Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word অসাধ্য Bengali definition [অশাদ্‌ধো] (বিশেষণ) ১ করতে পারা যায় না এমন; চেষ্টার অতীত। ২ অপ্রতিকার্য। অসাধ্য সাধন (বিশেষ্য) অসম্ভবকে সম্ভব করা; অসাধ্য কার্য সম্পাদন। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+সাধ্য; (নঞ্‌ তৎপুরুষ সমাস )}
  • Bengali Word অসান Bengali definition [অশান্] (বিশেষণ) অসাড়; নিঃসাড়, চেতনাশূন্য (চুম্বিয়া অসান মুখ দেয় চুপে নীরব বিদায় -দেবেন্দ্রনাথ সেন)। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+সান (সংজ্ঞা=জ্ঞান); (নঞ্‌ তৎপুরুষ সমাস)}
  • Bengali Word অসাবধান Bengali definition [অশাব্‌ধান্] (বিশেষণ) ১ অসতর্ক; অনবধান। ২ অমনোযোগী; অনবহিত। অসাবধানতা (বিশেষ্য) {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+সাবধান; (নঞ্‌ তৎপুরুষ সমাস)}
  • Bengali Word অসাব্যস্ত Bengali definition [অশাব্‌বোস্‌তো] (বিশেষণ) ১ ধার্য বা স্থির হয়নি এমন (অসাব্যস্ত বিবাহ তার-সদা)। ২ মীমাংসিত হয়নি এমন; অনির্ধারিত; অনির্ণীত। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+সাব্যস্ত; (নঞ্‌ তৎপুরুষ সমাস)}
  • Bengali Word অসামঞ্জস্য Bengali definition [অশামোন্‌জোশ্‌শো] (বিশেষ্য) ১ অসঙ্গতি; ঔচিত্যের অভাব। ২ অমিল। অসমঞ্জস বিণ। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+সামঞ্জস্য; ( নঞ্‌ তৎপুরুষ সমাস)}
  • Bengali Word অসামর্থ্য Bengali definition অসমর্থ
  • Bengali Word অসামাজিক Bengali definition [অশামাজিক্] (বিশেষণ) ১ সমাজবহির্ভূত। ২ কারও সঙ্গে মেশে না এমন; অমিশুক। ৩ অভদ্র; অসভ্য। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+সামাজিক; (নঞ্‌ তৎপুরুষ সমাস)}
  • Bengali Word অসামান্য Bengali definition [অশামান্‌নো] (বিশেষণ) ১ অসাধারণ; সমান নেই এমন; অতুল্য (যে সকল অসমান্য কার্য করিয়া গিয়াছেন-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ অলৌকিক। ৩ অল্প নয় এমন; বিলক্ষণ। অসামান্যতা (বিশেষ্য) {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+সামান্য; (নঞ্‌ তৎপুরুষ সমাস)}
  • Bengali Word অসামাল Bengali definition [অশামাল্] (বিশেষণ) ১ সামলানো যায় না এমন; বেসামাল; অসংবৃত। ২ বেগ ধারণে অক্ষম। ৩ অসর্তক।{অ(নঞ্)+সামাল; (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word অসাম্প্রদায়িক Bengali definition [অশাম্‌প্রোদায়িক্] (বিশেষণ) ১ দলনিরপেক্ষ; সম্প্রদায়ভিত্তিক নয় এমন; সর্বজনীন। ২ সাম্প্রদায়িক চেতনাহীন; দলাদলিশূন্য; উদার। অসাম্প্রদায়িকতা (বিশেষ্য) {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+ সাম্প্রদায়িক; (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word অসাম্য Bengali definition [অশাম্‌মো] (বিশেষ্য) ১ অসমতা। ২ সাদৃশ্যের অভাব। ৩ অমিল। ৪ একতার অভাব। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+সাম্য; (নঞ্ ‌ তৎপুরুষ সমাস)}
  • Bengali Word অসাময়িক Bengali definition [অশামোয়িক্] (বিশেষণ) ১ সময়ের উপযোগী নয় এমন। ২ অকালীন; অকালিক (এই অসাময়িক বৃষ্টির জন্য জওয়াবদিহি করিতে হইবে-রবীন্দ্রনাথ ঠাকুর)। অসাময়িকী স্ত্রী। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+সাময়িক; (নঞ্‌ তৎপুরুষ সমাস)}
  • Bengali Word অসার Bengali definition [অশার্] (বিশেষণ) ১ সারহীন। ২ তুচ্ছ; নিকৃ্ষ্ট; অপদার্থ; বাজে। ৩ মিথ্যা। ৪ ফোঁপড়া; ভিতরে শূন্য এমন (অসার কাষ্ঠ)। অসারত্ব, অসারতা (বিশেষ্য) {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+সার; (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word অসাড় Bengali definition [অশাড়্‌] (বিশেষণ) ১ অনুভূতিহীন; চেতনাহীন; সংজ্ঞাহীন (এই অসাড় প্রকৃতির বুকে আমরাও অসাড় হইয়া ঘুমাইয়াছিলাম-শেহা)। ২ অবশ; শক্তিহীন (এর অসাড় জিভে কথা ফোটাতে পারেন না-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। ৩ বোধশক্তিহীন (অসাড় দেহ)। অসাড়তা (বিশেষ্য) অসাড়ের ভাব (এমন একটা শুষ্ক অসাড়তার সঞ্চার হইয়াছে-রবীন্দ্রনাথ ঠাকুর)। অসাড়ে (ক্রিয়া বিশেষণ) ১ অসাড় অবস্থায়। ২ অজ্ঞাতসারে। {অ(নঞ্)+সাড়; (বহুব্রীহি সমাস); (নঞ্‌ তৎপুরুষ সমাস)}
  • Bengali Word অসি ১ Bengali definition [ওশি] (বিশেষ্য) ১ তলোয়ার; তরকারি। ২ অস্ত্রবল। অসি- চর্যা (বিশেষ্য) ১ অসিচালন শিক্ষা। ২ অসিচালনা। অসিচালনা (বিশেষ্য) তরকারি চালনা। অসিপত্র (বিশেষ্য) অসির মতন তীক্ষ্ণ পত্রযুক্ত বৃক্ষ; ইক্ষু। ২ তরবারির খাপ। অসিযুদ্ধ (বিশেষ্য) তরবারির সাহায্যে লড়াই। {(তৎসম বা সংস্কৃত) √অস্+ই(ইন্)}
  • Bengali Word অসি ২ Bengali definition অছি
  • Bengali Word অসিত Bengali definition [অশিত্] (বিশেষ্য) কৃষ্ণবর্ণ। □ (বিশেষণ) শ্যামল; কৃষ্ণবর্ণ বিশিষ্ট। অসিত স্ত্রী.। অসিতপক্ষ (বিশেষ্য) কৃষ্ণপক্ষ। অসিতবর্ণ (বিশেষ্য) কৃষ্ণবর্ণ। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+সিত; (নঞ্‌ তৎপুরুষ সমাস)}
  • Bengali Word অসিদ্ধ Bengali definition [অশিদ্‌ধো] (বিশেষণ) সিদ্ধ হয়নি এমন; অপক্ব; কাঁচা। ২ অর্ধসিদ্ধ। ৩ অসম্পূর্ণ; অসমাপ্ত। ৪ অসফল; ব্যর্থ; বিফল। ৫ প্রমাণ বা যুক্তি দ্বারা সমর্থিত নয় এমন। অসিদ্ধি (বিশেষ্য) অসাফল্য; ব্যর্থতা। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+সিদ্ধ; (নঞ্‌ তৎপুরুষ সমাস)}
  • Bengali Word অসিলা , অছিলা , অছিলা Bengali definition [ওসিলা, ওছিলা, ওউলা] (বিশেষ্য) ১ উপলক্ষ; মাধ্যম। ২ ওজর; অজুহাত; বাহানা (তোরা হাজার ছল-ছুতো অসিলা করে বললেও-কাজী নজরুল ইসলাম; আসগরের অছিলা নিয়েই এসেছিল দুপুরে-শামসুল হক)। {আ. রসিলাহ}
  • Bengali Word অসিয়ত , অছিয়ত , ওছিয়ত Bengali definition [ওসিয়ত্] (বিশেষ্য) ১ অন্তিম উপদেশ বা নির্দেশ। ২ উইল (বহু দরকারী অসিয়ত করিলেন-হবীবুল্লাহ বাহার)। অসিয়তঅনামা (বিশেষ্য) অছি নিয়োগপত্র; অন্তিম নির্দেশপত্র; লিখিত উইল। অসিয়তি, অছিয়তি, ওছিয়তি (বিশেষ্য) সম্পত্তি রক্ষার জন্য নিযুক্ত অভিভাবকত্ব (সে অছিয়তি হইতেও খারিজের দরখাস্ত করিবে-মীর মশাররফ হোসেন)। {আ. বসিয়াত}
  • Bengali Word অসী Bengali definition অছি
  • Bengali Word অসীম Bengali definition [অশিম্, নামের ক্ষেত্রে ‘ওশিম’] (বিশেষণ) ১ সীমাহীন। ২ অনন্ত; অশেষ। ৩ প্রচুর; প্রভূত। অসীমতা ( বিশেষ্য) সীমাহীনতা (মহামৌন অসীমতা নিশ্চল সাগর-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+সীমা>; (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word অসু Bengali definition [ওশু] (বিশেষ্য) ১ শরীরস্থ পঞ্চবায়ু। ২ প্রাণ (গতাসু)। {(তৎসম বা সংস্কৃত) √অস্+উ(উন্)}
  • Bengali Word অসুখ Bengali definition [অশুখ্] (বিশেষ্য) ১ দুঃখ অশান্তি; অসোয়াস্তি (ভিজে কাক ডাক ছাড়ে মনের অসুখে-রবীন্দ্রনাথ ঠাকুর )। ২ রোগ; ব্যাধি;পীড়া। অসুখবিসুখ (বিশেষ্য) রোগব্যাধি (তাঁর অসুখ বিসুখ কিছু হয়নি-রবীন্দ্রনাথ ঠাকুর)। অসুখী(-খিন্) (বিশেষণ) দুঃখিত; ব্যথিত (মেহেরউন্নিসার আশানাশিনী কথা শুনিয়াও অসুখী হয়েন নাই-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+সুখ; (নঞ্‌ তৎপুরুষ সমাস)}
  • Bengali Word অসুন্দর Bengali definition [অশুন্&দর্] (বিশেষণ) ১ কুরূপ; কুৎসিত; বিশ্রী। ২ অশোভন। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+সুন্দর; (নঞ্‌ তৎপুরুষ সমাস)}
  • Bengali Word অসুবিধা Bengali definition [অশুবিধা] (বিশেষ্য) ১ অস্বস্তি। ২ ঝঞ্ঝাট; ঝামেলা; হাঙ্গামা; ঝক্কি। ৩ বাধা; বিঘ্ন। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+সুবিধা; ( নঞ্‌ তৎপুরুষ সমাস)}
  • Bengali Word অসুমার Bengali definition অশুমার
  • Bengali Word অসুযোগ Bengali definition [অশুজোগ্] (বিশেষণ) সুযোগের অভাব। □ (বিশেষ্য) অসুবিধা; বিঘ্ন; বাধা; প্রতিকূল অবস্থা (যদি কোন অসুযোগে আমরা কৃতকার্য না হই-বচ। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+সুযোগ; (নঞ্‌ তৎপুরুষ সমাস)}
  • Bengali Word অসুর Bengali definition [ওশুর্] (বিশেষ্য) ১ হিন্দু পুরাণোক্ত দেবকুলের শত্রুদল। ২ দৈত্য; দানব (কালো মেয়ের কটাক্ষেরি ভয়ে অসুর আছে থেমে-সত্যেন্দ্রনাথ দত্ত)। অসুরী স্ত্রী.। আসুরিক বিণ। {(তৎসম বা সংস্কৃত) অ+সুর, √অস্+উর(উরন্); (নঞ্ ‌ তৎপুরুষ সমাস); (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word অসুলভ Bengali definition [অশুলভ্] (বিশেষণ) ১ সহজলভ্য নয় এমন। ২ সস্তা নয় এমন। ৩ দুর্লভ; দুষ্প্রাপ্য। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+সুলভ; ( নঞ্‌ তৎপুরুষ সমাস); (বহুব্রীহি সমাস)}