Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word অছইতে Bengali definition (ব্র.)[অছইতে] অসমাপিকা ক্রিয়া থাকতে (অছইতে বথু নহি করিঅ উদাস-বিদ্যাপতি)। {(তৎসম বা সংস্কৃত)√অস্>}
  • Bengali Word অছল, অছলোঁ, অছলো Bengali definition (ব্র.)[অছল, অছলোঁ. অছলো] (ক্রিয়া) ছিল। {(তৎসম বা সংস্কৃত) √অস্>}
  • Bengali Word অছলিহু, অছিলোঁ, অছলোঁ Bengali definition (ব্র.) [অনুরূপ উচ্চারণ] ক্রিয়া ছিলাম (এতদিন অছলিহু অপনে গোয়ানে-বিদ্যাপতি)। {(তৎসম বা সংস্কৃত)√অস্>}
  • Bengali Word অছি, ওছি Bengali definition [ওছি্] (বিশেষ্য) ১ অছিয়তকারী; অন্তিম উপদেশ বা নির্দেশ দানকারী। ২ নাবালকের সম্পত্তি রক্ষার জন্য নিযুক্ত অভিভাবক; তত্ত্বাবধায়ক; trustee(নাবালক পক্ষে যে অছি আছেন-মীর মশাররফ হোসেন)। {(আরবি) রসী}
  • Bengali Word অছিঅত, অছিয়ত Bengali definition অসিয়ত
  • Bengali Word অছিলে Bengali definition (প্রাচীন বাংলা) [অছিলে] ক্রিয়া ছিল (অছিলে-চর্যা)। {(তৎসম বা সংস্কৃত)√অস্‌>}
  • Bengali Word অজ ১ Bengali definition [অজো] (বিশেষণ) ১ খাঁটি; পুরাদস্তুর।২ নিরেট (অজমূর্খ)। অজপাড়াগাঁ (বিশেষ্য) খাঁটি পল্লিগ্রাম (চেয়ে চেয়ে দেখি অজ পাড়াগাঁর চেহারা-মনোজ বসু)।{(তৎসম বা সংস্কৃত) আদ্য>অজ্‌জ>}
  • Bengali Word অজ ২, অজা Bengali definition [অজো, অজা] (বিশেষ্য) ১ ছাগল; মেষ (পুত্র হৈলে দুই অজা সুতা হৈলে এক-সৈয়দ আলাওল) ২ (জ্যোবি) মেষরাশি। অজা (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) √অজ্‌(গমন)+অ(অচ্‌), +আ(টাপ্‌)}
  • Bengali Word অজ ৩ Bengali definition [অজো] (বিশেষণ) জন্মহীন; চির বর্তমান। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্‌)+√জন্‌ (√জন্‌-উৎপন্ন হওয়া)+অ(ড)}
  • Bengali Word অজগর, অজাগর ১ Bengali definition (মধ্যযুগীয় বাংলা) [অজোগর্‌, অজাগর] (বিশেষ্য) ছাগল হরিণ প্রভৃতি গিলে খেতে পারে এমন বড়ো সাপ (গিরি হন্তে নামিছে যে হেন অজাগর-সৈয়দ আলাওল)। {(তৎসম বা সংস্কৃত)অজ+√গৃ+অ(অচ্‌); উপপদ (তৎপুরুষ সমাস)}
  • Bengali Word অজচ্ছল Bengali definition [অজচ্‌ছল্‌] (বিশেষণ) প্রচুর; অঢেল। {(তৎসম বা সংস্কৃত)অজস্র>অজস্‌সর>}
  • Bengali Word অজন্ত Bengali definition [অজন্‌তো] (বিশেষণ) (ব্যাকরণ) স্বরান্ত; শেষে স্বর আছে এমন। {(তৎসম বা সংস্কৃত) অচ্+অন্ত}
  • Bengali Word অজন্মা Bengali definition [অজন্‌মা] (অজন্মন্) (বিশেষ্য) দুর্ভিক্ষ; শস্যাদি উৎপন্ন না হওয়ার মতো অবস্থা (কয়েক বছর অজন্মা যাচ্ছে)। (বিশেষণ) বেজন্মা; জারজ। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ&)+জন্মন&; (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word অজপা Bengali definition অজিফা
  • Bengali Word অজবুক Bengali definition উজবুক
  • Bengali Word অজর Bengali definition [অজর্] (বিশেষণ) জরা বা বার্ধক্যরহিত (আমি অজর অমর অক্ষয়-কাজী নজরুল ইসলাম)। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+জরা; (বহুব্রীহি সমাস) }
  • Bengali Word অজরামর Bengali definition [অজরামর্] (বিশেষণ) বার্ধক্য ও মৃত্যুরহিত। {(তৎসম বা সংস্কৃত) অজর+অমর; দ্বন্দ্ব}
  • Bengali Word অজস্র Bengali definition [অজোস্‌স্রো] (বিশেষণ) অসংখ্য; দেদার (নদীতে অজস্র ডিঙ্গি নৌকা-আবু জাফর শামসুদ্দীন)।  (ক্রিয়া (বিশেষণ) সর্দার; ক্রমাগত। অজস্রত্ব (বিশেষ্য) বাহুল্য; অপরিমিতি (সকল প্রকার অজস্রত্ব-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+√জস্+র;(নঞ্ তৎপুরুষ সমাস)}
  • Bengali Word অজা Bengali definition অজ
  • Bengali Word অজাগর ১ Bengali definition অজগর
  • Bengali Word অজাগর ২ Bengali definition [অজাগর্] (বিশেষণ) ঘুমন্ত; নিদ্রিত।  (বিশেষ্য) ভৃঙ্গারাজ বৃক্ষ। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+ জাগর; (নঞ্ তৎপুরুষ সমাস)}
  • Bengali Word অজাচার Bengali definition [অজাচার্] (বিশেষ্য) কপটতা; ছলনা (ভক্তিক্ষেত্রে অজাচার ছদ্ম উচাটন-বিষ্ণু দে)। {(তৎসম বা সংস্কৃত) অজ+আচার; ৬ (তৎপুরুষ সমাস)}
  • Bengali Word অজাত ১ Bengali definition [আজাতো] (বিশেষণ) জন্মেনি এমন (অজাত ভুবন-ভ্রূণ মাঝে-রবীন্দ্রনাথ ঠাকুর) অজাত শত্রু (বিশেষণ) শত্রু জন্মেনি এমন।  (বিশেষ্য) মগধরাজ বিন্বিসারের পুত্রের নাম। অজাতশ্মশ্রু (বিশেষণ) দাড়ি ওঠেনি এমন (বয়স বেশি নয়, এখনও অজাতশ্মশ্রু অপোগণ্ড অর্বাচীন উকিল -রবীন্দ্রনাথ ঠাকুর)।{(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+√জন্+ত(ক্ত);(নঞ্ তৎপুরুষ সমাস);(বহুব্রীহি সমাস)}
  • Bengali Word অজাত ২ Bengali definition [অজাত্] (বিশেষ্য) ১ নীচ বংশোদ্ভুত ব্যক্তি; ইতর লোক। ২ হীন বংশ; অঘর (একটা অজাত কুজাতের ছেলে-অচিন্ত্য কুমার সেনগুপ্ত)। (বিশেষণ) ১ জারজ। ২ হীন বংশীয়; হীন জাতে জন্ম। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+√জন্+ত(ক্ত);(বহুব্রীহি সমাস)}
  • Bengali Word অজানা, অজানিত Bengali definition [অজানা, অজানিতো] (বিশেষণ) ১ অজ্ঞেয়; জ্ঞানের অতীত (হে অজানা, অজানা সুর নব, উড়িয়ে দিলে অজানিতের পানে-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ অজ্ঞান; অপরিচিত (অজানা আঁধার সাগর বাহিয়া অজানিত বঁধু নীরবে সঁপিল-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+জ্ঞা+ অন(ল্যুট্)> অজান + আ; (নঞ্ তৎপুরুষ সমাস)}
  • Bengali Word অজান্তে, অজানিতে Bengali definition [অজান্তে, অজানিতে] (ক্রিয়া (বিশেষণ))১ অজ্ঞাতসারে। ২ অগোচরে; না জানিয়ে। {বা. অ+√জান্+ইত= অজানিত> অজান্ত+এ}
  • Bengali Word অজিজ্ঞাস Bengali definition [অজিগ্‌গাশো] (বিশেষণ) অকৌতূহলী; জানবার ইচ্ছা নেই এমন (পড়িনু অনেক শাস্ত্র গুরুকে ভজিয়া। তে কারণে অজিজ্ঞাসে না কহ দেখিয়া –হেয়াত মাহমুদ)। অজিজ্ঞাসিত (বিশেষণ) জিজ্ঞাসা করা হয়নি এমন। অজিজ্ঞাস্য (বিশেষণ) জিজ্ঞাসার অনুপযুক্ত। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+জিজ্ঞাসা>; (বহুব্রীহি সমাস) }
  • Bengali Word অজিত Bengali definition [অজিতো] (বিশেষণ) অপরাভূত; অপরাজিত (অপ্রমিততেজঃ অজিতবংশজ-কাশীরাম দাস)। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+√জি+ত(ক্ত);(বহুব্রীহি সমাস)}
  • Bengali Word অজিতেন্দ্রিয় Bengali definition [অজিতেন্‌দ্রিয়ো] (বিশেষণ) ইন্দ্রিয়সমূহ বশীভূত নয় এমন; ইন্দ্রিয়পরায়ণ। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+জিত+ইন্দ্রিয়;(বহুব্রীহি সমাস)}
  • Bengali Word অজিন Bengali definition [অজিন্] (বিশেষ্য) ১ ছাগচর্ম; মৃগচর্ম; বাঘছাল (অজিন-আসন-কাজী নজরুল ইসলাম; তিনি স্বীয় অজিনাসন ভূতলে স্থাপন করিয়া তদুপরি উপবিষ্ট হইলেন-গিরিশচন্দ্র ঘোষ)। ২ পশুচর্ম; চর্মনির্মিত আসন(অজিন শয়নে-কায়কোবাদ)। অজিনধারী (বিশেষণ) পশুচর্ম পরিহিত। অজিনধারিণী (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) √অজ্+ ইন (ইনন্)}