Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word নওলি যৌবন Bengali definition ⇒ নওল
  • Bengali Word নওশা, নওশাহ Bengali definition [নওসা, নওশাহ্‌] (বিশেষ্য) বর; bridegroom নতুন শাহ বা বাদশাহ; শাহর মর্যাদাসম্পন্ন ‘বর’ (নওশার বেশে সাজাও বন্ধু মোদের পুনর্বার-কাজী নজরুল ইসলাম)। {(ফারসি) নরশাহ}
  • Bengali Word নওয়াজিমা Bengali definition ⇒ লওয়াজিমা।
  • Bengali Word নওয়াব, নওয়াবজাদা, নওয়াব-নাজিম, নওয়াবি Bengali definition ⇒ নবাব।
  • Bengali Word নওয়ালা Bengali definition [নওয়ালা] (বিশেষ্য) ১ উপহার। ২ গ্রাস; মুখের গ্রাস। {(আরবি) নরালাহ}
  • Bengali Word নওয়ালি Bengali definition [নওয়ালি] (বিশেষণ) ১ নতুন। ২ নতুন উৎপন্ন বা আমদানি; নুতন রবিশস্য। {(তৎসম বা সংস্কৃত) নব> (তুলনীয়) হি নউল}
  • Bengali Word নকর, নকরি Bengali definition ⇒ নওকর
  • Bengali Word নকল Bengali definition [নকোল্‌] (বিশেষণ) কৃত্রিম; জাল; অখাঁটি; ঝুটা (নকল টাকা)। □ (বিশেষ্য) ১ অনুকরণ। ২ প্রতিলিপি; অনুলিপি; copy (লিখাইয়া পাঞ্জা ফরমানের নকল-ভবানীচরণ বন্দোপাধ্যায়। ৩ প্রতিবিম্ব (এ সংসার আর্শির নকল, ছায়ার খেলা-মীর মশাররফ হোসেন। ৪ বেআইনিভাবে পরীক্ষার্থীর বইয়ের পৃষ্ঠা বা টুকে আনা কাগজ দেখে উত্তরপত্র লিখন (পরীক্ষার হলে নকল করা)। নকলদানা, নকুল দানা (বিশেষ্য) চিনির রসে পাক করা চিনা বাদাম। নকলনবিস, নকলনবিশ (বিশেষ্য) যে লেখা নকল করে; অনুকরণকারী; প্রতিলেখক; copyist। নকলনবিসি (বিশেষ্য) নবিসের কাজ; লেখা দেখে লেখার কাজ। নকুলে (বিশেষণ) নকল করতে অর্থাৎ কৃত ত্রুটির অনুকরণ করে ঠাট্টা-বিদ্রূপ করতে পটু; আমোদপ্রিয়; ভাঁড় (রতা নাপ্‌তে ভারি নকুলেদীনবন্ধু মিত্র)। সাত নকলে আসল খাস্তা-নকল হতে মূল ঠিক না থাকা; বহু নকলে আসল বিকৃত হয়ে যাওয়া। {(আরবি) নকল}
  • Bengali Word নকশ Bengali definition [নক্‌শো] (বিশেষ্য) চিত্র; মানচিত্র। {(আরবি) নক্‌শ্‌}
  • Bengali Word নকশবন্দিয়া Bengali definition [নক্‌শোবোন্‌দিয়া] (বিশেষ্য), (বিশেষণ) সুফি সম্প্রদায়বিশেষ (তিনিও নকশবন্দিয়া পন্থায় দীক্ষিত হয়েছিলেন-আনিসুজ্জামান)। {(ফারসি) নক্‌শাহ বন্দিয়াহ}
  • Bengali Word নকশা, নকসা, নক্সা Bengali definition [নক্‌শা] (বিশেষ্য) ১ চিত্রের কাঠামো; রেখাচিত্র; sketch; drawing; map; design (যখন নকসা প্রস্তুত করিয়া আনে তখন তিনি তাহাতে কত ব্যয় হইবেক বুঝিতে পারেন নাই-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। ২ গৃহ উদ্যান সেতু প্রভৃতির অবস্থান; কাঠামো; গঠনসূচক রেখাচিত্র (বাগানের নকশা)। ৩ গঠন-প্রণালি নির্দেশক রেখাচিত্র (বাড়ির নকশা)। ৪ ফুল-লতা-পাতা অঙ্কিত; চিত্রিত (স্ত্রীর শ্রী-অঙ্গে চেলি জরির নানা নকসা আঁকা-দ্বিজেন্দ্রলাল রায়)। ৫ জমির জরিপ সম্বন্ধীয় চিত্র। ৬ হাস্যরসাত্মক লেখা বা রচনা; ব্যঙ্গচিত্র। নকশাকার, নক্সাকার (বিশেষ্য) যে ব্যক্তি নকশা তৈরি করে; draftsman। নকশাদার, নক্সাদার (বিশেষণ) নকশার কারুকাজ আছে এমন (নকশাদার শাড়ি)। নকশানবিশ, নকশানবিস (বিশেষ্য) যে নকশা করে; নকশাকার (কত ওস্তাদ নক্সানবীশ আলোকিত তোর প্রাচীর পুঁথি-সত্যেন্দ্রনাথ দত্ত)। নকশাপাড়, নক্সাপাড় (বিশেষণ) চিত্রিত পাড়বিশিষ্ট (নকশাপাড় কাপড়)। {(আরবি) নকশাহ}
  • Bengali Word নকশি, নকশী Bengali definition [নোক্‌শি] (বিশেষণ) নকশাবিশিষ্ট (নকশি কাঁথা)। {(আরবি) নকশাহ}
  • Bengali Word নকাশি, নকাশা, নকাসি Bengali definition [নকাশি, নকাশা, নকাশি] (বিশেষ্য) ১ চিত্র-আঁকা বা ফুল-লতা কাটার কাজ। ২ খোদাইয়ের কাজ। ৩ ধাতুপাত্রে চিত্রণের বা খোদাইয়ের কাজ। {(আরবি) নককাশ; (ফারসি) নককাশী}
  • Bengali Word নকিব, নকীব Bengali definition [নোকিব্‌] (বিশেষ্য) ১ রাজা প্রভৃতির যশ বা কীর্তি ঘোষণাকারী (নজরুল হলেন নবযুগের নকীব-ছদরুদ্দীন)। ২ ঘোষক; herald (নকীব উষ্ট্রপৃষ্ঠে বসিয়া ভেরী রবে ভূপতিগণের শুভাগমন বার্তা আর ঘোষণা করিতেছে না-মীর মশাররফ হোসেন)। ৩ প্রভুর বা আগন্তুকের পরিচয়দাতা (নকীব সেলামগাহে জানায়-ভারতচন্দ্র রায়গুণাকর)। ৪ সংবাদবাহক; পেয়াদা। {(আরবি) নকীব}
  • Bengali Word নকিষ্ণন Bengali definition [নকিন্‌চন্‌] (বিশেষণ) অকিঞ্চন; নিঃস্ব; দরিদ্র। {(তৎসম বা সংস্কৃত) ন+কিঞ্চন}
  • Bengali Word নকুট্য Bengali definition [নকুট্‌টো] (বিশেষ্য) যে নখ কাটে; নাপিত। {(তৎসম বা সংস্কৃত) নখ+ (বাংলা) কাটিয়া>}
  • Bengali Word নকুল Bengali definition [নোকুল্‌] (বিশেষ্য) ১ বেজি; নেউল (নকুল সহিত যান বামদিকে ফিরে চান-ভারতচন্দ্র রায়গুণাকর)। ২ হিন্দু-দেবতা শিব; মহাদেব। ৩ সিদ্ধি পানের পর যে মুখরোচক খাদ্য খাওয়া হয়; চাট (হুঙ্কার ছাড়িয়া রসে মগন হইয়া আকুল হইল....নকুল লাগিয়া-ভারতচন্দ্র রায়গুণাকর)। ৪ মহাভারতোক্ত চতুর্থ পাণ্ডব। নকুলী( স্ত্রীলিঙ্গ)। নকুলেশ্বর (বিশেষ্য) ১ হিন্দুশাস্ত্রোক্ত ভৈরব। ২ হিন্দু দেবতা মহাদেব। {(তৎসম বা সংস্কৃত) ন+কুল; বহুব্রীহি সমাস}
  • Bengali Word নকুলিয়া, নকুলে Bengali definition ⇒ নকল
  • Bengali Word নকুলেশ্বর Bengali definition ⇒ নকুল
  • Bengali Word নক্ত Bengali definition [নক্‌তো] (বিশেষ্য) রাত্রি; রজনী। নক্তচর, নক্তচারী(-রিন্‌), নক্তঞ্চর (বিশেষণ) ১ নিশাচর; রাত্রিচর (রাত একটা থেকেই এই নক্তচারীরা পথে বার হয়-রখা)। ২ রাক্ষস। ৩ পেঁচা; পেচক। ৪ চোর। নক্তচারিণী (স্ত্রীলিঙ্গ)। নক্তন্তন (বিশেষণ) রাত্রিকালীন; নৈশ (এইরূপে নক্তন্তন আহারে বঞ্চিত হইয়া তিনি দিন দিন শীর্ণ ও দুর্বল হইতে লাগিলেন-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। নক্তব্রত (বিশেষ্য) হিন্দুদের নিশাব্রত; এই ব্রত ধারণকারীর সমস্ত দিন উপবাসের পর রাত্রে ভোজনবিধি। নক্তভোজী (বিশেষণ) ১ রজনীতে ভোজনকারী। ২ দিনে উপবাসী থেকে যে রাত্রে আহার করে। □(বিশেষ্য) ১ বাদুড়। ২ পেচক। নক্তভোজিনী (স্ত্রীলিঙ্গ)। নক্তান্ধ (বিশেষণ) রাতকানা। নক্তান্ধতা বি। {(তৎসম বা সংস্কৃত) √নজ্‌+ত(ক্ত); গ্রিক nox}
  • Bengali Word নক্র Bengali definition [নক্‌ক্রো] (বিশেষ্য) কুমির। নক্রা (স্ত্রীলিঙ্গ)। নক্ররাজ (বিশেষ্য) হাঙ্গর। {(তৎসম বা সংস্কৃত) ন+√ক্রম্‌+অ(ড)}
  • Bengali Word নক্ষত্র Bengali definition [নোক্‌খোত্‌ত্রো] (বিশেষ্য) (জ্যোতির্বিজ্ঞান) ১ তারা; তারকা। ২ অশ্বিনী, ভরণী, কৃত্তিকা, রোহিণী, মৃগাশিরা, আর্দ্রা, পুনর্বসু, পুষ্যা, অশ্লেষা, মঘা, পূর্ব-ফল্গুনী, উত্তর-ফল্গুনী, হস্তা, চিত্রা, স্বাতী, বিমাখা, অনুরাধা, জ্যেষ্ঠা, মূলা, পূর্বাষাঢ়া, উত্তরাষাঢ়া, শ্রবণা, ধনিষ্ঠা, শতভিষা, পূর্ব-ভাদ্রপদা, উত্তর-ভাদ্রপদা, ও রেবতী-চন্দ্রপত্নীরূপে বর্ণিত সাতাশটি তারা বা তারাপুঞ্জ। ৩ রাশিচক্রের সাতাশ ভাগের এক ভাগ। নক্ষত্রগতি, নক্ষত্রবেগ (বিশেষ্য) অতিদ্রুত বেগ; উল্কার মতো গতি। নক্ষত্রচক্র (বিশেষ্য) রাশিচক্র। নক্ষত্রজাত (বিশেষণ) ১ নক্ষত্র থেকে জাত বা উৎপন্ন। ২ নক্ষত্রবিশেষ থেকে গৃহীত জন্ম বা ভূমিষ্ঠ। নক্ষত্রদর্শক (বিশেষ্য) জ্যোতির্বেত্তা; জ্যোতিঃশাস্ত্রজ্ঞ। নক্ষত্রদান (বিশেষ্য) নক্ষত্রবিশেষ দ্রব্য বিশেষের দান। নক্ষত্রদিবস (বিশেষ্য) উৎসব দিবস (গণপতি পর দিন নক্ষত্র দিবস বলে ঘোষণা করলেন-রাহুল সাংকৃত্যায়ন [অনুবাদক-ভগীরথ])। নক্ষত্রনাথ, নক্ষত্রপতি, নক্ষত্ররাজ (বিশেষ্য) চন্দ্র। নক্ষত্রনেমি (বিশেষ্য) ১ চন্দ্র। ২ বিষ্ণু। ৩ ধ্রুব নক্ষত্র। ৪ রেবতী নক্ষত্র। নক্ষত্রপথ (বিশেষ্য) আকাশ। নক্ষত্রপাত, নক্ষত্রের পতন (বিশেষ্য) ১ তারা খসে পড়া; উল্কাপাত। ২ (আলঙ্কারিক) বিখ্যাত ব্যক্তির মৃত্যু বা অবনতি (সাহিত্যাকাশে একটি নক্ষত্রপাত হইল)। নক্ষত্রবিদ্যা (বিশেষ্য) মানুষের বর্তমান ও ভবিষ্যৎ ভালোমন্দ; গ্রহ-নক্ষত্রের গতি ও সঞ্চার প্রভাবে ভাগ্য ইত্যাদি কিরূপে নিয়ন্ত্রিত হয় সে সম্বন্ধীয় বিদ্যা; ফলিত জ্যোতিষ; জ্যোতির্বিদ্যা; astronomy; astrology; নজ্‌জুমি। নক্ষত্রমালা (বিশেষ্য) নক্ষত্রসমূহ; নক্ষত্রপুঞ্জ। নক্ষত্রলোক (বিশেষ্য) যে লোকে নক্ষত্রসকল অবস্থান করে; আকাশ। নক্ষত্রশূল (বিশেষ্য) হিন্দুমতে যাত্রাদি কার্যে নিষিদ্ধ নক্ষত্রবিশেষ। নক্ষত্রসন্ধি (বিশেষ্য) পূর্ব নক্ষত্র হতে পর নক্ষত্রে চন্দ্রাদি গ্রহের সংক্রমণ। নক্ষত্রামৃতযোগ (বিশেষ্য) বারবিশেষে নক্ষত্রবিশেষের সংযোগে শুভক্ষণের সৃষ্টি। নক্ষত্রেশ (বিশেষ্য) চন্দ্র। {(তৎসম বা সংস্কৃত) √নক্ষ্‌+অত্র (অত্রন্‌); সুপ্‌সুপা}
  • Bengali Word নক্সা, নক্সানবীশ Bengali definition ⇒ নকশা
  • Bengali Word নকড়া Bengali definition [নকড়া] (বিশেষ্য) ১ নয় কড়া; নয়টি কড়ি। ২ তুচ্ছ; নগণ্য। নকড়া-ছকড়া (বিশেষ্য) তুচ্ছ; হেয়; নগণ্য; অজ্ঞাত। □ (ক্রিয়া) তুচ্ছ করা; তাচ্ছিল্য দেখানো। {(বাংলা) ন((তৎসম বা সংস্কৃত) নব>)+কড়া}
  • Bengali Word নখ Bengali definition [নখ্‌, নোখ্‌] (বিশেষ্য) আঙুলের অগ্রভাগস্থিত উপাস্থি (নাপিত দেখলে নখ বাড়ে)। নখকুনি, নখকোনি (বিশেষ্য) ১ নখের কোণ বৃদ্ধিরূপ রোগবিশেষ। ২ নখের পুঁজ সঞ্চয় ও ব্যথা। ৩ নখের কোণ। নখকৃন্তন, নখকৃন্তনী (বিশেষ্য) নখ কাটার অস্ত্র; নরুন। নখক্ষত (বিশেষ্য) নখের আঘাতের ফলে উৎপন্ন ক্ষত। নখদর্পণ (বিশেষ্য) ১ নখরূপ দর্পণ বা নখই দর্পণ; যাতে মুখ দেখা যায়। ২ বিদ্যাবিশেষ-এ বিদ্যা বলে অলৌকিক শক্তিসম্পন্ন ব্যক্তি নখরূপ দর্পণে সমস্ত জ্ঞাতব্য বিষয় দেখতে পায়। ৩ (আলঙ্কারিক) পূর্ণরূপে জ্ঞাত (তাস খেলায় ইহারা সব ঘুণ, কোন্‌ হাতে কি তাস আছে সব ইহাদের নখদর্পণে-বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়)। নখরঞ্জনী (বিশেষ্য) ১ যা নখ রঞ্জিত করে; nail-polish; মেহেদি পাতা, বা ঐ জাতীয় জিনিস। ২ নরুন। নখরায়ুধ, নখায়ুধ (বিশেষ্য) যে সকল পশুপক্ষীর নখই অস্ত্রের কাজ করে (শকুন সিংহ বাঘা ইত্যাদি)। নখশূল (বিশেষণ) নখের রোগবিশেষ; কুনি; আঙুলহাড়া। নখাঘাত (বিশেষ্য) নখ দিয়ে আঘাত বা আঁচড়। নখানখি (অব্যয়) নখে নখে আঁচড়া-আঁচড়ি; নখযুদ্ধ। {(তৎসম বা সংস্কৃত) √নখ্‌+অ(ক); (তৎসম বা সংস্কৃত) ন+খ(ইন্দ্রিয়)}
  • Bengali Word নখর Bengali definition [নখোর্‌] (বিশেষ্য) পশুপক্ষীর তীক্ষ্ণধার নখ (নখরাঘাত)। {(তৎসম বা সংস্কৃত) নখ+√রা+অ(ক)}
  • Bengali Word নখরা Bengali definition ⇒ নাখরা
  • Bengali Word নখি Bengali definition [নোখি] (বিশেষ্য) একপ্রকার গন্ধদ্রব্য; সামুদ্রিক শামুকের খোলা যা ভাঙলে সুগন্ধ বের হয়। {(তৎসম বা সংস্কৃত) নখ+ (বাংলা) ই}
  • Bengali Word নখী (-খিন্‌) Bengali definition [নোখি] (বিশেষণ) ধারালো নখরযুক্ত (বাঘ, সিংহ, ভল্লুক প্রভৃতি)। {(তৎসম বা সংস্কৃত) নখ+ইন্‌(ইনি)}
  • Bengali Word নগ Bengali definition [নগো] (বিশেষ্য) ১ পাহাড়; পর্বত। ২ গাছ। নগজ (বিশেষণ) ১ পাহাড়ে উৎপন্ন হয়েছে এমন; পর্বতজাত। ২ হস্তী। নগজা (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ)। নগনদী (বিশেষ্য) ১ গিরিনদী; পার্বত্য নদী। নগপতি, নগরাজ, নগাধিপ, নগাধিরাজ, নগেন্দ্র (বিশেষ্য) পর্বতশ্রেষ্ঠ; সর্বোচ্চ পর্বত; হিমালয়। {(তৎসম বা সংস্কৃত) ন+√গম্‌+অ(ড)}