Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word ভাবীজান, ভাবিজি, ভাবিজী Bengali definition [ভাবিজান্‌, ভাবিজি, ভাবিজি] (বিশেষ্য) সম্মানিতা ভ্রাতৃবধূ (সময় কাটবে বলে ভাবিজীর কাছ হতে দু’চারটে বই আর মাসিকপত্র এনেছি-কাজী নজরুল ইসলাম)। {(হিন্দি) ভাবীজী}
  • Bengali Word ভাবুক Bengali definition [ভাবুক্‌] (বিশেষণ) ১ চিন্তা করে বোঝার ক্ষমতা আছে এমন; চিন্তাশীল। ২ কল্পনাপ্রবণ; ভাবপ্রবণ। ভাবুকতা (বিশেষ্য)। {(তৎসম বা সংস্কৃত) Öভূ+উক(উকঞ্‌)}
  • Bengali Word ভাবুনে Bengali definition [ভাবুনে] (বিশেষণ) ১ যে সাজগোজ করতে খুব ভালোবাসে এমন; প্রসাধনপ্রিয় (ঢের দেখেছি, তোর মত এমন ভাবুনে দেখিনি-রবীন্দ্রনাথ ঠাকুর))। ২ রঙ্গরসপ্রিয়া; কৌতুকপ্রিয়। ৩ কপটতাপ্রিয়; ভাবগোপনকারী। ভাবুনী (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) ভাবন+(বাংলা) ইয়া>এ}
  • Bengali Word ভাবোচ্ছ্বাস, ভাবোদয়, ভাবোদ্দীপক, ভাবোদ্দীপন, ভাবোন্মত্ত, ভাবোন্মাদ, ভাবোন্মেষ Bengali definition ⇒ ভাব
  • Bengali Word ভাব্য Bengali definition [ভাব্‌বো] (বিশেষণ) ১ অবশ্যম্ভাবী; ভবিতব্য; অনিবার্য। ২ চিন্তনীয়; ভাবনাযোগ্য। ৩ সাধ্য; নিষ্পাদ্য। {(তৎসম বা সংস্কৃত) Öভূ+য(ণ্যৎ)}
  • Bengali Word ভাব্যমান Bengali definition [ভাব্‌বোমান্‌] (বিশেষণ) ক্ষমতাবান (দেখি এ ভাব্যমান, কাছে ছিল হনুমান-ঘনরাম চক্রবর্তী)। {(তৎসম বা সংস্কৃত) Öভূ+য(ণ্যৎ)+মান(শানচ্‌)}
  • Bengali Word ভাম Bengali definition [ভাম্‌] (বিশেষ্য) ১ খাটাশজাতীয় জন্তু; এক ধরণের বনবিড়াল। ২ দীপ্তি। ৩ কিরণ। ৪ কোপ (মানিনী ভামিনী কি হে ভামের গুমরে পাখরূপ ঘোমটায় ঢেকেছে বদনে-মাইকেল মধুসূদন দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) Öভাম্‌+অ(ঘঞ্‌)}
  • Bengali Word ভামিনী, ভামী Bengali definition [ভামিনি] (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) কোপনস্বভাবা স্ত্রীলোক; কোপনা নারী। ২ নারী (অনেক ভামিনী রূপের গৌরবে পা মাটিতে দেন না-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। {(তৎসম বা সংস্কৃত) Öভাম্‌ (ক্রুদ্ধ অর্থে)+ইন্‌(ণিনি)+ঈ(ঙীপ্‌)}
  • Bengali Word ভামুর Bengali definition [ভামুর্‌] (বিশেষণ) বাঁকা (সেই কেমন দুই হাতে ভামুর করে আনা-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। {ভাঁজ>}
  • Bengali Word ভার Bengali definition [ভার্‌] (বিশেষ্য) ১ ওজন (গুরুভার)। ২ বোঝা (ভারবাহক)। ৩ উদ্বেগ; উৎকন্ঠা; চাপ (ঋণের ভার, বেদনার ভার)। ৪ দায়িত্ব; দায় (ভারপ্রাপ্ত কর্মচারী)। ৫ পুঞ্জ; সমূহ; রাশি (কুসুমভার, কেশভার)। ৬ ভারযষ্টি; বাঁক (খেজুর রসের ভার কাঁধে ছিল তার)। ৭ ভারী বোঝাবিশিষ্ট; অধিক ওজনযুক্ত (বইগুলো বড্ড ভার মনে হচ্ছে)। ৮ রুগ্ন; অসুস্থ। □(বিশেষণ) ১ দুঃসহ; দুর্বহ (জীবন ভার হয়ে উঠেছে)। ২ অপ্রসন্ন; বেজার (মুখ ভার করে থাকা)। ৩ রুগ্‌ণ; অসুস্থ (শরীরটা ভাল ভার লাগা)। ৪ দুঃসাধ্য; কঠিন (সংসার চালানো ভার, তাকে চেনা ভার)। ভারকেন্দ্র (বিশেষ্য) (পদার্থবিদ্যা) বস্তুর ভারের মধ্যবিন্দু; centre of gravity। ভারগ্রস্ত (বিশেষণ) ভারাক্রান্ত (এই ভারগ্রস্ত ভাঙা সংসারটিকে চারাইবার-রবীন্দ্রনাথ ঠাকুর))। ভারবাহ, ভারবাহক, ভারবাহী (বিশেষণ), (বিশেষ্য) যে বোঝা বহন করে; বোঝা বহনকারী; ভারী। ভারযষ্টি (বিশেষ্য) ভার বহনের বাঁক। ভারসহ (বিশেষণ) ভার সইতে পারে এমন। ভারসাম্য (বিশেষ্য) দুই দিকের ভাবের সমতামূলক সামঞ্জস্য; balance। ভারহীন (বিশেষণ) হালকা; ওজনহীন। {(তৎসম বা সংস্কৃত) √ভৃ+অ(ঘঞ্‌)}
  • Bengali Word ভারই Bengali definition ⇒ ভারুই
  • Bengali Word ভারত Bengali definition [ভারোত্‌] (বিশেষ্য) ১ ভারতবর্ষ; ভারত রাষ্ট্র। ২ ভরতের সন্তান। ৩ বেদব্যাস রচিত ভরত বংশচরিতমূলক কাব্য মহাভারত। □(বিশেষণ) ভরতবংশীয়। ভারতবর্ষ (বিশেষ্য) ১ ভারত মহাসাগরের উত্তরে হিমালয়ের দক্ষিণস্থ দেশ-বর্তমান ভারত বা ইন্ডিয়া। ২ ব্রিটিশ শাসন আমলের অবিভক্ত ভারত, অর্থাৎ বর্তমান ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা প্রভৃতি দেশ। □(বিশেষণ) ভারতবর্ষীয়। ভারতবাসী (-সিন্‌) (বিশেষণ), (বিশেষ্য) ভারত রাষ্ট্রের বা ভারতবর্ষের অধিবাসী। ভারত মহাসাগর (বিশেষ্য) ভারতের দক্ষিণে অবস্থিত সমুদ্র; Indian Ocean। ভারতীয়, ভারতবর্ষীয় (বিশেষণ) ১ ভারতের অধিবাসী। ২ ভারতে উৎপন্ন। ৩ ভারতবর্ষ সম্বন্ধীয়। {তৎসম বা সংস্কৃত ভরত+অ(অণ্‌)}
  • Bengali Word ভারতী Bengali definition [ভারোতি] (বিশেষ্য) ১ হিন্দুর বিদ্যাদেবী সরস্বতী। ২ বাণী; কথ; বাক্য। ৩ সন্ন্যাসীর উপাধিবিশেষ। ৪ খবর; সংবাদ (লহনা লোকের মুখে শুনিল ভারতী-কবিকঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী)। {(তৎসম বা সংস্কৃত) ভারত+ঈ(ঙীপ্‌)}
  • Bengali Word ভারতীয় Bengali definition ⇒ ভারত
  • Bengali Word ভারদ্বাজ Bengali definition [ভারোদ্‌দাজ্‌] (বিশেষ্য) ১ দ্রোণাচার্য। ২ ভরত পাখি। □(বিশেষণ) ভরতদ্বাজবংশীয়। {(তৎসম বা সংস্কৃত) ভরদ্বাজ+অ(অণ্‌)}
  • Bengali Word ভারবাহ, ভারবাহক, ভারবাহী Bengali definition ⇒ ভার
  • Bengali Word ভারভুর Bengali definition ⇒ ভুরিভুরি
  • Bengali Word ভারমুথ Bengali definition [ভার্‌মুথ্‌] (বিশেষ্য) তিক্তস্বাদযুক্ত মদবিশেষ (সোমনাথ বললেন আমার জন্য পেগ নয় ভারমুথ-প্রসন্ন)। {(ইংরেজি) vermouth}
  • Bengali Word ভারা Bengali definition [ভারা] (বিশেষ্য) উচ্চস্থানে বসে কাজ করার মাচা বাঁশ কাঠ ইত্যাদি দিয়ে নির্মিত মঞ্চবিশেষ। ভারা ভারা (বিশেষ্য) বোঝা বোঝা; বহু ভারা পরিমাণ (রাশি রাশি ভারা ভারা ধান কাটা হল সারা-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) √ভৃ+অ(ঘঞ্‌)+(বাংলা) আ}
  • Bengali Word ভারাক্রান্ত Bengali definition [ভারাক্‌ক্রান্‌তো] (বিশেষণ) ১ ভারগ্রস্ত। ২ চিন্তা বা দুঃখের ভারে বিপর্যস্ত (ভারাক্রান্ত চিত্তে, মনটা হয়ে উঠে অকারণে ভারাক্রান্ত-নীলিমা ইব্রাহীম)। {(তৎসম বা সংস্কৃত) ভার+আক্রান্ত; ৩ (তৎপুরুষ সমাস)}
  • Bengali Word ভারার্পণ Bengali definition [ভারার্‌পোন্‌] (বিশেষ্য) ভার বা দায়িত্ব দান। ভারার্পিত (বিশেষণ) ভারপ্রাপ্ত। {(তৎসম বা সংস্কৃত) ভার+অর্পণ}
  • Bengali Word ভারালো Bengali definition [ভারালো] (বিশেষ্য) ভারী (ধারালো পায়ের খেলা ভারালো বলের মুখে- বিদে)। {(তৎসম বা সংস্কৃত) ভার+(বাংলা) আলো}
  • Bengali Word ভারি ১, ভারী Bengali definition [ভারি] (বিশেষণ) খুব; অত্যন্ত; অতিশয়; অত্যধিক (ভারি আশ্চর্য; ভারি সুন্দর)। {(তৎসম বা সংস্কৃত) ভার+(বাংলা) ই, ঈ}
  • Bengali Word ভারিক Bengali definition [ভারিক্‌] (বিশেষণ) ভারবাহক; ভারী। {(তৎসম বা সংস্কৃত) ভার+ইক(ঠক্‌)}
  • Bengali Word ভারিক্কি, ভারিক্কী, ভারিক্কে Bengali definition [ভারিক্‌কি, ভারিক্‌কি, ভারিক্‌কে] (বিশেষণ) গাম্ভীর্যপূর্ণ; রাশভারী; গম্ভীরপ্রকৃতি (ভারিক্কী উপযুক্ত সাজগোজ-মুনীর চৌধুরী)। ভারিক্কি-ভরা (বিশেষণ) গম্ভীর প্রকৃতি-বিশিষ্ট (ভুঁড়িটা মোটা হয়, চালচলন ভারিক্কী ভরা-সৈয়দ মুজতবা আলী)। {(তৎসম বা সংস্কৃত) ভারিক+(বাংলা) কি+ইয়া>ভারিক্কি/-ক্কে}
  • Bengali Word ভারিভুরি, ভারভুর Bengali definition [ভারিভুরি, ভার্‌ভুর্‌] (বিশেষ্য) ১ জাঁক; সমারোহ; আড়ম্বর (তব ভারিভুরি ভাঙ্গিব মুরারি-চদ)। ২ দম্ভ; অহঙ্কার। {(তৎসম বা সংস্কৃত) ভার+(বাংলা) ই+(অনুকারক শব্দ, শব্দদ্বৈত) ভুরি}
  • Bengali Word ভারী ১ Bengali definition ⇒ ভারি
  • Bengali Word ভারী ২ (-রিন্‌) Bengali definition [ভারি] (বিশেষণ) ১ অতিরিক্ত ওজনের গুরুভার; বেশি ভারযুক্ত। ২ দায়িত্বপূর্ণ। কর্তব্যভারযুক্ত (ভারী কাজ)। ৩ ভার বহন করে এমন (ভারী ভার নামাইয়া ঘাম মুছিতে লাগিল-ইসমাইল হোসেন)। {(তৎসম বা সংস্কৃত) ভার+ইন্‌(ইনি)}
  • Bengali Word ভারুই, ভারই Bengali definition [ভারুই, ভারোই] (বিশেষ্য) ভরতপক্ষী। {(তৎসম বা সংস্কৃত) ভরদ্বাজ>}
  • Bengali Word ভার্নাকুলার Bengali definition [ভার্‌নাকুলার্‌] (বিশেষ্য) দেশীয় বা স্থানীয় ভাষা (গমনের এই রুদ্ধ ও অতৃপ্ত আকাঙ্খা ভার্নাকুলারে লোকগাথায় কাহিনীতে তৃপ্তি খুঁজেছিল-আবদুল মওদুদ)। {(ইংরেজি) vernacular}