Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word থাকবস্তি Bengali definition [থাক্‌বোস্‌তি] (বিশেষ্য) জমির সীমা প্রভৃতি নির্ধারণ বা স্থিরীকরণ। {(হিন্দি) থোকবস্ত}
  • Bengali Word থাকা Bengali definition [থাকা] (ক্রিয়া) ১ বসবাস করা (সে ঢাকায় থাকে)। ২ কাটানো; অবস্থান করা (বাহিরে বা ঘরে থাকা)। ৩ বেঁচে বা জীবিত থাকা (বাপ থাকতে ভাবনা কি?)। ৪ কাল যাপন করা; দিন কাটানো (দুঃখে-কষ্টে থাকা)। ৫ দখলে থাকা (জমি বা সম্পত্তি থাকা)। ৬ টেঁকা; (মন) বসা (সংসারে মন থাকা)। ৭ উপস্থিত বা বর্তমান বা বিদ্যমান থাকা (তুমি থাকলে ভালোই হতো)। ৮ রক্ষা পাওয়া; বাঁচা; রক্ষিত বা পালিত হওয়া (জীবন থাকা; কথা বা মন থাকা)। ৯ জমা রহা (টাকা থাকে না, কথা থাকে)। ১০ স্মরণ থাকা (তোমার কথা মনে থাকবে)। ১১ প্রতিষ্ঠিত বা ঠিক থাকা (ধর্ম বা জাতি থাকা)। ১২ পড়ে বা বসে থাকা (তুমিই বা আর থাক কেন)। ১৩ যুক্ত থাকা (আমি কোনো কথায় থাকতে চাইনে)। ১৪ অভ্যস্ত হওয়া (আমি রোজ হেঁটে থাকি)। ১৫ সঙ্গে বা একসঙ্গে থাকে। ১৬ বর্জন করা; বাদ দেওয়া (ও কথা এখন থাক, সে থাক তুমিই বল)। □ (বিশেষ্য) উক্ত সকল অর্থে। থাকাথাকি (বিশেষ্য) ১ অবস্থান; বর্তমানতা। ২ থাকা ও না থাকা; অবস্থিতি ও গমন। থেকে থেকে/থাকিয়া থাকিয়া (ক্রিয়াবিশেষণ) কিছু সময় পর পর; মধ্যে মধ্যে। অন্ধকারে থাকা, ঘুমিয়ে/ঘুমাইয়া থাকা (ক্রিয়া) ((আলঙ্কারিক)) অজ্ঞ বা অজ্ঞাত থাকা; না জানা। ডুবে থাকা/ডুবিয়া থাকা (ক্রিয়া) ১ আচ্ছন্ন বা মগ্ন বা অভিভূত হয়ে থাকা (মদে ডুবে থাকা)। ২ অত্যন্ত অভিভূত বা ভারাক্রান্ত হওয়া (বেদনায় ডুবে থাকা)। {√থাক্‌+ আ}
  • Bengali Word থাকানো Bengali definition [থাকানো] (ক্রিয়া) থাক্‌ ধাতুর ণিজন্ত রূপ। অন্যকে অবস্থান করানো। {(বাংলা) √থাক্‌+ আনো}
  • Bengali Word থাতা Bengali definition [থাতা] (ক্রিয়া) রাখা; স্থিত করা; শান্ত করা। {(তৎসম বা সংস্কৃত) √স্থা}
  • Bengali Word থাতানো Bengali definition [থাতানো] (ক্রিয়া) ১ সুস্থিরকরণ; থিতানো। ২ শান্ত করা। {(তৎসম বা সংস্কৃত) স্থিত> থিত+ আনো>}
  • Bengali Word থাতামুথা, থাতামুতা Bengali definition [থাতামুথা, থাতামুতা] (বিশেষ্য) ১ ঘাসপাতা। ২ অতি সামান্য; কোনোরূপে সামান্য ঠেকা দেওয়া। ৩ মিথ্যা আশ্বাস। ৪ কোনো প্রকারে কার্যসাধন চেষ্টা; সংক্ষেপ (থাতামুতা দিয়ে কাজ হবে না)। {পাতা> থাতা+ মোথা (ঘাসের শিকড়)> মুথা> মুতা}
  • Bengali Word থান ১ Bengali definition [থান্‌] (বিশেষণ) ১ অখন্ড; গোটা; আস্ত (আবার উড়তে লাগল থান ইট-সৈয়দ শামসুল হক)। ২ পাড়শূন্য (থান কাপড়)। □ (বিশেষ্য) একবারে বোনা বস্ত্রখণ্ড; অখণ্ড বস্ত্র (জামার থান)। ২ পাড়শূন্য সাদা ধুতি (হঠাৎ দেখি এক চোখ ঝলসানো সুন্দরী, বিধবার থান পরে-সৈয়দ মুজতবা আলী)। ৩ জমাট (চারিধারে রক্ত জমিয়া থান বাঁধিয়াছে-মউআ)। ৪ জমাট খণ্ড (এই রস দিয়ে রোজ ভোরে হয় পাটলি গুড়ের থান-বন্দে আলী মিয়া)। {(তৎসম বা সংস্কৃত) স্তবক> থান}
  • Bengali Word থান ২ Bengali definition [থান্‌] (বিশেষ্য) ১ স্থান; আশ্রয়; নীড় (নদী তীরে ওরা পাতার কুটীরে গড়েছে সুখের থান-জসীমউদ্‌দীন)। ২ পীঠস্থান; তীর্থস্থান (বাবার থান)। ৩ নিকট; ঠাঁই (ধর্ম থানে পাইব মুকতি-রামাই পণ্ডিত [শূন্য পুরাণ])। {(তৎসম বা সংস্কৃত) স্থান>
  • Bengali Word থানকুনি, থানকুঁড়ি, থালকুঁড়ি Bengali definition [থান্‌কুনি, থানকুঁড়ি, থাল্‌কুঁড়ি] (বিশেষ্য) ঔষধে ও ব্যঞ্জনে ব্যবহৃত শাকবিশেষ। {(তুলনীয়) ও. থলকুঁড়ি; (তৎসম বা সংস্কৃত) মাণ্ডুকপণী}
  • Bengali Word থানা Bengali definition (বিশেষ্য) ১ অবস্থান বা বাসস্থল; আশ্রয়স্থান (সৈন্যের থানা)। ২ সৈন্য সমাবেশ; ছাউনি; শিবিরে সন্নিবেশ (চারিধার ঘিরিয়া রাজকটকের থানা-দক্ষিণারঞ্জন মিত্রমজুমদার)। ৩ পুলিশের দপ্তর; কোতোয়ালি। থানাজাত (বিশেষণ) অবস্থানরত; আস্তানা গেড়ে আছে এমন (থানাজাতে সৈন্য মুরচাবন্দি করিয়া-রাজশেখর বসু (পরশু))। থানাদার (বিশেষ্য) পুলিশ থানার ভারপ্রাপ্ত কর্মচারী, বড় দারোগা, পুলিশের সাব-ইন্সপেক্টর। থানা দেওয়া (ক্রিয়া) ১ যুদ্ধ করার জন্য সসৈন্যে অবস্থান বা অবরোধ করা (থানা দিয়া পূর্ব্ব দ্বারে-মাইকেল মধুষূদন দত্ত)। থানা পুলিশ করা (ক্রিয়া) ১ সাহায্য লাভের জন্য পুনঃপুন ও বারংবার থানায় যাওয়া আসা। ২ মামলা মোকদ্দমা করা। {স্থান> থান+(বাংলা) আ}
  • Bengali Word থাপ Bengali definition [থাপ্‌] (বিশেষ্য) করতলের চাপ; থাবড়া; চাপড়। □ (ক্রিয়া) রাখা; স্থাপন করা। {(তৎসম বা সংস্কৃত) স্থাপি> (প্রাকৃত) থপ্‌প>}
  • Bengali Word থাপক (মব.) Bengali definition [থাপোক্‌] (বিশেষণ) প্রতিষ্ঠাতা; স্থাপনকারী। {(তৎসম বা সংস্কৃত) স্থাপক>}
  • Bengali Word থাপন ((মধ্যযুগীয় বাংলা)) Bengali definition [থাপোন্‌] (বিশেষ্য) ১ স্থাপন; প্রতিষ্ঠা কেরিলা থাপন-রামাই পণ্ডিত [শূন্য পুরাণ]। ২ মাটিতে হাতের ভর দিয়ে (থ্যাবড়া মেরে) বসা। {(তৎসম বা সংস্কৃত) স্থাপন>}
  • Bengali Word থাপরি Bengali definition [থাপ্‌রি] (বিশেষ্য) করতালি (পাছে পাছে শিশুগণে থাপরি বাজাএ-হবি)। {থাপর+ই}
  • Bengali Word থাপি, থাপী Bengali definition [থাপি] (বিশেষ্য) (কুম্ভকারদের কাদা পেটার অথবা ছাদ পেটার) যে পিটনা দিয়ে হাঁড়ি-কলসির কাদা বা ছাদ পেটানো হয়। {(তুলনীয়) (হিন্দি) থাপি}
  • Bengali Word থাপ্পড় Bengali definition ⇒ থাপড়
  • Bengali Word থাপড়, থাপ্পড়, থাপড়া, থাবড়, থাবড়া Bengali definition [থাপোড়্‌. থাপ্‌পড়্‌, থাপ্‌ড়া, থাবোড়্‌, থাব্‌ড়া] (বিশেষ্য) ১ চড়; করতল-প্রহার; চপেটাঘাত (আমিও তখন থাপ্পড়ের চোটে তার দুলালী বেড়াল-বাচ্চাকে ত্রি-ভূবন দেখিয়ে দিতাম-কাজী নজরুল ইসলাম; আমিও বাগিয়ে থাপড়-কাজী নজরুল ইসলাম; দুই বাচ্চাকে দুই থাপ্পড় দিয়ে ছাড়িয়ে দিন-ইব্রাহীম খাঁ, প্রিন্সিপাল)। ২ থাবা (দিদিমা তাই থাবড়া মেরে ধ্যাবড়া করেছেন- নই)। থাবড়ানো, থাপড়ানো (ক্রিয়া) থাপ্পড় বা চড় মারা; চপেটাঘাত করা। {(প্রাকৃত) থপ্প> (বাংলা) থাপড়}
  • Bengali Word থাপয়ে ((ব্রজবুলি)) Bengali definition [থাপোয়ে] (ক্রিয়া) স্থাপন করে; রেখে (থাপয়ে চিত-বিদ্যাপতি)। {(তৎসম বা সংস্কৃত) √স্থাতি>}
  • Bengali Word থাবা Bengali definition [থাবা] (বিশেষ্য) ১ চতুষ্পদ জন্তুর সম্মুখস্থ পদদ্বয়; পদতল। ২ পাঞ্জা; করতল। ৩ করতলে যে পরিমাণ ধরে (এক থাবা মাটি)। থাবা দেওয়া, থাবা মারা (ক্রিয়া) ১ থাবানো। ২ জবরদস্তি করে কিছুটা তুলে নেওয়া। থাবানো (ক্রিয়া) থাবা দিয়ে আঘাত করা। □ (বিশেষ্য) (বিশেষণ) উক্ত অর্থে। {(তৎসম বা সংস্কৃত) স্থাপ> থাপ> থাব+আ}
  • Bengali Word থাবড়, থাবড়া Bengali definition ⇒ থাপড়
  • Bengali Word থাবড়ি Bengali definition [থাব্‌ড়ি] (বিশেষ্য) ১ দুই করতলের উপর ভর দিয়ে মাটিতে সমস্ত দেহভার স্থাপন করে উপবেশন; squatting। ২ থাবা। ৩ ঝাঁপিয়ে পড়ে থাবা দিয়ে গ্রহণ (থাবড়ি মেরে নেওয়া)। থাবড়ানো, থাপড়ানো (ক্রিয়া) ২ চড় মারা। ২ ধমক দেওয়া। ৩ শাসন করা। {(তৎসম বা সংস্কৃত) স্থপুট>}
  • Bengali Word থাম, থাম্বা, খাম্বা Bengali definition [থাম্‌, থাম্‌বা, খাম্‌বা] (বিশেষ্য) ১ স্তম্ভ; খুঁটি। ২ অবলম্বন। {(তৎসম বা সংস্কৃত) স্তম্ভ>(প্রাকৃত) থম্ব>}
  • Bengali Word থামা Bengali definition [থামা] (ক্রিয়া) ১ অগ্রসর না হওয়া; নিশ্চল হওয়া (ট্রেন থামল)। ২ চুপ করা; নীরব হওয়া (থামো, বাজে কথা বোলো না)। ৩ বিরত বা ক্ষান্ত হওয়া (কান্না থামাও)। ৪ নিবৃত্ত বা নিরন্ত হওয়া (এখনই থামলে কেন)। ৫ বন্ধ বা রোধ হওয়া (বৃষ্টি থামা)। ৬ ব্যস্ত না হওয়া; বিলম্ব করা; সবুর করা (থামো, দেখি কী হয়)। □ (বিশেষ্য) (বিশেষণ) উক্ত সকল অর্থে। থামানো (ক্রিয়া) ১ গতিরোধ করা; নিস্তব্ধ করা। ২ নীরব করানো। ৩ ক্ষান্ত বা বন্ধ করা। ৪ শান্ত বা ঠাণ্ডা করা; সান্ত্বনা দেওয়া। □ (বিশেষ্য) (বিশেষণ) উক্ত সকল অর্থে। {(তৎসম বা সংস্কৃত) √স্তন্‌ভ্‌>}
  • Bengali Word থামাল Bengali definition [থামাল্‌] (বিশেষ্য) ১ একটানা সোজাসুজি গাঁথনি; খাড়া গাঁথনি। ২ থামের আগা। {মাথাল> (বর্ণ বিপর্যয়ে) থামাল}
  • Bengali Word থাম্বা Bengali definition ⇒ থাম
  • Bengali Word থার ((ব্রজবুলি)) Bengali definition [থার্‌] (বিশেষ্য) থাল; থালা (যো কিছু রহল থার পর-গোবিন্দদাস)। {(তৎসম বা সংস্কৃত) স্থাল> (প্রাকৃত) থাল> থার}
  • Bengali Word থারমোমিটার, থার্মোমিটার Bengali definition [থার্‌মোমিটার্‌] (বিশেষ্য) দেহতাপ নির্ণয়কারী বৈজ্ঞানিক যন্ত্র; তাপমান যন্ত্র (ঋতুগত থারমোমিটারের পারার মত-কালীপ্রসন্ন সিংহ)। {(ইংরেজি) thermometer}
  • Bengali Word থারি, থারী Bengali definition [থারি] (বিশেষ্য) ((পদ্যে ব্যবহৃত)) ছোট থালা; থালি; স্থালী; পাত্রবিশেষ (ডাহিন হাতে বহে ফাগের থারি-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) স্থালী> থারী>}
  • Bengali Word থার্ড Bengali definition [থার্‌ড] (বিশেষ্য) তৃতীয়। থার্ড ক্লাস (বিশেষ্য) তৃতীয় শ্রেণি; রেলগাড়ির তৃতীয় শ্রেণির কামরা (থার্ড ক্লাসের পা-দানিতে ফের স্থান পেল-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। {(ইংরেজি) third class}
  • Bengali Word থার্মোমিটার Bengali definition থারমোমিটার