Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word ইসমে আজম, এছমে আজম Bengali definition [ইস্‌মে আজম্, এছ্‌মে আজম্‌] (বিশেষ্য) মহানাম যা পাঠ করলে অলৌকিক কার্য সম্পাদন করা যায় (এছমে আজম তুমি পড় তিন বার, এখন বুঝিয়া নিবে কুদরত আল্লার-সৈয়দ হামজা; এসমে আজম এনে মৃত মুসলিমে তুই কর সজীব-কাজী নজরুল ইসলাম)। {(আরবি) ইসম-ই-আজম }
  • Bengali Word ইসরাফিল, ইস্রাফিল Bengali definition [ইস্‌রাফিল্] (বিশেষ্য) চারজন শ্রেষ্ঠ ফেরেশতার অন্যতম যাঁর শিঙার ফুৎকারে কেয়ামত হবে (বাজে নবসৃষ্টির উল্লাসে ইস্‌রাফিলের শিঙা-কাজী নজরুল ইসলাম; ইস্রাফিলের শিঙা বাজে-জসীমউদ্‌দীন)। {(আরবি) ইসরাফীল }
  • Bengali Word ইসলাম, এসলাম Bengali definition [ইস্‌লাম্, এস্‌লাম্‌] (বিশেষ্য) ১ প্রাকৃতিক শান্তির ধর্ম-হজরত (সা.) একে পূর্ণতা দান করে প্রচার করেন। ২ আল্লাহর নিকট আত্মসর্মপণ। ইসলামিয়াত (বিশেষ্য) ইসলাম ধর্ম সম্পর্কীয় শাস্ত্র। ইসলামি, ইসলামিক (বিশেষণ) ১ ইসলাম সম্বন্ধীয় (ইসলামি কেতাব)। ২ ইসলামের বিধি অনুযায়ী। {(আরবি) ইস্‌লমা }
  • Bengali Word ইসলাহ্ Bengali definition [ইস্‌লাহ্] (বিশেষ্য) ১ সংশোধন; সংস্কার। ২ বিশুদ্ধি। {(আরবি) ইস্‌লাহ}
  • Bengali Word ইসা Bengali definition ঈসা
  • Bengali Word ইসাদি Bengali definition ইশাদি
  • Bengali Word ইসারা Bengali definition ইশারা
  • Bengali Word ইস্কাপন Bengali definition ইশ্‌কাপন
  • Bengali Word ইস্কুল Bengali definition স্কুল
  • Bengali Word ইস্ক্রু, স্ক্রুপ Bengali definition [ইস্‌ক্রু, ইস্‌ক্রুপ্] (বিশেষ্য) ধাতুর তৈরি প্যাঁচ যুক্ত কীলকবিশেষ; প্যাঁচকাটা পেরেক। স্ক্রুপের প্যাঁচ, স্ক্রুপের পাক (বিশেষ্য) ১ (আলঙ্কারিক) কুটিল ও বক্র মনোভাব। ২ কুটিল লোকের চক্রান্ত। {(ইংরেজি), screw, ওল. schroef}
  • Bengali Word ইস্তক, ইস্তেক Bengali definition [ইস্‌তক্, ইস্‌তেক্‌] (অব্যয়) পর্যন্ত; অবধি (মা-ঠাকরণ বেহস্ত পাওয়া ইস্তক-রাজশেখর বসু (পরশু); কুরঙ্গ ইস্তক সবে নাচএ গোচর-দৌলত উজির বাহরাম খান; ইস্তেক কোটপাতলুনে একাধিক চামড়ার তালি-সৈয়দ মুজতবা আলী)। ২ এমনকি (ইয়ারবক্সী ইস্তেক পাদ্রী সায়েব কারো কথায় কান দিলেন না-সৈয়দ মুজতবা আলী)। ৩ থেকে। □ (বিশেষ্য) তাস খেলায় রঙের সাহেব বিবি (ইস্তক বিন্তি)। ইস্তক নাগাদ (ক্রিয়াবিশেষণ) বরাবর; প্রথম থেকে শেষ পর্যন্ত; আগাগোড়া (বাবা আদমের কাল থেকে ইস্তক নাগাদ নাকি আমরা ঐ দাসী বৃত্তিই করে আসছি-কাজী নজরুল ইসলাম; মানুষেরা ঠিক ওই কথাই তোমাকে বলছে ইস্তকনাগাদ-অবনীন্দ্রনাথ ঠাকুর)। ইস্তক জুতা সেলাই নাগাদ চণ্ডী পাঠ-সংসারের ছোটবড়ো সব রকমের কাজ। {(হিন্দি) ইসতক্}
  • Bengali Word ইস্তফা, ইস্তাফা, এস্তফা Bengali definition [ইস্‌তফা, ইস্‌তাফা, এস্‌তফা] (বিশেষ্য) ১ কর্মত্যাগ; জবাব; চাকরি ইত্যাদি পরিত্যাগ (কাজকর্মে ইস্তফা দিয়ে-সৈয়দ মুজতবা আলী)। ২ ক্ষান্তি; সমাপ্তি; শেষ (লেখা-পড়ায় ইস্তফা দেওয়া-রাজশেখর বসু (পরশু))। ৩ ক্ষমা। {(আরবি) ইস্‌তি ‘(ফারসি)’}
  • Bengali Word ইস্তলাহ, এস্তেলাহ Bengali definition [ইস্‌তিলাহ্, এস্‌তিলাহ্‌] (বিশেষ্য) পারিভাষিক শব্দ। ইস্তিলাহি (বিশেষণ) পারিভাষিক। {(আরবি) বহুব ইস্‌তিলাহ্‌; একব ইস্তিলাহাত }
  • Bengali Word ইস্তাহার Bengali definition ইশতাহার
  • Bengali Word ইস্তিগফার Bengali definition [ইস্‌তিগ্‌ফার্] (বিশেষ্য) আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা। {(আরবি) ইস্তগ্‌ফার }
  • Bengali Word ইস্তিনজা Bengali definition এস্তেনজা
  • Bengali Word ইস্তিমাল Bengali definition এস্তেমাল
  • Bengali Word ইস্তিরি, ইস্ত্রি Bengali definition [ইস্‌তিরি] (বিশেষ্য) ১ ধোওয়া ও কোঁচকানো জামা-কাপড় সোজা ও মসৃণ করার জন্য ধাতব তৈরি যন্ত্রবিশেষ। ২ ধোওয়া ও কোঁচকানো জামা কাপড় সোজা ও মসৃণ করা কার্য। ইস্তিরি করা (ক্রিয়া)। {(পর্তুগিজ) estirar}
  • Bengali Word ইস্তেক Bengali definition ইস্তক
  • Bengali Word ইস্তেকবাল, এস্তেকবাল Bengali definition [ইস্‌তেক্‌বাল্, এস্‌তেক্‌বাল্‌] (বিশেষ্য) অভ্যর্থনা; অভিনন্দন (গেস্ট-অব-অনারের ইস্তেকবালের জন্য ইন্তেজার করিতেছেন-আবুল মনসুর আহমদ)। {(আরবি) ইস্তিক্‌বাল }
  • Bengali Word ইস্তেমাল Bengali definition এস্তেমাল
  • Bengali Word ইস্ত্রি Bengali definition ইস্তিরি
  • Bengali Word ইস্পাত Bengali definition [ইশ্‌পাত্] (বিশেষ্য) অঙ্গারক ইত্যাদি দ্বারা কঠিনীকৃত লোহা; শক্ত লোহা; steel । {(পর্তুগিজ) এসপাদা espada; (ইংরেজি) steel}
  • Bengali Word ইস্পিরিট, স্পিরিট Bengali definition [ইস্‌পিরিট্] (বিশেষ্য) ১ সুরাসার; কোহল; আরক। ২ তেজ; বীর্য; জীবনীশক্তি (লোকটার স্পিরিট নাই)। ৩ উৎসাহ। ৪ তাৎপর্য; সার। (কথার স্পিরিট)। {(ইংরেজি) spirit}
  • Bengali Word ইস্প্রিং Bengali definition স্প্রিং
  • Bengali Word ইস্প্রিং, স্প্রিং Bengali definition [ইস্‌পিরিঙ্] (বিশেষ্য) যন্ত্রাদি চালু রাখার কাজে ব্যবহৃত ধাতুর তৈরি কুণ্ডলীকৃত স্থিতিস্থাপক লোহার তারের বলয়বিশেষ (একটা) স্প্রিং অনবরত তার পেছনে থেকে তাকে গুঁতো মেরেছে-কাজী নজরুল ইসলাম)। {(ইংরেজি) spring}
  • Bengali Word ইস্রাফিল Bengali definition ইসরাফিল
  • Bengali Word ইস্লামিক Bengali definition ইসলাম
  • Bengali Word ইহ Bengali definition [ইহ্] (অব্যয়) ১ এই স্থানে; এই জগতে; এইকালে। □ (বিশেষ্য) উপস্থিত; বর্তমান; এই (ছাড় ইহ বাত-গোবিন্দদাস)। ইহকাল (বিশেষ্য) জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সময়; জীবিতকাল; এই জন্ম। ইহজগৎ, ইহলোক, ইহসংসার (বিশেষ্য) এই পৃথিবী; মর্ত্যলোক; এই সংসার। ইহজন্ম, ইহজীবন (বিশেষ্য) জীবনকাল; বর্তমান জীবন। {(তৎসম বা সংস্কৃত) ইদম্>}
  • Bengali Word ইহরাম Bengali definition এহরাম