Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word অশরীর Bengali definition [অশোরির্] (বিশেষ্য) ১ শরীরহীন; অদেহী। ২ নিরাকার উপাস্য। অশরীরী (-রিন্) (বিশেষণ) দেহ নেই এমন; কায়াহীন; দেহহীন; নিরাকার। অশরীরিণী স্ত্রী.। {(তৎসম বা সংস্কৃত) অ+শরীর (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word অশান্ত Bengali definition [অশাত্‌তো] (বিশেষণ) ১ চঞ্চল; অস্থির। ২ প্রবোধহীন; সান্ত্বনাহীন (হে ব্যথিত, হে অশান্ত-রবীন্দ্রনাথ ঠাকুর)। ৩ দুরন্ত। ৪ উৎকণ্ঠিত; উদ্বিগ্ন। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+শান্ত; (নঞ্‌ তৎপুরুষ সমাস )}
  • Bengali Word অশান্তি Bengali definition [অশান্‌তি] (বিশেষ্য) ১ শান্তির অভাব। ২ মানসিক যন্ত্রণা; মানসিক অস্থিরতা। ৩ কলহ; বিবাদ; বিতর্ক। ৪ গোলমাল; কোলাহ। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+শান্তি; (নঞ্‌ তৎপুরুষ সমাস)}
  • Bengali Word অশাশ্বত Bengali definition [অশাশ্‌শতো] (বিশেষণ) চিরস্থায়ী নয় এমন; অনিত্য। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+শাশ্বত; (নঞ্‌ তৎপুরুষ সমাস)}
  • Bengali Word অশাসন Bengali definition [অশাশোন্] (বিশেষ্য) শাসনের অভাব। অশাসিত (বিশেষণ) শাসন করা হয় না বা হয়নি এমন; শাসনশূন্য। অশাস্য (বিশেষণ) শাসন করা যায় না এমন; শাসন বহির্ভূত। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ)+শাসন; (নঞ্‌ তৎপুরুষ সমাস)}
  • Bengali Word অশাস্ত্র Bengali definition [অশাস্‌ত্রো] (বিশেষ্য) যা শাস্ত্র মধ্যে গণ্য নয়; কুশাস্ত্র। □ (বিশেষণ) শাস্ত্রবিরুদ্ব; অবৈধ। অশাস্ত্রীয় (বিশেষণ) ১ শাস্ত্রবিরুদ্ধ (অনেক অশাস্ত্রীয় আচার-ব্যবহার-বিধি তাহাতে গৃহীত হইয়াছে-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। ২ শাস্ত্রবহির্ভূত। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+শাস্ত্র; বহু; (নঞ্‌ তৎপুরুষ সমাস)}
  • Bengali Word অশিক্ষা Bengali definition [অশিক্‌খা] (বিশেষ্য) ১ শিক্ষার অভাব। ২ কুশিক্ষা। অশিক্ষাপটু (বিশেষণ) শিক্ষার অভাব সত্ত্বেও দক্ষ বা কুশলী (এই অশিক্ষাপটু অভিনেত্রী-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+শিক্ষা; ( নঞ্‌ তৎপুরুষ সমাস)}
  • Bengali Word অশিক্ষিত Bengali definition [অশিক্‌খিতো] (বিশেষণ) ১ শিক্ষা পায়নি এমন। ২ মূর্খ; বিদ্যাহীন। ৩ অসভ্য। অশিক্ষিতা স্ত্রী.। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ)+শিক্ষিত; (বহুব্রীহি সমাস); (নঞ্‌ তৎপুরুষ সমাস)}
  • Bengali Word অশিথিল Bengali definition [অশিথিল্] (বিশেষণ) দৃঢ়; আঁটসাঁট; ঢিলা বা আলগা নয় এমন। {(বাংলা) অ(নঞ্)+শিথিল, (বহুব্রীহি সমাস); (নঞ্‌ তৎপুরুষ সমাস)}
  • Bengali Word অশিব Bengali definition [অশিব্] (বিশেষ্য) অমঙ্গল; অকল্যাণ (আমি অশিব তিক্ত অভিশাপ-কাজী নজরুল ইসলাম )। □ (বিশেষণ) অমঙ্গলযুক্ত বা অমঙ্গল আনয়ন করে এমন; অশুভ। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+শিব; (নঞ্ ‌ তৎপুরুষ সমাস); (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word অশিষ্ট Bengali definition [অশিশ্‌টো] (বিশেষণ) ১ অসভ্য; অভদ্র; অভব্য। ২ দুরন্ত; অশান্ত। অশিষ্টতা (বিশেষ্য) অশিষ্টাচরণ, অশিষ্টাচার (বিশেষ্য) অভদ্র ব্যবহার; অমার্জিত আচরণ। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+শিষ্ট, (নঞ্ ‌ তৎপুরুষ সমাস)}
  • Bengali Word অশীতি Bengali definition [অশিতি] (বিশেষ্য) (বিশেষণ) আশি। □ (বিশেষ্য) ৮০ এই সংখ্যা। অশীতিতম (বিশেষণ) আশিসংখ্যক। অশীতিপর (বিশেষণ) আশিরও অধিক বয়সবিশিষ্ট (অশীতিপর বৃদ্ধ)। {(তৎসম বা সংস্কৃত) অষ্ট+দশন্+তি}
  • Bengali Word অশীল Bengali definition [অশিল্] (বিশেষণ) ১ দুষ্ট; অশিষ্ট (অশীল নটিপনা জেগেছে প্রাণে প্রাণে-সুধীন্দ্রনাথ দত্ত )। ২ দুঃশীল; অমার্জিত। অশীলতা (বিশেষ্য) {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+শীল; (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word অশুচি Bengali definition [অশুচি] (বিশেষণ) অপবিত্র (সেই জন্য ওটাকে অশুচি রোগের মতই বোধ হয়-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+শুচি; (নঞ্‌ তৎপুরুষ সমাস)}
  • Bengali Word অশুদ্ধ Bengali definition [অশুদ্‌ধো] (বিশেষণ) ১ ভুল; ত্রুটিপূর্ণ। ২ অপবিত্র। ৩ অসংস্কৃত; অশোধিত। ৪ শাস্ত্র মতে অসিদ্ধ। অশুদ্ধি (বিশেষ্য) ১ অপবিত্রতা। ২ ভুল। অশুদ্ধিপত্র (বিশেষ্য) ভ্রমাত্মক মুদ্রণের সংশোধন তালিকা। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+শুদ্ধ; (নঞ্‌ তৎপুরুষ সমাস)}
  • Bengali Word অশুভ Bengali definition [অশুভো] (বিশেষ্য) ১ অকল্যাণ; অমঙ্গল (শুভ-অশুভের আলপনা-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ পাপ। □ (বিশেষণ) অকল্যাণকর; অমঙ্গলজনক। অশুভকককততকককবডহঅশুভকর, অশুভকককততকককবডহঅশুভঙ্কর (বিশেষণ) অমঙ্গল বা অকল্যাণজনক। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+শুভ; (নঞ্‌ তৎপুরুষ সমাস )}
  • Bengali Word অশুমার Bengali definition [অশুমার্] (বিশেষণ) অসংখ্য; অফুরান; অঢেল; বেশুমার। {অ+শুমার ফা.; (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word অশুষ্ক Bengali definition [অশুশ্‌কো] (বিশেষণ) ১ শুষ্ক নয় এমন, ভিজা। ২ সরস; তাজা। ৩ অনুভূতিপূর্ণ। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+শুষ্ক; (নঞ্ ‌ তৎপুরুষ সমাস)}
  • Bengali Word অশেষ Bengali definition [অশেশ্] (বিশেষণ) ১ শেষ নেই এমন; অন্তহীন (আমারে তুমি অশেষ করেছ-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ সুচিন্তিত; সুবিশাল; সুদূরপ্রসারী (পথশূন্য তরুশূন্য প্রান্তর অশেষ-রবীন্দ্রনাথ ঠাকুর)। ৩ অসীম। ৪ অনেক; নানান; বহু (অনেক প্রকার)। □ (বিশেষ্য) সীমাহীনতা। অশেষজ্ঞ, অশেষতত্ত্বজ্ঞ (বিশেষণ ) সব কিছু জানে এমন; সর্বজ্ঞ। অশেষবিধ (বিশেষণ) অনেক প্রকার; বহু রকম; নানাবিধ। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+শেষ; (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word অশোক ১ Bengali definition [অশোক্] (বিশেষ্য) গাঢ় লালবর্ণের পুষ্প বিশেষ বা সেই পুষ্পতরু। □ (বিশেষণ) নিবৃত্তশোক; শোকহীন; শোকশূন্য (অশোক কৌতুক করে যত বিদ্যাধর-ভারতচন্দ্র রায় গুণাকর)। অশোককানন, অশোক বন (বিশেষ্য) অশোক বৃক্ষে পরিপূর্ণ বন; যে বনে রাক্ষসেরা সীতাকে হরণান্তে বন্দিনী করে রাখে। অশোকষষ্ঠী ( বিশেষ্য) হিন্দুব্রতবিশেষ; চৈত্র মাসের শুক্লাষষ্ঠী। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+ শোক; (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word অশোক ২ Bengali definition [অশোক্] (বিশেষ্য) মগধের বিখ্যাত নৃপতি। অশোকলিপি (বিশেষ্য) রাজা অশোক কর্তৃক প্রস্তরে উৎকীর্ণ ব্রাহ্মী-লিপি। অশোকস্তম্ভ (বিশেষ্য) অশোক কর্তৃক স্থাপিত অনুশাসনলিপিযুক্ত প্রস্তর-স্তম্ভ। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+শোক; (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word অশোচনীয় , অশোচ্য Bengali definition [অশোচোনিয়ো, অশোচ্‌চো] (বিশেষণ) শোক করা অনুচিত এমন। {(তৎসম বা সংস্কৃত) অ+শোচনীয়, শোচ্য; (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word অশোধন Bengali definition [অশোধোন্] (বিশেষ্য) শোধন বা পরিমার্জনের অভাব। অশোধিত (বিশেষণ) শোধন করা হয়নি এমন; অসংশোধিত। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+শোধন; (নঞ্‌ তৎপুরুষ সমাস)}
  • Bengali Word অশোভন Bengali definition [অশোভোন্] (বিশেষণ) ১ শোভা পায় না এমন। বেমানান। ২ অসঙ্গত; অনুচিত। ৩ দেখতে খারাপ; বিশ্রী; কুৎসিত (তাঁহাদের মধ্যেকার বিরোধ অশোভন রুপে আমার সম্মুখে প্রকাশ হইবে-রবীন্দ্রনাথ ঠাকুর)।ন্পটড ্বককঅশোভনা স্ত্রী। অশোঅকদুাসবাবঅশোভনতা (বিশেষ্য) {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+শোভন; (নঞ্‌ তৎপুরুষ সমাস ); (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word অশৌচ Bengali definition [অশোউচো] (বিশেষ্য) ১ অশুদ্ধি। ২ হিন্দুমতে আত্মীয়বর্গের মরণাদির জন্য দেহাশুদ্ধি। ৩ সন্তান জন্মহেতু প্রসূতির নির্দিষ্ট সময় পর্যন্ত দেহাশুদ্ধি। অশৌচান্ত (বিশেষণ) অশৌচ অবেস্থার শেষ বা শেষ দিন। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+শৌচ}
  • Bengali Word অশ্ব Bengali definition [অশ্‌শো] (বিশেষ্য) ঘোড়া; ঘোটক; তুরঙ্গম; বাজী; হয়। অশ্বা, অশ্বী, অশ্বিনী স্ত্রী.। অশ্বকোবিদ,অশ্ববিৎ (বিশেষণ) অশ্বসংক্রান্ত যাবতীয় ব্যাপারে অভিজ্ঞ। অশ্বক্ষমতা ⇒ অশ্বশক্তি। অশ্বখুর (বিশেষ্য) ১ ঘোড়ার খুর। ২ গন্ধদ্রব্যবিশেষ। অশ্বখুরা (বিশেষ্য) স্ত্রী. ফুলবিশেষ; অপরাজিতা ফুল। অশ্বগন্ধা (বিশেষ্য) এই নামের ক্ষুদ্র বৃক্ষবিশেষ। অশ্বগ্রীব (বিশেষণ) ঘোড়ার ন্যায় দীর্ঘ গ্রীবাবিশিষ্ট। অশ্বডিম্ব (বিশেষ্য) অলীক কল্পনা; কাল্পনিক বা অসার বস্তু; কিছুই নয়; ঘোড়ার ডিম। অশ্বতর (বিশেষ্য) খচ্চর; অশ্ব ও গর্দভের মিলনজাত প্রাণীবিশেষ। অশ্বতরী স্ত্রী.। অশ্বপাল, অশ্বপালক, অশ্বরক্ষক (বিশেষ্য) ঘোড়ার তত্ত্বাবধায়ক; সহিস। অশ্ববাহ, অশ্ববাহন (বিশেষ্য) অশ্বারোহী, ঘোড়সওয়ার।অশ্ববিৎ ⇒ অশ্বকোবিদ। অশ্বমুখী (বিশেষ্য) কিন্নরী। অশ্বমেধ (বিশেষ্য) হিন্দু রাজাদের দিগ্বিজয়ের পর ঘোড়া বলিদান যজ্ঞ। তঅশ্বযান (বিশেষ্য) ঘোড়ায় টানা গাড়ি। অশ্বশক্তি, অশ্বক্ষমতা (বিশেষ্য) horse power (… ক্ষমতার ব্যবহারিক ক্ষমতার নাম horse power বা অশ্বক্ষমতা-আবদুল্লাহ আলমুতী শরফুদ্দীন)। অশ্বশালা ( বিশেষ্য) আস্তাবল। অশ্বসাদী (-দিন্) (বিশেষ্য) অশ্বারোহী। {(তৎসম বা সংস্কৃত) √অশ্+ব(ক্বন্)}
  • Bengali Word অশ্বত্থ Bengali definition [অশ্‌শোত্‌থো] (বিশেষ্য) বৃক্ষবিশেষ; অশথ গাছ; পিপ্পল; বট জাতীয় বৃক্ষ। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+শ্ব+ √স্থা+অ; ( নঞ্‌ তৎপুরুষ সমাস)}
  • Bengali Word অশ্বত্থামা Bengali definition [অশ্‌শোত্‌থামা] (বিশেষ্য) মহাভারতে চিত্রিত কুরুপক্ষীয় যোদ্ধা। {(তৎসম বা সংস্কৃত) অশ্বত্থামা}
  • Bengali Word অশ্বমেধ Bengali definition [অশ্‌শোমেধ্‌] (বিশেষ্য) ঘোড়ার কপালে জয়পত্র বেঁধে দিয়ে সকল রাজাকে বশ্যতা স্বীকারে বাধ্য করার পর ঐ ঘোড়াকে নিধন করে অনুষ্ঠিত প্রাচীন ভারতীয় যজ্ঞবিশেষ। {(তৎসম বা সংস্কৃত) অশ্ব+মেধ; (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word অশ্বা Bengali definition অশ্ব