Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word -ধন্বা, -ধন্ব Bengali definition [ধন্‌না, ধোন্‌নো] (বিশেষ্য) ১ ধনুক (পুষ্পধন্বা)। ২ মরুভূমি। ধন্বী, ধন্বধারী বিণ। {(তৎসম বা সংস্কৃত) √ধন্ব+অন্‌(কনিন্‌)> ধন্বন,>ধন্বা}
  • Bengali Word -ধর্মী (-র্মিন) Bengali definition [ধোর্‌মি](বিশেষণ) ১ প্রকৃতিযুক্ত; স্বভাবযুক্ত; গুণবিশিষ্ট; ধর্মযুক্ত (মানবধর্মী)। ২ ধার্মিক; ধর্মপরায়ণ। ধর্মিণী( স্ত্রীলিঙ্গ) । {(তৎসম বা সংস্কৃত) ধর্ম+ ইন্‌(ইনি)}
  • Bengali Word -ধা ২ Bengali definition [ধা](ব্যাকরণ) তদ্ধিত প্রত্যয়বিশেষ; প্রকারবাচক শব্দ। (দ্বিধা, বহুধা, শতধা)। {ধাচ্‌ অনুবন্ধবিশিষ্ট তৎসম তদ্ধিত প্রত্যয়}
  • Bengali Word Bengali definition [ধ] বাংলা ব্যঞ্জণ বর্ণমালার ঊনবিংশ বর্ণ এবং ত বর্গের চতুর্থ বর্ণ। এটি ঘোষ (voiced), মহাপ্রাণ (aspirated), দন্ত্য (dental) ও স্পৃষ্ট (polsive) ধ্বনি।
  • Bengali Word ধক ১ Bengali definition [ধক্‌](অব্যয়) ১ হঠাৎ আগুন জ্বলে ওঠার শব্দ (বাতি ধক করে জ্বলে ওঠে)। ২ হঠাৎ হৃৎপিন্ডের প্রবল স্পন্দনের শব্দ। {ধ্বন্যাত্মক}
  • Bengali Word ধক ২ Bengali definition [ধক্‌](বিশেষ্য) প্রচণ্ডতা; শক্তি; তেজ (কথার ধক)। {ধ্বন্যাত্মক}
  • Bengali Word ধকধক Bengali definition [ধক্‌ধক্‌] (অব্যয়) ১ সতেজে আগুন জ্বলার ও তার প্রখর দীপ্তিজ্ঞাপক শব্দ (ধক ধক প্রজ্বলিত অঙ্গার-শয্যায় শায়িত-আখা)। ২ হৃৎপিন্ডের ক্রমাগত প্রবল স্পন্দনজ্ঞাপক শব্দ (বুক ধক ধক করা)। ধকধকানি (বিশেষ্য) ১ প্রবল স্পন্দন; শোক; দুঃখানুভব। ২ প্রবলভাবে আগুন জ্বলার ভাবসূচক শব্দ। ধকধকানো (ক্রিয়া) ধক ধক করা। {ধ্বন্যাত্মক}
  • Bengali Word ধকল Bengali definition [ধকোল্‌] (বিশেষ্য) ১ ধাক্কা; আঘাত; চোট (অসমান রাস্তায় গাড়ীতে চলতে ধকল লাগে; বর্ষাকালে ধকল সইতে পারে না-শামসুল হক)। ২ কর্মভারজনিত শ্রম; কাজের চাপ; খাটুনি (রোগা শরীরে কত ধকল সয়?)। ৩ হাঙ্গামা; উৎপাত; উপদ্রব; উৎপীড়ন (ছেলে-মেয়েদের ধকল; সারাদিনই ধকল সইতে হয়)। ৪ বহু বার প্রয়োগ বা ব্যবহারজনিত ক্ষয়। ধকল সওয়া (ক্রিয়া) অত্যাচার সহ্য করা; ধাক্কা সওয়া। {(তৎসম বা সংস্কৃত) ধক্ক> ধাক্কা> ধক+ ল}
  • Bengali Word ধঞ্চে, ধইঞ্চা Bengali definition [ধোন্‌চে, ধোইন্‌চা] (বিশেষ্য) পাটগাছের মতো ছোট গাছ; যার কাণ্ড জ্বালানিরুপে ও পাতা পচিয়ে সবুজ সাররুপে ব্যবহৃত হয়। {(তৎসম বা সংস্কৃত) বৈজয়ন্তিকা>?}
  • Bengali Word ধট Bengali definition [ধট্‌] (বিশেষ্য) ১ তুলাদণ্ড; নিক্তি। ২ ধড়া; কটিবসন। ধটধারী, ধটী১ (বিশেষণ) তুলাদণ্ডধারী। {(তৎসম বা সংস্কৃত) √ধণ্‌+অ(অচ্‌)}
  • Bengali Word ধটি, ধটী ২, ধটিকা Bengali definition [ধোটি, ধোটি, ধোটিকা] (বিশেষ্য) ১ কৌপীন (তোমার কাটিতটের ধটি কে দিল রাঙিয়া-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ ছিন্ন বস্ত্রখণ্ড; নেকড়া। ৩ ধড়া; কটিবসন; ধুতি (পীত ধটিখানি হেরিব না আর যবে-মোহিতলাল মজুমদার)। ৪ পাঁচ সের পরিমাণ। {(তৎসম বা সংস্কৃত) ধট+ইন(ইনি)=ধটী}
  • Bengali Word ধন Bengali definition [ধন্‌] (বিশেষ্য) ১ টাকাকড়ি; অর্থ। ২ স্থাবর-অস্থাবর সম্পত্তি। ৩ সম্পদ; সোনা-রুপা-মণি-মাণিক্যাদি; wealth। ৪ স্নেহ-সম্বোধন (বাপধন, বাছাধন)। ৫ সম্বল (কাঙালের ধন)। ৬ (জ্যোতির্বিজ্ঞান) ধনিষ্ঠা নক্ষত্র। ৭ (গণিত.) যোগচিহ্ন (+), plus। ধনকষ্ট (বিশেষ্য) টাকা-পয়সার অভাবজনিত কষ্ট। ধনকাম, ধনগধ্নু (বিশেষণ) অর্থলোভী। ধনকুবের (বিশেষ্য) হিন্দু পুরাণোক্ত ধনদেবতা কুবেরের ন্যায় ধনী ব্যক্তি। ২ অত্যন্ত ধনবান; অপরিমিত অর্থশালী। ধনক্ষয় (বিশেষ্য) অর্থ-ব্যয়; ধননাশ; অপচয়। গর্ব (বিশেষ্য) ঐশ্বর্যের অহঙ্কার; টাকা-পয়সা অধিক হওয়ার জন্য গর্ব। ধনগর্বী, ধনগর্বিত (বিশেষণ) ধনের অহঙ্কারী। ধনগর্বিতা( স্ত্রীলিঙ্গ) । ধনগৌরব (বিশেষ্য) ধনগর্ব। ২ ধনের মহিমা। ধন-ঘড়া (বিশেষ্য) ধনপূর্ণ কলস (বড় আশার ধন- ঘড়া তোর যায় তলিয়ে ঘাটের কাছে এসে-সত্যেন্দ্রনাথ দত্ত)। ধনজন (বিশেষ্য) অর্থবল ও লোকবল। ধনঞ্জয় (বিশেষ্য) ধন জয়কারী। ২ মহাভারতোক্ত; তৃতীয় পাণ্ডব অর্জুন। ৩ পক্ষীবিশেষ। ৪ অর্জুন বৃক্ষ। ৫ বায়ুবিশেষ। ৬ অগ্নি। ধনঞ্জয়ের পালা (বিশেষ্য) ১ বিলক্ষণ প্রহারের পালা। ২ প্রহারের দ্বারা তাড়ানোর পালা। ধনতন্ত্র (বিশেষ্য) ধনিক শ্রেণির শাসন। ধনতৃষা, ধনতৃষ্ণা (বিশেষ্য) অর্থলোভের প্রবল আকাঙ্খা; ধনের পিপাসা। ধনদ (বিশেষ্য) ১ হিন্দুমতে ধনের দেবতা কুবের; mammon (ধনদের হৈমাগারে রত্ন রাজী যথা-মাইকেল মধুসূদন দত্ত) । ২ ধনদাতা। ৩ ধন উৎপাদনকারী। ৪ হিজল গাছ। ধনদা (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) ধনদান করে যে এমন (নারী)। □ (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) হিন্দুমতে ধনের অধিষ্ঠাত্রী দেবী লক্ষ্ণী। ধনদণ্ড (বিশেষ্য) অর্থের অহংকার; টাকার দেমাক। ধনদাতা(-তৃ), ধনদায়ক (বিশেষণ) ধনদানকারী। ধনদাত্রী, ধনদায়িকা( স্ত্রীলিঙ্গ) । ধনদায়ী(-য়িন্‌) (বিশেষণ) ধনদাতা। ধনদায়িনী( স্ত্রীলিঙ্গ) । ধনদাস (বিশেষ্য) ১ ধন যার উপাস্য; ধনলাভের জন্য যে সকল প্রকার হীনতা স্বীকার করে। ২ অতিশয় কৃপণ; অত্যন্ত অর্থলোভী ব্যক্তি। ধনদাসী( স্ত্রীলিঙ্গ) । ধনদেব, ধনদেবতা (বিশেষ্য) হিন্দু পুরাণ অনুযায়ী ধনের দেবতা কুবের; mammon। ধনদেবী( স্ত্রীলিঙ্গ) । ধনদৌলত, ধনসম্পদ, ধনসম্পত্তি (বিশেষ্য) অর্থ ও সম্পত্তি; ঐশ্বর্য। ধনধান্য (বিশেষ্য) টাকা-পয়সা ও শস্যের প্রাচুর্য বা আধিক্য। ধননাশ (বিশেষ্য) অর্থের অপব্যয়; টাকা-পয়সার ক্ষতি। ধননিয়োগ, ধনপ্রয়োগ (বিশেষ্য) ১ অর্থের প্রয়োগ; ধন ব্যবহার। ২ ব্যবসা-বাণিজ্যে টাকা-পয়সা লাগোনো বা খাটানো; investment। ধনপতি (বিশেষ্য) ১ বহু ধনের মালিক; ধনী ব্যক্তি। ২ চণ্ডীমঙ্গল কাব্যের জনৈক সওদাগর। ধনপাল (বিশেষ্য) ১ ধনের জিম্মাদার। ২ তহবিলদার। ধনপিপাসা (বিশেষ্য) ধন লাভের জন্য প্রবল আকাঙ্খা; ধনতৃষ্ণা। ধনপিশাচ (বিশেষণ) অত্যন্ত ধনলোভী ও কৃপণ; অতিশয় ব্যয়কুন্ঠ। ধনপ্রাণ (বিশেষ্য) সম্পত্তি ও জীবন (ধনপ্রাণ বিপন্ন)। ধনবত্তা (বিশেষ্য) ধনশালিতা; বৈভবশালিতা। ধনবান (বিশেষণ) ধনী; ধনশালী। ধনবতী( স্ত্রীলিঙ্গ) । ধনবিজ্ঞান, ধনবিদ্যা (বিশেষ্য) অর্থের ব্যুৎপত্তি ও প্রসার-বিষয়ক বিদ্যা; জাতীয় ধনের উৎপাদন ও ব্যবহারবিষয়ক শাস্ত্র; অর্থনীতি; economics। ধনবিজ্ঞানী, ধনবৈজ্ঞানিক (বিশেষ্য) ধনবিজ্ঞানশাস্ত্রে অভিজ্ঞ; ধনবিজ্ঞানবিদ; অর্থনীতিবিদ। ধনবিনিয়োগ (বিশেষ্য) ব্যবসা-বাণিজ্যে মূলধনরূপে টাকা খাটোনো। ধনবিভাগ (বিশেষ্য) ১ ধনের বন্টন বা বাটোয়ারা। ২ উত্তরাধিকারীদের মধ্যে সম্পত্তি বন্টন। ধনবৃদ্ধি (বিশেষ্য) আয় বৃদ্ধি; সম্পত্তি বৃদ্ধি। ধনভাণ্ডার (বিশেষ্য) ১ ধন রাখবার স্থান; ধনাগার; কোষাগার; treasury। ২ তহবিল; fund। ধনমদ (বিশেষ্য) প্রচুর টাকা-পয়সা থাকার জন্য অহংকার; টাকার গর্ব। ধনমান (বিশেষ্য) ধন-সম্পদ ও সম্মান। ধনলালসা, ধনলিপ্সা (বিশেষ্য) ধনের জন্য লোভ; অর্থতৃষ্ণা। ধনলুব্ধ (বিশেষণ) ধন-লোভে অন্ধ; ধনমুগ্ধ। ধনশালী (বিশেষণ) ধন আছে এমন; ধনাঢ্য; ধনে ঋদ্ধ; বহু ধনের মালিক; বড় ধনী। ধনশালিনী( স্ত্রীলিঙ্গ) । ধনশালিতা বি। ধনশ্রী (সনৃ) (বিশেষ্য) সঙ্গীতের একটি রাগিণী; ধানশী। ধনসম্পত্তি, ধনসম্পদ (বিশেষ্য) টাকা-পয়সা ও ভূ- সম্পত্তি; ধন-দৌলত। ধনস্থান (বিশেষ্য) (জ্যোশ্) লগ্ন থেকে দ্বিতীয় স্থান। ধনহর, ধনহারী (বিশেষ্য) চোর। ধনহরি (বিশেষ্য) গন্ধদ্রব্যবিশেষ। ধনহানি (বিশেষ্য) অর্থনাশ। ধনহীন (বিশেষণ) দরিদ্র; নির্ধন। ধনহীনা( স্ত্রীলিঙ্গ) । ধনাকাঙ্ক্ষা (বিশেষ্য) ধনলাভের বাসনা; ধনস্পৃহা; অর্থাভিলাষ। ধনাগম (বিশেষ্য) অর্থাগম; আয়; উপার্জন; income। ধনাগার (বিশেষ্য) ধনভাণ্ডার; কোষাগার; treasury। ধনাঢ্য (বিশেষণ) ধনশালী; বহুধনবিশিষ্ট; ধনী; বড়লোক। ধনাঢ্যা( স্ত্রীলিঙ্গ) । ধনাত্মক (বিশেষণ) ১ বিদ্যমানজ্ঞাপক; সত্তাত্মক; positive। ২ (গণিত.) যোগ চিহ্ন; যুক্ত রাশি; ‘+’- এই চিহ্ন দ্বারা ধনাত্মক এবং ‘-’ চিহ্ন দ্বারা ঋণাত্মক ভাব জ্ঞাপন করা হয়। ধনাত্মিকা( স্ত্রীলিঙ্গ) । ধনাধার (বিশেষ্য) সিন্দুক; ধন রাখার পাত্র; treasure-chest। ধনাধিকার (বিশেষ্য) ১ ধনপ্রাপ্তি; ধনের মালিকানা। ২ উত্তাধিকার সূত্রে অর্থলাভের স্বত্ব; দায়াধিকার। ধনাধিকার বিণ। ধনাধিকারিণী( স্ত্রীলিঙ্গ) । ধনাধিকৃত (বিশেষণ) ধন রক্ষার ভারপ্রাপ্ত। □ (বিশেষ্য) ধনাধ্যক্ষ; treasurer। ধনাধিকৃতা( স্ত্রীলিঙ্গ) । ধনাধিপ, ধনাধিপতি, ধনাধ্যক্ষ (বিশেষ্য) হিন্দুপুরান মতে কুবের; ধনের অধিপতি। ২ ধনবান ব্যক্তি। ধনাধিপা( স্ত্রীলিঙ্গ) । ধনাধ্যক্ষ (বিশেষ্য) ১ হিন্দুদেবতা কুবের। ২ কোষাধ্যক্ষ; ধন-ভাণ্ডারের ভারপ্রাপ্ত কর্মচারী; treasurer। ৩ তহবিলদার; খাজাঞ্চি; cashier। ধনাপহারী (-রিন্‌) (বিশেষণ) চোর। ধনাপহারিণী( স্ত্রীলিঙ্গ) । ধনার্চিত (বিশেষ্য), (বিশেষণ) ধন আছে বলে লোকে যাকে সম্মান করে; ধনী হিসেবে আদৃত; ধনাঢ্য। ধনার্চিতা( স্ত্রীলিঙ্গ) । ধনার্জন (বিশেষ্য) অর্থোপার্জন; রোজগার। ধনার্জিত (বিশেষণ) ধনের দ্বারা প্রাপ্ত; অর্থলব্ধ। ধনার্থী(-থিন্‌) (বিশেষণ) ধনের ভিক্ষুক; অর্থাভিলাষী; ধনাকাঙ্ক্ষী। ধনার্থিনী( স্ত্রীলিঙ্গ) । ধনেপ্রাণে মজা, ধনে প্রাণে মরা (ক্রিয়া) অর্ত ও জীবন দুইই নষ্ট হওয়া। ধনেশ্বর (বিশেষ্য)১ হিন্দুমতে কুবের। □ (বিশেষণ) ধন-স্বামী; ধনের অধিকারী। ধনৈষী(-ষিন্‌) (বিশেষণ) ধনকামী; মহাজন। {(তৎসম বা সংস্কৃত) √ধন্‌+ অ(অচ্‌)}
  • Bengali Word ধনি Bengali definition [ধোনি] (মধ্যযুগীয় বাংলা) (বিশেষ্য) ১ বালিকা; রমণী (তুমি হেন ধনি মাত্র না পাইমু এক-দৌলত উজির বাহরাম খান)। ২ যুবতী; সুন্দরী নারী (হে ধনি মানিনি-বিদ্যাপতি)। □ (বিশেষণ) ধন্য; প্রশংসনীয়; সাবাস (ধনি ধনি রমণি জনম ধরি তোর-বিদ্যাপতি)। {(তৎসম বা সংস্কৃত) ধনিকা> (প্রাকৃত) ধনিআ>}
  • Bengali Word ধনিক Bengali definition [ধোনিক্‌] (বিশেষ্য), (বিশেষণ) ১ ধনী; বিত্তশালী; ধনাঢ্য। ২ মহাজন; ঋণদাতা। ৩ পুঁজিপতি; যার অর্থে ব্যবসা-বাণিজ্য চলে; মূলধনদাতা; capitalist। শ্রমিক বিপরীতার্থক শব্দ। ধনিকা( স্ত্রীলিঙ্গ) । ধনিকতন্ত্র (বিশেষ্য) ধনিকদের দ্বারা পরিচালিত শাসনতন্ত্র; capitalism। ধনিকা (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) ধনিকের স্ত্রী। ২ সাধ্বী স্ত্রী। □ (বিশেষণ) সুন্দরী; যুবতী (হে ধনিকা, চলে যাও লীলায়িত গতি ভঙ্গিমায়-সৈয়দ মুর্তাজা আলী)। {(তৎসম বা সংস্কৃত) ধন+ইক (ঠন্‌)}
  • Bengali Word ধনিচা, ধঞ্চে, ধইঞ্চা Bengali definition [ধোনিচা, ধোন্‌চে, ধোইন্‌চা] (বিশেষ্য) শাখাবিশিষ্ট ছোট গাছবিশেষ। এর কাণ্ড জ্বালানিরূপে এবং এর পাতা পচিয়ে জমিতে সবুজ সার রুপে ব্যবহৃত হয় (গ্রামের বাহিরে ধঞ্চে ক্ষেতের ফসল কাটিয়া লওয়া হইয়াছে-বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়)। {(তৎসম বা সংস্কৃত) ধন্য/বৈজয়ন্তিকা>}
  • Bengali Word ধনিষ্ঠা Bengali definition [ধোনিশ্‌ঠা] (বিশেষ্য) (জ্যোতির্বিজ্ঞান) অশ্বিনী, ভরণী, কৃত্তিকা, রোহিণী প্রভৃতি সাতাশ নক্ষত্রের অন্যতম। {(তৎসম বা সংস্কৃত) ধনবৎ+ ইষ্ঠ+আ(টাপ্‌)}
  • Bengali Word ধনিয়া, ধনে Bengali definition [ধোনিয়া, ধোনে] (বিশেষ্য) রন্ধনের সুপরিচিত মসলাবিশেষ; coriander। {(তৎসম বা সংস্কৃত) ধন্যাক>}
  • Bengali Word ধনী ১ Bengali definition (-নিন) (বিশেষণ) ১ ধনবান; ঐশ্বর্যশালী; মহাজন। ২ দক্ষ; কুশল। ধনিনী( স্ত্রীলিঙ্গ) । {ধন+ইন্‌(ইনি)}
  • Bengali Word ধনী ২, ধনি(মধ্যযুগীয় বাংলা) Bengali definition (বিশেষণ) ১ যৌবন ধনে ধনী; যুবতী (ধরণীমণ্ডলে ধনী সূর্যকে ধেয়ান-ঘন)। ২ সৌন্দর্য ধনে ধনী; সুন্দরী (শিয়া ধনী অরিদল মাঝে নির্ভয়ে চলিলা-মাইকেল মধুসূদন দত্ত)।
  • Bengali Word ধনু, ধনুঃ Bengali definition [ধোনু, ধোনুহ্‌] (বিশেষ্য) ১ যা থেকে শর বা তীর নিক্ষেপ করা হয়; শরাসন; ধনুক; চাপ। ২ (জ্যোতির্বিজ্ঞান) দ্বাদশ রাশিচক্রের নবম রাশি; Sagittarius। ৩ চার হাত পরিমাণ। ৪ পিয়াল বৃক্ষ। ধনুঃকাণ্ড, ধনুষ্কাণ্ড (বিশেষ্য) শরাসন ও ধনুর্বাণ। ধনুঃপট (বিশেষ্য) পিয়াল বৃক্ষ। ধনুঃশর (বিশেষ্য) ধনুক ও শর। ধনুর্গুণ (বিশেষ্য) জ্যা; ধনুকের ছিলা (ফিরিতেছে ব্যাধ স্কন্ধে রক্ত ধনুর্গুণ-কাজী নজরুল ইসলাম)। ধনুর্দ্রুম (বিশেষ্য) যে বৃক্ষদ্বারা ধনুক তৈরি হয়; বাঁশ। ধনুর্ধর (বিশেষ্য) ১ যে তীর-ধনু নিয়ে যুদ্ধ করে; তীরন্দাজ (অরিদল মাঝে মাঝে ধনুর্ধর-মাইকেল মধুসূদন দত্ত)। □ (বিশেষণ) (ব্যঙ্গার্থ) অতিশয় দক্ষ; সুনিপুণ; বাহাদুর (জনৈক ধনুর্ধর ইংরেজী লেখক উপনীত হয়েছেন এই সিদ্ধান্তে যে-প্রথম চৌধুরী)। ধনুর্ধারী (বিশেষ্য), (বিশেষণ) ধনুক ধারণ করে এমন। ধনুর্বাণ (বিশেষ্য) ধনুক ও এর তীর (তুলেছে ধনুর্বাণ-আশরাফ সিদ্দিকী)। ধনুবির্দ্যা (বিশেষ্য) তীর–দনুক চালনা সম্বন্ধীয় বিদ্যা। ধনুর্বেদ (বিশেষ্য) বিশ্বামিত্র মুনি প্রণীত ধনুর্বিদ্যাশাস্ত্র। ধনুর্ভঙ্গপণ (বিশেষ্য) ১ রামায়ণোক্ত সীতার বিবাহে হরধনু ভঙ্গরুপ অতি কঠিন এবং প্রায় অসাধ্য পণ। ২ অতি কঠিন পণ; কঠিন প্রতিজ্ঞা। ধনুর্মার্গ (বিশেষ্য) ধনুকের ন্যায় বক্র। ধনুষ্কর, ধনুষ্মান (বিশেষ্য) ধনুর্ধারী। ধনুষ্কোটি (বিশেষ্য) ১ ধনুকের অগ্রভাগ। ২ সেতুবন্ধের নিকটস্থ হিন্দু তীর্থ। ধনুষ্টঙ্কার, ধনুষ্টংকার (বিশেষ্য) ১ ধনুকের আকর্ষণের পর ছেড়ে দিলে যে শব্দ হয়; ধনুকের ছিলার শব্দ (ধনুষ্টঙ্কারের ভয়াবহ স্বনে শিবিরস্থ লোক সকলের হৃৎকম্প উপস্থিত হইল-মাইকেল মধুসূদন দত্ত)। ২ রোগবিশেষ; ঐ রোগে শরীর ধনুকের মতো বেঁকে যায়; খিঁচুনি; আক্ষেপ রোগ; tetanus। ধনুষ্পাণি (বিশেষণ) ধনুকধারী। রংধনু, মেঘধনু, রামধনু, ইন্দ্রধনু, শক্রধনু (বিশেষ্য) বৃষ্টির সময়ে সূর্য বা চাঁদের বিপরীত দিকে আকাশে যে বিচিত্র রঙের ধনুকের মতো দেখা যায়। {(তৎসম বা সংস্কৃত) √ধন+উ, উস্‌}
  • Bengali Word ধনুক Bengali definition [ধোনুক্‌](বিশেষ্য) ধনুর বাংলা চলতি রূপ; যার সাহায্যে তীর নিক্ষেপ করা হয়। ধনুকধারী (বিশেষণ) তীর ধনুক নিয়ে যুদ্ধ করে বা শিকার করে এমন। ধনুকভাঙ্গা পণ (বিশেষ্য) অতি কঠোর পণ বা প্রতিজ্ঞা। {(তৎসম বা সংস্কৃত) ধনুঃ+বা./(হিন্দি) ক}
  • Bengali Word ধনুখা, ধনুখরা Bengali definition [ধোনুখা, ধোনুখরা](বিশেষ্য) তুলা ধুনবার ধনুকাকৃতির হাতিয়ার বা যন্ত্রবিশেষ। {ধনু+ খরা>}
  • Bengali Word ধনে Bengali definition ⇒ ধনিয়া
  • Bengali Word ধনেশ Bengali definition [ধনেশ্‌] (বিশেষ্য) ১ হিন্দুমতে ধনদেবতা কুবের। ২ দীর্ঘ ঠোঁটবিশিষ্ট পাখিবিশেষ; ধনেশ পাখি; hornbill (এই অরণ্যভূমিতে অগণ্য ময়ূর কুক্কুট ধনেশ পক্ষী দল বাঁধিয়া বিচরণ করিত-ইসমাইল হোসেন শিরাজী)। □ (বিশেষণ) মহাধনী; বহুধনের অধিকারী; ধনবান। {(তৎসম বা সংস্কৃত) ধন+ ঈশ; ৬ তৎপুরুষ সমাস}
  • Bengali Word ধনেশ্বর Bengali definition [ধনেশ্‌শ্‌র](বিশেষ্য) ধনের ঈশ্বর; প্রচুর বিত্তবান। ২ হিন্দু ধনদেবতা কুবের। {(তৎসম বা সংস্কৃত) ধন+ ঈশ; ৬ তৎপুরুষ সমাস}
  • Bengali Word ধন্দ, ধন্ধ Bengali definition [ধন্‌দো, ধন্‌ধো] (বিশেষ্য) ১ ধাঁধা; সন্দেহ; ধোঁকা; দৃষ্টিভ্রম (ইউসুফের রূপ দেখে ধন্দ বড় লাগে-ফকির গরীবুল্লাহ)। ২ সাংসারিক ভাবনা-চিন্তা (সংসার ধন্ধ)। □ (বিশেষণ) মিথ্যা (ধন্ধ পথ ভাঙ্গি গুরু দেখাইল পথে-শেখ ফয়জুল্লাহ)। ধন্ধিত (বিশেষণ) ধাঁধা লেগেছে এমন। {(তৎসম বা সংস্কৃত) দ্বন্দ্ব>}
  • Bengali Word ধন্দা Bengali definition [ধন্‌দা]((মদ্যযুগীয় বাংলা)) বি ধাঁধা; সংশয়; সন্দেহ; ভ্রম (মঝু মনে লাগল ধন্দা-বিদ্যাপতি)। {(তৎসম বা সংস্কৃত) দ্বন্দ্ব>}
  • Bengali Word ধন্ধ Bengali definition ⇒ ধন্দ
  • Bengali Word ধন্না, ধরনা, ধর্না Bengali definition [ধন্‌না, ধর্‌না, ধর্‌না] (বিশেষ্য) ১ অবলম্বন; ধারণ; আশ্রয়করণ। ২ যে কাঠের উপর ঘরের ভিতরের ছাদ (ceiling) থাকে; আড়া; কড়ি (পাইনের থাম, পাইনের তক্তার বেড়া, পাইনের ঘন ঘন ধরনা-ইব্রাহীম খাঁ, প্রিন্সিপাল)। ৩ অভীষ্ট লাভের জন্য কারও দরজায় অনাহারে অনিদ্রায় পড়ে থাকার চেষ্টা; হত্যা দেওয়া (সে সাহেবের বাসায় প্রত্যহ ধন্না দেয়)। ২ ঢেঁকিতে পাড় দেওয়ার সময়ে বা সাঁকো পার হওয়ার সময়ে যে বাঁশ ধরা হয়। ধন্না দেওয়া, ধরনা দেওয়া (ক্রিয়া) কোনো কামনা পূর্ণ না হওয়া পর্যন্ত কোথাও পড়ে থাকা (একদিন রাখাল আসিয়া রাজ দুয়ারে ধর্ণা দিল-দমু)। {(তৎসম বা সংস্কৃত) ধরণ>ধরনা>ধন্না}
  • Bengali Word ধন্ব Bengali definition ⇒ ধন্বা