Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word অকলমন্দ Bengali definition আকল
  • Bengali Word অকলুষ Bengali definition [অকোলুশ্‌] (বিশেষণ) পাপ বা দোষের অভাব। ২ নিষ্পাপ; নির্দোষ। অকলুষিত (বিশেষণ)। {(তৎসম বা সংস্কৃত)অ(নঞ্‌)+কলুষ; (নঞ্ তৎপুরুষ সমাস)}
  • Bengali Word অকল্ক Bengali definition [অকল্‌কো] (বিশেষণ) ১ মলহীন; নির্মল। ২ নিষ্পাপ; ৩ নিরহঙ্কার। অকল্কা (বিশেষ্য) জ্যোৎস্না (এই নীল অকল্কায় -বিষ্ণু দে)। {(তৎসম বা সংস্কৃত)অ(নঞ্‌)+কল্ক; (নঞ্ তৎপুরুষ সমাস)}
  • Bengali Word অকল্পনা Bengali definition [অকল্‌পোনা] (বিশেষ্য) ১ চিন্তার অভাব। ২ কুমতলব; খারাপ চিন্তা। {(তৎসম বা সংস্কৃত)অ(নঞ্‌)+√কল্পি+অন(ল্যুট্‌)+আ;(নঞ্ তৎপুরুষ সমাস)}
  • Bengali Word অকল্পনীয় Bengali definition [অকল্‌পোনিয়ো] (বিশেষণ) কল্পনা করা যায় না এমন। {(তৎসম বা সংস্কৃত)অ(নঞ্‌)+√কল্পি+ অনীয়;(নঞ্ তৎপুরুষ সমাস)}
  • Bengali Word অকল্মষ Bengali definition [অকল্‌মশ] (বিশেষণ) নিষ্পাপ। {(তৎসম বা সংস্কৃত)অ(নঞ্‌)+ কল্মষ;(বহুব্রীহি সমাস) }
  • Bengali Word অকল্যাণ Bengali definition [অকোল্‌লান্‌, অকোলল্যান্‌] (বিশেষ্য) অমঙ্গল; অশুভ।  (বিশেষণ) অমঙ্গলজনক (অকল্যাণ এই সুর –জউ)। অকল্যাণকর (বিশেষণ) অমঙ্গলজনক; অশুভকর; ক্ষতিকর। অকল্যাণকারিণী (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত)অ(নঞ্‌)+কল্যাণ; অনৎ.}
  • Bengali Word অকষ্ট Bengali definition [অকশ্‌টো] (বিশেষণ) কষ্টশূন্য; ক্লেশহীন। অকষ্টকল্পনা (বিশেষ্য) অনায়াসসাধ্য বা স্বতঃস্ফূর্ত কল্পনা। অকষ্টকল্পিত (বিশেষণ)। অকষ্টবদ্ধ (বিশেষণ) ১ অতি কষ্টে গ্রথিত(সাধু বাংলায় বাক্য গঠন পদ্ধতি অকষ্টবদ্ধ –সুদ)। ২ অত্যন্ত সঙ্কটাপন্ন; অধিক দুঃখে পতিত।  (বিশেষ্য) উভয় সঙ্কট; অপ্রতিহার্য বিপদ। {(তৎসম বা সংস্কৃত)অ(নঞ্‌)+ কষ্ট; (নঞ্ তৎপুরুষ সমাস)}
  • Bengali Word অকসর Bengali definition আকসার
  • Bengali Word অকস্মাৎ Bengali definition [অকোশ্‌শাঁত্‌] অব্যয় (ক্রিয়া (বিশেষণ))১ হঠাৎ; সহসা; অতর্কিতে; অজানিতভাবে।  (বিশেষ্য) আকস্মিক প্রাপ্তি বা ঘটনা (ছেড়েছি সব অকস্মাতের আশা -রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত)অ(নঞ্‌)+ কস্মাৎ}
  • Bengali Word অকাজ Bengali definition [অকাজ্] (বিশেষ্য) বাজে বা অন্যায় কাজ (সে হল অকাজের কাজী-আহমদ শরীফ)। {(বাংলা) অ(নঞ্)+কাজ; (নঞ্ তৎপুরুষ সমাস)}
  • Bengali Word অকাট ২ Bengali definition [অকাট্] (বিশেষণ) অখণ্ডনীয় (অকাট সত্য-সত্যেন্দ্রনাথ দত্ত)।{(তৎসম বা সংস্কৃত) অকাট্য>}
  • Bengali Word অকাট্য Bengali definition [অকট্টো] (বিশেষণ) ১ কাটা যায় না এমন (অকাট্য বস্তু)। ২ খণ্ডন করা যায় না এমন; অখণ্ডনীয় (অকাট্য যুক্তি)। চুড়ান্ত; অপরিবর্তনীয় (আপাতস্বাচ্ছন্দ্য ও একটা অকাট্য পদ্ধতির অন্তর্ভুক্ত-সুধীন্দ্রনাথ দত্ত)।{(তৎসম বা সংস্কৃত)অ(নঞ্)+কাট্য; (নঞ্ তৎপুরুষ সমাস)}
  • Bengali Word অকাট্য ১ Bengali definition আকাট
  • Bengali Word অকাঠা Bengali definition [অকাঠা] (বিশেষ্য) বাজে কাঠ। {অ+কাঠ(<(তৎসম বা সংস্কৃত)কাষ্ঠ)+আ}
  • Bengali Word অকাণ্ড Bengali definition [অকান্ডো] (বিশেষণ) কাণ্ডহীন; গুঁড়ি নেই এমন।  (বিশেষ্য) কুকার্য; অঘটনীয় ব্যাপার। অকাণ্ডে (ক্রিয়া (বিশেষণ))অসময়ে; অকারণে; হঠাৎ। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্‌)+কন্‌+ড+অ(ক); (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word অকাতর Bengali definition [অকাতর্‌/অকাতোর্‌] (বিশেষণ) ১ কাহিল নয় এমন; অব্যাকুল; খেদহীন (কোন চিন্তা নাই বাছা হয়ে অকাতর-ঘনরাম চক্রবর্তী)। ২ সুস্থ; নীরোগ (অকাতর দেহে-রবীন্দ্রনাথ ঠাকুর)। ৩ অকুন্ঠ(অতি অকাতর চিত্ত-রবীন্দ্রনাথ ঠাকুর)। অকাতরতা (বিশেষ্য)। অকাতরে (ক্রিয়া (বিশেষণ) ১ অকুন্ঠচিত্তে (অকাতরে দান করা)। ২ অক্লেশ; অনায়াসে (অকাতরে পরিশ্রম করা)। ৩ নিশ্চিন্ত আরামে বা প্রগাঢ়ভাবে (অকাতরে ঘুমানো)। {(তৎসম বা সংস্কৃত)অ(নঞ্‌)+কাতর; (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word অকাপট্য Bengali definition [অকাপোট্‌টো] (বিশেষ্য) ১ সারল্য; কপটতাশূন্যতা। ২ কামহীনতা; ইন্দ্রিয়পরায়ণ নয় এমন ভাব। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্‌)+কপট+য(ষ্যঞ্‌); (নঞ্‌ তৎপুরুষ সমাস) }
  • Bengali Word অকাম ১, অকাম্য Bengali definition [অকাম্‌, অকাম্‌ মো] (বিশেষণ) অবাঞ্ছনীয়; অনভিপ্রেত। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্‌)+কাম, কাম্য; (নঞ্‌ তৎপুরুষ সমাস)}
  • Bengali Word অকাম ২ Bengali definition আকাম
  • Bengali Word অকামিক Bengali definition (ব্র.)[অকামিক] অব্যয় ১ হঠাৎ (বিধিক যখনে ভেল অকামিক-বিদ্যাপতি)। ২ অকারণ (অকামিক জাগি ঠৈলি সানন্দা-বিদ্যাপতি)।
  • Bengali Word অকাম্য Bengali definition অকাম
  • Bengali Word অকার Bengali definition [অকার্‌] (বিশেষ্য) ‘অ’ – বর্ণ বা ধ্বনি (উল্লেখ্য: অ বর্ণের আলাদা কোনো কার চিহ্ন নেই)। অকারান্ত (বিশেষণ) অন্তে ‘অ’ ধ্বনিযুক্ত; হসন্তান্ত ধ্বনি নয় এমন। {অ+কার; (নঞ্‌ তৎপুরুষ সমাস)}
  • Bengali Word অকারণ Bengali definition [অকারোন্] (বিশেষণ) ১ অহেতুক; কারণবিহীন (শুধু অকারণ পুলকে-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ ব্যর্থ; বিফল; বৃথা (তুমি বিনে অকারণ জীবন যৌবন-দৌলত উজির বাহরাম খান)।  (ক্রিয়া (বিশেষণ) ১ অনর্থক; শুধু শুধু। অকারণে ক্রি (বিশেষণ)। {(তৎসম বা সংস্কৃত) অ+কারণ;(নঞ্ তৎপুরুষ সমাস)}
  • Bengali Word অকারত Bengali definition [অকারত] (মধ্যযুগীয় বাংলা) (বিশেষণ) অনর্থক; অহেতুক; বৃথা (হামজা বলে সব অকারত-সৈয়দ হামজা)। {অ+(ফারসি) কার+ত}
  • Bengali Word অকার্য Bengali definition [অকার্জো] (বিশেষ্য) অকাজ; কুকাজ; বাজে কাজ।  (বিশেষণ) অকর্তব্য; অকরণীয় (তাহা বস্তুত অকার্য-রাজশেখর বসু (পরশু))। অকার্যকর (বিশেষণ) ১ কুকর্মকারী। ২ বৃথা; নিষ্ফল। অকার্যকরী (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+কার্য; (নঞ্ তৎপুরুষ সমাস);(বহুব্রীহি সমাস)}
  • Bengali Word অকাল Bengali definition [অকাল্] (বিশেষ্য) ১ অসময়; অপরিণত কাল। ২ দুর্ভিক্ষ (এ দেশে অকাল নাই-ঘনরাম চক্রবর্তী)। ৩ (জ্যোবি)অপ্রশস্তকাল; যে কাল শুভ কাজের উপযোগী নয় (ওদিকে সামনে একটা অকাল চার পাঁচটা মাস জুড়িয়া-রবীন্দ্রনাথ ঠাকুর)।  (বিশেষণ) অসময়োচিত (তেঁই শুখাইল জলপূর্ণ আলবাল অকাল নিদাঘে-মাইকেল মধুসূদন দত্ত)। অকালে (ক্রিয়া (বিশেষণ))অসময়ে; অনুপযুক্ত কালে। অকাল অপক্ব (বিশেষণ) (আলঙ্কারিক) বোকা; বয়সোচিত ব্যবহার বা বুদ্ধির অভাব (হয় সে অকালপক্ব; নয় সে অকাল-অপক্ব-রবীন্দ্রনাথ ঠাকুর)। অকারকুষ্মাণ্ড (বিশেষ্য) অকালে উৎপন্ন কুমড়া। ২ (আলঙ্কারিক) মূর্খ; অকর্মণ্য; অপদার্থ। অকালজ, অকালজাত (বিশেষণ) নির্ধারিত সময়ের পূর্বে বা পরে জন্মেছে এমন; অকালে উৎপন্ন। অকালপক্ব (বিশেষণ) ১ অকালে পাকা। ২ (আলঙ্কারিক) ইঁচড়ে পাকা; বাল্যে বৃদ্ধের ন্যায় আচরণ যার। অকালপক্বতা বি। অকালবার্ধক্য (বিশেষ্য) অসময়ে আগত বৃদ্ধাবস্থা। অকালবৃদ্ধ (বিশেষণ) যথাসময়ের পূর্বেই বার্ধক্যে উপনীত (থেকো না অকালবৃদ্ধ বসিয়া একেলা-রবীন্দ্রনাথ ঠাকুর)। অকালবোধন (বিশেষ্য) অসময়ে আহবান। ২ (আলঙ্কারিক) অসময়ে কোনো কাজ সম্পাদন। অকালমৃত্যু (বিশেষ্য) পরিণত বয়সের পূর্বে মৃত্যু। অকালসন্ধ্যা (বিশেষ্য) অসময়ে আগত সময়। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্) (অপ্রশস্ত)+কাল; (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word অকালী Bengali definition আকালী
  • Bengali Word অকাল্পনিক Bengali definition [অকাল্পোনিক্] (বিশেষণ) কল্পনাপ্রসূত নয়; বাস্তব (সে যে অকাল্পনিক, সে যে সত্য-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) অ+কাল্পনিক; (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word অকায় Bengali definition [অকায়্] (বিশেষণ) কায়াহীন; দেহহীন (অকায়, অকঙ্কাল কলকাতা ছায়াময়-বুদ্ধদেব বসু)।  (বিশেষ্য) ১ রাহুগ্রহ। ২ পরমাত্মা। {(তৎসম বা সংস্কৃত)অ(নঞ&)+কায়; (নঞ্‌ তৎপুরুষ সমাস)}