Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word অক্ষর Bengali definition [অক্‌খোর্] (বিশেষণ) বর্ণ; হরফ; letter ।  (বিশেষ্য) ১(ছন্দ.) একবারে উচ্চারণযোগ্য শব্দের ক্ষুদ্রতম অংশ syllable। ২ সিসা নির্মিত হরফ; type। অক্ষরজীবী (বিন্), অক্ষরজীবিক, অক্ষরজীবক (বিশেষ্য) লিপিকর; লেখক; মুদ্রাকর। অক্ষরডম্বর (বিশেষণ) অক্ষরের আড়ম্বরযুক্ত বা ঘটাপূর্ণ (বাণভট্টের হর্ষচরিত অক্ষরডম্বর হলেও কেবলমাত্র ধ্বনিসার নয়-প্রথম চৌধুরী)। অক্ষরপরিচয় (বিশেষ্য) ১ বর্ণজ্ঞান। ২ পাঠারম্ভ। ৩ (আলঙ্কারিক) সামান্যতম জ্ঞান। অক্ষরবিন্যাস শ্রেণিবদ্ধভাবে অক্ষর সাজানো বা লিখন; বর্ণসংস্থাপন। অক্ষরমালা (বিশেষ্য) বর্ণমালা। অক্ষরে অক্ষরে (ক্রিয়া (বিশেষণ) যথাযথভাবে; অবিকল; হুবহু; ঠিক ঠিক। অক্ষরান্তরীকরণ (বিশেষ্য) এক ভাষার শব্দকে অন্য ভাষায় অক্ষরে প্রকাশ করা; প্রতিবর্ণীকরণ; অনুলিখন; transliteration।{(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্) + √ক্ষর্+অ((অচ্)}
  • Bengali Word অক্ষাংশ Bengali definition [অক্‌খাঙ্‌শো] (বিশেষ্য) (ভূগো.) বিষুবরেখা থেকে উত্তর বা দক্ষিণ দিকে কোনো স্থানের কৌণিক দূরত্ব; latitude। {(তৎসম বা সংস্কৃত) অক্ষ+অংশ; ৬ (তৎপুরুষ সমাস)}
  • Bengali Word অক্ষার Bengali definition [অক্‌খার্] (বিশেষ্য) যা ক্ষার নয়; যাতে alkali(সোডা চুন ইত্যাদি) নাই। অক্ষারলবণ (বিশেষ্য) সৈন্ধবাদি লবণ; rocksalt। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্) + ক্ষার; (নঞ্ তৎপুরুষ সমাস)}
  • Bengali Word অক্ষি Bengali definition [ওক্‌খি] (বিশেষ্য) চোখ; আঁখি (চকিত রহিল অক্ষি পালক পাসরি-কচৌ)। অক্ষিকাচ (বিশেষ্য) পরকলা; lens। অক্ষিকোটর (বিশেষ্য) চোখের খোল; orbit; socket of the eye। অক্ষিগত (বিশেষণ) দৃষ্টিগোচর। অক্ষিগোলক (বিশেষ্য) চোখের অভ্যন্তরস্থ সমস্ত গোলাকার অংশ; eyeball। অক্ষিতারকা (বিশেষ্য) চোখের তারা। অক্ষিপক্ষ্ম, অক্ষিলোম (বিশেষ্য) চোখের পাতার লোম; eyelash। অক্ষিপট (বিশেষ্য) (প্রাণী.) অক্ষিগোলকের পশ্চাদ্‌ভাগস্থ অতি সূক্ষ্ম ঝিল্লি বা পর্দা; retina। অক্ষিপটল (বিশেষ্য) চোখের পাতা eyelid। অক্ষিপুট (বিশেষ্য) চোখের পাতা; eyelid । অক্ষিলোম⇒পক্ষ্ম। {(তৎসম বা সংস্কৃত) অক্ষ্ + ই}
  • Bengali Word অক্ষিণ্ন Bengali definition [অক্‌খিন্ন] (বিশেষণ) ক্ষুণ্ন বা ব্যথিত হয়নি এমন; অদুঃখিত; অক্ষুব্ধ। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্) + ক্ষিণ্ন; (নঞ্ তৎপুরুষ সমাস), (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word অক্ষুণ্ন Bengali definition [অক্‌খুন্ন] (বিশেষণ) ১ ক্ষুণ্ন হয়নি এমন; অক্ষুণ্নগতি; মনস্তাপশূন্য। ২ অব্যাহত; অপ্রতিহত (অক্ষুণ্নগতি)। ৩ অখণ্ড; অচ্ছিন্ন(অক্ষুণ্নপ্রতাপ)। ৪ অটুট (অক্ষুণ্ন মনোবল)। ৫ অবিকৃত (অক্ষুণ্ন সতীত্ব)। ৬ অস্পষ্ট। ৭ বলবৎ; বজায় (শক্তি অক্ষুণ্ন)। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্) + ক্ষুণ্ন; (নঞ্ তৎপুরুষ সমাস), (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word অক্ষুব্ধ, অক্ষুভিত Bengali definition [অক্‌খুব্ধো, অক্‌খুভিতো] (বিশেষণ) ১ নিস্তরঙ্গ; শান্ত (অক্ষুব্ধ সাগর)। ২ অব্যাকুল; ধীর (অক্ষুব্ধ হৃদয়)। অক্ষুব্ধ চিত্ত (বিশেষণ) অব্যাকুল হৃদয়; অচঞ্চল চিত্ত। অক্ষুব্ধ চিত্তে (ক্রিয়া (বিশেষণ))অব্যাকুল চিত্তে; দুঃখিত না হয়ে (সমস্ত কথা শ্রবণ করিয়া অক্ষুব্ধচিত্তে বলিলেন-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্) + ক্ষুব্ধ; (নঞ্ তৎপুরুষ সমাস)}
  • Bengali Word অক্ষেমা Bengali definition [অক্‌খেমা] (বিশেষ্য) ১ খিটখিটে ভাব; অধৈর্য (অষ্টমাসে রামা, মনেতে অক্ষেমা, ঘন মুখে উঠে হাই-ক্ষেমানন্দ দাস)। ২ বিষণ্নতা; বিরসভাব (তোমার অক্ষেমা দেখি চিত্ত স্থির নাই-হেয়াত মাহমুদ)। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্) + ক্ষেম> +আ; (নঞ্ তৎপুরুষ সমাস)}
  • Bengali Word অক্ষোভ Bengali definition [অক্‌খোভ্] (বিশেষণ) ক্ষোভরহিত; অকাতর।  (বিশেষ্য) ক্ষোভের অভাব; শান্তভাব। অক্ষোভে (ক্রিয়া) (বিশেষণ)। অক্ষোভিত (বিশেষণ)। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্) + ক্ষোভ; (নঞ্ তৎপুরুষ সমাস)}
  • Bengali Word অক্ষোভ্য Bengali definition [অক্‌খোব্‌ভো] (বিশেষণ) ১ অবিক্ষুব্ধ; শান্ত (অক্ষোভ্য…জলধি-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)।২ যার জন্য ক্ষোভ করা উচিত নয় আক্ষেপের অযোগ্য। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্) + ক্ষোভি+য(যৎ);(বহুব্রীহি সমাস)}
  • Bengali Word অক্ষৌহিণী Bengali definition [অক্‌খোউহিনি] (বিশেষ্য) ২১৮৭০০ যোদ্ধাবিশিষ্ট সেনাদল; দশ অনীকিনী।  (বিশেষণ) (আলঙ্কারিক) অসংখ্য (অক্ষৌহিণী সেনা-শাহাদাত হোসেন)। {(তৎসম বা সংস্কৃত) অক্ষ + ঊহিনী.}
  • Bengali Word অক্ষয় Bengali definition [অক্‌খয়] (বিশেষণ) ১ ক্ষয়হীন; অমর; চিরস্থায়ী (অক্ষয়কীর্তি)। ২ অফুরন্ত (অক্ষয় ভান্ডার)। অক্ষয়কীর্তি (বিশেষ্য) ১ চিরদিন বর্তমান থাকে এরূপ কাজ বা প্রতিষ্ঠান। ২ চিরস্থায়ী খ্যাতি বা যশ। অক্ষয় তৃতীয়া (বিশেষ্য) চান্দ্র বৈশাখের শুক্লাতৃতীয়া; হিন্দুপর্ববিশেষ। অক্ষয়লোক (বিশেষ্য) স্বর্গ; বেহেশ্‌ত। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্) + ক্ষয়; (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word অক্সিজেন Bengali definition [অক্সিজেন্] (বিশেষ্য) মৌলিক গ্যাস বিশেষ; অম্লজান; প্রাণবায়ু (বাতাসে যথেষ্ঠ অক্সিজেন রয়েছে-শাহ ফজরুর রহমান)। {ই. Oxugen}
  • Bengali Word অক্সিডেশন Bengali definition [অক্সিডেশন্] (বিশেষ্য) দহন; জ্বলন; অক্সিজেন সংযোগ (অক্সিজেন যুক্ত হইয়া নূতন পদার্থ তৈয়ার করিবার প্রণালীকে অক্সিডেশন বলে-আবদুল্লাহ আলমুতী শরফুদ্দীন)। ।{ই. Oxidation}
  • Bengali Word অখণ্ড Bengali definition [অখন্ডো] (বিশেষণ) ১ সমগ্র; অভগ্ন; আস্ত (পরস্পর অখণ্ড সম্মিলিত-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ অক্ষু্ণ্ন ((অখণ্ড প্রতাপ)। ৩ পরিপূর্ণ; জমাট (অখণ্ড অন্ধকার)। ৪ অক্ষত; নিখুঁত। অখণ্ডতা (বিশেষ্য)। অখণ্ডনীয়, অখণ্ড (বিশেষণ) ১ অকাট্য; অপরিবর্তনীয় (অখণ্ডনীয় যুক্তি)। ২ অবিভাজ্য। অখণ্ডনীয়তা (বিশেষ্য)। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্) + খণ্ড; (নঞ্ তৎপুরুষ সমাস)}
  • Bengali Word অখণ্ডিত Bengali definition [অখোন্ডিতো] (বিশেষণ) ১ অবিভক্ত (অখণ্ডিত ক্ষুর)। ২ নির্ভুল; ক্রটিশূন্য (অখণ্ডিত মত)। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্) + √খণ্ড্+ত(ক্ত); (নঞ্ তৎপুরুষ সমাস)}
  • Bengali Word অখন Bengali definition [অখোন্] অব্যয় এখন। অখন-তখন (বিশেষণ) মুমূর্যু; মর মর (রোগীর অবস্থা অখন-তখন)। {(তৎসম বা সংস্কৃত) এতৎ + ক্ষণ> এক্ষণ>}
  • Bengali Word অখর্ব Bengali definition [অখর্বো] (বিশেষণ) লম্বা; খর্ব নয় এমন। {(তৎসম বা সংস্কৃত)অ+খর্ব; (নঞ্ তৎপুরুষ সমাস)}
  • Bengali Word অখল Bengali definition [অখল্] (বিশেষণ) সরল; ছলনাশূন্য; অকপট (বালকের অখল হৃদয়ে-সত্যেন্দ্রনাথ দত্ত)।{(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্) + খল;(নঞ্ তৎপুরুষ সমাস)}
  • Bengali Word অখাত Bengali definition [অখাত্] (বিশেষণ) অখনিত; স্বাভাবিকভাবে সৃষ্ট (অখাত জলাশয়)। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্) + √খন্ (খোঁড়া)+ত(ক্ত); (নঞ্ তৎপুরুষ সমাস)}
  • Bengali Word অখাদ্য Bengali definition [অখাদ্‌দো] (বিশেষণ) খাওয়ার যোগ্য নয় এমন। আহারের অনুপযুক্ত (অখাদ্য মোটা ভাত-রবীন্দ্রনাথ ঠাকুর)।  (বিশেষ্য) নিষিদ্ধ ভোজ্য; হারাম খাদ্য (তুমিও তো শুনতে পাই অখাদ্য খাও-রাজশেখর বসু (পরশু))। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্) + খাদ্য; (নঞ্ তৎপুরুষ সমাস), (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word অখিণ্ন Bengali definition [অখিন্‌নো] (বিশেষণ) খেদশূন্য; দুঃখবিহীন। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্) + √খদ্ + ত(ক্ত); (নঞ্ তৎপুরুষ সমাস)}
  • Bengali Word অখিদ্য Bengali definition [অখিদ্‌দো] (বিশেষণ) ১ খেদহীন। ২ অক্লান্ত। অখিদ্যমান (বিশেষণ) ১ অম্লান ২ অননুশোচ্য। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্) + √খদ্ + য(যৎ); (নঞ্ তৎপুরুষ সমাস)}
  • Bengali Word অখিল Bengali definition [অখিল্, ওখিল্, (নাম হলে)] (বিশেষণ) ১ সমগ্র; সমস্ত (অখিল ক্রন্দ হাসি-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ বিরাট (অখিল ক্ষুধায়-সুধীন্দ্রনাথ দত্ত)। ৩ বিশ্বজগৎ। অখিল আধান (বিশেষণ) বিশ্বের স্থাপনকর্তা (বিশ্ববীজ অখিল-আধান-ঘনরাম চক্রবর্তী)। অখিল খণ্ড (বিশেষ্য) ভূখণ্ড। অখিল প্রিয় (বিশেষণ) সর্বজনপ্রিয়; বিশ্বজন সমাদৃত (কোকিল অখিল প্রিয় সুমধুর তানে-কৃষ্ণচন্দ্র মজুমদার)।{(তৎসম বা সংস্কৃত) অ + খিল; (নঞ্ তৎপুরুষ সমাস)}
  • Bengali Word অখুশি Bengali definition [অখুশি] (বিশেষ্য) অসন্তোষ।  (বিশেষণ) অসন্তুষ্ট। {অ+(ফারসি) খুশি;(নঞ্ তৎপুরুষ সমাস)}
  • Bengali Word অখেদ Bengali definition [অখেদ্] (বিশেষণ) অনুতাপহীন; আক্ষেপশূন্য।  (বিশেষ্য) খেদহীনতা; দুঃখের অভাব। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্) + খেদ; (নঞ্ তৎপুরুষ সমাস)}
  • Bengali Word অখ্যাত Bengali definition [অক্‌খ্যাতো] (বিশেষণ) ১ প্রসিদ্ধ (অখ্যাত কীর্তির ধুলা-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ নগণ্য; তুচ্ছ (এসো কবি, অখ্যাতজনের-রবীন্দ্রনাথ ঠাকুর)। ৩ নিন্দিত। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্) + খ্যা(কথন)+ত(ক্ত);(নঞ্ তৎপুরুষ সমাস)}
  • Bengali Word অখ্যাতনামা Bengali definition [অক্‌খ্যাতোনামা] (বিশেষণ) অপ্রসিদ্ধ; অজ্ঞাত (অখ্যাতনামা মনুষ্য-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্) + খ্যাতনামা; (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word অখ্যাতি Bengali definition [অক্‌খ্যাতি] (বিশেষ্য) নিন্দা; অপযশ; দুর্নাম। অখ্যাতিকর, অখ্যাতিকারক, অখ্যাতিজনক (বিশেষণ) নিন্দাজনক; অযশস্কর। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্) + √খ্যা+তি(ক্তি);(নঞ্ তৎপুরুষ সমাস)}
  • Bengali Word অগচ্ছিত Bengali definition [অগোচ্ছিতো] (বিশেষণ) জিম্মায় দেওয়া হয়নি; যা অন্যের ন্যস্ত নয়। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্) + গচ্ছিত>; (নঞ্ তৎপুরুষ সমাস)}