Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word অলিজিহবা Bengali definition [ওলিজিওভা] (বিশেষ্য) আলজিভ; অপজিহবা। {(তৎসম বা সংস্কৃত) অলি+জিহবা}
  • Bengali Word অলিঞ্জর Bengali definition [ওলিন্‌জর্‌] (বিশেষ্য) মাটির বড়ো পাত্র; জালা। {(তৎসম বা সংস্কৃত) অলিঞ্জর}
  • Bengali Word অলিন্দ Bengali definition [ওলিন্‌দো] (বিশেষ্য) বারান্দা; চাতাল (অনেক দূরে মুক্ত দেশের অলিন্দে-কাজী নজরুল ইসলাম)। {(তৎসম বা সংস্কৃত) √অল্‌+ইন্দ(কিন্দচ্‌)}
  • Bengali Word অলিভ Bengali definition [ওলিভ্‌] (বিশেষ্য) ফলবিশেষ; জলপাই ফল (গ্রীসের অলিভ বন অন্ধকার-জীবনানন্দ দাশ)। অলিভ অয়েল (বিশেষ্য) জলপাই ফল থেকে প্রস্তুত তেল। {ইংরেজী Olive}
  • Bengali Word অলিমা , ওয়ালিমা , ওলিমা Bengali definition [ওলিমা, ওয়ালিমা, ওলিমা] (বিশেষ্য) ১ মুসলমানদের বৈবাহিক ভোজ; বিবাহ উৎসবে প্রদত্ত ভোজ। ২ বিবাহ উপলক্ষে বরপক্ষের আয়োজিত ভোজের অনুষ্ঠান (হজরতের গৃহেও অলিমার খানা প্রস্তুত হইতে লাগিল-(মাওলানা মুহাম্মদ আকরম খাঁ )। {আ.ব্‌লিমাহ}
  • Bengali Word অলীক Bengali definition [অলিক্] (বিশেষ্য) অসত্য; মিথ্যা (জীবন কি অলীক?)। □ (বিশেষণ) ১ অমূলক (বস্তুতঃ ইহা এক অলীক কল্পনা মাত্র-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। ২ অসার; বৃথা (কিন্তু ফকীরের রাজকন্যা লাভের বাসনা যে বামনের চাঁদ ধরার আশার মত নিতান্তই অলীক-শেখ ফজলুল করিম)। অলীকতা (বিশেষ্য) {( তৎসম বা সংস্কৃত) √আল্‌+ঈক(কীকন্‌)}
  • Bengali Word অলুক Bengali definition [অলুক্‌] (বিশেষণ) লোরহিত; লোপ হয় না এমন; লোপাভাব। অলুক সমাস (বিশেষ্য) (ব্যাকরণ) সমাসবিশেষ; যে সমাসে পূর্ব পদের বিভক্তির লোপ হয় না (যেমন-হাতে-খড়ি, গায়ে-হলুদ, যুধিষ্ঠির ইত্যাদি)। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্‌)+লুক্‌ (লুক্কায়িত)}
  • Bengali Word অলুপ Bengali definition আলোপ
  • Bengali Word অলুফা , আলুফা Bengali definition [অলুফা, আলুফা] (বিশেষ্য) বিনামূল্যে প্রাপ্ত খাদ্য। □ (বিশেষণ) সহজলভ্য। {আ.আলুফাহ}
  • Bengali Word অলুফাদার , আলুফাদার Bengali definition [অলুফাদার্‌, আলুফাদার্‌] (বিশেষ্য) (বিশেষণ) লোভনীয় পদের অধিকারী। {আ.আলুফাহ +ফারসি দার}
  • Bengali Word অলুব্ধ Bengali definition [অলুব্‌ধো] (বিশেষণ) লোভহীন। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্‌)+লুব্ধ; (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word অলোক Bengali definition [অলোক্‌] (বিশেষণ) ১ অসাধারণ। ২ নির্জন; লোকবসতিহীন। অলোক সাধারণ (বিশেষণ) মনুষ্যলোকে সাধারণত ঘটে না বা দেখা যায় না এমন; অসাধারণ; অলৌকিক। অলোক সামান্য (বিশেষণ) মনুষ্যলোকে সামান্য নয় এমন; অসামান্য; অসাধারণ। অলোক সামান্যা (স্ত্রীলিঙ্গ)। অলোক সুন্দর (বিশেষণ) মনুষ্যলোকে দেখা যায় না বা এই জগতে দেখা যায় না এমন সুন্দর; অসামান্য সুন্দর (সে অলোক সুন্দর প্রফুল্ল কমলের ঘ্রাণ নেবার ভাগ্য আছে কিনা, কে বলবে-ইসমাইল হোসেন শিরাজী)। সুন্দরী (স্ত্রীলিঙ্গ)।{(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্‌)+লোক; (নঞ্‌ তৎপুরুষ সমাস)}
  • Bengali Word অলৌকিক Bengali definition [অলোউকিক্‌] (বিশেষণ) ১ মনুষ্যের পক্ষে অসম্ভব; লোকাতীত। ২ ইহলোকের নয় এমন। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্‌)+লৌকিক; নতৎ,; (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word অল্প Bengali definition [অল্‌পো] (বিশেষণ) ১ কম; সামান্য; ঈষৎ; একটু। ২ লঘু (অল্পপ্রাণ)। ৩ অনুদার; হীন (অল্পমতি)। ৪ ক্ষুদ্র (অল্পতনু)। অল্পতা, অল্পত্ব (বিশেষ্য) অল্পচেতা (বিশেষণ) ক্ষুদ্রপ্রাণ; অনুদার। অল্প জলের মাছ (বিশেষ্য) ১ সামান্য সম্পদ নিয়ে গর্ব করে যে ব্যক্তি। ২ যে ব্যক্তি সামান্য বিদ্যা নিয়ে অধিক পণ্ডিত্যের ভান করে। অল্পজীবী (বিন্‌) (বিশেষণ ) অল্পকাল বাঁচে এমন। অল্পজ্ঞ (বিশেষণ) অল্পজ্ঞানসম্পন্ন। অল্পজ্ঞতা, অল্পজ্ঞত্ব (বিশেষ্য) অল্পতনু (বিশেষণ) হ্রস্বদেহ; খর্বাকৃতি; নাটা; বেঁটে; বামন। অল্পদর্শী (-শিন্‌) (বিশেষণ) অদূরদর্শী। অল্পপ্রাণ (বিশেষণ) ১ ক্ষীণায়ু। ২ ক্ষুদ্রপ্রাণ; সঙ্কীর্ণচেতা। ৩ ক্ষীণ শ্বাসবায়ু সহযোগে উচ্চারিত। অল্পপ্রাণ বর্ণ (বিশেষ্য) বর্গের ১ম ৩য় ও ৫ম বর্ণ এবং য র ল ব। অল্পবিদ্য (বিশেষণ) অল্প লেখাপড়া জানে এমন। অল্পবিদ্যা ( বিশেষ্য) সামান্য লেখাপড়া বা জ্ঞান। অল্পবিদ্যা ভয়ঙ্করী-সামান্য বিদ্যা বড়ো ক্ষতিকর, তাতে জ্ঞান জন্মে না অথচ বিদ্বান বলে অহঙ্কার জন্মে। অল্পবুদ্ধি (বিশেষণ) ১ সামান্য বুদ্ধিসম্পন্ন। ২ মন্দমতি। ৩ জড়বুদ্ধি। অল্পভাষী (-ষিন্‌) (বিশেষণ) অল্প কথা বলে এমন; মিতবাক। অল্পমতি (বিশেষণ) হীনচেতা; নীচ। অল্পস্বল্প (বিশেষণ) একটু-আধটু; খুব কম। অল্পে-অল্পে (ক্রিয়া বিশেষণ) ১ ক্রমশ; ধীরে ধীরে। ২ সামান্যের উপর দিয়ে। {(তৎসম বা সংস্কৃত) √অল্‌+প}
  • Bengali Word অল্পাকাঙ্ক্ষা Bengali definition [অল্‌পাকাঙ্‌খা] (বিশেষ্য) ক্ষুদ্র আশা। অল্পাকাঙ্ক্ষী (-ঙ্ক্ষিন্‌) বিণ। {(তৎসম বা সংস্কৃত) অল্প+আকাঙ্ক্ষা; কর্মধারয় সমাস}
  • Bengali Word অল্পাধিক Bengali definition [অল্‌পাধিক্‌] (বিশেষণ) ১ কম-বেশি। ২ কিছু কম বা কিছু বেশি এমন। {(তৎসম বা সংস্কৃত) অল্প+অধিক; দ্বন্দ্বসমাস}
  • Bengali Word অল্পাশয় Bengali definition [অল্‌পাশয়্‌] (বিশেষণ) হীনমতি। ২ তুচ্ছ বিষয়ে আকাঙ্ক্ষা করে এমন। {(তৎসম বা সংস্কৃত) অল্প+আশায়; (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word অল্পাহারী (-রিন্‌) Bengali definition [অল্‌পাহারি] (বিশেষ্য) (বিশেষণ) যার খোরাক কম; সামান্য আহার করে যে। অল্পাহার (বিশেষ্য) অল্প পরিমাণ খাওয়া; লঘু ভোজন। {(তৎসম বা সংস্কৃত) অল্প+আহারী; (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word অল্পায়ত Bengali definition [অল্‌পায়োতো] (বিশেষণ) অপরিসর; সঙ্কীর্ণ; কম চওড়া (বনমধ্যে একটি অল্পায়ত স্থান ছিল-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। {(তৎসম বা সংস্কৃত) অল্প+আয়ত; কর্মধারয় সমাস}
  • Bengali Word অল্পায়ু Bengali definition [অল্‌পায়ু] (বিশেষণ) ১ জীবনকাল হ্রস্ব এমন; অল্প দিন বেঁচে থাকে এমন (এই অল্পায়ু, অপোগণ্ড, অকালপক্ব, কুষ্মাণ্ডগণের সঙ্গে-রাজশেখর বসু (পরশু))। ২ অল্পদিন কার্যকর বা চালু থাকে এমন। {(তৎসম বা সংস্কৃত) অল্প+আয়ুঃ; (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word অল্পায়ুধ Bengali definition [অল্‌পায়ুধো] (বিশেষণ) ১ অস্ত্রবলে হীন। ২ জ্ঞান বা চিত্তে হীন (অল্পের মধ্যে অল্পায়ুধকে অনেকখানি বোঝাবার জন্য শাস্ত্র-অবনীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) অল্প+আয়ুধ; ( বহুব্রীহি সমাস)}
  • Bengali Word অল্পেয়ে Bengali definition অলপ্পেয়ে
  • Bengali Word অশক্ত Bengali definition [অশক্‌তো] (বিশেষণ) ১ দূর্বল। ২ অক্ষম; অপারগ। অশক্তি (বিশেষ্য) দূর্বলতা; শক্তির অভাব (অশক্তি তার আসন পেতেছিল তোমার অন্তরেতে-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত ) অ(নঞ্‌)+শক্ত}
  • Bengali Word অশক্য Bengali definition [অশোক্‌কো] (বিশেষণ) ১ ক্ষমতাতীত; অসাধ্য (বড়ই অশক্য কার্য্যে করিল আরতি-সৈয়দ আলাওল)। ২ অসম্ভব (করিছি অশক্য কর্ম যত না যুয়ায়-ভবানন্দ)। □ (বিশেষ্য) অভাবনীয় কথা বা বিষয় (কহিতে অকথ্য কথা শুনিতে অশক্য-দৌলত উজির বাহরাম খান)। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+শক্য; (নঞ্‌ তৎপুরুষ সমাস)}
  • Bengali Word অশঙ্ক Bengali definition [অশঙ্‌কো] (বিশেষণ) ১ শঙ্কা নেই এমন; শঙ্কাহীন। ২ নির্ভীক। ৩ নিরুদ্বেগ। ৪ নিঃসংশয়; নির্দ্বন্দ্ব। অশঙ্কনীয় (বিশেষণ) শঙ্কার অযোগ্য বা ভয়ের অতীত। অশঙ্কিত (বিশেষণ) শঙ্কিত নয় এমন; ভয় পায়নি এমন। অশঙ্কিনী (বিশেষণ) স্ত্রী. শঙ্কাহীনা (আমারে প্রেমের বীর্যে করো অশঙ্কিনী-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+শঙ্কা; (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word অশত্রু Bengali definition [অশোত্‌ত্রু] (বিশেষণ) ১ শত্রুশূন্য; শত্রুহীন। ২ অপ্রতিকূল। অশত্রুতা (বিশেষ্য) {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+শত্রু; (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word অশথ Bengali definition [অশথ্] (বিশেষ্য) অশ্বত্থ বৃক্ষ; অশথ গাছ (অশথে বাঁধিতে আঁচলের সুতা মাথার চুলের সাথে-সত্যেন্দ্রনাথ দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) অশ্বত্থ>অশথ}
  • Bengali Word অশন Bengali definition [অশোন্] (বিশেষ্য) ১ আহারের বস্তু; খাদ্যদ্রব্য (বসন বাসন অশন আসন যত-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ ভোজন; আহার। অশন বসন (বিশেষ্য) অন্নবস্ত্র; খাওয়া-পরা। অশনা (বিশেষ্য) ক্ষুধা; ভোজনেচ্ছা (দুরন্ত লোভ বিরাম-নাশক, হায়রে, গ্রাসক যথা কাল, তবু সদা অশনা পীড়িত-মাইকেল মধুসূদন দত্ত)। অশনায়ী (-য়িন্) (বিশেষণ) ক্ষুধিত; অনাহারী (থেমে গেছে আজ অশনায়ী অন্বেষা-বিদে)। {(তৎসম বা সংস্কৃত) √অশ্+অন (ল্যুট্)}
  • Bengali Word অশনি Bengali definition [অশোনি] (বিশেষ্য) বাজ; বজ্র; কুলিশ। অশনিপাত, অশনিসম্পাত (বিশেষ্য) বজ্রপাত; বজ্রপতন; বাজপড়া (বিনা মেঘে অশনিপাতের মত তার দাদু বলে উঠলেন-আবুল ফজল)। {(তৎসম বা সংস্কৃত) √অশ্+অনি}
  • Bengali Word অশরণ Bengali definition [অশরোন্] (বিশেষণ) আশ্রয়হীন; নিরাশ্রয়; নিঃসহায় (দুর্গতের হিতৈষী তাঁরা অকূলের কূল… অশরণ যে তার শরণ-অবনীন্দ্রনাথ ঠাকুর)। অশরণা (বিশেষণ) স্ত্রী. সহায়হীনা; নিঃসহায়া; আশ্রয়হীনা (অশরণা দুখিনীর কর দুঃখ অন্ত- সত্যেন্দ্রনাথ দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) অ+শরণ; (বহুব্রীহি সমাস)}