Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word ফুৎকার Bengali definition [ফুত্‌কার্‌] (বিশেষ্য) ১ ফুঁ; মুখ থেকে নির্গত বায়ু। ২ ফুসফুস শব্দ। ফুৎকার করে/করিয়া (ক্রিয়াবিশেষণ) অনায়াসে; অবলীলাক্রমে (ফুৎকার করিয়া বৃষ্টি পুনঃ কর বিশ্ব সৃষ্টি-ভারতচন্দ্র রায়গুণাকর)। {(তৎসম বা সংস্কৃত) ফুৎ+√কৃ+অ(ঘঞ্‌)}
  • Bengali Word ফুড়ুক, ফুড়ুত Bengali definition [ফুড়ুক, ফুড়ুত্‌] (অব্যয়) ১ হঠাৎ উড়ে যাওয়ার সময়ে পাখির ডানার শব্দ। ২ হুঁকার তামাক টানার শব্দ। ফুড়ুক ফাঁই (বিশেষ্য) উড়ু উড়ু ভাব (বাঁধা থেকেও কিনা ফুড় কফাঁই-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। {ধ্বন্যাত্মক}
  • Bengali Word ফুয়ল (ব্রজবুলি) Bengali definition [ফুয়ল] (বিশেষণ) ১ স্খলিত; খসে পড়ছে এমন (ফুয়ল বসন হিয়া ভুজে রহু সাঠি-বিদ্যাপতি)। ২ আলুলাযিত; এলায়িত (ফুয়ল কবরী বান্ধয়ে-বিদ্যাপতি)। {(তৎসম বা সংস্কৃত) √স্ফুর্‌ বা √স্ফুল্‌>}
  • Bengali Word ফেঁকাসিয়া, ফেঁকাসে Bengali definitionফেকাসে
  • Bengali Word ফেঁকো Bengali definitionফেকো
  • Bengali Word ফেঁকড়া, ফ্যাঁকড়া Bengali definition [ফ্যাঁক্‌ড়া] (বিশেষ্য) ১ প্রশাখা; গাছের ডাল। ২ মূল বিষয় থেকে উৎপন্ন ফেসাদ; ঝঞ্ঝাট। ৩ মূল বিষয়ের আনুষঙ্গিক বিঘ্ন বা বাধা। {ও. ফাঁকড়া; (তৎসম বা সংস্কৃত) ফর্ফরিক; (আরবি) ফিকরাহ}
  • Bengali Word ফেউ Bengali definition [ফেউ](বিশেষ্য) ১ শৃগাল; ‘ফেউ’ রবকারী ক্ষিপ্ত শৃগাল (মাঠের ওপাশে ডাকিতেছে ফেউবন্দে আলী মিয়া)। ২ বাঘের পিছন থেকে চিৎকার করে এমন শৃগাল। ৩ অনুসরণকারী (হিটলারের ফেউ মুসোলিনি-সৈয়দ মুজতবা আলী)। ফেউলাগা (ক্রিয়া) পশ্চাতে লেগে থেকে ক্রমাগত উত্ত্যক্ত বা বিরক্ত করা। {ধ্বন্যাত্মক}
  • Bengali Word ফেকা Bengali definitionফিকা১
  • Bengali Word ফেকাসে, ফ্যাকাসে, ফ্যাকাশিয়া Bengali definition [ফ্যাকাশে, ফ্যাকাশে, ফ্যাকাশিয়া] (বিশেষণ) ১ ফিকা; পাণ্ডুবর্ণ; বিবর্ণ; ঔজ্জ্বল্যশূন্য; অনুজ্জ্বল; দীপ্তিহীন (রঙ্গটি বাপু বড় ফ্যাঁকাসে-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়; মুখে আতঙ্ক মেখে ফ্যাকাসে চোখে তার দিকে তাকায়-সরদার জয়েনউদ্দীন)। রক্তশূন্য। {(হিন্দি) ফীকা+সা}
  • Bengali Word ফেকো, ফেঁকো Bengali definition [ফেকো, ফেঁকো] বি১ উপবাসহেতু অথবা দীর্ঘক্ষণ ক্রমাগত কথা বলার ফলে কন্ঠনালির শুষ্কতাহেতু মুখ থেকে নির্গত শুষ্ক থুতু (ফাঁফর হইনু দেখে মুখে উঠে ফেঁকো-ভারতচন্দ্র রায়গুণাকর)। {(আরবি) ফাকাহ}
  • Bengali Word ফেচফেচ, ফ্যাচফ্যাচ Bengali definition [ফ্যাচ্‌ফ্যাচ্‌] ক্রিবিণি বিরক্তিজনক অযথা বাক্য প্রয়োগ (অকারণে এত ফেচফেচ করিতেছি-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। {ধ্বন্যাত্মক}
  • Bengali Word ফেচাং ১ Bengali definition [ফ্যাচাঙ্‌] (বিশেষ্য) ফেসাদ; ঝঞ্ঝাট; হাঙ্গামা (হাজার ‘ফেচাং’ এর দলিল নজির পেশ করব-কাজী নজরুল ইসলাম)। {ধ্বন্যাত্মক}
  • Bengali Word ফেচাং ২, ফ্যাচাং Bengali definition [ফ্যাচাঙ্‌] (বিশেষ্য) ১ ফেঁকড়া। ২ আনুষঙ্গিক বাধা বা ফেসাদ। {ধ্বন্যাত্মক}
  • Bengali Word ফেছক Bengali definition [ফেছ্‌ক্‌](বিশেষ্য) পাপ; অন্যায় (কোন প্রকার ফেছ্‌ক্‌ কাজে লিপ্ত হইবে না-মাওলানা মুহম্মদ আকরম খাঁ)। {(আরবি) ফিসক্}
  • Bengali Word ফেজ, ফেজ্‌ Bengali definition [ফেজ্‌](বিশেষ্য) টুপিবিশেষ (তুর্কি নূর ও মাথার ফেজ-কাজী নজরুল ইসলাম)। {তুর্কিফেজ}
  • Bengali Word ফেটা, ফ্যাটা Bengali definition [ফ্যাটা] (বিশেষ্য) কাপড়ের ফালি; পটি; জড়ানো কাপড়বিশেষ (মাথায় লাল খেরুয়ার ফ্যাটা-অবনীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) পট>}
  • Bengali Word ফেটানো, ফ্যাটানো Bengali definition [ফ্যাটানো](ক্রিয়া) ফেনানো; নেড়ে স্ফীত করা। {(তৎসম বা সংস্কৃত) ফান্ট>ফাঁট>ফেট+আনো}
  • Bengali Word ফেটি, ফেটী Bengali definition [ফেটি](বিশেষ্য) ১ ক্ষুদ্র পাগড়ি। ২ কাপড়ের পটি; ব্যান্ডেজ। ৩ সুতার একত্রবদ্ধ গোছা। {(তৎসম বা সংস্কৃত) ফটা, পট্ট>}
  • Bengali Word ফেটিং, ফেটিন Bengali definitionফিটন
  • Bengali Word ফেতনা, ফেৎনা Bengali definition [ফ্যাত্‌না] (বিশেষ্য) ১ অনিষ্ট; ক্ষতি। ২ গণ্ডগোল; হাঙ্গামা। ফেতনা-ফছাদ (বিশেষ্য) ঝগড়াবিবাদ; হাঙ্গামা; ষড়যন্ত্র (ফেৎনা-ফছাদ ইত্যাদি সংঘটিত হইবে-মাওলানা মুহম্মদ আকরম খাঁ)। {(আরবি) ফিতনাহ}
  • Bengali Word ফেতরা, ফেৎরা, ফিতরা Bengali definition [ফ্যাত্‌রা, ফ্যাত্‌রা, ফিত্‌রা](বিশেষ্য) রমজান মাসের শেষে রোজা ভঙ্গের দিন দরিদ্র দিগকে মুসলিমদের দেওয়া গম, চাল বা টাকা-পয়সা (পুণ্য চাঁদে ফিত্‌রার পুণ্য আয়োজন-শাহাদাত হোসেন)। {(আরবি) ফিত্‌রাহ্‌}
  • Bengali Word ফেন Bengali definition [ফ্যান্‌, সমাসবদ্ধ পদে ‘ফেনো’](বিশেষ্য) ১ ফেনা; গাঁজ; বায়ুমিশ্রিত; তরল পদার্থ; বুদ্বুদ। ২ মাড় (ভাতের ফেন)। ফেনদুগ্ধা (বিশেষ্য) দুধে প্রস্তুত পিষ্টকবিশেষ। ফেননিভ (বিশেষণ) ফেনার মতো; ফেনার মতো কোমল ও সাদা। দুগ্ধফেন নিভ (বিশেষণ) দুধের ফেনার মতো সাদা; দুধের মতো সাদা। [(তৎসম বা সংস্কৃত) স্ফায়্‌+ন(নক্‌)}
  • Bengali Word ফেনক Bengali definition [ফেনক্‌] (বিশেষ্য) ১ সাবান। ২ পেখম (ফেনক ধরিয়া নাচে ময়ুর ময়ুরী-কবিকঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী)। {(তৎসম বা সংস্কৃত) ফেন+ক(কন্‌)}
  • Bengali Word ফেনা Bengali definition [ফ্যানা] (বিশেষ্য) ১ দুধ, সাবান বা সাগর থেকে উদ্ভুত বুদ্বুদ। ২ ফেন; গাঁজ। ফেনানো (ক্রিয়া) ১ ক্রমাগত নেড়ে ফেনিল করে তোলা; ফেটানো। ২ অতিরঞ্জিত করে তোলা; কথা বাড়িয়ে তোলা। □ (বিশেষ্য) অতিরঞ্জন। ফেনা সমান (বিশেষণ) ফেনানো হচ্ছে এমন। ফেনায়িত (বিশেষণ) ফেনাযুক্ত হয়েছে এমন; বুদ্বুদযুক্ত; ফেনিল। {(তৎসম বা সংস্কৃত) ফেন+(বাংলা) আ}
  • Bengali Word ফেনি, ফেণী, ফেণি Bengali definition [ফেনি] (বিশেষ্য) ১ বড় আকারের বাতাসা। ২ চিনি সংযোগে প্রস্তুত খাদ্যদ্রব্যবিশেষ (দধি খায় ফেনী তথি করি মটমটি-কবিকঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী)। {(তৎসম বা সংস্কৃত) ফেন+(বাংলা) ই, ঈ}
  • Bengali Word ফেনি-বাতাসা Bengali definitionবাতাসা
  • Bengali Word ফেনিকা Bengali definition [ফেনিকা] (বিশেষ্য) মিষ্টান্নবিশেষ; খাজা। {(তৎসম বা সংস্কৃত) ফেন+(বাংলা) ইকা}
  • Bengali Word ফেনিল Bengali definition [ফেনিল্‌] (বিশেষণ) ১ সফেন; ফেনাবিশিষ্ট; বুদ্বুদযুক্ত (ফেনিল তালরসও খাইয়াছিলেন-রাজশেখর বসু (পরশু))। ২ ফেনায়িত। {(তৎসম বা সংস্কৃত) ফেন+ইল(ইলচ্‌)}
  • Bengali Word ফেফাতুড়া, ফেফাতুড়ি, ফেফাতুরা Bengali definition [ফেফাতুড়া, ফেফাতুড়ি, ফেফাতুরা] (বিশেষণ) ১ হতভম্ব; হতবুদ্ধি; দিশাহারা (ফেফাতুরা হইয়া ফুল্লরা পাছে মরে-কবিকঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী)। □ (বিশেষ্য) শোক; আঘাত (ফেফাতুড়ি পাইয়া ফুল্লরা মৈল ঘরে-কবিকঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী)। {ফাঁফর>}
  • Bengali Word ফেব্রুয়ারি, ফেব্রুআরি Bengali definition [ফেব্‌রুয়ারি] (বিশেষ্য) ইংরেজি সনের দ্বিতীয় মাস। ২৮ দিনের মাস তবে লিপইয়ারে ২৯ দিন হয়। একুশে/২১ শে ফেব্রুয়ারি (বিশেষ্য) ভাষা-আন্দোলনের ঐতিহাসিক শহীদ-দিবস। ২০০০ সাল থেকে জাতিসংঘ ঘোষিত ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি তারিখে ঢাকা শহরে মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে ১৪৪ ধারা ভঙ্গ করে ছাত্রজনতার প্রতিবাদ মিছিলের দিন। তৎকালীন পূর্ব পাকিস্তানের মুসলিম লীগ সরকার এই মিছিলে গুলি চালায়। এতে শহীদ হন রফিক উদ্দিন আহমেদ, শফিউর রহমান, আবদুল জব্বার, আবুল বরকত প্রমুখ। {(ইংরেজি) February}