসের খণ্ড। ২ (গণিত.) পাটিগণিতের অঙ্কবিশেষ; একের অংশ বিষয়ক অঙ্ক; fraction। ভগ্নাঙ্ক (বিশেষ্য) একের অংশঘটিত অঙ্ক; ভগ্নাংশ। ভগ্নাবশেষ (বিশেষ্য) যে কোনো জিনিসের ভেঙে যাওয়া বা ধ্বংসের পরে যা পড়ে থাকে। □(বিশেষণ) ভগ্নাবশিষ্ট। ভগ্নাবস্থা (বিশেষ্য) জীর্ণ অবস্থা; ধ্বংসপ্রাপ্ত দশা। □(বিশেষণ) জীর্ণ; ভগ্নদশা-প্রাপ্ত। ভগ্নোদ্যম (বিশেষণ) উদ্যম ব্যর্থ হয়েছে এমন; হতাশ; ভগ্নোৎসাহ। {(তৎসম বা সংস্কৃত) √ভন্‌জ্‌+ত(ক্ত)}
  • Bengali Word ভগ্নি, ভগ্নী Bengali definition ⇒ ভগিনী
  • Bengali Word ভঙ্গ Bengali definition [ভঙ্‌গো] (বিশেষ্য) ১ ভাঙা; ভাঙন। ২ পরাজয়। ৩ সমাপ্তি; শেষ (সভা ভঙ্গ)। ৪ বিভাগ; বিদারণ (বঙ্গভঙ্গ)। ৫ ঢেউ; তরঙ্গ (পর্বতপ্রমাণ ভঙ্গ বহিনু পরাণ করি হাতে-কবিকঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী)। ৬ ভঙ্গি (গতিহীন সোজা দাঁড়িয়ে গতি দেয় artist ভঙ্গি বা ভঙ্গ দিয়ে-অবনীন্দ্রনাথ ঠাকুর)। ৭ বাধা; প্রতিবন্ধক। ৮ রচনা। ৯ বিফলতা। ১০ হানি; নাশ (স্বাস্থ্যভঙ্গ)। ভঙ্গকুলীন (বিশেষ্য) যে-কুলীন বংশে কৌলিন্য প্রথা ভঙ্গ করা হয়েছে। ভঙ্গপয়ার (বিশেষ্য) পয়ার ছন্দের প্রকারভেদ; চার চরণের পয়ারবিশেষ। ভঙ্গপ্রবণ (বিশেষণ) সহজে ভেঙ্গে যায় এমন; ভঙ্গুর; পলকা; ঠুনকো; brittle। {(তৎসম বা সংস্কৃত) √ভন্‌জ্‌+অ(ঘঞ্‌)}
  • Bengali Word ভঙ্গা Bengali definition [ভঙ্‌গা] (বিশেষ্য) ভাঙ; সিদ্ধি। ‍{(তৎসম বা সংস্কৃত) ভঙ্গ+আ(টাপ্‌)}
  • Bengali Word ভঙ্গি, ভঙ্গী Bengali definition [ভোঙ্‌গি] (বিশেষ্য) ১ ঢঙ্গ; ধরণ; রকম; ভাব; ভাঁজ; তরঙ্গ; ঢেউ (ভাবভঙ্গি দেখে পায় হাসি-রবীন্দ্রনাথ ঠাকুর))। ২ কুটিলতা; কুঞ্চন (মুখভঙ্গি)। ৩ অঙ্গভঙ্গি। ৪ রঙ্গ; কৌতুক। ভঙ্গিমা (বিশেষ্য) ভঙ্গি; ধরন। ভঙ্গিমান (বিশেষণ) ১ সৌন্দর্যময়। ২ ঢেউ-খেলানো; তরঙ্গিত। ভঙ্গিয়ান (মধ্যযুগীয় বাংলা) (বিশেষণ) পলায়নপর (পশ্চাৎ হইল যুদ্ধে ক্ষত্রি ভঙ্গিয়ান-কাশীরাম দাস)। {(তৎসম বা সংস্কৃত) √ভন্‌জ্‌+ই(ইন্‌), ইন্‌(ইনি)}
  • Bengali Word ভঙ্গিল Bengali definition [ভোঙ্‌গিল্‌] (বিশেষণ) ১ ভঙ্গপ্রবণ। ২ ভাঁজবিশিষ্ট (ভঙ্গিল পর্বত)। {(তৎসম বা সংস্কৃত) ভঙ্গ+ইল(ইলচ্‌)}
  • Bengali Word ভঙ্গুর Bengali definition [ভোঙ্‌গুর্] (বিশেষণ) সহজেই ভেঙে যায় এমন; ঠুনকো; ক্ষণস্থায়ী; brittle (ভঙ্গুর জীবন)। ক্ষণভঙ্গুর (বিশেষণ) ক্ষণস্থায়ী; অচিরস্থায়ী (বালির প্রাসাদ ক্ষণভঙ্গুর)। {(তৎসম বা সংস্কৃত) √ভন্‌গ্‌+উর(ঘুরচ্‌)}
  • Bengali Word ভঙ্গ্য Bengali definition [ভঙ্‌গো] (বিশেষণ) ভাঙার যোগ্য বা উপযুক্ত। {(তৎসম বা সংস্কৃত) ভঙ্গ+য(যৎ)}
  • Bengali Word ভঙ্গ্যান (মধ্যযুগীয় বাংলা) Bengali definition [ভঙ্‌গ্যান্‌] (বিশেষ্য) ভাঙন; যুদ্ধে শত্রুসৈন্যের ভাঙন বা পলায়ন (সে ভিতে ভঙ্গ্যান-কৃত্তিবাস ওঝা)। {(তৎসম বা সংস্কৃত) ভঙ্গ্য+(বাংলা) আন}
  • Bengali Word ভচক্র Bengali definition [ভচক্‌ক্রো] (বিশেষ্য) রাশির চক্র বা মণ্ডল। {(তৎসম বা সংস্কৃত) ভ+চক্র}
  • Bengali Word ভচ্চা, ভর্তা (মধ্যযুগীয় বাংলা) Bengali definition [ভচ্‌চা, ভর্‌চা] (ক্রিয়া) ভর্ৎসনা বা তিরস্কার করা (ভচ্চিতে লাগিল কেহ্নে বর্ত্তি আইলে ছার; জ্বলা দেবী ভচ্চিল বিস্তরে-শ্রীকর নন্দী)। {(তৎসম বা সংস্কৃত) √ভর্ৎস্‌>}
  • Bengali Word ভজকট Bengali definition [ভজোকটো] (বিশেষ্য) ঝামেলা; গোলমেলে ব্যাপার; ফ্যাসাদ; ঝঞ্ঝাট (ওসব বারো ভজকট আমার ছাই মনেও থাকে না-কাজী নজরুল ইসলাম)। {(তৎসম বা সংস্কৃত) বিঘ্ন>+কষ্ট>}
  • Bengali Word ভজন Bengali definition [ভজোন্‌] (বিশেষ্য) ১ ঈশ্বর বা দেবদেবীর স্তুতি বা মহিমা কীর্তন (ভজন পূজন সাধন আরাধন সমস্ত থাক পড়ে-রবীন্দ্রনাথ ঠাকুর))। ২ প্রার্থনামূলক সঙ্গীত। ৩ সেবা। ভজনা (বিশেষ্য) ১ আরাধনা; উপাসনা। ২ পরিচর্যা; সেবা। ভজনালয় (বিশেষ্য) উপাসনার গৃহ বা ঘর। ভজমান (বিশেষণ) ১ উপাসনারত। ২ বিভাজক। ভজমানা (স্ত্রীলিঙ্গ)। ভজা (ক্রিয়া) ভজন করা; উপাসনা করা। □(বিশেষণ) ভজে এমন; ভজনকারী (কর্তাভজা, পীরভজা)। □(বিশেষ্য) ভজহরি শব্দের অতি পরিচয়ার্থক সংক্ষেপ (কোথা গেল ভাই ভজা হিন্দু ধর্ম ধ্বজা-রবীন্দ্রনাথ ঠাকুর)। ভজ্যমান (বিশেষণ) ১ উপাসনা করা হয় এমন। ২ খণ্ড বা ভাগ করা যায় এমন; বিভজ্যমান। {(তৎসম বা সংস্কৃত) √ভজ্‌+অন(ল্যুট্‌)}
  • Bengali Word ভজানো Bengali definition [ভজানো] (ক্রিয়া) ১ উপাসনা করানো; ভজনা করানো। ২ পরামর্শ দিয়ে স্বমতে আনা; ফুসলানো (সাহেব সুবো ভজাতে ওস্তাদ)। ৩ প্রমাণ দিয়ে প্রতিপন্ন করা; সত্যতা প্রমাণিত করা (জ্যামিতির মূল্যানুসন্ধান করে এক দল ভাবুক উপরন্তু ভজতে চেয়েছেন যে শুধু স্বতঃসিদ্ধ ও স্বীকার্যের সংক্ষেপ তথা অন্তঃসঙ্গতি যথেষ্টই নয়-সুধীন্দ্রনাথ দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) ভজ+(বাংলা) আনো; ক্রিয়ারূপ-ভজাই, ভজাও, ভজায়, ভজান, বজাস; (অসমাপিকা ক্রিয়া)-ভজিয়ে, ভজালে, ভজাতে ইত্যাদি}
  • Bengali Word ভজিআঁ (মধ্যযুগীয় বাংলা) Bengali definition [ভজিয়াঁ] অসক্রি অনুনয়-বিনয় করে (মোএ বুইলোঁ ভজিআঁ-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। {(তৎসম বা সংস্কৃত) √ভজ্‌+(বাংলা) ইআঁ}
  • Bengali Word ভঞ্জক Bengali definition [ভন্‌জক্‌] (বিশেষ্য), (বিশেষণ) ১ যে ভাঙে; ভঞ্জনকারী। ২ নিবারণকারী; নিবারক। {(তৎসম বা সংস্কৃত) √ভন্‌জ্‌+অক(ণ্বুল্‌)}
  • Bengali Word ভঞ্জন Bengali definition [ভন্‌জন্‌] (বিশেষ্য) দূরীকরণ; নিরসন (সন্দেহ ভঞ্জন)। □(বিশেষণ) দূরকারী; নিবারক; নিরসনকারী (বিপদভঞ্জন)। ভঞ্জা (ক্রিয়া) ১ ভঞ্জন করা; ভাঙা। ২ ঘুচানো; দূর করা (লঙ্কার কলঙ্ক আজি ভঞ্জিব আহবে-মাইকেল মধুসূদন দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) √ভনজ্‌+অন(ল্যুট্‌)}
  • Bengali Word ভটকে, ভড়কে Bengali definition [ভোট্‌কে, ভোড়্‌কে] (ক্রিয়াবিশেষণ) ঘাবড়ে গিয়ে; বিচলিত হয়ে (অবিশ্রান্ত বিশ্রামে ভাদুড়ি মশাই ভটকে উঠেছিলেন-কেদারনাথ মজুমদার)। {(তৎসম বা সংস্কৃত) ভীত+(বাংলা) আন=ভীতকান> ভড়কানো>}
  • Bengali Word ভটচায্যি Bengali definition ⇒ ভট্টাচার্য
  • Bengali Word ভটচায্যির পুঁথি Bengali definition [ভট্‌চাজ্‌জির পুঁথি] (বিশেষ্য) প্রয়োজনীয় জিনিস; প্রিয়বস্তু। {(তৎসম বা সংস্কৃত) ভট্টাচার্য>+পুথি>}
  • Bengali Word ভটভট Bengali definition [ভট্‌ভট্‌] (অব্যয়) শূন্য কলসিতে পানি ভরবার সময়ে বায়ু বহির্গমনের শব্দ; বুদ্বুদাদি ফুটে বা ফেটে বায়ু বের হওয়ার শব্দ। ভটাভট (অব্যয়) ১ বার বার ভটভট শব্দ। ২ ঘুষি মারার শব্দ। {ধ্বন্যাত্মক}
  • Bengali Word ভট্ট Bengali definition [ভট্‌টো] (বিশেষ্য) ১ ভাট; রাজা প্রভৃতির স্তব পাঠ করে যে; স্তুতিপাঠক। ২ পণ্ডিত। ৩ দর্শনশাস্ত্রবিদ। ৪ ব্রাহ্মণের উপাধিবিশেষ। ভট্টপল্লি (বিশেষ্য) পণ্ডিতগণের গ্রাম; পশ্চিমবঙ্গে অবস্থিত ভাটপাড়া। {(তৎসম বা সংস্কৃত) ভট্‌+ত(তন্‌)}
  • Bengali Word ভট্টাচার্য, ভটচায্যি Bengali definition [ভট্‌টাচারজো, ভট্‌চাজ্‌জি] (বিশেষ্য) ১ বাঙালি ব্রাহ্মণের উপাধিবিশেষ। ২ পণ্ডিত; অধ্যাপক; ভট্ট। {(তৎসম বা সংস্কৃত) ভট্ট+আচার্য}
  • Bengali Word ভট্টার Bengali definition [ভট্‌টার্] (বিশেষণ) মাননীয়; পূজ্য। ভট্টারক (বিশেষ্য) ১ পণ্ডিত; আচার্য। ২ নৃপতি; রাজা। ৩ রবি(বার)। ৪ দেব; দেবতা। ৫ মুনি; ঋষি। ভট্টারিকা (স্ত্রীলিঙ্গ)। ভট্টারক মঠ (বিশেষ্য) দেবতার মঠ। {(তৎসম বা সংস্কৃত) ভট্ট+√ঋ+অ(অণ্‌)}
  • Bengali Word ভট্টি Bengali definition [ভোট্‌টি] (বিশেষ্য) প্রখ্যাত সংস্কৃত কবি; ভট্টি কাব্যের রচয়িতা। ভট্টিনী (বিশেষ্য) ১ ব্রাহ্মণী। ২ রাজার মহিষী ভিন্ন অন্য রানী। {(তৎসম বা সংস্কৃত) ভট্ট+ই(ইন্‌)}
  • Bengali Word ভণা Bengali definition ⇒ ভনা
  • Bengali Word ভণিত Bengali definition [ভোনিতো] (বিশেষণ) কথিত; রচিত। □(বিশেষ্য) কথন। ভণিতা (বিশেষ্য) ১ কবিতায় কবির আত্মপরিচয়সূচক পদ (তার কবি-নাম বা ভনিতা হচ্ছে-এ(তৎসম বা সংস্কৃত) ওয়াজেদ আলী)। ২ (ব্যঙ্গার্থ) আড়ম্বরপূর্ণ কথারম্ভ; আসল কথা বলার আগে বিশাল এক ভূমিকা ফাঁদার প্রবণতা। ভণিতি (বিশেষ্য) বাক্যকৌশল। {(তৎসম বা সংস্কৃত) √ভণ্‌+ত(ক্ত)}
  • Bengali Word ভণ্ড Bengali definition [ভন্‌ডো] (বিশেষ্য) ১ শঠ; কপট; ভানকারী। ২ ভণ্ডতা; ভণ্ডত্ব। ভণ্ডন (বিশেষ্য) প্রতারণা; প্রবঞ্চনা। ভণ্ডানো (ক্রিয়া) প্রবঞ্চনা করা; ঠকানো। ভণ্ডামো, ভণ্ডামি (বিশেষ্য) কপটতা; ছল; চাতুরী। লণ্ডভণ্ড (বিশেষণ) নষ্ট (সব লণ্ডভণ্ড হয়ে গেছে)। {(তৎসম বা সংস্কৃত) √ভণ্ড্‌+অ(অচ্‌)}