Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word ফরোখ্‌ত Bengali definition [ফরোখ্‌ত্‌](বিশেষ্য) বিক্রয় (খরিদ ফরোখত অর্থাৎ কেনা বেচা যে না হইবে তাহাও নহে-মীর মশাররফ হোসেন)। {(ফারসি) ফুরখত}
  • Bengali Word ফর্ণা Bengali definition [ফুর্‌না](বিশেষ্য) ফুটানি (তথাপি মামুদা বেটা মুখে মারে ফুর্ণা-ঘনরাম চক্রবর্তী)। {(তৎসম বা সংস্কৃত) স্ফুরণ>}
  • Bengali Word ফর্দ, ফরদি Bengali definition [ফর্‌দো,ফোর্‌দি](বিশেষ্য) ১ তালিকা; ফিরিস্তি (মুখে সুখে সাংসারিক কাজের বিরাট ফর্দ দাখিল করে কহিল-শরৎচন্ত্র চট্টেপাধ্যায়; ভাবীকালের ফর্দ রচনায় কৃপণতা প্রকাশ করায়-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ খণ্ড বা টুকরা; ফালি (রাংতার চাদর যেন এক ফরদি-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(আরবি) ফর্দ}
  • Bengali Word ফর্দা Bengali definition [ফর্‌দা](বিশেষণ) ১ ফাঁকা; মুক্ত; খোলা; উন্মুক্ত। ২ প্রসারিত; বিস্তৃত (ছোকো না রাতের রূপ-থাক ফর্দা-মোহিতলাল মজুমদার)। ৩ খোলা স্থান; উন্মুক্ত প্রান্তর (খিল-খোলা ফর্দাতে যাব চলে-সত্যেন্দ্রনাথ দত্ত)। ফর্দা-ফাঁই (বিশেষণ) ছিন্নভিন্ন ও ব্যবহারের অযোগ্য। {(আরবি) ফর্দ}
  • Bengali Word ফর্ম Bengali definitionফরম
  • Bengali Word ফর্মা, ফরমা Bengali definition [ফর্‌মা](বিশেষ্য) ১ পুস্তকাদির যতগুলো পৃষ্টা (৮, ১৬ ইত্যাদি) একসঙ্গে ছাপা হয় (১০ ফর্মার বই)। ২ ছাঁচ (একটা কাঠামো বা ফর্মা বাঁধা গেলো-অবনীন্দ্রনাথ ঠাকুর)। {পর্তুগিজ forma; (ইংরেজি) Forme}
  • Bengali Word ফর্মালিটি Bengali definition [ফর্‌মালিটি](বিশেষ্য) লৌকিকতা (আপনি বড্‌ড ফর্মালিটি করছেন-আলাউদ্দীন আল আজাদ)। {(ইংরেজি) formality}
  • Bengali Word ফর্শা, ফর্সা ফ Bengali definitionরসা
  • Bengali Word ফল Bengali definition [ফল্‌](বিশেষ্য) ১ গাছ প্রভৃতিতে জাত শষ্য বা বীজাধার (আম, জাম ইত্যাদি)। ২ লাভ; কোনো কাজের পরিণাম (কি ফল লভিনু হায়-মাইকেল মধুসূদন দত্ত)। ৩ নির্ধারণ; সিদ্ধান্ত; সমাধান (অঙ্কের ফল)। ৪ নিষ্পত্তি। ৫ শাস্তি; দণ্ড (পাপের ফল)। ৬ রায়; মীমাংসা (মোকদ্দমার ফল)। ৭ সন্তান। ৮ ফলা। ৯ উপকার (ঔষধের ফল)। ফলকথা (বিশেষ্য) মোট কথা; শেষ কথা; সারবস্তু বা সার কথা; কোনো বিষয়ে নিষ্পত্তিকর বাক্য। ফলকর (বিশেষ্য) ১ বৃক্ষলতাদিতে উৎপন্ন ফল উপভোগের জন্য প্রদত্ত করা। ২ ফলের বাগান। □ (বিশেষণ) ১ ফলবান (ফলকর বৃক্ষ)। ২ উপকার হয় এমন; উপকারী; উপকারক; ফলপ্রদ; ফলস্বরূপ; আসলে; প্রকৃতপক্ষে; বস্তুত। ২ পরিণামে। ফলত্রয় (বিশেষ্য) ১ ত্রিফলা। ২ মরিচ, শুঁঠ ও পিপুল – এই তিন রকম ফল। ফলদ, ফলদায়ক, ফলপ্রদ (বিশেষণ) ফল দান করে এমন; ফলদাতা (হোক পুষ্পহীন, কিন্তু ফলদ-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। ২ সিদ্ধিদায়ক। ফলদর্শী (বিশেষণ) দূরদর্শী; পরিণামদর্শী; ভবিষ্যৎদর্শী। ফলদর্শিতা বি। ফল দেওয়া (ক্রিয়া) ১ উপকার পাওয়া। ২ ফল ধরা। ফল দেখা (ক্রিয়া) প্রথম ঋতুমতী হওয়া। ফলন (বিশেষ্য) ১ বৃক্ষাদিতে ফল জন্মানো; উৎপাদন। ২ ফলা; সংঘটন; সত্যে পরিণত হওয়া। ফলন্ত (বিশেষণ) ফল ধরেছে এমন (গাছ); ফলবান; ফলবন্ত; ফলশালী (মালী না থাকলেও ফলন্ত বীজ গাছ হ’য়ে বাড়তে থাকে-অবনীন্দ্রনাথ ঠাকুর)। ফলপ্রসূ (বিশেষণ) ফল প্রদান করে এমন; ফলদায়ক; হিতকারী; উপকারক। ফলপ্রাপ্তি (বিশেষ্য) ফললাভ; কার্যে সিদ্ধিলাভ। ফলবান, ফলশালী (-লিন্‌) (বিশেষণ) ১ কৃতকার্য; সফল; চরিতার্থ। ২ ফলপূর্ণ; ফলন্ত; ফলযুক্ত। ফলবতী, ফলশালিনী;( স্ত্রীলিঙ্গ) । ফলভাগী (বিশেষণ) কোনো কাজের পরিণামভাগী; ফলের অংশীদার। ফলভাগিনী( স্ত্রীলিঙ্গ) । ফলভোগ (বিশেষ্য) কৃতকর্মজনিত সুখ-দুঃখের উপলব্ধি। ফলভোগী (-গিন্‌) (বিশেষণ) কৃতকর্মের ফলভোগকারী। ফলশ্রুতি (বিশেষ্য) ১ শ্রুতিফল (পুণ্যকাহিনী শ্রবণে যে ফল পাওয়া যায়, তা-ই ফলশ্রুতি (মহাভারত কিংবা গীতা শ্রবণের শ্রুতিফল হচ্ছে পূণ্যলাভ; অতএব ফলশ্রুতি হচ্ছে পূণ্যার্জন কিংবা ধর্মাভাবের উন্মেষ)। ২ (আলঙ্কারিক) ফলাফল; পরিণাম; তাৎপর্য। ৩ প্রভাব। ফলশ্রেষ্ঠ (বিশেষ্য) আম; আমগাছ। {(তৎসম বা সংস্কৃত) √ফল্‌+অ(অচ্‌)}
  • Bengali Word ফলই, ফলুই, ফলি Bengali definition [ফোলোই,ফোলুই,ফোলি](বিশেষ্য) চিতলজাতীয় ছোট মৎস্যবিশেষ; ফলিমাছ। {(তৎসম বা সংস্কৃত) ফলকী>}
  • Bengali Word ফলক Bengali definition [ফলোক্‌](বিশেষ্য) ১ ফলা; তীরের সূক্ষ্মাগ্রভাগ। ২ ধোপার পাট। ৩ পাট; পট্ট; পাটার মতো চওড়া; পাত (হরিণের শিঙ কাঠের ফলক গায়ের কাপড় কত কি’তে রেখা টানচে তারা-অবনীন্দ্রনাথ ঠাকুর)। ৪ ললাটের অস্থি বা হাড়। ৫ ঢাল (নিষঙ্গের সঙ্গে পৃষ্ঠে দুলিল ফলক-মাইকেল মধুসূদন দত্ত)। ফলক পাণি (বিশেষ্য) ঢালী। ফলক-লিপি (বিশেষ্য) চওড়া কাষ্ঠখণ্ডাদিতে লিখিত পরিচয়-লিপি; name-plate (দ্বারে ফলকলিপি পড়িলাম-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। {(তৎসম বা সংস্কৃত) ফল+ক(কন্‌)}
  • Bengali Word ফলকী Bengali definition [ফলোকি](বিশেষ্য) ১ ফলি মাছ। ২ ঢালী। {(তৎসম বা সংস্কৃত) ফলক+ইন্‌(ইনি)}
  • Bengali Word ফলঙ্গ Bengali definition [ফলোঙ্‌গো](বিশেষ্য) উল্লস্ফান; লাফ (ফলঙ্গে লঙ্ঘিতে পারে ত্রিশ হাত খানা-ঘনরাম চক্রবর্তী)। {(হিন্দি) ফলঙ্গ}
  • Bengali Word ফলত Bengali definition [ফলোতো](ক্রিয়াবিশেষণ) বস্তুর; বাস্তবিকপক্ষে, সংক্ষেপ। {(তৎসম বা সংস্কৃত) ফলতঃ>}
  • Bengali Word ফলদ, ফলন Bengali definitionফল
  • Bengali Word ফলনা, ফলানা Bengali definition [ফল্‌না,ফলানা](বিশেষ্য)বিশেষ্য (ফলনার বাপ)। ফলনি( স্ত্রীলিঙ্গ) । {(আরবি) ফলানা}
  • Bengali Word ফলন্ত Bengali definitionফল
  • Bengali Word ফলশি, ফলশী Bengali definition [ফোল্‌শি](বিশেষ্য) আমশি; শুষ্ক আম। {(তৎসম বা সংস্কৃত) ফল+শুষ্ক>}
  • Bengali Word ফলসা, ফালসা Bengali definition [ফল্‌সা,ফাল্‌সা](বিশেষ্য) অম্লমধুর স্বাদ যুক্ত কৃষ্ণলোহিতবর্ণ ক্ষুদ্র গোলাকার ফলবিশেষ (ফলসার রস-রবীন্দ্রনাথ ঠাকুর)। ফলসাই, ফালসাই (বিশেষণ) ফলসাজাতীয় ; ফলের রং বিশিষ্ট (আমি খাটের উপর থেকে ফালসাই রং এর শাড়ী তুলে নিলাম-রখা)। {(ফারসি) ফলসা}
  • Bengali Word ফলা ১ Bengali definition [ফলা](বিশেষ্য) ১ ফলক; অস্ত্রের তীক্ষ্ম প্রান্ত। ২ ঢাল (ফলা ফরকাইয়া সেন হইল সম্মুখ-ঘনরাম চক্রবর্তী)। ৩ যক্তাক্ষরে সংযুক্ত ব্যঞ্জনবর্ণের চিহ্ন (র-ফলা, ম-ফলা ইত্যাদি)। {(তৎসম বা সংস্কৃত) ফলক>}
  • Bengali Word ফলা ২ Bengali definition [ফলা](ক্রিয়া) ১ উৎপন্ন হওয়া; জন্মানো। ২ ফলবান হওয়া। ৩ সত্য হওয়া; সফল হওয়া (আমরা কথা ফলবে)। □ (বিশেষণ) ১ ফল প্রসবকারী; ফল উৎপন্ন করে এমন (দোফলা গাছ)। ২ ফলন্ত। ফলানো (ক্রিয়া) ১ জন্মানো; উৎপাদন করা। ২ (ব্যঙ্গার্থ) জাহির করা; বাহাদুরি দেখিয়ে বলা। ৩ অতিরঞ্জিত করে প্রকাশ করা (জিনিসটাকে ফলিয়ে বলবার লোভ করব না-রবীন্দ্রনাথ ঠাকুর)। রং ফলানো (ক্রিয়া) ১ অতিরঞ্জিত করা। ২ বর্ণ পরিস্ফুট করা; রং ফুটানো। {√ফল্‌+আ}
  • Bengali Word ফলাও, ফালাও Bengali definition [ফলাও,ফালাও](বিশেষণ) ১ বিস্তীর্ণ; প্রশস্ত; প্রসারিত; ঢালাও (ওর বুদ্ধি ছিল ফলাও-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ অতিরঞ্জিত (সে আর জ্ঞানটুকু আর একটু ফলাও প্রচার করল)। ৩ প্রচুর; পরিপূর্ণ; সমৃদ্ধ। {(আরবি) ফলাহ্‌=সমৃদ্ধি}
  • Bengali Word ফলাকাঙ্ক্ষা Bengali definition [ফলাকাঙ্‌খা](বিশেষ্য) কৃতকর্ম ফলের আশা পোষণ। {(তৎসম বা সংস্কৃত) ফল+আকাঙ্ক্ষা}
  • Bengali Word ফলাগম Bengali definition [ফলাগম্‌](বিশেষ্য) ফলের উৎপাদন সময়; ফল ধরার সময়। {(তৎসম বা সংস্কৃত) ফল+আগম}
  • Bengali Word ফলান, ফলানো Bengali definitionফলা২
  • Bengali Word ফলানা Bengali definitionফলনা
  • Bengali Word ফলান্বেষণ Bengali definition [ফরান্‌নেশন্‌](বিশেষ্য) ১ ফলের অনুসন্ধান। ২ কার্যাসিদ্ধির আশা। {(তৎসম বা সংস্কৃত) ফল+অন্বেষণ}
  • Bengali Word ফলাফল Bengali definition [ফলাফল্‌](বিশেষ্য) কর্মের শুভাশুভ বা মঙ্গলামঙ্গল পরিণাম; সাফল্য বা অসাফল্য; সিদ্ধি বা প্রসিদ্ধি। {ফল্‌+অফল}
  • Bengali Word ফলার Bengali definitionফলাহার
  • Bengali Word ফলারি Bengali definition [ফরারি](বিশেষ্য) ফলের অর্থাৎ ফল গাছের বাগান; orchard। ফলফলারি (বিশেষ্য) নানা প্রকার ফল; নানা প্রকার ফল ও শাকসবজি। {(তৎসম বা সংস্কৃত) ফল+অরি}